Latest News

April 25, 2014

Trinamool Chairperson praises Bengal model of development at rallies in Bardhaman

Trinamool Chairperson praises Bengal model of development at rallies in Bardhaman

Despite the heat wave across the state, Trinamool Chairperson Ms. Mamata Banerjee held three campaign rallies in Bardhaman at Samudragarh, Katwa and Bardhaman Town. Although the temperature was soaring over 40 degrees, the turnout in each of the rallies was incredibly large.

In her speech, the Trinamool Chairperson said though the Bengal Government has increased its income, Centre has been taking away a major share of the revenue, thus leaving little for developmental purposes. A conspiracy to starve the people of Bengal is going on, she said. She urged people to avenge this insult to Bengal through ballots.

At the rally in Bardhaman town, the party Chairperson campaigned for Dr. Mumtaz Sanghamita. She stated that Bengal has secured the top spot in terms of expenditure in employment generation for the 100-Days Work Scheme. She said that nobody in Bengal is publicizing this achievement but are praising the Gujarat-model. She pointed out that while Gujarat has spent only Rs 500 crore for 100-Days Work Scheme, West Bengal spent more than Rs 5500 crore. She also said that the income per head in Bengal is more than Gujarat and the infant mortality rate in the State is less than that of Gujarat.

The Trinamool Chairperson also laid stress on the fact that the state is debt-ridden thanks to the huge loans made by the Left Front Government. She asked voters to restore the honour of Bengal and vote for the joraphool symbol.

Trinamool Chairperson also said that she wanted to transform Bengal into Biswa Bangla. She added that a Biswa Bangla store has already opened at the Kolkata airport to promote Bengal`s products. The sweets of Bardhaman like Sitabhog and Mihidana were being sold at the store, she told the audience in Bardhaman.

চড়া রোদে ত্রাহিত্রাহি অবস্থা সেই রোদগরমে সভা বর্ধমান জেলায় বৃহস্পতিবার তৃণমূলের তিনটি জনসভাতেই তাই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে ঘুরেফিরে এল গরম নিয়ে উদ্বেগের কথা গরমের জন্য সংক্ষেপও করলেন সভা

গরম নিয়ে উদ্বেগ প্রকাশের পরে অবশ্য কেন্দ্রীয় সরকারকে আক্রমণ ফিরে এল তৃণমূল নেত্রীর বক্তব্যে রাজ্য ক্রমে রোজগার বাড়ালেও কেন্দ্র টাকা কেটে নেওয়ার পরিমাণ বাড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি তাঁর কথায়, “ওরা আমাদের ভাতে মারার চক্রান্ত করছে ওদের বার দাওয়াই দিতে হবে গণতন্ত্রের দাওয়াই!”

দিন বর্ধমান শহরে উৎসব ময়দানে দলীয় প্রার্থী মমতাজ সঙ্ঘমিতার সমর্থনে আয়োজিত সভায় মমতা প্রশ্ন তোলেন গুজরাত মডেল নিয়েও তিনি বলেন, “ বারও রাজ্য ১০০ দিনের প্রকল্পে দেশের মধ্যে প্রথম হয়েছে গত কালই এই চিঠি মিলেছে অথচ, আমাদের এই কৃতিত্বের কথা আমাদের রাজ্যেই কেউ প্রচার করে না অনেকে গুজরাতগুজরাত করছে তারা জানে না, এই প্রকল্পে গুজরাট মাত্র পাঁচশো কোটি টাকা খরচ করেছে আর আমরা করেছি পাঁচ হাজার কোটি টাকা ওই রাজ্যের চেয়ে আমাদের মাথা পিছু আয় বেশি, শিশুমৃত্যুর হার কম তবু লোকে গুজরাত নিয়ে লাফালাফি করে!”

সভায় বাম আমলের রেখে যাওয়ার ঋণ নিয়েও অভিযোগ তোলেন তিনি তাঁর দাবি, “ বারের ভোটে বাংলার ইজ্জতের নির্বাচন দিল্লিতে গিয়ে বলতে হবে, সিপিএম অত টাকা ধার করে গিয়েছে তো সিপিএমের বাড়ি বিক্রি করে ধার শোধ করাও আমাদের টাকা কাটতে পারবে না! আমাকে আপনাদের একটু সাহায্য করতে হবে এমন করে বোতাম টিপুন যেন জোড়াফুল সব জায়গায় জেতে বোতাম টিপুন এখানে, দিল্লি জব্দ হবে ওখানে

মমতা দিন আরও বলেন, “বাংলাকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠা করতে চাই তাই কলকাতা এয়ারপোর্টে বিশ্ববাংলা নামে সংস্থা খুলেছি তাতে যেমন তাঁতিদের হাতের কাজ রয়েছে, তেমনি রয়েছে বর্ধমানের সীতাভোগ, মিহিদানা থেকে অন্য বিখ্যাত মিষ্টি অনেকে চোখে দেখেও অনেক কিছু দেখতে পান না তাঁদের চোখে যাতে পড়ে, তাই আমরা এই কাজ করছি