Latest News

February 1, 2016

Affordable day-tour package for beach resorts around Digha by SBSTC

Affordable day-tour package for beach resorts around Digha by SBSTC

South Bengal State Transport Corporation (SBSTC) has started an affordable tour package for those wishing to visit the popular beach resorts around Digha. The bus tour costs Rs 200 per person.

The day-trip covers popular places like Mandarmani, Tajpur, Shankarpur and Udaypur in West Bengal, and Talsari, Chandaneswar and Bichitrapur in Odisha.

According to SBSTC officials, the package has proved to be very popular, and so it has plans to increase the price slightly with some value additions like drinking water and dry food.

 

স্বল্প ব্যয়ে দিঘা ভ্রমণ চালু করল রাজ্য সরকার

রাজ্য পর্যটন বিভাগ একটি বিশেষ প্যাকেজ চালু করেছেন দিঘার জনপ্রিয় বিচ রিসর্টগুলি ভ্রমনের জন্য। এই সফরে প্রত্যেকের জন্য খরচ হবে মাথাপিছু ২০০ টাকা।

এই ভ্রমণ প্যাকেজে দর্শনের জন্য থাকছে কয়েকটি উল্লেখযোগ্য স্থান। যেমন – পশ্চিমবঙ্গের মন্দারমনি, তাজপুর, শঙ্করপুর, উদয়পুর এবং ওড়িশার তালসারি, চন্দনেশ্বর এবং বিচিত্রপুর।

পর্যটন বিভাগের আধিকারিকদের মতে, এই প্যাকেজটি খুব তাড়াতাড়ি জনপ্রিয় হয়েছে মানুষদের মধ্যে। পরকিল্পনা অনুযায়ী, খরচের পরিমান কিছুটা বাড়িয়ে দেওয়া হবে এবং সঙ্গে পানীয় জল এবং কিছু শুকনো খাবার প্যাকেজে যুক্ত করা হবে।