Latest News

November 6, 2013

মাদার ডেয়ারি বুথ থেকে সব্জি বিক্রির উদ্যোগ মুখ্যমন্ত্রীর

মাদার ডেয়ারি বুথ থেকে সব্জি বিক্রির উদ্যোগ মুখ্যমন্ত্রীর

মাদার ডেয়ারির বিভিন্ন বুথ থেকে সব্জি বিক্রির চেষ্টায় ফের উদ্যোগী হচ্ছে রাজ্য মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন দিল্লির মতো কলকাতাতেও দুধের বুথ থেকে সব্জি বিক্রি হোক তাঁর নির্দেশমাফিক গত বছর বাংলা নববর্ষ অর্থাৎ ২০১২ ১৪ এপ্রিল থেকে শহরের বেশ কিছু বুথে সরকারি উদ্যোগে শুরু হয় সব্জি বিক্রি পরিকাঠামো তৈরির জন্য বেশ কিছু অর্থ খরচও হয়

মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, কৃষকের কাছ থেকে সরাসরি আনাজপাতি কিনে মাদার ডেয়ারির বুথ থেকে বিক্রি করানো গেলে ক্রেতার সঙ্গে চাষি এবং সরকারি দুগ্ধনিগম উপকার পাবেন

মাঠের সব্জি বুথে পাঠাতে মাদার ডেয়ারির জন্য ৬টি বাতানুকূল ভ্যান বরাদ্দ করেছিল রাজ্য সরকার আরও ২০টি ভ্যানের বরাত দেওয়া হয় ভিন্ রাজ্যের সংস্থার কাছে সেগুলি হাতে পাওয়ার সময় হয়ে এসেছে মুখ্যমন্ত্রী উদ্যোগী হয়ে সবের অর্থ বরাদ্দ করান উদ্যানপালন দফতর থেকে বরাদ্দ করা হয় বেশ কিছু ঠেলাভ্যান কথা স্বীকার করে প্রদীপ মজুমদার বলেন, “প্রকল্পটিকে ফলপ্রসূ করতে শীঘ্রই বৈঠক ডাকা হবে

উত্তর দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন কৃষক সংগঠনের সঙ্গে কথা বলে সব্জির জোগানবৃদ্ধির বিষয়টি প্রথমে নিশ্চিত করতে হবে, জানান প্রদীপবাবু