Latest News

April 17, 2018

Is there a Financial Emergency going on in the country?: Mamata Banerjee

Is there a Financial Emergency going on in the country?: Mamata Banerjee

ATMs are out of cash or not working, people have reported from several states. People have also been tweeting about not getting cash at ATMs, in a reminder of long queues and non-functioning machines after note ban in November 2016.

Terming the situation as “financial emergency”, Bengal Chief Minister Mamata Banerjee today tweeted, “Seeing reports of ATMs running out of cash in several States. Big notes missing. Reminder of demonetisation days. Is there a Financial Emergency going on in the country?

Incidentally, on November 8, 2016, when demonetisation was announced, Mamata Banerjee was the first political leader to term it as a disaster.

Here is the tweet of Mamata Banerjee:

দেশে কি অর্থনৈতিক জরুরী অবস্থা চলছে?: মমতা বন্দ্যোপাধ্যায়

এটিএমগুলিতে হয় টাকা নেই, নয় এটিএমগুলি কাজ করছে না। মানুষ টুইট করে জানাচ্ছেন তারা এটিএম-এ টাকা পাচ্ছেন না। নভেম্বর ২০১৬র মতো এটিএম গুলির বাইরে সুদীর্ঘ লাইন ও অচল এটিএম-এর কথা মনে পড়িয়ে দিচ্ছে।

এই সময়কে ‘অর্থনৈতিক জরুরী অবস্থা’ বলে আখ্যা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজ টুইট করেন। তিনি বলেন, “অনেক রাজ্য থেকে এটিএম না চলার রিপোর্ট পাচ্ছি। বড় মূল্যের কোনও নোট নেই। নোটবন্দীর সময়কে মনে করাচ্ছে। দেশে কি অর্থনৈতিক জরুরী অবস্থা চলছে?#CashCrunch #CashlessATMs”

ঘটনা চক্রে, ২০১৬ সালের নভেম্বর মাসের ৮ তারিখ যখন নোটবন্দীর ঘোষণা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় দেশের প্রথম রাজনীতিবিদ যিনি একে বিপর্যয় বলে আখ্যা দিয়েছিলেন।