Latest News

February 26, 2021

কার সুবিধার জন্য ৮ দফায় ভোট?: মমতা বন্দ্যোপাধ্যায়

কার সুবিধার জন্য ৮ দফায় ভোট?: মমতা বন্দ্যোপাধ্যায়

নির্বাচন কমিশন ভোটের দিন ঘোষণার পর আজ কালীঘাটে সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

তাঁর বক্তব্যের কিছু বিষয়:

বিহারে ২৩৪ আসনে যদি ৩ দফায় ভোট হয়, তাহলে বাংলার ২৯৪ আসনে ৮ দফায় ভোট কেন?
নির্বাচন কমিশনকে বলছি, টাকার খেলা বন্ধ করুন! আমরা কিন্তু সব বুঝতে পারছি
নির্বাচন কমিশন একটু তো রেশনাল থাকবে, বিজেপি যা ঠিক করবে ওরা তাই করবে? কার সুবিধা করার জন্য এই সিদ্ধান্ত?

বাংলার প্রতি একটু বিশ্বাস নেই? আমি নির্বাচন কমিশনকে অনুরোধ করবো, পশ্চিমবঙ্গকে নিজের রাজ্য মনে করবেন। বিজেপির চোখে পশ্চিমবঙ্গকে দেখবেন না

আমি কমিশনের সিদ্ধান্তকে সমর্থন করি। কিন্তু একদিনে এক একটা জেলার অর্ধেক আসনে ভোটগ্রহণ করানো হচ্ছে কেন?

এরা আবার বিএ পার্ট ওয়ান পার্ট টু শেখাচ্ছে

দক্ষিণ ২৪ পরগনা জেলায় যেহেতু আমাদের জোর বেশি তাই তিন দিনে ভোটগ্রহণ করছে। এগুলো কি নরেন্দ্র মোদী আর অমিত শাহের কথায় হয়েছে?

কেরালা আসামে ১ দিনে ভোট করে এখানে ২৩ দিনে খেলবেন? খেলা হবে, তাতেও আপনাদের হারিয়ে ভূত করে দেব।

মানুষে মানুষে হিন্দু মুসলমান এর মধ্যে বিভেদ করছেন

বাংলাকে আমি ভালো জানি, গত ৪০ বছর ধরে রাজনীতি করছি

আপনাদের সব চক্রান্ত ভেঙে দেব

এজেন্সির ক্ষমতা রয়েছে শাসনে রয়েছে তার মানে তার অপব্যবহার করতে পারে না

বাংলাকে অসম্মানের জবাব বাংলার মানুষ দেবে। বহিরাগত গুন্ডারা বাংলা শাসন করবে না। বাংলার মানুষ বাংলা শাসন করবে

আপনার যত নেতা আছে নিয়ে আসুন,

একই লোককে পর্যবেক্ষক করে পাঠানো হয়েছে। ২০১৯ সালে বিবেক দুবে কী নাটক করেছিলেন তা আমরা সবাই জানি