June 20, 2017
Bengal Govt’s Bharsa Scheme to create a pool of professional care-givers for the aged

The Bengal Government is starting another social scheme – Bharsa – to create a pool of professional care-givers for senior citizens of the State. The scheme would be implemented through the State Women and Child Welfare Department.
As part of the scheme, youths would be given training as care-givers for the aged. The four-month training programmes would start from coming July.
The fundamental idea behind the scheme is the fact that young men and women as friends-cum-care-givers are much more appealing to the aged. The training would focus on the care and health management as well as on the aspect of developing empathy for senior citizens.
In the initial batch, 50 people would be provided the training to become professional care-giving. Importantly, keeping in view the security of senior citizens, all those to be provided training would have to undergo a thorough police verification.
বয়স্ক বাবা-মায়েদের পরিচর্যায় রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘ভরসা’
বয়স্ক বাবা-মায়েদের পরিচর্যায় নতুন মানবিক প্রকল্প আনতে চলেছে মা মাটি মানুষের সরকার । নতুন প্রকল্পের নামকরণ করা হয়েছে ‘ভরসা’।
এই প্রকল্পের অভিনবত্ব হল বয়স্কদের যত্ন নেওয়ার জন্য যুবক-যুবতীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হবে আগামী জুলাইয়ের শুরু থেকেই।
এই প্রশিক্ষণের পেছনে মৌলিক ধারণা হল, বয়স্কদের কাছে যুবকদের বন্ধু হিসেবে গড়ে তোলা। বয়স্কদের বিশেষ চিকিৎসাগত পরিষেবা, যত্ন এবং সহানুভূতি সম্পর্কেও বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে যুবকদের।
নারী ও শিশু কল্যাণ দপ্তর সূত্রে খবর, আপাতত চার মাসের এই বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। ৫০জনকে প্রশিক্ষণ দেওয়া হবে দুটি ব্যাচে। যারা প্রশিক্ষণ নেবেন, তাঁরা অবশ্যই পুলিশ ভেরিফিকেশনের পরে অংশ গ্রহণ করতে পারবেন।