Latest News

June 14, 2017

Bengal CM makes surprise visits to hospitals in Kolkata

Bengal CM makes surprise visits to hospitals in Kolkata

Bengal Chief Minister Mamata Banerjee made a surprise visit to Sambhunath Pandit Hospital and Ramrik Harlalka Hospital, located in Bhowanipore in South Kolkata, on her way to attend a function at Uttirnno on Tuesday afternoon.

She took stock of the situation in the hospital premises and spoke to the medical superintendent and hospital staff members regarding the cleanliness. She also interacted with a few patients. Expressing her displeasure over poor waste management she called up the Kolkata Mayor and instructed him to take necessary steps.

The KMC officials often visit the state-run hospitals as part of the anti-larvae drive and if garbage is found, they ask the hospital authorities to remove it.

 

মুখ্যমন্ত্রীর আচমকা কলকাতার হাসপাতাল পরিদর্শন

মঙ্গলবার আলিপুরের উত্তীর্ণ মুক্ত মঞ্চে একটি অনুষ্ঠানে যাওয়ার পথে আচমকাই মুখ্যমন্ত্রী পরিদর্শন করেন দু’টি হাসপাতাল। এই হাসপাতাল দু’টি হল দক্ষিণ কলকাতার ভবানীপুরের শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল ও রামড়িক হরলালকা হাসপাতাল।

তিনি হাসপাতাল দু’টি সরেজমিনে পরিদর্শন করেন ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে সুপারিন্টেনডেন্ট ও অন্যান্য কর্মচারীদের সঙ্গে কথা বলেন। বেশ কিছু রোগীর সঙ্গেও তিনি কথা বলেন। হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন। তিনি তৎক্ষণাৎ কোলকাতার মহানাগরিককে ডেকে পাঠান ও বর্জ্য পদার্থ ব্যাবস্থাপনায় উপযুক্ত ব্যাবস্থা নিতে বলেন।

আজ সকালে তিনি একই ভাবে আচমকা এসএসকেএম হাসপাতাল পরিদর্শন করেন।

এই মুহূর্তে পুরসভার কর্মচারীরা মাঝে মাঝেই অ্যান্টি লার্ভা ড্রাইভে রাজ্য পরিচালিত হাসপাতালগুলোয় যান ও নোংরা খুঁজে পেলে হাসপাতাল কর্তৃপক্ষকে তা সরিয়ে নিতে জানান।