Latest News

April 29, 2018

State Govt to impart free beautician training course to girls

State Govt to impart free beautician training course to girls

The State Self-Help Group (SHG) Department has decided to impart beautician training course to girls at Government schools free of cost. This is meant to make the girls self-reliant.

According to the SHG Minister, the department has tied up with a leading Kolkata-based beautician for the course. He said that a good beautician is very much in demand for bridal make-up and for similar purposes..

The minister said his department is providing training in making jute and other handicraft products, and computer and other skill development training to nearly 70 lakh women across the state. The Government, whenever asked for, also helps the SHGs in marketing their products.

If women can form a self help group comprising 10 members, they can avail bank loan at a nominal interest of only 2 per cent as the remaining percentage of the loan is borne by our department.

 

 

স্বনির্ভর দপ্তর মেয়েদের বিনামূল্যে বিউটিশিয়ান কোর্স করাবে

 

ক্রেতা সুরক্ষা ও স্বনির্ভর গোষ্ঠীর মন্ত্রী বলেন, তাঁর দপ্তর সরকারি স্কুলের মেয়েদের বিনামূল্যে বিউটিশিয়ান কোর্স করাতে তৈরী। এর ফলে মেয়েরা হয়ে উঠবে আত্মনির্ভর। তিনি বলেন, শহরের এক নামী বিউটিশিয়ানের সঙ্গে আমার দপ্তর চুক্তিবদ্ধ হয়েছে, তারা একটি কোর্স চালাচ্ছে। বিয়ে বা অন্যান্য অনুষ্ঠান বাড়িতে একজন ভালো বিউটিশিয়ানের সবসময় চাহিদা থাকে। আমি স্কুলদের আর্জি জানাবো, যেসব স্কুল তাদের পড়ুয়াদের এই প্রশিক্ষণ দিতে চায় বিনামূল্যে, তারা যেন স্বনির্ভর দপ্তরের সঙ্গে যোগাযোগ করে।

তিনি আরও বলেন, তাঁর দপ্তর ইতিমধ্যেই পাট ও অন্যান্য সামগ্রী দিয়ে হাতের কাজ শেখানোর ও কম্পিউটার ও অন্যান্য বৃত্তিমূলক প্রশিক্ষণ দিচ্ছে রাজ্যের প্রায় ৭০লক্ষ মহিলাকে। আদি মহাকালি পাঠাশালার ১২৫তম বর্ষপূর্তির অনুষ্ঠানে তিনি এই বক্তব্য রাখেন।

তিনি এও বলেন, যদি মহিলারা ১০জন মিলে একটি করে গোষ্ঠী তৈরী করেন, তারা সহজেই ব্যাঙ্ক থেকে মাত্র ২ শতাংশ হারে ঋণ পেতে পারবে কারন বাকি সুদের ভার এই দপ্তর বহন করবে। রাজ্য সরকার স্বনির্ভর গোষ্ঠীর বিপণনের ভার নিতেও প্রস্তুত।

Source: Millennium Post