June 29, 2017
State Cabinet congratulates Bengal CM for the success of Kanyashree

Dr Amit Mitra during a media interaction at the State Secretariat, Nabanna on Tuesday informed that entire Cabinet congratulated Bengal Chief Minister Mamata Banerjee for the success of the Kanyashree Scheme and for the State Government getting the United Nations Public Service Award.
He intimated to the media that it is a matter of pride that Chief Minister Mamata Banerjee represented Bengal at the United Nations Public Service Award on June 23, where delegations consisted of central government ministers from 12 countries. Interactions were held between the delegates, in which Mamata Banerjee actively participated. Then, the head of the Sustainable Development Goals (SDG) programme of the United Nations handed over the memento for Kanyashree Scheme to the Chief Minister.
Dr Mitra said that three resolutions were adopted by the State Cabinet today.
The first resolution adopted was that the congratulate the Bengal CM for the success of Kanyashree in the Hague.
The second one was that the Cabinet congratulated the Chief Minister for the outstanding work by the outgoing Chief Secretary of Bengal. The third one was that the Cabinet welcomed the new Chief Secretary.
কন্যাশ্রীর সাফল্যের জন্য মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানালো মন্ত্রীসভা
কয়েকদিন আগেই রাষ্ট্রসংঘ থেকে ‘কন্যাশ্রী’ প্রকল্প বিশ্বসেরা সম্মান পেয়েছে। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী, লোগো-ও তাঁর নিজের আঁকা। বিশ্বের দরবারে কন্যাশ্রীর সাফল্যের জন্য এই দিন নবান্নে মন্ত্রীসভার বৈঠকে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানানো হয়।
কন্যাশ্রী প্রকল্পে বিশ্বজয় করে রাষ্ট্রপুঞ্জের সর্বোচ্চ পুরস্কার পাওয়ার পর এটি প্রথম মন্ত্রীসভার বৈঠক।
এদিন অর্থমন্ত্রী অমিত মিত্র বলেন, “গত ২৩ জুন রাষ্ট্রসংঘের সম্মেলনে একই মঞ্চে মুখ্যমন্ত্রীর সঙ্গে ১২ টি দেশের মন্ত্রীরা উপস্থিত ছিলেন। রাষ্ট্রসংঘের SDG-র কার্যক্রমের প্রধান মুখ্যমন্ত্রীর হাতে পুরস্কার তুলে দেন। এটা আমাদের জন্য একটা গর্বের মুহূর্ত ছিল। কন্যাশ্রী বাংলার গর্ব। কন্যাশ্রীর সাফল্যে গর্বিত গোটা দেশ”।
এই দিনের বৈঠকে তিনটি রেজোলিউসান নেওয়া হয়। প্রথমটির মাধ্যমে কন্যাশ্রীর সাফল্যের জন্য মুখ্যমন্ত্রীকে সকলে অভিনন্দন জানান। এদিন ছিল বর্তমান মুখ্য সচিবের কাজের শেষ দিন; দ্বিতীয়টির মাধ্যমে সকলে তাঁর কাজের প্রশংসা করেন। তৃতীয়টির মাধ্যমে, নতুন মুখ্য সচিব যিনি নিযুক্ত হয়েছেন (মলয় দে), তাঁকে স্বাগত জানানো হয়।