বাংলার অপমান মানব না আমরা

বাঙালিরা পথে নেমেছে – বিজেপি হুঁশিয়ার।

সংসদের বাইরে বাঙালি মনীষীদের ছবি বুকে আঁকড়ে, বাঙালির গৌরবকে রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ আমাদের সাংসদরা। বাংলা ভাষাভাষী মানুষের ওপর এতো অত্যাচার কেন? বিজেপিকে জবাব দিতেই হবে।

বাংলার অপমান মানব না আমরা। আমাদের লড়াইয়ের ভাষা একটাই, ‘বাংলা ভাষা’।

FacebookTwitterShare

Related News