February 22, 2016
Bouquet of projects for the people of Kolkata

The Trinamool Congress-run Kolkata Municipal Corporation is going to gift a bouquet of projects to the people of Kolkata over the next few days.
Some of these projects, which were planned earlier, are now being wrapped up. The civic officials are also laying the foundation of a few other projects in the city.
From the augmentation of filtered water supply to the strengthening of the roads and sewerage systems, to the beautification of parks, KMC is ensuring the convenience of people in every sector.
Water
Among the developmental projects, water supply is one of the top priorities for the civic body. Within a span of 10 days, two water booster pumping stations were inaugurated by the KMC.
While the first pumping station was inaugurated in Bansdroni, the second one was inaugurated at Behala’s Parnasree.
The booster pumping station in Bansdroni will cater to large areas of Kudghat and Bansdroni while thousands living in Behala East will benefit from the booster pumping station at Parnasree.
Roads
Next in the civic body’s priority list is improvement of the city’s roads. The KMC Roads Department took up as many as 80 full-length roads or stretches of major roads for re-laying or strengthening.
Some of the major roads where strengthening (application of mastic asphalt) works are currently on include Chittaranjan Avenue, Amherst Street, Rashbehari Avenue, Ashutosh Mukherjee Road and Raja SC Mullick Road. The KMC Roads Department has also taken up the entire length of the Prince Anwar Shah Road connector to EM Bypass for repair.
Sewerage
The civic body has taken up strengthening of underground sewerage lines to combat waterlogging. The KMC Drainage and Sewerage Department has invited a national tender for procurement of sophisticated machines for de-silting of sewerage lines.
Greenery
The KMC Parks Department is also in the race. On Friday, the mayor inaugurated three machines with water sprinklers that will take care of the city’s full-grown trees and roadside plants. More such machines will be pressed into service this year, the mayor said.
Footnote
The Trinamool Congress, under the leadership of Mamata Banerjee, has been dedicated to the service of people. The continuous endeavours of the KMC to serve people are a testimony in this regard.
কলকাতার মানুষের জন্য একগুচ্ছ প্রকল্প
তৃণমূল কংগ্রেস পরিচালিত কলকাতা পুরসভা আগামী কয়েক দিনে এক গুচ্ছ প্রকল্প উপহার দিতে চলেছে আগামী কয়েক দিনের মধ্যে।
এর মধ্যে বেশ কিছু প্রকল্প আগেই হয়েছে পরিকল্পিত হয়েছে, এখন সেগুলি বাস্তবায়িত হবে। বেশ কিছু প্রকল্পের শিলান্যাস করবেন।
বিশুদ্ধ পানীয় জল সরবরাহ, সুন্দর রাস্তা, নিকাশি ব্যবস্থা,পার্কের সৌন্দর্যায়ন সব ক্ষেত্রেই কলকাতা পুরসভা প্রতিটি ক্ষেত্রেই জনগণের সুবিধা সুনিশ্চিত করেছে।
জল
বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের মধ্যে জল সরবরাহ একটি অতি গুরুত্বপূর্ন প্রকল্প। ১০ দিনের মধ্যে ২টি বুস্টার পাম্পিং স্টেশন উদ্বোধন করেছে কলকাতা পুরসভা।
প্রথম বুস্টার পাম্পিং স্টেশনটি হয়েছে বাঁশদ্রোণিতে এবং দ্বিতীয়টি হয়েছে বেহালায়। বাঁশদ্রোণির বুস্টার পাম্পিং স্টেশনের মাধ্যমে বাঁশদ্রোণি ও কুঁদঘাটের অনেকটা এলাকা এবং পর্ণশ্রীর বুস্টার পাম্পিং স্টেশনের মাধ্যমে পশ্চিম বেহালার হাজার হাজার মানুষ উপকৃত হবেন।
রাস্তা
শহরের রাস্তাঘাট সাড়াইও পুরসভার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। শহরের মোট ৮০টি রাস্তা সাড়াইয়ের কাজ হাতে নিয়েছে পুরসভা।
কলকাতার বেশ কিছু প্রধান রাস্তার ব্যপক পরিবর্তন হয়েছে, যেমন চিত্তরঞ্জন অ্যাভিনিউ, আমহার্স্ট স্ট্রিট, রাসবিহারি অ্যাভিনিউ, আশুতোষ মুখার্জি রোড, রাজা এস সি মল্লিক রোড ইত্যাদি। ইএম বাইপাস ও আনোয়ারশাহ সহ আরও কিছু রাস্তা মেরামত করেছে কলকাতা পুরসভা।
নিকাশি ব্যবস্থা
ভূগর্ভস্থ নিকাশি ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে যাতে জল না জমে থাকে। কলকাতা পুরসভার কাছে নিকাশি দপ্তর নিকাশি ব্যবস্থার উন্নতির জন্য অত্যাধুনিক মেশিন তৈরির জন্য আবেদন জানিয়েছে।
সবুজায়ন
কলকাতার গাছগুলোর সবুজ রঙ ও উজ্জ্বলতা ফিরিয়ে আনার জন্য নতুন উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা। গাছের পাতাকে সবুজ এবং কার্বনমুক্ত রাখতে শুক্রবার নতুন পাতা ধোয়ার গাড়ির উদ্বোধন করলেন পুরসভার মেয়র শোভন চ্যাটার্জি। মেয়র আরও জানান, এই ধরনের আরও বেশ কিছু মেশিন আনা হবে এই বছরেরে মধ্যেই।
পরিশেষে
মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচালিত তৃণমূল সরকার জনগণের সেবায় নিয়োজিত হয়েছে। সব শ্রেণীর মানুষের জন্য দিন রাত কাজ করে চলেছে কলকাতা পুরসভা।