April 3, 2017
Bengal Govt to do away with revenue on agricultural land

Bengal Chief Minister Mamata Banerjee today announced that the State Government will no longer take revenue for agricultural land. The announcement was made to give farmers a relief because they have been hit hard by demonetisation and kharif crops have suffered, the CM said.
She also appealed to the Centre to waive farm loans. She said that before elections the BJP had made a promise to waives farmers’ loans but have done nothing yet.
The CM today inaugurated and laid the foundation stones for a bouquet of developmental projects for the Paschim Medinipur district from a public meeting at Kharagpur College Maidan. The projects inaugurated today by the Chief Minister include a Krishak Bazar, a market complex, water supply projects, a flood rehabilitation centre, road projects, government buildings, godowns among others. She will also distributed benefits for various schemes.
Highlights of the Chief Minister’s speech:
- We have started a scheme for those who have lost jobs due to demonetisation
- We work for people all round the year; not just during elections
- We have already distributed 35 lakh cycles under Sabuj Sathi last year. This year too we will distribute 35 lakh cycles
- We will give cycles to Prani Mitra workers, ICDS and Asha workers. We have increased the honorarium for ICDS and Asha workers
- From Sabuj Shree at birth to Samabyathi during death, we have schemes for birth till death
- We give rice at Rs 2/kg to 8 crore people. We have started digital ration cards
- Over 80,000 folk artistes receive monthly stipend of Rs 1000. We will register one lakh more artistes
- Six multi super speciality hospitals have been set up in West Midnapore district alone
- We have started water supply project ‘Jala Tirtha’ worth Rs 500 crore
- A new stadium is being built at Medinipur and Kharagpur
- Bengal will become self-sufficient in egg production. We will set up poultries for ducks like we have for hens
- Bengal produces 80 lakh eggs annually. By next year we will produce 80 lakhs more
- We are cultivating onion in arid zones of Bankura and Purulia. We have started a Hilsa Research Centre in Bengal
- People in Bengal get healthcare for free in government hospitals. Even kidney transplant, heart operations performed for free
কৃষকদের সব ঋণ মুকুব করে নিল রাজ্য সরকার
রাজ্য সরকার কৃষকদের সব ঋণ মুকুব করে নিল – আজ খড়গপুরের একটি জনসভায় একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নোট বাতিলের ফলে খারিফ শস্য চাষের প্রচুর ক্ষতি হয়েছে তাই কৃষকদের সমস্যার কোথা ভেবেই রাজ্য সরকারের এই মানবিক সিদ্ধান্ত ।
কৃষকদের ঋণ মুকুব করে নেওয়ার জন্য কেন্দ্রকেও আবেদন জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন নির্বাচনের আগে বিজেপি বলেছিল কৃষকদের সব ঋণ মুকুব করে দেবে অথচ তারা এখনও কোন পদক্ষেপ নেয়নি।
আজ খড়গপুরের কলেজ মাঠের এই জনসভাতে একগুচ্ছ উন্নয়ন মূলক প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। কৃষক বাজার, একটি মার্কেট কমপ্লেক্স, জল সরবরাহ প্রকল্প, বন্যা ও ঘূর্ণিঝড় আশ্রয়স্থল। গুদামঘর সহ আরও অনেক প্রকল্পের উদ্বোধন করেন তিনি। বেলদা মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালের শিলান্যাসও করেন মুখ্যমন্ত্রী।
তাঁর বক্তব্যের কিছু অংশঃ
- নোট বাতিলের ফলে যারা কর্মহীন হয়েছেন তাদের সাহায্যের জন্য আমরা একটি প্রকল্প চালু করেছি
- শুধু নির্বাচনের সময় নয়, সারা বছর আমরা মানুষের জন্য কাজ করি
- গত বছর আমরা ৩৫ লক্ষ সবুজ সাথী সাইকেল দিয়েছি। এই বছর আরও ৩৫ লক্ষ সাইকেল দেওয়া হবেঃ
- প্রাণী মিত্র কর্মী, আই সি ডি এস ও আশার কর্মীদেরও আমরা সাইকেল দিচ্ছি। আই সি ডি এস ও আশার কর্মীদের ভাতা বৃদ্ধি করেছি
- জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা বিভিন্ন সরকারী প্রকল্প চালু করেছি। জন্মের পর সবুজ শ্রী প্রকল্প ও মৃত্যুর পর সমব্যাথী প্রকল্প চালু করেছি
- ৮ কোটি মানুষকে আমরা ২ টাকা কেজি দরে চাল দিচ্ছি। আমরা ডিজিটাল রেশন কার্ড চালু করেছি
- ৮০ হাজারেরও বেশি লোক শিল্পী ১০০০ টাকা মাসিক ভাতা পান। আমরা ১ লক্ষ শিল্পীকে এই প্রকল্পে আওতাভুক্ত করব
- পশ্চিম মেদিনীপুরে ৬টি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরী হয়েছে
- ৫০০ কোটি টাকা ব্যয়ে ‘জল তীর্থ’ প্রকল্প চালু করেছি আমরা
- মেদিনীপুর ও খড়গপুরে একটি নতুন স্টেডিয়াম তৈরী হচ্ছে
- ডিম উৎপাদনে বাংলা স্বয়ংসম্পূর্ণ হবে। আমরা মুরগীর পোল্ট্রির পাশাপাশি হাসের পোলট্রিও তৈরী করব
- ৮০ লক্ষ ডিম উৎপাদিত হয় বাংলায়। আগামী বছর আমরা আরও ৮০ লক্ষ ডিম বেশি উৎপাদন করব
- বাঁকুড়া ও পুরুলিয়ায় আমরা পেঁয়াজ চাষ করছি। বাংলায় ইলিশ নিয়ে গবেষণার সেন্টার চালু করেছি আমরা
- বাংলার মানুষ সরকারী হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পায়। কিডনি প্রতিস্থাপন, হার্ট অপারেশন বিনামূল্যে করা হয়