ভোট লুট বন্ধ করুন!

সংসদের সামনে আজ ফের এককাট্টা আমাদের সাংসদরা—হাতে প্ল্যাকার্ড, মুখে স্লোগান: “ভোট চুরি আর নয়!”বিহারে SIR-এর নামে নির্বাচন কমিশনকে বিজেপি নিজস্ব সংগঠনের মতো ব্যবহার করছে—লক্ষ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে। এটা সুপরিকল্পিত চক্রান্ত—নির্বাচনের আগেই বিরোধীদের ভোট কেড়ে নেওয়ার নোংরা খেলা। বাংলাতেও এনআরসি চাপিয়ে সাধারণ মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা করছে বিজেপি। তৃণমূল কংগ্রেসের কণ্ঠ আজ আর চুপ করে থাকবে না। প্রতিটি অবৈধ পদক্ষেপের জবাব আমরা রাস্তায় নেমে দেব। গণতন্ত্র রক্ষার এই লড়াই আরও জোরালো হবে—এটাই প্রতিজ্ঞা।

FacebookTwitterShare

Related News