June 14, 2017
I will stop at all costs efforts to divide the State in the name of religion: Mamata Banerjee

“A lot of politics is happening in the name of religion. But you all know that Didi is partial to no religion. You all remain as you are” – this was the message given by Chief Minister Mamata Banerjee at the Iftaar party organised by Kolkata Municipal Corporation.
A few hours earlier, at a public melting after the administrative review meeting in Bhangar, she had said, “Just like Eid, there is Rath Yatra coming up. Celebrate both in an atmosphere of peace and unity”. Commenting on the killings of Dalits in Uttar Pradesh, she said, “Some people are trying to set up a riot between Hindus and Muslims”.
“Many people ask me why I attend Ramzan celebrations. My answer is, why not? I participate in Hindu festivals too. As long as I am alive, I will go wherever I please”.
She further said, “Hindus, Muslims, Sikhs, Christians, we all love to stay together. This is our India. We do not want riots. We do not support riots”.
রাজনীতির স্বার্থে ধর্মের নামে চক্রান্ত মেনে নেব নাঃ মুখ্যমন্ত্রী
“অনেকে ধর্ম নিয়ে রাজনীতি করছে। কিন্তু আপনারা জেনে রাখুন দিদি প্রত্যেক ধর্মের সঙ্গে রয়েছে। আপনারা সবাই নিজের মত থাকুন”। সোমবার কলকাতা পুরসভার দাওয়াত এ ইফতার এ অংশ নিয়ে সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন ভাঙড়ে প্রশাসনিক বৈঠক করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সামনেই যেমন খুশির ঈদ রয়েছে তেমনই রয়েছে রথযাত্রা। ফলে সকলে মিলে শান্তিপূর্ণ ভাবে সম্প্রীতির পরিবেশের মধ্য দিয়ে তা পালন করুন”। উত্তরপ্রদেশের দলিত হত্যার নিন্দা করে মুখ্যমন্ত্রী বলেন, “এখন হিন্দু-হিন্দুতে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে কিছু মানুষ”।
“অনেকে আমায় প্রশ্ন করেন কেন মুসলিমদের রমজানে যাই। কেন যাব না? হিন্দুদের অনুষ্ঠানে যাই। যত বছর বাঁচব, আমার যেখানে যাওয়ার সেখানেই যাব। কেউ আমায় আটকাতে পারবে না”।
তিনি আর বলেন, “হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান আমরা সবাই একসঙ্গে থাকতে ভালোবাসি। এটাই আমাদের ভারতবর্ষ। লড়াই, দাঙ্গা আমার পছন্দ নয়, আমি এসব সমর্থন করি না”।