February 18, 2021
জাকিরের উপর হামলা বড় ষড়যন্ত্র: এসএসকেএমে মমতা বন্দ্যোপাধ্যায়

সকাল ১১ টা নাগাদ রাজ্যের শ্রম দফতরের প্রতিমন্ত্রীকে দেখতে এসএসকেএমে যান মুখ্যমন্ত্রী। সেখানে জাকিরের শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন।
পরে হাসপাতাল থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানান:
পুরো ব্যাপারটা খুবই ভয়াবহ। কেউ ট্রেন ধরতে যাচ্ছে। সে কোন প্ল্যাটফর্মে যাবে, কখন ট্রেন ধরবে, তার সব খবর আগাম ছিল দুষ্কৃতীদের কাছে! যাঁরা জাকিরের সঙ্গে ছিলেন তাঁরা জানিয়েছেন, রিমোট কন্ট্রোলে বিস্ফোরণ ঘটানো হয়েছে। জাকিরের সঙ্গে ওর ভাগ্নে ছিল। সে-ও আমায় একই কথা বলেছে (বস্তুত, পাশএ দাঁড়ানো জাকিরের ভাগ্নের থেকে তা আরও একবার যাচাই করিয়ে নেন মুখ্যমন্ত্রী)। সেটা সত্যি কি না আমি জানি না। বিষয়টা নিয়ে তদন্ত চলছে। স্থানীয় ছেলেমেয়েদের কথা শুনে আমার মনে হয়েছে, জাকিরের চলাফেরার খবর জেনেশুনেই এই বিস্ফোরণ ঘটানো হয়েছে।
এটা জাকিরকে হত্যা করার জন্য সুপরিকল্পিত ষড়যন্ত্র
আমি জাকিরকে দেখেছি। অস্ত্রোপচারের আগে ওঁর সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। ওঁর স্ত্রী-র সঙ্গেও কথা হয়েছে। গোটা ঘটনা সম্পর্কে আমি খোঁজখবর নিয়েছি। এখনও নিচ্ছি
কয়েকজন আহতের অবস্থা তো চোখে দেখা যাচ্ছে না! আমিও দূর থেকে দেখেছি। হাত-পা উড়ে গিয়েছে। রাজ্য সরকার ওঁদের কৃত্রিম হাত-পা লাগানোর ব্যবস্থা করে দেবে। আমরা রাজ্য সরকার থেকে ওঁদের সমস্ত দায়িত্ব নিচ্ছি
ঘটনায় গুরুতর আহতদের এককালীন পাঁচ লক্ষ টাকা এবং তুলনায় কম আহতদের এককালীন এক লক্ষ টাকা সাহায্য দেওয়া হবে
ঘটনাটা ঘটেছে রেলের জায়গায়। অথচ রেল গোটা বিষয়টাকে খুব হাল্কা ভাবে দেখছে। ঘটনাটা যখন ঘটে, তখন স্টেশন চত্বরের ওই এলাকা পুরোপুরি অন্ধকার ছিল। কাছাকাছি কোনও রেলপুলিশও ছিল না। রেল এ ভাবে তাদের দায়িত্ব এড়িয়ে যেতে পারে না
রেল স্টেশনের মানে সেটা রেলের অধীনে। এটা রাজ্যের আইন-শৃঙ্খলার বিষয় নয়। পুলিশকে রেল ডাকলে রাজ্য এফআইআর করতে পারে। আমি জানি না, এত বড় ঘটনার পর রেল কীভাবে বিষয়টি এত ক্যাজুয়ালি নিচ্ছে
দেখুন রেল মিনিস্টার বলে দিয়ে খালাস হয়ে গেলেন। আমার একটা মিনিস্টার-সহ ২৬ জন সাধারণ মানুষ আজ মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। রেল মিনিস্টার কী জানেন, তাঁদের হাত উড়ে গিয়েছে, তাঁদের পা উড়ে গিয়েছে, তাঁদের মুখ ঝলসে গিয়েছে। তাঁদের কী অবস্থা, একবারও ভেবে দেখেছেন। তাঁর স্টেশনে কী হচ্ছিল। এটা পুরোপুরি তাদের দায়িত্ব। টোটাল কেন্দ্রীয় সরকারের পুরো দায়িত্ব
জাকির একজন জনপ্রিয় নেতা। তৃণমূল নেতাদের বেছে বেছে টার্গেট করা হচ্ছে। এটা একটা বড় ষড়যন্ত্র।আমরা চাই যে সত্যিটা বেরিয়ে আসুক
সি আই ডি তদন্ত শুরু করেছে, রেল আমাদের সাথে এখনও কোন যোগাযোগ করেনি
লোকতন্ত্রে লড়াই করা জরুরি, টার্গেট করে মারার চেষ্টা কেন করবে? এটা hooliganism