June 23, 2017
Mamata Banerjee wins hearts at a meeting with ‘Probashi Bengalis’ in Netherlands

Chief Minister Mamata Banerjee on Thursday attended a function organised by a group of Bengalis residing in Netherlands. Team Bengal accompanying the CM, along with reporters, and 30-odd ‘Probashi Bengalis’ were present in the function.
The CM said, “You are our asset. The hospitality and warmth we have received here has amazed me.”
She also highlighted the progress made in Bengal in the last six years. She said: “Bengal has changed. We have moved ahead of the 34 years of legacy of bandh. They destroyed Bengal. No mandays are lost due to strikes now. Bengal is No. 1 in social sector schemes. We have sowed the seeds; the full tree will bloom in future.”
She quipped, “We will make Bengal the best in the world.”
বঙ্গসন্তানদের আড্ডায় মধ্যমণি মমতা বন্দ্যোপাধ্যায়
গতকাল হল্যান্ডে বসবাসকারী বাঙালি সম্প্রদায়ের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩০ জন বঙ্গসন্তানের সঙ্গে আড্ডায় অংশ নেন মুখ্যমন্ত্রীর সঙ্গে আসা টিম বেঙ্গল এবং সাংবাদিকরা।
মুখ্যমন্ত্রী বলেন, “আপনারা আমাদের সম্পদ। আপনারা যেভাবে আমাদের সঙ্গে দেখা করতে এসেছেন তাতে আমরা মুগ্ধ”।
রাজ্যের একাধিক প্রকল্পের খতিয়ান তুলে ধরে মমতা বলেন, “বাংলা অনেক বদলে গিয়েছে। ৩৪ বছর বনধ অবরোধ করে ওরা শেষ করে দিয়েছিল। আজ কোন শ্রমদিবস নষ্ট হয় না। সামাজিক প্রকল্পে আজ বাংলা এক নম্বরে। সরকার ২ টাকা কেজি দরে চাল দিচ্ছে। আগামী দিনে আমরা বাংলাকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করব। আজ এখানে চারাগাছ রোপণ করে দিয়ে গেলাম। আশা করব এটা বটবৃক্ষে পরিণত হবে”।
বৈঠক শেষে মুখ্যমন্ত্রীর মন্তব্য, ‘বাংলা আমার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে।’