November 2, 2013
ধাঁধার আধারে মমতা রোষে কেন্দ্র
আধার কার্ড নিয়ে কেন্দ্রকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনও রাজ্যে ৮০–৯৫ শতাংশ মানুষের হাতে আধার কার্ড পৌঁছোয়নি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তা সত্ত্বেও শুক্রবার থেকেই কলকাতা, হাওড়া ও কোচবিহারে রান্নার গ্যাসের ওপর চালু হচ্ছে আধার কার্ড ভিত্তিক ভর্তুকি৷ অর্থাত্ যাঁদের কাছে আধার কার্ড থাকবে, তাঁরা রান্নার গ্যাসে ভর্তুকি পাবেন।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, “হাজার রকম কার্ড দিয়ে মানুষকে সমস্যায় ফেলা হচ্ছে৷ সুবিধার্থে একটিই কার্ড থাকা উচিত৷“ আধার কার্ড ইস্যুর দায়িত্ব কেন্দ্রের ঘাড়ে ঠেলে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “সকলে যাতে আধার কার্ড পান, সেই দায়িত্ব কেন্দ্রের৷ কিন্তু এখনও বহু মানুষ আধার কার্ড পাননি৷ তিন মাসের যে ছাড় দেওয়া হয়েছে, তা–ও যথেষ্ট নয়৷ বিষয়টি কেন্দ্রের ভেবে দেখা উচিত৷“
প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ করবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ এ ব্যাপারে মুখ্যসচিবও পেট্রোলিয়ামমন্ত্রকের সঙ্গে যোগাযোগ রাখছেন৷