September 18, 2020
Arpita Ghosh makes a Zero Hour mention on rise in prices of essential commodities

FULL TRANSCRIPT
স্যার, কেন্দ্রীয় সরকার অত্যাবশ্যকীয় সামগ্রী, যেমন তরিতরকারি, আলু পেঁয়াজ ইত্যাদির ওপর থেকে নিয়ন্ত্রণ তুলে নিতে চাইছে, অর্ডিন্যান্স এর মাধ্যমে। সারা পৃথিবীতে তেলের দাম কম হওয়া সত্ত্বেও কি কারণে ভারতবর্ষে তার দাম ঊর্ধ্বমুখী? এর ফলস্বরূপ অত্যাবশ্যকীয় পণ্যের দাম দ্রুত বেড়ে চলেছে, দিল্লি, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ তথা গোটা দেশে।
এরপর আম্ফান, অতিবৃষ্টি ইত্যাদিতে ফসল নষ্ট, করোনাতে মানুষের মনে বেড়ে ওঠা আতঙ্ক ইত্যাদি সব মিলিয়ে মালপত্র আনা নেওয়ার খরচও ঊর্ধ্বমুখী। লক্ষ্য করা যাচ্ছে আলু পেঁয়াজের মতন অত্যাবশ্যকীয় সবজির দাম ৫০-৮০ শতাংশ বেড়ে গেছে।
বাংলায় মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঊর্ধ্বমুখী দামকে নিয়ন্ত্রণে রাখার প্রভূত চেষ্টা করছেন। সুফল বাংলার মাধ্যমে ২৫ টাকা কিলো দরে আলু মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। কালোবাজারি আটকাতে অভিযান চলছে। করোনা পরিস্থিতিতে জুন ২০২১ পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়ার ব্যবস্থা করেছেন। হিমঘরে ৭০ লক্ষ টন আলু রাখার বন্দোবস্ত করেছেন। কারণ মানুষ খুব কষ্টে আছে।
করোনা পরিস্থিতিতে বিভিন্ন সমীক্ষা বলছে, মানুষ নিত্য প্রয়োজনীয় সবজি অনেক বেশি কিনছেন কারণ, বেঁচে থাকতে তো হবে?
Paapi pet ka sawal hain, Sir. Aakhir me aap ke madhyam se Pradhan Mantri se binti hain, aap nationalised sector ko bech rahe hain, GDP kaha gaya kisi ko nahin pata, jis democracy ki baat chal rahi hain, usiki khatir sabzio se niyantran mat hataiye, nahin to aap ko Pradhan Mantri banane wala koi nahin bachenge.
Thank you.