April 14, 2018
Bengal utilised MGNREGS to the fullest extent for rural employment generation

Employment generation in rural areas through Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme (MGNREGS) has been one of the priority areas of the State Panchayat and Rural Development Department. The performance of the Bengal in this regard has been exemplary.
During 2015-16, with a labour budget for the creation of 22.20 crore person-days, the State actually surpassed the target and created 28.66 person-days of employment.
During 2016-17, with a labour budget of 18.77 crore person-days, the State could achieve 23.56 person-days.
In the last fiscal year, 2017-18, the State achieved 26.02 person-days against the labour budget of 23 crore person-days, till January 2018.
In 2015-16, in terms of generation of person-days, the State ranked second in the country while in 2016-17, it was ranked third.
On the programme implementation side, the State’s performance in achieving convergence with different development programmes has been appreciated nationally and as recognition to this exemplary achievement, the Bengal Government received the award for excellence in Mahatma Gandhi NREGA implementation from the Government of India.
১০০ দিনের কাজে অসামান্য সাফল্য বাংলার
১০০ দিনের কাজের মাধ্যমে গ্রামীণ মানুষের কর্মসংস্থান তৈরী রাজ্য পঞ্চায়েত দপ্তরের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। এক্ষেত্রে রাজ্যের সাফল্য চোখে পড়ার মত।
২০১৫-১৬ সালে রাজ্যের শ্রম বাজেট ছিল ২২.২ কোটি শ্রমদিবস সৃষ্টি করার। বাস্তবে, ২৮.৬৬ কোটি শ্রমদিবস সৃষ্টি করা হয়েছে।
২০১৬-১৭ সালে ১৮.৭৭ কোটি শ্রমদিবস সৃষ্টি করার লক্ষ্য ছিল। বাস্তবে, ২৩.৫৬ কোটি শ্রমদিবস সৃষ্টি করা হয়েছে।
২০১৭-১৮ সালের শ্রম বাজেটে জানুয়ারি ২০১৮ পর্যন্ত ২৬.০২ কোটি শ্রমদিবস তৈরী হয়েছে, যেখানে সারা বছরের লক্ষ্য ছিল ২৩ কোটি কর্মদিবস তৈরী করার।
২০১৫-১৬ সালে শ্রমদিবস তৈরীতে দেশের মধ্যে দ্বিতীয়, ২০১৬-১৭ সালে তৃতীয় হয় রাজ্য।
বিভিন্ন উন্নয়ন কর্মসূচীর সাথে সামঞ্জস্য রেখে এই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। ফলস্বরূপ, কেন্দ্রীয় সরকারের অ্যাওয়ার্ড ফর এক্সসেলেন্স পেয়েছে রাজ্য।