February 10, 2016
WB Govt to provide free shoes to 80 lakh primary school students

The West Bengal Government, under the inspiration of Chief Minister Ms Mamata Banerjee, has initiated a Rs 154-crore project to provide 80 lakh primary school students free shoes.
The distribution of shoes to the students of classes I to IV will begin from the end of February. A seven-member committee has been formed to implement the scheme.
Currently textbooks are being distributed free of cost to all students of recognised primary schools up to Class V and free school dress is being provided to girl students of primary schools.
The Trinamool Congress-led Kolkata Municipal Corporation is distributing ‘education kits’ to the students of its primary schools. Each kit has a school dress, a school bag, socks, a pair of shoes, a pencil box, a sharpener, an eraser, copies and an identity card.
৮০ লক্ষ ছাত্র-ছাত্রীকে বিনামূল্যে জুতো দিচ্ছে রাজ্য সরকার
মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য সরকার প্রাথমিকের স্কুল পড়ুয়াদের জুতো প্রদানের যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই প্রকল্পে প্রাথমিকের ছাত্র-ছাত্রীদের জন্য ১৫৪ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। প্রাথমিকের সব স্কুল মিলিয়ে ৮০ লক্ষ ছাত্র-ছাত্রীকে দেওয়া হবে।
ক্লাস ওয়ান থেকে ক্লাস ফোরের ছাত্র ছাত্রীদের দেওয়া হবে। এই প্রক্রিয়া শুরু হবে ফেব্রুয়ারি মাসের শেষ থেকে। ৭ সদস্যের এক প্রতিনিধি দল তৈরি করা হয়েছে এই প্রকল্প বাস্তবায়নের জন্য।
ইতিমধ্যেই রাজ্য সরকার স্কুল পড়ুয়াদের জন্যও বিনামূল্যে বইয়ের ব্যবস্থা করেছে। এছাড়া ক্লাস ফাইভ পর্যন্ত ছাত্রীদের বিনামূল্যে পোশাক দিয়েছে রাজ্য সরকার।
কলকাতা পুরসভা প্রাথমিকের স্কুল পড়ুয়াদের ‘এডুকেশন কিট’ বিতরণ করছে। প্রতিটি কিটে রয়েছে স্কুলের পোশাক, একটি স্কুল ব্যাগ, মোজা, জুতো, পেনসিল বক্স, রবার, শার্প্নার এবং পরিচয় পত্র।