Latest News

June 22, 2017

Banglashree: Biswa Bangla puts stories from Sahaj Path on handloom sarees

Banglashree: Biswa Bangla puts stories from Sahaj Path on handloom sarees

Biswa Bangla stores are going to get another addition – Banglashree – which is a line of handloom sarees with designs based on stories from Rabindranath Tagore’s ever popular children’s book, Sahaj Path.

The nomenclature is by none other than the Chief Minister, Mamata Banerjee, whose contribution to creating names and logos of various Government schemes and products have been widely appreciated.

The designer sarees are going to hit the stores before or during this Durga Puja. Plans are also afoot to export these sarees.

The Research and Development Wing of the Biswa Bangla Marketing Corporation Limited and the craftsmen are consulting and trying out the designs to be used for the final products. The Chief Minister is also taking an active interest in the designing process.

Designs other than those based on Sahaj Path are going to be incorporated into this new line of sarees.

Craftspeople in the State have welcomed this new concept, and are excited about its prospects. They are also being encouraged to come up with newer concepts by Biswa Bangla Corporation.

Biswa Bangla, another of Mamata Banerjee’s many contributions, has done a yeomen’s service in popularising worldwide traditional goods from Bengal – be it textile items or handicrafts or foods.

 

 

Image: biswabangla.in

 

 

‘বাংলাশ্রী’ – সহজপাঠ এবার বাংলার তাঁতের শাড়িতে

বাংলার শাড়িতে এবার মিলবে রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাঠ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার তৈরী শাড়ির নাম দিয়েছেন ‘বাংলাশ্রী’।পুজোর আগে বা পুজোর সময়ে এই শাড়ি বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। দেশ–বিদেশেও পাঠানো হবে এই শাড়ি।

বিশ্ব বাংলা নিগমের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট উইংয়ের অফিসাররা ইতিমধ্যেই তাঁতশিল্পীদের সঙ্গে কথা বলে তাঁদের শাড়ির নকশা দেখছেন এবং নিজেরাও নানান নকশা বলে দিচ্ছেন। মুখ্যমন্ত্রীকেও বেশ কিছু ডিজাইন দেখানো হয়েছে। জোর দেওয়া হয়েছে গুণগতমানের ওপর। সহজপাঠ ছাড়াও নানান নকশার কথা ভাবা হচ্ছে।

বাংলার শিল্পীরা মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন, এর মাধ্যমে তারা নতুন শিল্পসৃষ্টির অনুপ্রেরণা পেয়েছেন। তাদের শিল্পনৈপুণ্য পৌঁছে যাচ্ছে বিশ্বের দরবারে।