Latest News

June 1, 2017

BJP does not know Bengali culture: Mamata Banerjee

BJP does not know Bengali culture: Mamata Banerjee

At a public meeting in Tarakeswar today, Chief Minister Mamata Banerjee once again slammed the BJP for its policies.

The Central Government is taking away Rs 40,000 crore per year for servicing debts, leaving nothing for the State Government to spend for the development of the State.

Another strong complaint she had against the Centre was that it had stopped 90 per cent of the money due to the States under various schemes; despite that, she said, “I am continuing with ICDS with our own funds”.

She said that she had tweeted during the early stages of demonetisation that GDP would fall by almost 2 per cent, and it has been proved true by the latest data. Another consequence of demonetisation, she said, is that “lakhs of people have been rendered jobless due to demonetisation”.

While mentioning the blood donation camps that the party is organising across Bengal, she said that “when we are organising blood donation camps, the CPI(M) and the BJP are engaging in bloodshed, hurling bombs and brandishing swords”.

Continuing on the topic of bloodshed, Mamata Banerjee said, “They (BJP) are terrorising farmers for possessing cattle. They are inciting riots, pelting stones. What one can eat or wear is one’s own choice, not for others to dictate”.

“Sarva Dharma Samanyaya is our culture. But do they follow Bengali culture? Their culture is an outsider’s culture. BJP does not believe in religion. They indulge in adharma not dharma”.

 

 

বিজেপি বাংলার সংস্কৃতি জানে নাঃ মমতা বন্দ্যোপাধ্যায়

 

আজ হুগলীর জনসভা থেকে আরও একবার বিরোধীদের তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের থেকে ৪০ হাজার কোটি টাকা কেটে নিয়ে যাচ্ছে কেন্দ্র তা সত্ত্বেও উন্নয়নের কাজ অব্যাহত রয়েছে। অনেক প্রকল্পে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে কেন্দ্র, রাজ্য নিজের টাকায় সেই সব প্রকল্পের কাজ সম্পন্ন করছে।

কেন্দ্রের নোটবাতিলের সিদ্ধান্তের ফলে গোটা দেশের অবস্থার জন্য আবারও কেন্দ্রকে আক্রমন করে মুখ্যমন্ত্রী বলেন, নোট বাতিলের ফলে জি ডি পি ২% কমে গেছে। রাজ্যের অনেক মানুষ কর্মহীন হয়েছেন।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, “সিপিএম আন্দোলনের নামে বোমা ছুড়ছে আর বিজেপি আন্দোলনের নামে তরোয়াল দেখাচ্ছে। তিনি আরও বলেন, আমাদের বর্ষপূর্তিতে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম। যখন আমরা রক্তদান শিবিরের আয়োজন করছি তখন সিপিএম বাংলায় রক্ত ঝরাচ্ছে”।

এ রাজ্যে বিজেপি দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বলে এদিন তিনি বলেন, “গরুর নামে কৃষকদের ভয় দেখাচ্ছে ওরা, দাঙ্গা লাগাতে চাইছে। পাথর, বোমা মারছে। কে কি খাবে কি পরবে সেটাও ওরা ঠিক করে দিচ্ছে। আমাদের সরকার সব ধর্ম সমন্বয়ে বিশ্বাসী। ওরা বাংলার সংস্কৃতি মানে না। যারা ধর্মকে ধর্মীয় পথে পরিচালনা করে আমি তাদের শ্রদ্ধা করি, অধর্মকে নয়। ওদের বাংলায় কোন স্থান নেই”।