Latest News

February 24, 2021

একুশের ভোটে খেলা হবে,আমি থাকব তৃণমূলের গোলরক্ষক: মমতা বন্দ্যোপাধ্যায়

একুশের ভোটে খেলা হবে,আমি থাকব তৃণমূলের গোলরক্ষক: মমতা বন্দ্যোপাধ্যায়

আজ হুগলিতে জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু বিষয়:

একুশের ভোটে খেলা একটাই হবে। একদিকে তৃণমূল থাকবে। আরেকদিকে থাকবে সিপিআইএম, কংগ্রেস, বিজেপি। আর আমি থাকব তৃণমূলের গোলরক্ষক। একটা গোলও মারতে পারবেন না। সব বার পোস্টের উপর দিয়ে বেরিয়ে যাবে
এই মাঠে কদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী এসেছিলেন, তিনি নাকি দেশের সবচেয়ে বড় নেতা, নেতাজি, গান্ধীজি, আম্বেদকরের থেকেও উনি বড় নেতা

খেলা হবে। এবারও খেলা হবে। আমি থাকব গোলরক্ষক। একটাও গোল করতে পারবেন না। এখানে বলতে এলে মাইকের সামনে ট্রান্সপারেন্ট গ্লাস থাকে। সেটা দেখে দেখে দু’-একটা বাংলা বলেন। এই দু’-এক লাইন বাংলা বলে রাজ্যের মানুষের মন জয় করা যাবে না।

বড় বড় কথা বলছে বাংলায় মেয়েরা সুরক্ষিত না. বিজেপির দলের মেয়েরা সুরক্ষিত তো? উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, মধ্যপ্রদেশ পঞ্জাবে সুরক্ষিত তো? সব জায়গায় অরক্ষিত

হিংসা আর লজ্জার সীমা নেই

তারকেশ্বর বিষ্ণুপুর লাইন আমি করেছি ডানলপ তৃতীয় লাইন , ডানলপ অমৃতসর ফ্রেট করিডর, দমদম দক্ষিণেশ্বর, তারাতলা জোকা মেট্রো লাইন করেছি

আমি করেছি আর তুমি ফিতে কেটেছ, দালালি করা ছাড়া ওদের কোন কাজ নেই

দেশের প্রধানমন্ত্রী হয়ে উনি মিথ্যে বলছেন, এই পদ কে আমি সম্মান করি. উনি আজ আছেন, কাল থাকবেন না

এই দেশে এখন ২ তো নেতা একটা হোঁদল কুতকুতে, আর একটা হল কিম্ভুত কিমাকার

আমার ওপর আপনাদের অনেক রাগ আমায় যা ইচ্ছে বলতে পারেন, তাই বলে মেয়েদের অপমান করবেন বাড়ি গিয়ে? ঘরের বৌ কে আপনি কয়লা চোর বলছ? ২২-২৩ বছরের মেয়েকে বলছে কয়লা চোর? বাংলার মেয়েরা কয়লা চোর? ঘরের বউকে বলছে কয়লা চোর? আর আসল কয়লা চোরদের কোলে নিয়ে বসে আছেন! আপনার সারা গায়ে ময়লা মেখে আছে

নোটবন্দির টাকা কোথায় গেলো? কোল রেল, সেল কেন বিক্রি হচ্ছে মোদী জবাব দাও , কৃষকরা আজ রাস্তায় কেন?

ডানলপের শ্রমিক কারা আছেন, হাত তুলুন। ২০১৬ সালে আমরা বললাম, ডানলপ টাকে অধিগ্রহন করতে চাই। জেসপ চালাতে চাই। দিল না। আমরা ১০ হাজার টাকা করে এক্সগ্রাসিয়া দিই। জিজ্ঞাসা করুন তো, কেন মোদী করতে দেননি?

ডানলপ আর জেসপের মালিক পবন রুইয়া, আর তার বাড়িতেই থাকেন বিজেপির নেতারা, শ্রমিকদের মুখের গ্রাস কেড়ে নিয়ে , রুইয়ার শরৎ বোস রোডের বাড়িতে বিজেপির নেতারা রয়েছেন

যাঁরা ৫টাকা, ১০ টাকা তোলে, তাঁকে বলে তোলাবাজ। আর আপনারা কোটি কোটি টাকা কাটমানি খান। কারখানা বিক্রি করে দেন। দেশটাকেই বিক্রি করে দেন। গরিব লোকেরা খেলে হয় কাটমানি, আর আপনারা খেলে হয় ক্যাটমানি?

বিজেপির কয়েকটা অসভ্য লোক আছে যারা মেয়েদের সম্মান করতে জানে না. এই সায়নী, এখন এখানে এসেছে। একটা টুইট করেছিল। তাই নিয়ে কত অপমানই না করেছে তাঁকে। একটা মেয়ের স্বাধীনতা থাকবে না? দেবলীনার টুইট নিয়ে ওঁকেও কী ভাবে অপমান করেছে? আজকে বিজেপি-তে মেয়েরা সুরক্ষিত নয়। আমাদের দলে দেখবেন মেয়েদের সম্মান, মায়ের সম্মান। পশ্চিমবঙ্গ নদীমাতৃক দেশ। মায়ের দেশ।

বিজেপির ঘরের মেয়েদের নিয়ে গল্প বললে শিহরিত হবেন, ওই দলে সম্মান নেই, মুখ বুজে বসে আছে, কিছু বলতে পারছে না

আমি মিডিয়াকে দোষ দিই না, বলছে ওরা যা ঠিক করে দেবে তাই বলতে হবে তাই মিডিয়াকে বিশ্বাস করবেন না, ফেক ভিডিও তৈরী করছে, কত বড় সাহস ওদের

২ লক্ষ কোটি টাকা খরচ করে মানুষকে পানীয় জল দেওয়ার ব্যবস্থা করছি

আমরা আগামী দিনে দায়িত্ব নিয়েছি, প্রত্যেক বিধবাকে ৬০ বছর বয়সের পরে মাসে ১০০০ টাকা করে ভাতা দেব। আগামী দিনে আমাদের ৪৫ লক্ষ শ্রমিক, যাঁরা সামাজিক সুরক্ষার আওতায় আছেন, তাঁদেরও ১০০০ টাকা করে দেব

এখানে ২৪টা ক্লাস্টার হয়েছে। নতুন গ্রিন বিশ্ববিদ্যালয় হয়েছে। তারকেশ্বর উন্নয়ন পর্ষদ হয়েছে।

এ ছাড়া গ্লোবাল বিজনেস সামিট থেকে বিপুল বিনিয়োগের প্রস্তাব পেয়েছি। সিঙ্গুরে আমরা ১১ একর জমির উপর অ্যাগ্রো ইন্ডাস্ট্রি তৈরি করছি। ডানকুনি থেকে শুরু করে রেললাইন ধরে শিল্প হতে হতে যাবে। এর ফলে অনেক মানুষের কর্মসংস্থান হবে

বাংলা ১০০ দিনের কাজে ১ নম্বর। এমএসএমই-তে ভাল কাজ করছে। আমরা বলি আর করি। এরা কিছু করে না শুধু মিথ্যা কথা বলে।

আজ বিজেপি, কংগ্রেস আর সিপিএম এক হয়েছে। ক’জনকে গ্রেফতার করবে কর। তৃণমূলের সব কর্মীকে গ্রেফতার কর।

২০১৪ সালে বলেছিল ১৫ লক্ষ টাকা দেবে। ক’জন পেয়েছেন সেই টাকা। আর এখন টাকা দিয়ে এলে কী করবেন? বাংলাকে বাইরে থেকে গুন্ডা এনে ভরিয়ে দেবে। রাজ্যটাকে বিক্রি করে দেবে। আপনারা বলুন, কোনটা চাই। ভাল করে শুনে রাখ। গুজরাত বাংলা শাসন করবে না। বাংলাই বাংলা শাসন করবে। এক একটা লুটেরা। কারও কান কাটা, কারও নাক কাটা, কারও চোখ কাটা, কারও পা কাটা। দুর্গাপুরে একটা হোটেল বুক করেছে। ওই হোটেল কোন কোল মাফিয়ার জিজ্ঞেস করুন

খেলা হবে। এস, খেলে দেখ। ক’জনকে গ্রেফতার করবে, জেল ফেটে বেরিয়ে আসবে। ক’জনকে গ্রেফতার করবে, ধামসা-মাদল থেকে বেরিয়ে আসবে

আগের বার বলাগড়ে আমরা ভোট পাইনি। নিশ্চয়ই আমাদের কোথাও ভুল হয়েছিল। সেগুলো আমরা শুধরে নেব। এ বার ভোট এলে টাকা নিয়ে আসলে, টাকাটা নিয়ে নেবেন। তার পর ভোটের সময় উল্টে দেবেন। আগে একটা বিড়ি ৩ বার টানত। এখন কোটি কোটি টাকা। ফাইভ স্টার হোটেলে বসে খাচ্ছে, আর একটা গরিব মানুষকে ১০ হাজার টাকা দিয়ে বলছে, একটা থালা দাও, তোমার বাড়িতে যাব

আমায় এখানে পুঁতে দিলে আমি দিল্লিতে গিয়ে মাথা তুলে দাঁড়াবো,তৃণমূল এমনই অভিশপ্ত দল। সুস্থ বাঘের থেকেও আহত বাঘ ভয়ংকর

খেলা তো হবেই, এই খেলা থেকেই বিজেপিতে ঠিক করতে হবে আগামী দিন বিজেপি দেশে থাকবে কিনা, একটা পার্টি, একটা রাবণ আর একটা দানব মিলে গায়ের জোরে দেশ চালাচ্ছে

হঠাৎ করে ব্যাংক বন্ধ, এল এই সি র ৭৫% প্রাভেট করে দিয়েছে

আগামীদিনে টাকা দিতে এলে নিয়ে নেবে, আর ভোটবাক্সে উল্টে দেবেন

ওরা বাংলায় এলে আপনার মেরুদন্ড ভেঙে দেবে, বাংলা কে বাইরের গুন্ডা দিয়ে দখল করে নেবে

দুর্গাপুরের হোটেল টা কোন কোল মাফিয়ার? নাম বলবো? আমার মুখে ওতো ছোট নাম শোভা পায় না

সবচেয়ে কুৎসিত, দুর্নীতিপরায়ণ দল বিজেপি. শুধু আমাকে ভয় পায় তাই আমায় ধমক দিচ্ছে

নির্দয় আর নিষ্ঠুর দলকে বাংলায় স্থান দেবেন না

নিজের ক্ষমতা নেই গেছে ট্রাম্প কে জেতাতে, ট্রাম্পের থেকেও ওনার খারাপ অবস্থা হবে. হিংসা কখনো মানুষকে ভালো উপহার দেয় না

আমি পরিষ্কার করে বলতে চাই। অন্য় পার্টির লোককে তোলাবাজ বলবেন? আর আপনার পার্টি কি ওয়াশিং মেশিন। আমি এক পয়সা মাইনে নিই ন। আমি মানুষকে সেবা করি, এটাই আমার কাজ। এত বড় সাহস।

তাই বলে যাই নরেন্দ্র মোদী, আর আপনার দানব বন্ধু, সঙ্গে যাঁরা আছে, ছোটখাটো চুনোপুঁটিরা। আর একটু সময় দিন। আর মাত্র দু’মাস। তার পর দেখব, কার কত গণতন্ত্রের জোর। আমরা ১০ বছর ধরে উন্নয়ন করেছি। আমরা মা-বোনেদের সম্মান দিয়েছি

একটা মাত্র আসন জিতে ভাবছে হুগলি দখল করবে? ধেই ধেই করে নাচছে। মা-বোনেদের বলছি, যা হয়েছে ভুলে যান। হুগলির সব আসন আমাদের দিন।