Latest News

November 30, 2013

মুখ্যমন্ত্রীর স্বপ্নপূরণ – কম খরচে শহর থেকে বায়ুবেগে জেলায় যেতে পারবেন যাত্রীরা

মুখ্যমন্ত্রীর স্বপ্নপূরণ – কম খরচে শহর থেকে বায়ুবেগে জেলায় যেতে পারবেন যাত্রীরা

মুখ্যমন্ত্রী হয়েই রাজ্যের মধ্যে ছোট ছোট রুটে উড়ান চালুর পরিকল্পনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বার সেই ভাবনারই বাস্তবায়নের পথে এগোচ্ছে রাজ্যবৃহস্পতিবার নিয়ে পরিবহণ সচিব আলাপন বন্দোপাধ্যায়ের ঘরে বৈঠক করে হেলিকপ্টার সংস্থা পবনহংসএকটি খসড়া পরিকল্পনা তৈরি হয়েছে

প্রথম পর্যায়ে এই পরিষেবার আওতায় আসছে উত্তরবঙ্গকলকাতা থেকে মালদহ এবং বালুরঘাটে হেলিকপ্টার পরিষেবা দেওয়া হবেএর পাশাপাশি সুন্দরবন, দুর্গাপুর, শান্তিনিকেতন, গঙ্গাসাগরের রুটেও হেলিকপ্টার চালানোর পরিকল্পনা আছে রাজ্যের

মুখ্যমন্ত্রীর ইচ্ছে অনুসারেই কম ভাড়ায় এই পরিষেবা পাওয়ার কথা যাত্রীদেরকলকাতা থেকে মালদহ ১৩০০ টাকা, বালুরঘাট ১৫০০ টাকা, শান্তিনিকেতন ১৫০০ টাকা, গঙ্গাসাগর ১৫০০ টাকা এবং দুর্গাপুর ৪২০০ টাকা

বেঙ্গল এরোট্রোপলিসের এম ডি পার্থসারথি ঘোষের বক্তব্য, “কলকাতা থেকে জেলায় এই পরিষেবা মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। তাঁর পাশে থেকে হাত বাড়িয়ে দিচ্ছি আমরা।“তিনি বলেন, “মানুষকে কম পয়সায় দ্রুত যাতায়াতের সুবিধা করে দিতে এই হেলিকপ্টার পরিষেবার ব্যবস্থা করতে চাইছেন মুখ্যমন্ত্রী। এর ফলে রোগীদের সুবিধা হবে। বিভিন্ন কাজে কলকাতায় যাঁরা দ্রুত যাওয়া-আসা করতে চান, সুবিধা হবে তাঁদেরও।“

পাইলট প্রকল্পে হেলিকপ্টারটি সোমবার কলকাতা থেকে দুর্গাপুর, বুধবার কলকাতা থেকে মালদহ হয়ে বালুরঘাট, শনিবার কলকাতা থেকে শান্তিনিকেতন এবং রবিবার কলকাতা থেকে গঙ্গাসাগর যাবে। শান্তিনিকেতন থেকে ফেরার পথে দুর্গাপুর হয়ে কলকাতা ফিরবে হেলিকপ্টার। কোচবিহারে এর জন্য এয়ারস্ট্রিপ চওড়া করার কথা হচ্ছে।

এই পরিষেবায় দুর্গাপুর যেতে ৪৫ থেকে ৫০ মিনিট এবং মালদহ ও বালুরঘাট যেতে দেড় থেকে দুঘণ্টা সময় লাগবে।