Latest News

June 20, 2017

Bengal Govt to start distributing wheat under food security schemes from July

Bengal Govt to start distributing wheat under food security schemes from July

State Food and Supplies department will start distributing wheat among beneficiaries under the food security scheme from July.

Wheat will be procured after floating a tender. It is expected that the processes of distributing wheat will be started from July. The department has decided to distribute wheat as it has a demand among the people

Meanwhile, ration shops are being set up at Dooars of North Bengal. In the first, phase ration shops will be set up at 126 locations. The state Food and Supplies mMinisterJyotipriya Mullick has recently held a meeting at Uttarkanya in Siliguri in this regard.

The Bengal government had decided to distribute free ration to mothers with newborn babies across the state so that they do not suffer from malnourishment and for this, the department will distribute coupons to around 30,000 mothers across the state. The department has also chalked out a detailed plan to bring more number of pregnant women under the scheme. Mothers can now show the coupons at ration shops where they will be supplied with rice, wheat, gram and lentils. They would be given the coupons at the time when the leave the government hospitals or sub-centres, after their deliveries. One of the main purpose of this initiative was to bring down malnutrition.

The department has already instructed the ration shops to provide five kg of rice, 2.5 kg of wheat and 1 kg of lentil every month to the mothers against the coupons.

 

খাদ্য সাথী প্রকল্পের আওতাভুক্তদের গম বিতরণ করবে রাজ্য সরকার

আগামী জুলাই মাস থেকে খাদ্য সাথী প্রকল্পের আওতাভুক্তদের গম বিতরণ করবে রাজ্য খাদ্য ও সরবরাহ দপ্তর।

একটি টেন্ডারের পরই এই প্রক্রিয়া শুরু হবে। আশা করা হচ্ছে যে জুলাই থেকে এই প্রক্রিয়া শুরু হয়ে যাবে। জনসাধারণের মধ্যে চাহিদা আছে বলে দপ্তর এই গম বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে। উত্তরবঙ্গের ডুয়ার্সেও রেশন দোকান গড়ে তোলা হচ্ছে। প্রথম দফায়, ১২৬ টি জায়গায় রেশন দোকান হবে। সম্প্রতি এই নিয়ে শিলিগুড়ির উত্তরকন্যায় একটি বৈঠক করেন খাদ্য ও সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

এদিকে, উত্তর বঙ্গের ডুয়ার্সে রাশির দোকান চালু করা হচ্ছে। প্রথমত, ১২৬ টি স্থানে ফেজ রাশির দোকান স্থাপন করা হবে। রাজ্য খাদ্য ও সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মুলিক সম্প্রতি শিলিগুড়িের উত্তরাণকানায় একটি বৈঠক করেছেন।

রাজ্যের নবজাতক শিশুরা যাতে অপুষ্টির শিকার না হয় তাই ফ্রি রেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। প্রায় ৩০ হাজার মায়েদের এই কুপন দেওয়া হবে।

এই স্কিমের অধীনে গর্ভবতী মহিলাদের আনারও পরিকল্পনা করা হচ্ছে। ওই কুপনগুলি রেশন দোকানে দেখালেই তাদেরকে চাল, গম, ডাল সরবরাহ করা হবে। প্রসবের পর সরকারি হাসপাতাল থেকে ছুটির দিন মায়েদের এই কুপনগুলি দেওয়া হবে।

দপ্তরের নির্দেশে কুপনের পরিবর্তে রেশন দোকানগুলি প্রতি মাসে ৫ কেজি চাল, ২.৫ কেজি গম এবং ১ কেজি ডাল  দেবে।