Latest News

April 26, 2018

Developmental activities taken up in Alipurduar

Developmental activities taken up in Alipurduar

On June 25, 2014, heeding to a long-standing demand of the people, Aliupurduar was made a new district, the state’s 20th one. This has helped the people of the region to more easily access the various government services. The creation of the new district has also helped in the proper distribution of developmental efforts.

Over the last six-and-a-half years, the Trinamool Congress Government has undertaken large-scale developmental activities in the Alipurduar region, which was then part of the district of Cooch Behar. In the last one year, these activities have become more focused after the formation of Jhargram.

Tabulated below are the important developments:

 

Uttrakanya

For people to better access the government for its services, the government set up a secretariat for the districts of north Bengal – Uttarkanya. Besides offices of the State Government, the secretariat also houses officials of pension, provident fund and group insurance. As a result of the opening of Uttarkanya, people of the region no longer have to run to Kolkata for accessing most government services.

 

Dooarskanya

An administrative building for the district of Alipurduar named Dooarskanya has been built at a cost of Rs 50 crore. It houses district administrative offices of about 40 departments, including the office of the district’s superintendent of police. As a result, it has become very convenient for the people of the district to access various services.

 

Health and Family Welfare

Multi/Super-speciality hospital: 1 set up in Falakata

Fair-price medicine shops: 2 set up at Alipurduar District Hospital and Birpara State General Hospital; buying from these fair-price shops has resulted in more than 85,000 people getting discounts of more than Rs 2.83 crore

Fair-price diagnostic centre: 3 set up at Alipurduar District Hospital

SNSU: 8 sick newborn stabilisation units set up in Birpara, Bhatipara, Falakata, Jashodanga, Kamakhyaguri, Panchkolguri, Uttar Lataguri and Madarihat

SNCU: 2 sick newborn care units set up at Alipurduar District Hospital and Birpara State General Hospital

CCU/HDU: 1 critical care unit set up in Alipurduar District Hospital; also Skills Lab and Thalassaemia Control Unit

Ayush Hospital: 50-bedded Ayush Hospital built in Tapsikhata

Swasthya Sathi: About 91,000 people enrolled

Sishu Sathi: More than 155 children successfully operated on

 

Education

University: University to be set up in Alipurduar

Colleges: 2 government college built in Falakata and Sonapur; PTTI college built in Patlakhawa

ITI: 2 set up in Kumargram and Kalchini

Polytechnic colleges: 1 being set up in Damanpur

Utkarsh Bangla: More than 8,000 youths being given skills training

Sabooj Sathi: About 1.16 lakh school children given bicycles

Model schools: 2 set up in Kalchini and Madarihat

Upgrading of schools: About 25 Madhyamik schools upgraded to Higher Secondary

Mid-Day Meals: Mid-day meals being given in all schools, which has markedly improved attendance

Toilets: Separate toilets for boys and girls built in all schools

 

Land Reforms, Agriculture and Animal Resources Development

Nijo Griha Nijo Bhumi: More than 6,000 landless families handed over patta, and more than 3,500 agricultural and forest land patta handed over

Land lease problems solved: State Government has solved long-standing problems in the district related to lease of land – 444 lease documents given permission to be registered

Kisan Credit Cards: About 76% of eligible farmer families given KCCs

Kisan Mandi: 6 set up in Falakata, Alipurduar-1, Alipurduar-2, Kumargram, Kalchini and Madarihat-Birpara

Fish laboratory: Block-level fish laboratory and training centre built up in Falakata

Hatchlings distributed: More than 5.15 lakh chicken and duck hatchlings distributed for rearing

 

Panchayats and Rural Development

MGNREGS (100 Days’ Work Scheme): From financial years 2015-16 to 2016-17, about 2.75 crore person-days created at an expenditure of more than Rs 665 crore

Rural housing: About 28,000 people benefitted; on January 29, 2018, it was announced that 8,200 more people would be distributed houses under various schemes

Rural roads: About 160 km roads built under Grameen Sadak Yojana; on February 13, 2018, it was announced that 350 km more is being built/renovated

Samabyathi: About 2,890 people benefitted from this scheme

ODF: Alipurduar has been declared a ‘Nirmal Zila’, that is, open defecation-free (ODF); about 1.8 lakh toilets built, which is 100% of the target

 

Minorities’ Development

Scholarships: About 55,000 students from minority communities given scholarships worth about Rs 13 crore

Swami Vivekananda Swanirbhar Karmasuchi Prakalpa: Youths given loans worth about Rs 7 crore

IMDP & MSDP: About Rs 18 crore spent for various schemes under Integrated Minorities Development Programme and Multi-sectoral Development Programme – more than 350 health sub-centres, additional classrooms, anganwadi centres, houses, etc.

Karmatirtha: 1 Karmatirthas built to increase employment of local people – in Kalchini

 

Backward Classes Welfare Department

Shikshashree: More than 2.44 lakh students have received scholarships under the scheme

SC/ST/OBC certificates: More than 80,000 people handed over SC/ST/OBC certificates

Development boards: 2 boards created for the development of Gorkhas and Adivasis in the Terai-Dooars region

Adivasi employment: People from Adivasi communities employed in the district village eco-tourism project called Blue Home Stay (a network of homestays, the buildings being painted blue)

 

Women and Child Development and Social Welfare

Kanyashree: More than 60,000 girls brought under the ambit of the Kanyashree Scheme

 

Food security

Khadya Sathi: As part of the scheme, 100% of the eligible population of Alipurduar (more than 15.8 lakh) being given foodgrains at Rs 2 per kg (or at half the market price)

 

Tea gardens

More than 12 lakh people reside in the approximately 280 tea gardens in the state. The State Government provides a wide range of services for them, like housing, drinking water supply, ration, health services, etc.

 

  • For the families of all tea garden workers in Alipurduar district, 35 kg foodgrains (15 kg rice and 20 kg wheat) is being provided every month at the rate of Rs 2 per kg
  • Ration shops in Dheklapara and Dalmore being successfully run by self-help groups
  • Drinking water projects completed in Dhumchipara, Garganda and Mujnai tea gardens in Madarihat block
  • 25 anganwadi centres set up in the tea gardens of the district

 

PWD and Transport

Projects completed: PWD Department has completed more than 60 projects like roads, bridges, etc. by investing about Rs 315 crore

Bridges: Bridges built over Basra and Bala rivers in Kalchini, and over Cheko and Nonai rivers on Alipurduar-Kumargram road

Roads: About 65% of the part of Asian Highway-48 connecting Bhutan and Bangladesh completed; about 330 km of roads built/renovated/widened, among which the important ones are Alipurduar-Kumargram road, Kumargram-Jorai road, Telepara-Timarighat road, Dalgaon-Gumtu road, Kalchini-Jaigaon road, Dhupguri-Falakata road and Rajabhatkhawa road

Bus terminals: Jaigaon Development Board has built in Jaigaon a modern bus terminus and a second entry gate to Bhutan; an international-standard bus terminus being built at a cost of Rs 28 crore in Alipurduar

Baitarani: As part of Baitarani Scheme, 8 burning ghats being renovated, 1 electric crematorium being built

Gatidhara: Through Gatidhara Scheme, about 130 youths managed to buy vehicles for commercial use

Traffic awareness programmes: Safe Drive Save Life and Slow Drive Save Life traffic awareness programmes have reduced accidents by a significant number

 

Power – Non-renewable and Renewable Energy

Sabar Ghare Alo: Through implementation of Sabar Ghare Alo Scheme, about 100% rural electrification achieved

Power stations: 33/11 kV power substation set up in Damanpur, another 33/11 kV power substation being set up in Shamuktala

 

Irrigation

Dams repaired: About 100 km of dams repaired; bank of Gadadhar river in Shamuktala renovated

 

Public Health Engineering

Projects completed: Public Health Engineering Department has completed 17 projects at a cost of about Rs 70 crore

 

Forest and Tourism

Sabujshree: Saplings given to more than 9,000 newborns (as per the scheme, after crossing 18 years of age, the tree will be sold and the student’s education funded out of that money)

Tourism: First phase of work of Dooars Mega Tourism Project completed at a cost of Rs 5 crore – Jaldapara Tourist Lodge, Ratneswar Lake, and projects in Bakla, Shikiajhora and Hashimara

 

Labour

Samajik Suraksha Yojana: 1.3 lakh workers from the unorganised sector documented – of these, about 40,000 beneficiaries have received benefits to the tune of more than Rs 14 crore

Yuvashree: About 1,600 youths given allowances under this scheme

 

Self-Help Group and Self-Employment

Anandadhara: About 14,000 self-help groups (SHG) set up

Swami Vivekananda Swanirbhar Karmasuchi Prakalpa: About 2,800 ventures approved, for which a total grant of about Rs 24 crore given

Karmatirtha: 4 set up in Alipurduar-1, Kalchini, Madarihat and Falakata blocks

 

Information and Culture

Lokprasar Prakalpa: More than 3,000 folk artistes getting retainer fee and pension

 

Housing

For the economically disadvantaged: About 5,000 people benefitted as part of Gitanjali and other schemes

Pathasathi: 1 Pathasathi motel set up for travellers (also resulting in employment for local people) in Madarihat

 

Youth Affairs and Sports

Funds for clubs: More than 130 clubs given more than Rs 3 crore for promoting sports

Sporting infrastructure: 12 multi-gyms and 3 mini-indoor stadiums built at a cost of Rs 1 crore approximately; annual Uttarbanga Utsav celebrated in 8 districts of north Bengal, including Alipurduar

 

North Bengal development

Some developments undertaken by North Bengal Development Department:

  • Alipurduar Indoor Stadium
  • Road from Andu Basti More to Dakshin Mendabari More
  • Repair and beautification of bank of Mujnai river in Falakata

 

আলিপুরদুয়ার জেলার উন্নয়ন- এক নজরে

রাজ্য ও অন্যান্য জেলার সাথে তাল মিলিয়ে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে আলিপুরদুয়ার  জেলায়।

নতুন জেলা আলিপুরদুয়ার

সমগ্র উত্তরবঙ্গের মানুষের সুবিধার্থে উত্তরবঙ্গে আমরা আগেই স্থাপন করেছি রাজ্য সরকারের শাখা সচিবালয়- ‘উত্তরকন্যা’। এখানে অন্যান্য বিভাগের সাথে সাথে পেনশন, ভবিষ্যনিধি এবং গ্রুপ ইনস্যুরেন্স অধিকর্তার একটি শাখা কার্যালয়ও চালু হয়ে গেছে। এর দরুন সমগ্র উত্তরবঙ্গের মানুষজনকে আজ আর সরকারি কাজের জন্যে কলকাতায় ছূটে যেতে হয় না। সরকারি কাজ এবং পরিষেবা মানুষের কাছে আরও দ্রুততার সাথে পৌছে যাচ্ছে।

এর পাশাপাশি ২০১৪ সালের ২৫শে জুন, এই অঞ্চলের মানুষজনের দীর্ঘদিনের দাবিকে সম্মান জানিয়ে, জলপাইগুড়ি জেলাকে বিভক্ত করে, আলিপুরদুয়ারকে পশ্চিমবঙ্গের ২০তম জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। এর ফলে আলিপুরদুয়ারের মানুষের সরকারি এবং অন্যান্য কাজে প্রভূত সুবিধা হয়েছে।

সম্প্রতি আলিপুরদুয়ারে উদ্বোধন করা হয়েছে রাজ্যের প্রথম সুসংহত কার্যালয় ভবন- ‘ডুয়ার্সকন্যা’। প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ভবনটিতে, একই ছাদের তলায় অবস্থান করছে জেলা প্রশাসনের সবকটি বিভাগীয় কার্যালয়, জেলা স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয় প্রভৃতি সহ প্রায় ৪০ টি দপ্তর। এর ফলে,জেলার মানুষের সরকারি এবং অন্যান্য কাজে প্রভূত সুবিধা হয়েছে। এটি শুধুমাত্র রাজ্যের নয়, সারা দেশের মডেল।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ

  • এই জেলার ফালাকাটায় গড়ে উঠেছে একটি নতুন মাল্টি-সুপার স্পেশালিটি হাসপাতাল।
  • আলিপুরদুয়ার হাসপাতালে এবং বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ২টি ন্যায্য মুল্যের ঔষধের দোকান চালু হয়ে গেছে। জেলার এই ন্যায্য মুল্যের ঔষধের দোকান থেকে ঔষধ কেনার ফলে ৮৫ হাজারেরও বেশি মানুষ, ২ কোটি ৮৫ লক্ষ টাকারও বেশি ছাড় পেয়েছেন।
  • আলিপুরদুয়ার হাসপাতালে ৩টি ন্যায্য মুল্যের ডায়াগ্নস্টিক পরিষেবা চালু হয়ে গেছে।
  • এই জেলায় ৮টি SNSU চালু হয়ে গেছে (বীরপাড়া, ভাটিবাড়ি, ফালাকাটা, যশোডাঙ্গা, কামাক্ষ্যাগুড়ি, পাঞ্চকেলগুড়ি, উত্তর লাটাগুড়ি ও মাদারিহাট)।
  • আলিপুরদুয়ার হাসপাতালে এবং বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ২টি SNCU চালু হয়ে গেছে।
  • আলিপুরদুয়ার জেলা হাসপাতালে CCU/HDU, থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিট ও স্কিল্‌স ল্যাব চালু হয়ে গেছে।
  • তপসিখাতাতে একটি ৫০-শয্যার আয়ুষ হাসপাতাল চালু হয়ে গেছে।
  • ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পে এই জেলায় প্রায় ৯১ হাজারেরও বেশি মানুষ নথিভুক্ত হয়েছেন।
  • ‘শিশুসাথী’ প্রকল্পে, এই জেলার ১৫৫-রও বেশি বাচ্চার সফল অস্ত্রোপচার করা হয়েছে।

 

শিক্ষা

  • আলিপুরদুয়ারে গড়ে তোলা হবে একটি নতুন বিশ্ববিদ্যালয়।
  • এই জেলার, ফালাকাটা ও সোনাপুরে ২ টি নতুন সরকারি কলেজ গড়ে তোলা হচ্ছে।
  • কুমারগ্রাম ও কালাচিনিতে ২টি নতুন আই.টি.আই কলেজ নির্মান করা হয়েছে।
  • দমনপুরে নতুন পলিটেকনিক কলেজ গড়ে তোলা হচ্ছে।
  • ‘উৎকর্ষ বাংলা’ কর্মসুচিতে, জেলার ৮ হাজারেরও বেশি যুবক-যুবতীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
  • এই জেলায়, ১ লক্ষ ১৬ হাজারেরও বেশি ছাত্র-ছাত্রীকে ‘সবুজ সাথী’ প্রকল্পে সাইকেল প্রদান করা হয়েছে।
  • কালচিনি ও মাদারীহাটে ২ টি নতুন মডেল স্কুল নির্মাণ করা হয়েছে।
  • পাতলাখাওয়ায় একটি পি.টি.টি.আই কলেজের নির্মাণ করা হয়েছে।জেলায়, গত সাড়ে ছ-বছরে, প্রায় ২৫ টি মাধ্যমিক বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্তরে উন্নীত করা হয়েছে।
  • সব স্কুলে মিড-ডে মিল চলছে, যার ফলে পুষ্টি এবং উপস্থিতির হার বেড়েছে এবং স্কুল-ছুট ছাত্র-ছাত্রীর সংখ্যা কমেছে।
  • প্রতিটি বিদ্যালয়ে ছেলে ও মেয়েদের জন্য পৃথক শৌচাগার নির্মিত হয়েছে।

 

ভূমি সংস্কার, কৃষি ও পশুপালন

  • জেলার প্রায় সাড়ে ৬ হাজারেরও বেশি যোগ্য ভূমিহীন পরিবারের হাতে ‘নিজ গৃহ নিজ ভূমি’ প্রকল্পে পাট্টা তুলে দেওয়া হয়েছে। এছাড়া, প্রায় সাড়ে ৩ হাজারেরও বেশি  কৃষি ও বনাধিকার পাট্টা প্রদান করা হয়েছে।
  • এই জেলার, প্রায় ৭৬% কৃষক পরিবারকে কিষাণ ক্রেডিট কার্ডের আওতাভুক্ত করা হয়েছে। বাকীদেরও খুব দ্রুত কিষাণ ক্রেডিট কার্ড প্রদান করা হচ্ছে।
  • এই জেলার আলিপুরদুয়ার-১, আলিপুরদুয়ার-২, ফালাকাটা, কুমারগ্রাম, কালচিনি ও মাদারিহাট-বীরপাড়ায় ৬টি ‘কিষাণ মান্ডি’ গড়ে তোলা হয়েছে।
  • ফালাকাটায় ব্লক-স্তরে মৎস্য পরীক্ষাগার ও প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার ফলে প্রচুর মৎস্যজীবি এবং তাঁদের পরিবার উপকৃত হয়েছেন।
  • জেলায় প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর, ৫ লক্ষ ১৫ হাজারেরও বেশি হাঁস ও মুরগীর বাচ্চা বিতরণ করেছে।

 

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন

  • আলিপুরদুয়ার জেলায় ১০০-দিনের কাজে, ৬৬৫ কোটি টাকারও বেশি ব্যয় করে প্রায় ২ কোটি ৭৫ লক্ষ শ্রম দিবস সৃষ্টি হয়েছে।
  • জেলার প্রায় ২৮ হাজার মানুষ গ্রামীণ আবাসন যোজনায় উপকৃত হয়েছেন।
  • এই জেলার আরও প্রায় ৮ হাজার ২০০ জন উপভোক্তাকে বাড়ি তৈরির সহায়তা দেওয়া হয়েছে।
  • জেলায় গ্রামীণ সড়ক যোজনায় ১৬০ কিমি রাস্তা নির্মিত হয়েছে।
  • এই জেলায় আরও প্রায় ৩৫০ কি.মি. রাস্তা নির্মাণ/সংস্কারের সূচনা করা হয়েছে।
  • ‘সমব্যাথী’ প্রকল্পে জেলার প্রায় ২ হাজার ৮৯০ জন উপকৃত হয়েছেন।
  • জেলায় ‘মিশন নির্মল বাংলা’ প্রকল্পে প্রায় ১ লক্ষ ৮০ হাজার শৌচালয় নির্মাণ করা হয়েছে- যা লক্ষ্যমাত্রার ১০০%।

 

সংখ্যালঘু উন্নয়ন

  • গত সাড়ে ছ-বছরে, এই জেলায় প্রায় ৫৫ হাজার সংখ্যালঘু ছাত্র-ছাত্রীকে প্রায় ১৩ কোটি টাকার স্কলারশিপ দেওয়া হয়েছে।
  • এছাড়া, স্বনির্ভরতার জন্য সংখ্যালঘু যুবক-যুবতীদের, প্রায় ৭ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে।
  • IMDP ও MSDP-তে, প্রায় ১৮ কোটি টাকা ব্যয় করে সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নে বিভিন্ন প্রকল্প রূপায়িত করা হয়েছে।
  • এই দুটি প্রকল্পে, জেলায় ৩৫০টিরও বেশি হেল্‌থ সাব-সেন্টার, অতিরিক্ত শ্রেণী কক্ষ, অঙ্গনওয়ারী কেন্দ্র, বাসগৃহ ইত্যাদি গড়ে তোলা হয়েছে।
  • এই জেলায় ১টি ‘কর্মতীর্থ’ গড়ে তোলা হয়েছে।

 

অনগ্রসর কল্যাণ ও আদিবাসী উন্নয়ন

  • বিগত সাড়ে ৬ বছরে, এই জেলায় ২ লক্ষ ৪৪ হাজারেরও বেশি ছাত্র-ছাত্রী ‘শিক্ষাশ্রী’ প্রকল্পে সহায়তা পেয়েছে।
  • আলিপুরদুয়ার জেলায় বিগত সাড়ে ৬ বছরে, ৮০ হাজারেরও বেশি SC/ST/OBC Certificate প্রদান করা হয়েছে।
  • তরাই-ডুয়ার্স অঞ্চলের গোর্খা ও আদিবাসী মানুষের উন্নয়নের জন্য ২টি পূর্ণ বোর্ড গঠন করা হয়েছে।
  • জেলার বনাঞ্চলে ভিলেজ ইকো-ট্যুরিজ্‌ম প্রকল্প- ‘ব্লু হোম স্টে’(Blue Home Stay)তে আদিবাসী সম্প্রদায়ের কর্মসংস্থান করা হচ্ছে।

 

নারী ও শিশু এবং সমাজকল্যাণ

নবগঠিত আলিপুরদুয়ার জেলায়, ৬০-হাজারেরও বেশি ছাত্রী ‘কন্যাশ্রী’র আওতায় এসেছে।

 

খাদ্য সুরক্ষা কর্মসুচী- খাদ্য সাথী প্রকল্প

এই জেলার ১০০% যোগ্য মানুষকে (প্রায় ১৫ লক্ষ ৮০ হাজারেরও বেশি মানুষকে), ২/- টাকা কেজি দরে খাদ্যশস্য দেওয়া হচ্ছে- যা জেলার মোট জনসংখ্যার প্রায় ১০০%।

 

চা বাগান

রাজ্যের প্রায় ২৮০ টি চা বাগানে ১২ লক্ষেরও বেশি মানুষ বসবাস করেন। বর্তমান সরকার এই সমস্ত অঞ্চলে আবাসন, প্লানীয় জল সরবরাহ, রেশন, চিকিৎসা ও স্বাস্থ্য ব্যবস্থা প্রভৃতি সহ একাধিক ক্ষেত্রে পরিষেবা প্রদান করে চলেছে।

 

আলিপুরদুয়ার জেলা

  • এই জেলার বন্ধ হয়ে যাওয়া বান্দাপানি, ঢেকলাপাড়া, মধু ইত্যাদি চা বাগানগুলির কর্মচ্যুত পরিবারগুলির পাশে দাঁড়ানোর উদ্দ্যেশ্যে বর্তমান রাজ্য সরকার একগুচ্ছ কল্যানকামী পদক্ষেপ গ্রহণ করেছে-
  • খাদ্য সুরক্ষা কর্মসুচীতে চা বাগানের প্রতিটি পরিবারের জন্য সরকার প্রতি মাসে ২ টাকা কেজি দরে ৩৫ কেজি খাদ্যশস্য (১৫ কেজি চাল ও ২০ কেজি আটা)প্রদান করছে।
  • ঢেকলাপাড়া বন্ধ চা বাগান ও দলমোর চা বাগানে রেশন দোকান স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে সুফলভাবে চলছে।
  • মাদারিহাট ব্লকের অন্তর্ভুক্ত ধুমচিপাড়া, গারগান্ডা ও মুজনাই চা বাগানের পানীয় জল প্রকল্পের কাজ শেষ হয়েছে।
  • এই সমস্ত চা বাঙ্গানগুলিতে প্রায় ২৫ হাজার শিশু সহায়ক অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণ করা হয়েছে।

 

শিল্প

জেলায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগের ৪টি ক্লাস্টার গড়ে উঠেছে।

 

পূর্ত ও পরিবহন

  • বিগত সাড়ে ৬ বছরে, এই জেলায় পূর্ত দপ্তর ৭৫ টিরও বেশি রাস্তাঘাট, ব্রীজ ইত্যাদি প্রকল্প রূপায়ণের কাজ হাতে নিয়েছে, যার মধ্যে ৬০ টিরও বেশি প্রকল্পের কাজ প্রায় ৩১৫ কোটি টাকা ব্যয়ে ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। এর ফলে, প্রচুর মানুষ উপকৃত হবেন। বাকি প্রকল্পের কাজ খুব শীঘ্রই সমাপ্ত হবে।
  • কালচিনিতে বাসরা ও বালা নদীর ওপর সেতু গড়ে তোলা হয়েছে।
  • আলিপুরদুয়ার-কুমারগ্রাম রাস্তায় চেকো ও নোনাই নদীর ওপর সেতু গড়ে তোলা হয়েছে।
  • আলিপুরদুয়ার জেলার মধ্যে অবস্থিত ভূটান-বাংলাদেশ সংযোগকারী এশিয়ান হাইওয়ে- ৪৮ (Asian Highway-48) অংশের কাজ প্রায় ৬৫% হয়ে গেছে।
  • জেলার সড়ক ব্যবস্থা উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। জেলায় বিগত সাড়ে ৬ বছরে, প্রায় ৩৩০ কিমি রাস্তা নির্মাণ/পুর্ননির্মাণ/সম্প্রসারণ ও উন্নতিকরণের কাজ সম্পন্ন হয়েছে।
  • ‘বৈতরনী’ প্রকল্পে, ৮ টি শ্মশান ঘাটের উন্নয়ন সহ ১টি বিদ্যুতের চুল্লি বসানোর কাজ চলছে।
  • জয়গাঁ উন্নয়ন পর্ষদ, কালচিনির জয়গাঁয় একটি আধুনিক বাস টার্মিনাস ও দ্বিতীয় ভূটান প্রবেশ দ্বার গড়ে তুলেছে।
  • আলিপুরদুয়ারে ২৮ কোটি টাকায় একটি আধুনিক বাস টার্মিনাস গড়ে তোলা হচ্ছে।
  • এই জেলার প্রায় ১৩০ জন যুবক-যুবতী গাড়ি কেনার ঋণ পেয়ে আত্মনির্ভর হয়েছেন।
  • হাতে নেওয়া হয়েছে Safe Drive Save Life এবং Slow Drive Save Life কর্মসূচি। ফলে, উল্লেখযোগ্য ভাবে কমেছে দুর্ঘটনা এবং হতাহতের সংখ্যা।

 

বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তি

  • সমগ্র আলিপুরদুয়ার জেলায় ‘সবার ঘরে আলো’ প্রকল্পে ১০০% গ্রামীণ বৈদ্যুতিকরণের কাজ সম্পন্ন হয়েছে।
  • দমনপুরে নতুন ৩৩/১১ কেভি বিদ্যুৎ সাব-স্টেশন তৈরি হয়েছে।
  • শামুকতলায় নতুন ৩৩/১১ কেভি বিদ্যুৎ সাব-স্টেশন তৈরির কাজ চলছে।

 

সেচ

  • আলিপুরদুয়ার জেলার প্রায় ১০০ কিমি দৈর্ঘের বাঁধ সংরক্ষণের কাজ সম্পন্ন হয়েছে।
  • শামুকতলায় গদাধর নদীর পার সংরক্ষণ করা হয়েছে।

 

জনস্বাস্থ্য কারিগরী

  • বিগত সাড়ে ৬ বছরে, ২৯টি জলপ্রকল্পের কাজ শুরু হয়েছে, এর মধ্যে প্রায় ৭০ কোটি টাকা ব্যয়ে ১৭টির কাজ সমাপ্ত হয়েছে। এর ফলে, জেলার প্রচুর মানুষ উপকৃত হচ্ছেন।বাকী জলপ্রকল্পগুলির কাজ শীঘ্রই সমাপ্ত হবে।
  • আলিপুরদুয়ার ২নং ব্লকের অন্তর্গত লোকনাথপুর ও যশোডাঙ্গা পানীয় জল সরবরাহের কাজ শেষ হয়েছে।
  • কালচিনি ব্লকের অন্তর্গত জয়ন্তী নদীর জলকে কাজে লাগিয়ে জয়ন্তী বনবস্তির দুই দশকের পানীয় জল সমস্যা নিরসণ করা গেছে।
  • ফালাকাটা ব্লকের অন্তর্গত ছোটোশালকুমার মৌজায় পানীয় জল সরবরাহের প্রকল্পের জলাধার নির্মাণের কাজ শেষ হয়েছে।
  • মাদারিহাট ব্লকের অন্তর্গত টোটোপাড়াতে অনগ্রসর কল্যাণ দপ্তরের অর্থানুকুল্যে প্রায় ৬০০ ফুট গভীর নলকুপ বসানোর কাজ শেষ হয়েছে।
  • মাদারিহাট ব্লকের অন্তর্গত মাকড়াপাড়া জলসরবরাহ প্রকল্পে ৬৩০ ফুট গভীর নলকুপ বসানোর কাজ শেষ হয়েছে।

 

বন ও পর্যটন

  • ‘সবুজশ্রী’ প্রকল্পে, ৯ হাজাররেও বেশি সদ্যোজাত শিশুকে মুল্যবান গাছের চারা দেওয়া হয়েছে। ১৮ বছর উত্তীর্ণ হলে, গাছ বিক্রির টাকায় শিশুটির পড়াশুনা, বিয়ে ইত্যাদির খরচ মেটানো যাবে।
  • Dooars Mega Tourism Project-এর অন্তর্গত প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে জলদাপাড়া ট্যুরিস্ট লজ, রত্নেশ্বর ঝীল, বাকলা, শিকিয়াঝোরা এবং হাসিমারা এই প্রকল্পগুলির প্রথম পর্যায়ের কাজ শেষ হয়েছে।

 

শ্রম

  • এই জেলায় ‘সামাজিক সুরক্ষা যোজনা’য়, প্রায় ১ লক্ষ ৩০ হাজার জন অসংঘটিত ক্ষেত্রের শ্রমিকরা নথিভুক্ত হয়েছেন। এখনো পর্যন্ত, প্রায় ৪০ হাজার উপভোক্তা ১৪ কোটি টাকারও বেশি সহায়তা পেয়েছেন।
  • ‘যুবশ্রী’ প্রকল্পে, এই জেলায় প্রায় ১৬০০ যুবক-যুবতী উৎসাহ ভাতা পাচ্ছেন।

 

স্বনির্ভর দল ও স্বনিযুক্তি কর্মসূচী

  • ‘আনন্দধারা’ প্রকল্পে, প্রায় ১৪ হাজার স্বনির্ভর দল গঠিত হয়েছে।
  • বিগত সাড়ে ৬ বছরে, ‘স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসূচী’ প্রকল্পে, প্রায় ২৮০০ উদ্যোগকে অনুমোদন দেওয়া হয়েছে এবং প্রায় ২৪ কোটি টাকা অনুদান প্রদান করা হয়েছে।
  • আলিপুরদুয়ার-১, কালচিনি, মাদারিহাট ও ফালাকাটা ব্লকে ৪টি ‘কর্মতীর্থ’ গড়ে উঠেছে।

 

তথ্য ও সংস্কৃতি

এই জেলায় ৩ হাজারেরও বেশি লোকশিল্পী, ‘লোকপ্রসার প্রকল্পে’ বহাল ভাতা এবং পেনশন পাচ্ছেন।

 

আবাসন

  • আলিপুরদুয়ার জেলায় আর্থিক ভাবে দুর্বল মানুষদের জন্যে গীতাঞ্জলী ও অন্যান্য প্রকল্পে প্রায় ৫ হাজার মানুষ উপকৃত হয়েছেন।
  • ভ্রমনার্থীদের সুবিধা এবং স্থানীয় মানুষদের কর্মসংস্থানের জন্য মাদারহাটে ১টি ‘পথসাথী’ মোটেল গড়ে তোলা হয়েছে।

 

ক্রীড়া ও যুব কল্যাণ

  • ক্রীড়ার মান উন্নয়নে জেলায় ১৩০টিরও বেশি ক্লাবকে ৩ কোটি টাকারও বেশি অর্থ সাহাজ্য করা হয়েছে।
  • জেলায় প্রায় ১২ টি মাল্টিজিম ও ৩টি মিনি ইন্ডোর স্টেডিয়াম, প্রায় ১ কোটি  টাকায় গড়ে তোলা হয়েছে।
  • আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের ৮টি জেলা জুড়ে নিয়মিত পালিত হচ্ছে উত্তরবঙ্গ উৎসব।

 

উত্তরবঙ্গ উন্নয়ন

জেলায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর বিভিন্ন উন্নউওনমূলক কাজের রূপায়ণ করেছে।

এর মধ্যে অন্যতম হোল-

-আলিপুরদুয়ার ইন্ডোর স্টেডিয়াম

– অন্দু বস্তি মোড় থেকে দক্ষিণ মেন্দাবাড়ি মোড় রাস্তা

– ফালাকাটায় মুজনাই নদীর পাড় বাঁধাই ও সৌন্দর্যায়ণ প্রভৃতি।