June 19, 2017
Bengal Govt setting up eastern India’s first organ bank

The Bengal Government is soon going to launch the first organ bank in the eastern region.
A seven-storey purpose-built building is almost complete inside the SSKM Hospital campus. The Health Department is spending a total of Rs 142 lakh.
The organ bank at SSKM would function as both the Regional Organ and Tissue Transplant Organisation (ROTTO) and the State Organ and Tissue Transplant Organisation (SOTTO).
This bank would play a major role in the coming days in preserving organs, including of brain-dead persons.
অঙ্গ সংরক্ষণ ব্যাঙ্ক চালু হতে চলেছে রাজ্যে
পূর্ব ভারতের প্রথম অঙ্গ সংরক্ষণ ব্যাঙ্ক চালু হতে চলেছে এ রাজ্যে। এসএসকেএম হাসপাতালে এই অঙ্গ সংরক্ষণ ব্যাঙ্ক তৈরীর জন্য সাততলা ভবনের কাজ প্রায় শেষের পথে। এই ব্যাঙ্কটি পুরোদমে চালু হলে আগামী দিনে কোনও ব্রেন ডেড ব্যাক্তির অঙ্গ সংরক্ষণ করে রাখা যাবে অনেকদিন।
বৃহস্পতিবার স্বাস্থ্যভবনে অঙ্গদান ও প্রতিস্থাপন নিয়ে এক সচেতনতামূলক অনুষ্ঠানে একথা জানিয়েছেন রাজ্যের অতিরিক্ত স্বাস্থ্য অধিকর্তা। এসএসকেএমে অঙ্গ সংরক্ষণ ব্যাঙ্ক চালু হলে হার্ট থেকে শুরু করে অন্যান্য সমস্ত অঙ্গই সংরক্ষণ করা যাবে.
এর পাশাপাশি এসএসকেএমে তৈরী হবে রিজিওনাল এবং স্টেট অর্গ্যান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্ল্যান্ট অর্গানাইজেশন (রোটো এবং সোটো)।