Latest News

April 22, 2018

Bengal’s Digambarpur is India’s best Gram Panchayat

Bengal has once again topped in the country with Digambarpur Gram Panchayat (GP) bagging the Centre’s award for the best GP in the country. Besides this, some more Gram Panchayats in districts including Purulia, Birbhum and Burdwan have also been awarded special prizes for certain achievements.

A survey was conducted to find out the best Gram Panchayat in the country and in a letter to the state government the Ministry of Panchayati Raj has stated that Digambarpur GP at Patharpratima block in South 24-Parganas has come up as the best out of 2.5 lakh Gram Panchayats in the country.

In this connection, Chief Minister Mamata Banerjee said: “Bengal is first in implementing the scheme of 100 days work in rural employment creation. We have reduced 40 percent unemployment and now the best Panchayat is also in Bengal.”

It may be mentioned that after the change of guard in the state in 2011, massive development work was carried out in the rural parts of Bengal, ushering in a new change. Starting from construction of roads to helping the populace in improving their standards of living — everything has been ensured by the Mamata Banerjee government in the past few years.

 

দেশের সেরা  বাংলার পঞ্চায়েত

দেশের মধ্যে সেরা গ্রাম পঞ্চায়েতের শিরোপা পেল রাজ্য। গ্রাম পঞ্চায়েতে উন্নয়নমূলক পরিকল্পনা সফলভাবে রূপায়ণ করে দেশের মধ্যে প্রথম হয়েছে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েত।

কর্নাটক এবং সিকিমকে পিছনে ফেলে প্রথম হওয়া দিগম্বরপুরকে পুরস্কার হিসেবে ২০ লক্ষ টাকা দেওয়া হবে। সম্প্রতি রাজ্য সরকারকে এই প্রথম হওয়ার খবর চিঠি দিয়ে জানিয়েছে পঞ্চায়েতি রাজ মন্ত্রক। ২০১৭-১৮ অর্থবর্ষে এক একটি গ্রাম পঞ্চায়েততার সার্বিক পরিকল্পনা বাস্তবায়নে কী ভাবে কাজ করেছে তার উপর ভিত্তি করেই প্রতিযোগিতা হয়। রাজ্য থেকে পাঁচটি এগিয়ে থাকা পঞ্চায়েতের নাম পাঠানো হয়েছিল। কেন্দ্রীয় সরকার আগেই জানিয়েছিল, এ বিষয়ে দেশের তিনটি পঞ্চায়েতকে পুরস্কৃত করা হবে। সাতটি মানদণ্ডের নিরিখে জাতীয় স্তরে সেরা হয় দিগম্বরপুর। বর্ধমান, বীরভূম এবং পুরুলিয়ার বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত বিশেষ পুরস্কার পেয়েছে।

এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেন, “বাংলার জন্য সুখবর। গ্রাম পঞ্চায়েতে অসামান্য কাজ করার জন্য কেন্দ্রীয় সরকার প্রশংসা করল পশ্চিমবঙ্গের। বাংলার গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদগুলি আমাদের গর্ব। উন্নয়নের এই ধারা অব্যাহত রেখে এগিয়ে নিয়ে যাওয়ায় আমাদের অঙ্গীকার। সবাইকে জানাই শুভেচ্ছা।”