June 26, 2017
Kanyashree is the pride of Bengal: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee on Sunday evening said that “Kanyashree” is the pride of Bengal. She addressed media persons at Kolkata airport after returning from Netherlands.
She received the first prize in the United Nations (UN) Public Service Award at The Hague. She congratulated the people of the state saying that Kanyashree is the pride of the state as it brought smiles on the faces of thousands of girls.
Thousands of people gathered outside the Netaji Subhas Chandra Bose International Airport to welcome the Chief Minister. They shouted slogans on the success of Mamata Banerjee in taking Bengal to the top of the world. Many came with flower bouquets to congratulate the Chief Minister for the success of the project that was her brainchild.
It may be recalled that the Chief Minister had said that the success of Bengal will be celebrated through state-wide programme.
দুনিয়া জিতে ঘরে মুখ্যমন্ত্রী
নেদারল্যান্ডস থেকে দুবাই হয়ে কলকাতায় ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাষ্ট্রপুঞ্জ থেকে কন্যাশ্রী প্রকল্পের জন্য সেরার শিরোপা নিয়ে রবিবার সন্ধের পর তিনি কলকাতায় ফিরেছেন।বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে হাজির হয়েছিলেন প্রচুর মানুষ।
রাষ্ট্রপুঞ্জে তাঁর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী শ্রেষ্ঠত্বের শিরোপা পেয়েছে। বিশ্বের সর্বত্র সে কথা ছড়িয়ে পড়তে সময় লাগেনি। মুখ্যমন্ত্রী, রাজ্য সরকারের কাছে শুভেচ্ছাবার্তার বন্যা বইছে। এদিনও অনেকে তাঁকে এসএমএসে শুভেচ্ছা জানান। সাংবাদিকদের তিনি বলেন, কন্যাশ্রী বাংলার গর্ব।
মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন রাজ্যজুড়ে কন্যাশ্রী উৎসব পালিত হবে এই বিপুল সাফল্য উদযাপন করার জন্য।