Latest News

June 14, 2017

Bengal Govt to grant scholarships to poor, meritorious students

Bengal Govt to grant scholarships to poor, meritorious students

Chief Minister Mamata Banerjee has always encouraged students to go for better education. To ensure that various scholarship schemes are available for various categories of students across the State.

Now the State Government is set to start another scholarship scheme for poor, meritorious students. Under this scheme, Rs 10,000 is going to be given to such students.

The criteria with respect to marks are above 65 per cent for Madhyamik and above 60 per cent for Higher Secondary.

The list is being prepared from data collected from the various districts as well as from the reports on such students published in various newspapers.

On June 13, Mamata Banerjee had felicitated toppers of all boards – Madhyamik, Higher Secondary, ICSE, ISC, CBSE – as well as of the Joint Entrance Examination at a function at Uttirna Mukta Mancha in Alipore, Kolkata.

 

গরিব মেধাবীদের আর্থিক সাহায্য দেবে রাজ্য সরকার

মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকসহ বিভিন্ন পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনার রেওয়াজ শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার গরিব অথচ মেধাবী ছাত্রছাত্রীদের পাশেও দাঁড়াচ্ছে রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গরিব কিন্তু মেধাবী ছাত্রছাত্রীদেরও আর্থিকভাবে সাহায্য করা হবে। তার জন্য তালিকা তৈরির কাজ শুরু হয়েছে।

সিদ্ধান্ত হয়েছে, গরিব পরিবারের প্রত্যেক মেধাবী ছাত্রছাত্রীকে ১০ হাজার টাকা করে দেওয়া হবে। সেই টাকায় ছাত্রছাত্রীদের পড়াশুনায় অনেক সুবিধা হবে। দরিদ্র পরিবারের যেসব ছেলেমেয়ে মাধ্যমিক পরীক্ষায় ৬৫ শতাংশের বেশি এবং উচ্চ মাধ্যমিকে ৬০ শতাংশের বেশি নম্বর পাবেন, তাঁরাই ওই টাকা পাবেন।

মমতা বন্দ্যোপাধ্যায় চান, পয়সার অভাবে যেন কারও পড়াশুনা বন্ধ না হয়। সে কারণেই স্বামী বিবেকানন্দের নামে স্কলারশিপ চালু করেছেন মুখ্যমন্ত্রী।

সেই স্কলারশিপ পাওয়ার জন্য ছাত্রছাত্রীরা আবেদন জমা দেয়। যার জন্য নবান্নে লাইনও পড়ে যায়। সেই স্কলারশিপের টাকা সরাসরি ছাত্রছাত্রীদের কাছে চলে যায়। মেয়েদের ভবিষ্যতের কথা ভেবে মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী প্রকল্প চালু করেছেন। যে প্রকল্প শুধু দেশ নয়, বিশ্বের দরবারেও প্রশংসিত হয়েছে। যার জেরে রাষ্ট্রসংঘের পাবলিক সার্ভিস ডে’তে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

যেসব গরিব পরিবারের ছেলেমেয়েরা খুব ভালো ফল করেছে তাঁদের আর্থিক সাহায্য করার জন্য এগিয়ে এসেছে সরকার। এই ধরনের ক্ষেত্রে সাহায্য দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর সচিবালয়ে আলাদা টিম রয়েছে। গত ছ’বছরে বহু ছাত্রছাত্রী ও রোগী মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সাহায্য পেয়েছে।