February 25, 2021
জ্বালানির দাম বৃদ্ধির অভিনব প্রতিবাদ মমতার, ইলেকট্রিক বাইকে গেলেন নবান্নে

আজ অভিনব প্রতিবাদের সাক্ষী রইলো মহানগর। পেট্রোল ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধির প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইলেকট্রিক স্কুটারে চড়ে বাড়ি থেকে গেলেন নবান্নে। চালকের আসনে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা নাগাদ হাজরা মোড় থেকে মন্ত্রী ফিরহাদের বাইকের পিছনে বসে রওনা দেন মুখ্যমন্ত্রী।
এরপর নবান্নে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী।
তাঁর বক্তব্যের কিছু বিষয়:
এই সরকার মানুষকে ভাওতা দিচ্ছে, সাধারণ মানুষকে অসহায় অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে
আমাদের দেশের অধিকাংশ মানুষ গরীব তাদের মাসে অন্তত ২ টো করে রান্নার গ্যাস সিলিন্ডারের প্রয়োজন হয়, ২ টো গ্যাসে দাম যদি ১৬৫০ টাকা হয় তাহলে তারা বাকি জিনিস কি করে কিনবে
কেরোসিন পাওয়া যাচ্ছে না , পেট্রোল ডিজেলের দাম বেড়ে গেছে
আগে কৃষকদের জন্য ডিজেলের দাম বাড়ানো হত না কারণ তারা ট্রাক্টরে ডিজেল ব্যবহার করে, কিন্তু এখন কৃষক, মজদুরদের ও রেয়াত করা হয় না
নির্বাচন এলে বলে ফ্রি তে গ্যাস দেবে বলে, ওটা এল পি জি গ্যাস নয়, ওটা ফানুস বেলুনের গ্যাস, মিথ্যে কথা
শুধু মিথ্যা, অপপ্রচার , কুৎসা করছে
রান্নার গ্যাসের দাম যেভাবে বাড়ছে তা ভয়াবহ আমাদের আন্দোলন চলছে, চলবে। আগামীকাল থেকে এই আন্দোলন আরও ব্যাপক হবে
এই দেশ বেচে দিচ্ছে মোদী সরকার, রেল, কোল, বি এস যেন এল, ব্যাংক সব বিক্রি করে দিচ্ছে
এই সরকার জনবিরোধী, নারী বিরোধী, কৃষক বিরোধী, শ্রমিক বিরোধী, যুব বিরোধী
ওরা দেশের সর্বনাশ করে দিচ্ছে। আমরা এই সর্বনাশের শেষ চাই, এই সরকারের পতন চাই, এরকম সরকার আমাদের চাই না
ওরা দেশের ইতিহাস বদলে দিচ্ছে, কদিন পর দেশের নামটাও বদলে দেবে
সন্ধ্যেবেলায় আমি এই গ্রিন স্কুটার এ করেই বাড়ি ফিরবো, গাড়িতে নয়