Latest News

February 20, 2016

Boost for Kolkata greenery: KMC gets sprayers to clean trees

Boost for Kolkata greenery: KMC gets sprayers to clean trees

On Friday , the Kolkata Municipa Corporation (KMC) launched four carbon-removing vehicles to clean the trees.

These vehicles, which are fitted with pumps, will be used to spray water on trees and roadside plants.

Debasish Kumar, the mayor in-council member overseeing the KMC parks department, credited Chief Minister Mamata Banerjee for influencing the civic body in introducing these machines to protect and enhance greenery of the city.

“These ma chines will help carbon-soaked plants to produce more oxygen,” he added.

Mayor Sovan Chatterjee, who inaugurated the special service, narrated a story behind buying these machines.

“Once I visited a garden in the city and noticed that the garden had lost its greenery due to pollution. I decided to water the trees regularly and when I visited the place again after two weeks, I saw the garden had turned into lushy green place. I got an idea to introduce such machines for watering trees and plants to bring back their shine,” he said.

The civic body would invest Rs 2 crore to buy eight more machines in phases, the mayor added.

According to a KMC official, these vehicles will be on Kolkata streets everyday in the morning.The drivers have been assigned in contract basis.

 

Image Source

 

গাছের পাতা কার্বনমুক্ত করতে নতুন উদ্যোগ কলকাতা পুরসভার

গাছের পাতাকে সবুজ এবং কার্বনমুক্ত রাখতে শুক্রবার নতুন উদ্যোগ নিল কলকাতা পুরসভা।

পানীয় জলের গাড়িগুলিতেই জেনারেটর ও মোটর, পাইপ বসিয়ে পাতা ধোয়ার গাড়ির রূপ দেওয়া রয়েছে।

কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমার জানান, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কলকাতাকে স্বচ্ছ-সুন্দর ও সবুজ করে তোলার জন্য এটি আর একটি পদক্ষেপ”।

তিনি আরও বলেন, “এই পাম্পগুলো গাছের পাতাকে কার্বনমুক্ত করে সেগুলিকে আরও অক্সিজেন মুক্ত করতে সাহায্য করবে”।

শুক্রবার কার্বন রিমুভার পাতা পরিষ্কারের গাড়ির উদ্বোধন করলেন কলকাতা পুরসভার মেয়র শোভন চ্যাটার্জি।

মেয়র বলেন, “কলকাতার গাছগুলোর সবুজ রঙ ও উজ্জ্বলতা ফিরিয়ে আনার জন্য আমরা এই মাশিন চালু করার কথা ঠিক করি। এই মেশিন গুলোর জন্য বরাদ্দ করা হয়েছে ২ কোটি টাকা”।