Latest News

January 25, 2024

আপনারা বলবেন জয় বাংলা, আর কাপ জিতে নিয়ে আসবেন : মমতা বন্দ্যোপাধ্যায়

আপনারা বলবেন জয় বাংলা, আর কাপ জিতে নিয়ে আসবেন : মমতা বন্দ্যোপাধ্যায়

আজ প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে মমতা বন্দ্যোপাধ্যায় ধনধান্য অডিটোরিয়ামে খেলাশ্রী প্রকল্পে আওতায় বিভিন্ন ক্রিড়াবিদদের সম্মানিত করেন। এছাড়াও রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের অফিসারদের শৌর্য পদকে সম্মানিত করেন তিনি। ১৫৬৭ জন বাংলার বিশিষ্ট প্রাক্তন ক্রীড়া ব্যক্তিত্বদের অবদানকে স্বীকৃতি দিয়ে মাসিক সাম্মানিক হিসেবে ভাতা প্রদান প্রকল্পেরও আনুষ্ঠানিক সূচনা করেন। ওই অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

আজ খেলাশ্রী ও শৌর্য পদক প্রদান করা হয়। মোট ৩২২ জন ক্রীড়াবিদকে সম্মাননা জানানো হবে। আজ প্রায় ৬ কোটি ৪২ লাখ ৫০ হাজার টাকার সম্মাননা জ্ঞাপন করা হচ্ছে।

আমাদের সরকার অনেক নতুন সম্মাননা চালু করেছি। খেল সম্মান, বাংলার গৌরব, ক্রীড়াগুরু, জীবনকৃতি পুরষ্কার। এখনও পর্যন্ত ৪৬০ জন বিশিষ্ট ব্যক্তি এই সম্মান পেয়েছেন।

১৫৬৭ জন বিশিষ্ট অবসরপ্রাপ্ত ক্রীড়াবিদদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে এক হাজার টাকা করে সাম্মানিক যাবে। আজ থেকেই তা চালু হয়ে গেল।

পুলিশের আট জন আধিকারিক, যাঁরা অনেক বীরত্বের পরিচয় দিয়েছেন, তাঁদের শৌর্য পদকে সম্মানিত করলাম। তাঁদের কর্মদক্ষতা ও নিষ্ঠাকে আমি কুর্নিশ জানাই।

রাজ্যের পিছিয়ে পড়া এলাকার ছেলেমেয়েদের খেলাধুলোর জগতে নিয়ে আসার জন্য, জঙ্গলমহল কাপ, সৈকত কাপ, রাঙামাটি কাপ, সুন্দরবন কাপ-সহ বিভিন্ন টুর্নামেন্ট আমরা করি। রানার্স ও উইনার্সদের পুলিশে চাকরি দিই। ইতিমধ্যেই আমরা প্রায় ৪,৩০০ জন খেলোয়াড়কে চাকরি দিয়েছি।

খেলাশ্রী প্রকল্পের মাধ্যমে আমরা যতটা পারি চেষ্টা করব, যাতে বাংলার খেলোয়াড়রা মাথা উঁচু করে দাঁড়াতে পারেন। রাজ্যের ১৩২১ টি কোচিং ক্যাম্পকে চিহ্নিত করে, তাদের অনুপ্রাণিত করতে ১ লাখ টাকা করে দেওয়া হয়েছে।

আমি যখন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী ছিলাম, তখনই কবাডিকে এশিয়ান গেমসে ঢুকিয়েছিলাম।

আরও অনেক সোনা-রুপো-ব্রোঞ্জ আনতে হবে। মাথা উঁচু করে খেলবেন। মনেপ্রাণে শুধু একটাই চিন্তা রাখবেন, খেলতে হবে জিততে হবে। শাহরুখের একটা সিনেমা করেছিল না, চক দে ইন্ডিয়া… ওরকম আপনারাও বলবেন, জয় বাংলা। জয় বাংলা বলতে বলতে গিয়ে একদম জিতে কাপ নিয়ে চলে আসবেন। নিজের অধিকার ছিনিয়ে নিয়ে আসবেন।