With the help 50 cutting-edge trapping cameras, Calcutta University, Zoological Survey of India (ZSI) and conservation NGO, Nature Environment & Wildlife Society (NEWS) have started the first state-wide survey of the rare fishing cat, the state animal of Bengal.
The survey is being carried out in Howrah district, in Domjur, Jagatballavpur, Panchla and a few other places, which are some of the prime habitats of the animal. This is the first stage. Gradually, the survey would cover their entire habitat in the state. Surveys of fishing cats have been done before, but this is the first time a statewide survey is being conducted.
Besides footprint and testing of fecal matter, camera trapping method is the most reliable methods for determining the number of these animals.
Source: Ei Samay
৫০টি ট্র্যাপিং ক্যামেরা, শুরু বাঘরোল সমীক্ষা
অত্যাধুনিক ৫০টি ক্যামেরাকে হাতিয়ার করে ফিশিং ক্যাটের ওপর সমীক্ষা শুরু করা হল। কলকাতা বিশ্ববিদ্যালয়, জুলোজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং পরিবেশ ও জীববৈচিত্র্য নিয়ে কর্মরত জনকল্যাণকারী সংস্থা নিউজ-এর উদ্যোগে হাওড়ার ডোমজুর, জগতবল্লভপুর, পাচলার মতো জায়গায় সমীক্ষা শুরু করল আট সদস্যের একটি দল।
সংরক্ষিত এলাকার বাইরে গোটা রাজ্যে ফিশিং ক্যাটের অবস্থা কি এবং সংখ্যা কত? তা নিয়ে নির্ভরযোগ্য সমীক্ষা এই প্রথম। পায়ের ছাপ ও মলের প্রকারভেদ বাদ দিয়ে প্রধানত ট্র্যাপ ক্যামেরার উপর নির্ভর করে সমীক্ষাও রাজ্যে এই প্রথম।
পোশাকি নাম বাঘরোল। এ ছাড়া মেছোবিড়াল, গোবাঘা বা বাঘডাশা নামেও পরিচিত এই প্রাণী। চেহারায় সাধারন বিড়ালের প্রায় দ্বিগুন, ছাই রঙের খরখরে লোমশ শরীর। মাথা থেকে কাদের দিকে লম্বা টানা ডোরা, শরীরের পাশের দিকটায় এবার ছোপ ছোপ। ডোরা আছে মুখে, পেটের দিকটা সাদাটে। সাধারনত নিশাচর এবং জলাশয়ের কাছাকাছি অঞ্চলে বসবাসকারী। এই প্রাণীই বাংলার ‘স্টেট অ্যানিম্যাল’।
বিভিন্ন অঞ্চলে এই প্রাণীর অস্তিত্ব ও সংখ্যা নির্ণয় করার কাজ হয়েছে ঠিকই, কিন্তু, গোটা রাজ্যের সংরক্ষিত এলাকার বাইরে এই প্রাণীর অবস্থা জানতে সর্বাঙ্গীণ সমীক্ষা এই প্রথম।