Rajasthan murder: TMYC organizes candle vigil

Trinamool Youth Congress, led by TMYC President and MP Abhishek Banerjee, organised a candle light vigil today evening, to protest against the heinous murder of a Bengali labourer in Rajasthan. The candle march was held from Hazra More to Gandhi statue at Mayo Road.

The TMYC President lashed out at the BJP and said, “We strongly condemn the dastardly and heinous crime in Rajasthan. It is shocking and sent chills down my spine. It is not just a murder of an individual, it is the MURDER of whole HUMANITY . No amount of outrage is enough, as a Human, Indian and a Hindu I hang my head in shame!”

The Bengal Chief Minister has announced an aid of Rs 3 Lakh and will give a job to an eligible member of the family of the deceased labourer. The State Government has also promised to bear the cost of the education of the three children of the deceased.

 

রাজস্থানে বাঙালি শ্রমিক হত্যা, প্রতিবাদে পথে তৃণমূল যুব কংগ্রেস

আজ কলকাতার রাজপথে একটি মোমবাতি মিছিল করলেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজস্থানে এক বাঙালি শ্রমিকের নৃশংস হত্যার প্রতিবাদে এই মিছিল শুরু হয় হাজরা মোড়ে এবং শেষ হয় মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে।

তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এই ঘটনায় দুষেছেন বিজেপিকে। তিনি বলেন, এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক, নৃশংস, অমানবিক এবং দানবিক। তিনি বলেন মানুষ হিসেবে তিনি লজ্জিত বোধ করছেন।

ইতিমধ্যেই রাজ্য সরকার নিহতের পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রী নিহতের পরিবারকে তিন লক্ষ টাকা ও পরিবারের এক সদস্যকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ওঁর তিন মেয়ের পড়াশোনার খরচও বহন করবে রাজ্য সরকার।

Abhishek Banerjee appeals to the youth to help people in bank queues

Abhishek Banerjee on Sunday appealed to everyone, specially the younger generation to assist the elderly, physically challenged, pregnant women, labourers, farmers and workers in bank queues.

He wrote: “I urge everyone, especially the younger generation and all brothers and sisters of our state, to do our bit in assisting the elderly, the physically challenged, pregnant women, labourers, farmers, workers and all those who are very worried and do not know how to fill bank forms and physically lack the strength to stand in long queues.

Please reach out and help them. Let us help each other irrespective of caste, creed, religion and political affinity. Try and make drinking water arrangements outside ATMs and bank branches with the consent and approval central/state/local authorities. There’s no bigger religion in the world than HUMANITY.

Let’s rise up and do our bit for a better tomorrow.”

 

মানুষের পাশে থাকার আবেদন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সবার কাছে বিশেষভাবে তরুণ প্রজন্মকে মানুষের পাশে থাকার আবেদন জানান। বৃদ্ধ, শারীরিকভাবে প্রতিবন্ধী, গর্ভবতী নারী ব্যাংক লাইনে দাঁড়িয়ে কৃষক ও শ্রমিকদের সহায়তা করার আবেদন জানান তরুণ প্রজন্মকে।

তিনি বলেন, “আমি সকলকে আহ্বান জানাচ্ছি, বিশেষ করে রাজ্যের যুবসমাজকে, যে তারা যেন জাতি, ধর্ম, রাজনৈতিক মতভেদ অগ্রাহ্য করে বয়স্কদের, প্রতিবন্ধিদের, গর্ভবতী মহিলাদের, শ্রমিকদের, চাষীদের এবং বাকি সকলকে যাদের লম্বা লাইনে দাঁড়ানোর ক্ষমতা নেই কিংবা যাদের ব্যাঙ্ক ফর্ম ভরার পদ্ধতি জানা নেই, উপযুক্ত সাহায্য করে। ওদেরকে এটিএম-র এবং ব্যঙ্কের বাইরে, উপযুক্ত প্রশাসনিক সম্মতি নিয়ে, পানীয় জলের সুব্যাবস্থা রাখার আর্জি জানাচ্ছি। পৃথিবীতে মনুষ্যত্বের চেয়ে বড় আর কোনো ধর্ম নেই।

চলুন আমরা সবাই মিলে এক সুন্দরতর ভবিষ্যত গড়ার চেষ্টা করি।”

 

 

 

Time has come for Maa-Mati-Manush govt in Tripura: Abhishek Banerjee

Trinamool Youth Congress National President Abhishek Banerjee addressed a massive rally in Agartala in Tripura today. The rally was held at Rabindra Bhawan in Choumuhoni area in the afternoon.

Tripura Pradesh Youth Trinamool Congress (TPYTMC) is observing September 23, that is, today, as ‘Day of Integrity’ between the tribal and non-tribal sections of the people of the State. This is in protest against the alleged ruling CPI(M)-conspired clash between the two sections in Agartala on the same day a month back. Trinamool Congress has launched a state-wide agitation against this.

Earlier, on August 9, 2016, the Trinamool Congress Chairperson had addressed a massive rally in Agartala.

In his speech, Abhishek Banerjee said that Trinamool Congress will form a Maa-Mati-Manush government in Tripura, and that the hammer, sickle and star are rusted now.

Contrasting the condition of Tripura with the massive development that West Bengal has witnessed under the leadership of Mamata Banerjee, he said, “How many multi super-speciality hospitals have the CPI(M) set up in 23 years? … I challenge Manik Sarkar to arrest us if what we have said is untrue!”

Referring to the chit fund scandal that had ravished West Bengal, Abhishek Banerjee said, “CPI(M) is the father of chit funds and Congress is the mother”. Continuing in the same vein, he said, “We no longer need this government of thieves”.

He once again stressed on the role of youth in politics, particularly on the importance that Trinamool Congress attaches to this section of the demographic, and said that the “youth will play a major role in the 2018 polls” in Tripura.

 

ত্রিপুরায় মা-মাটি-মানুষের সরকার গঠনের সময় এসেছেঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়

আজ ত্রিপুরার আগরতলায় একটি জনসভা করেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনসভাটি হয়েছে রবীন্দ্র ভবনে দুপুর ১ টায়।

আজকের দিনটিকে ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেস বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে  ‘সংহতি দিবস’ হিসেবে পালন করছে।

সিপিএম ষড়যন্ত্র করে আগরতলার মানুষদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। এর বিরুদ্ধে  রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচী শুরু করেছে তৃণমূল কংগ্রেস।

এর আগে গত ৯ আগস্ট তৃণমূল নেত্রী ত্রিপুরার আগরতলায় এক বিশাল জনসভা করেন।

এখানে তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ 

  • দ্বিতীয় মা-মাটি-মানুষের সরকার আমরাই গড়ব ত্রিপুরায়
  • কাস্তে হাতুড়ি তারায় জং ধরে গেছে আর লাগবে না
  • গত ২৩ বছরে সিপিএম কটা মাল্টি সুপার স্পেশালটি হাসপাতাল তৈরি করেছে?
  • যদি মিথ্যা বলে থাকি মানিক সরকারের রাজ্যে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করছি যদি বুকের পাটা থাকে তাহলে মামলা করে জেলে পুড়ুক আমাদের
  • চিটফান্ড এর বাবা হল সিপিএম আর মা হল কংগ্রেস
  • এই চোরেদের সরকার আর নেই দরকার
  • ২০১৮ সালে যুব শক্তির ভুমিকা হবে অনস্বীকার্য

 

 

 

People will show the CPI(M)-Congress alliance the door: Abhishek Banerjee in Paschim Medinipur

Trinamool Youth Congress President Abhishek Banerjee held two campaign rallies in Paschim Medinipur district where he urged all party activists to give a proper reply to the Congress-CPI(M) alliance in such a manner that they may be shown the door for an indefinite period.

The TMYC President and MP held the rallies in Pingla and Gopali (near Kharagpur). He lashed out at the Congress-CPI(M) pact and referred to the dark days of terror marked by incidents like the Sainbari, Netai, Nandigram and other massacres, and the Singur struggle.

The young leader said the Assembly election was the right time to raise a voice against the betrayal of Congress and they should never be forgiven for their act.

He upheld the fact that even after the change of power in the State, the lifestyle of Mamata Banerjee has remained unchanged – simple and modest.

 

বিরোধীদের আগামী ৫০ বছরে খুঁজে পাওয়া যাবে না: অভিষেক বন্দ্যোপাধ্যায়

গত ২১শে মার্চ পশ্চিম মেদিনীপুরে দুটি প্রচারসভা করেন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিপিএম-কংগ্রেসের জোট প্রসঙ্গে তিনি বলেন মানুষ ওদের জবাব দেবে, বিরোধীদের আগামী ৫০ বছরে খুঁজে পাওয়া যাবে না

পিংলা ও খড়গপুরের গোপালিতে ২টি জনসভা করেন অভিষেক। সিপিএম-কংগ্রেসের জোটকে কড়া ভাষায় জোটকে কটাক্ষ করে বলেন, সিপিএম-কংগ্রেস হাত মিলিয়েছে এবং তারা রাজনৈতিক হিংসার অন্ধকার দিনগুলি ফিরিয়ে আনতে চায়।

তিনি কংগ্রেসের উদ্দেশ্যে বলেন যারা ভুল করেন তাদের ক্ষমা করা যায়, কিন্তু যারা বেইমানি করেন তাদের ক্ষমা করা যায় না।

তৃণমূল যুব সভাপতি বলেন, রাজ্যে পরিবর্তন এলেও মুখ্যমন্ত্রীর জীবনযাত্রায় কোন পরিবর্তন আসেনি। তিনি এখনও সহজ-সরল জীবন যাপন করেন।

Slander against Didi is an insult to the common people: Abhishek Banerjee at West Midnapore

20 March turned out to be an important day of Trinamool’s campaign as Mamata Banerjee held a padyatra in Howrah while Trinamool Youth Congress President Abhishek Banerjee addressed two mass rallies at West Midnapore district.

The first rally was held at Parihati in Jamboni while the venue for the second rally was Nayagram.

The firebrand leader said that Mamata Banerjee was the only leader whose lifestyle did not change even after becoming the Chief Minister. She still follows her simple lifestyle despite being the leader of 10 crore people residing in Bengal, he said.

He lashed out at the Opposition and accused them of trying to tarnish the image of Mamata Banerjee. He said that this was actually an insult to the common people.

Abhishek said that the opportunistic alliance of the Opposition must be defeated. He called upon the audience, who had turned up in large numbers, to extend their support to Didi in the upcoming elections.

 

দিদির বিরুদ্ধে অপপ্রচার সাধারণ মানুষের অপমান:অভিষেক বন্দ্যোপাধ্যায়

২০শে মার্চ ছিল তৃণমূল কংগ্রেসের প্রচারের একটি গুরুত্বপূর্ণ দিন। এদিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়ায় একটি পদযাত্রা করেন এবং একইদিনে পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহলে প্রচারসভা করেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিন পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলে দু’টি সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথম সভাটি করেন বিনপুর বিধানসভার অন্তর্গত জামবনি ব্লকের পাড়িহাটিতে। দ্বিতীয় সভাটি করেছেন নয়াগ্রামে।

এদিন তিনি বলেন, “দেশের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র নেত্রী যিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরও তাঁর জীবনযাত্রার কোনরকম পরিবর্তন ঘটেনি। বাংলার দশ কোটি মানুষের নেত্রী হওয়া সত্ত্বেও এখনও তিনি তাঁর সহজ-সরল জীবনযাত্রা অনুসরণ করে চলেছেন”।

তিনি বিরোধীদের কঠিন সমালোচনা করে বলেন তাদের লক্ষ্য কুৎসা ও অপপ্রচার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি ক্ষুন্ন করা। তিনি বলেন এগুলো আসলে সাধারণ মানুষকে অপমান করা।

এদিন অভিষেক বলেন, “বিরোধীদের সুবিধাবাদী জোট অবশ্যই পরাজিত হবে”। এই সরকারের সাফল্যের সব থেকে বড় নজির ‘জঙ্গলমহলের হাসি’। তিনি সকলকে আহবান জানান, আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে সহযোগিতা করার জন্য।

Slander against Trinamool makes Didi stronger: Abhishek Banerjee at Sandeshkhali

Trinamool Youth Congress President and MP Abhishek Banerjee on Thursday said that it is a matter of time for Trinamool Congress to return to power with more than two hundred seats. He was addressing a public rally at Sarberia in Sandeshkhali.

He lashed out at the Opposition saying that no matter how much they try they will not be able to tarnish the image of Trinamool with their smear campaigns and conspiracies.

He reiterated that canards and smear campaigns against Mamata Banerjee only increases her resilience and makes her stronger.

Abhishek Banerjee said that the dark days of Left rule where bloody politics of violence, booth capture were the norm, are over. He added that Mamata Banerjee does not need any alliance as she has had a life of struggle.

Mocking the alliance between CPI(M) and Congress, the TMYC President said that the common people will teach them a lesson.

 

তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও শক্তিশালী করে: অভিষেক বন্দ্যোপাধ্যায়

গত বৃহস্পতিবার সন্দেশখালির সরবেড়িয়াতে একটি প্রচারসভা করেন সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন দু শোর বেশি আসন নিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরবে, এখন এটা শুধু সময়ের অপেক্ষা।

বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেন বিরোধীরা যতই কুসা ও অপপ্রচার করুক কিছুতেই তারা তৃণমূলকে কলুষিত করতে পারবেনা।

তিনি আরও বলেন, “বাংলার উন্নয়নের প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প নেই। আগামী ৫০ বছরেও হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুসা করলে তার হাত আরও শক্তিশালী হবে”।

এদিন যুব নেতা বলেন, “সিপিএমের প্রতিহিংসা, রক্তের রাজনীতি ও বুথ দখলের দিন শেষ। মমতা বন্দ্যোপাধ্যায়কে কোন জোট করতে হচ্ছে না কারণ তিনি আন্দোলনের পথ, লড়াইয়ের পথ, ত্যাগের পথ বেছে নিয়েছেন”।

সিপিএম-কংগ্রেসের জোটকে উপহাস করে তিনি বলেন সাধারণ মানুষ ওদের শিক্ষা দেবে।

 

Abhishek Banerjee exhorts the Hills people to bring Trinamool Congress to power

Trinamool Yuva Congress all-India Chairperson Abhishek Banerjee has called for ousting the Gorkha Janamukti Morcha (GJM) and the Bharatiya Janata Party (BJP) from the Hills. He was speaking at a rally at the Sports Authority ground in Mirik near Darjeeling on Wednesday, January 20.

He began by congratulating the people for coming in droves to hear him speak, and said that he would go back and assure Trinamool Congress Chairperson Ms Mamata Banerjee that it is only a matter of time before the party come to power there.

He said that for a long time GJM chief Bimal Gurung has been fooling the people of the Hills, and so is the BJP. Now the time has come for removing them from power. As an example of how the Trinamool Congress works for the people, he cited the case of Bhaichung Bhutia, who, despite losing in the Lok Sabha elections, has worked tirelessly for the people there.

Unlike the BJP, he said the Trinamool works for the development of the State – the way things have changed for the better in the last five years is proof of that. The Trinamool Congress Government has given Rs 15 crore for renovating the lake in Mirik, and make it a better attraction for tourists.

He ended by once again exhorting the people to make sure that they vote Trinamool Congress to power.

 

অভিষেক বন্দ্যোপাধ্যায় পাহাড়ের মানুষকে ডাক দিলেন তৃণমূলকে ক্ষমতায় আনার  জন্য 

তৃণমূল যুব কংগ্রেস সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যপাধ্যায় পাহাড় থেকে মোর্চা এবং বিজেপিকে উৎখেপনের ডাক দিলেন। তিনি মিরিকের স্পোর্টস অথরিটির মাঠ থেকে বক্তৃতা দিচ্ছিলেন গত বুধবার।

উনি মানুষদের ধন্যবাদ দিলেন বহু বাধা অতিক্রম করে তার সভায় আসার জন্য। এখন তিনি ফিরে গিয়ে তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আশ্বাস দিতে পারবেন যে তৃণমূলের পাহাড়ে ক্ষমতায় আসার শুধু সময়ের অপেক্ষা।

তিনি বললেন যে বহুদিন ধরে মোর্চা এবং বি জে পি পাহাড়ের মানুষের চোখে ধুলো দিয়ে এসেছে। এখন সময় এসেছে তাদের পাহাড় থেকে উৎখেপন করার। তৃণমূল কংগ্রেস চিরকাল মানুষের পাশে থেকেছে। উদাহারণ হিসেবে বললেন যে ভাইচুং ভুটিয়া লোকসভা নির্বাচন হারা সত্ত্বেও পাহাড়ের মানুষের জন্য কাজ করে এসেছেন।

তৃণমূল চিরকালই মানুষের জন্য কাজ করে এসেছে – গত ৫ বছরের কাজ কাজ দেখেই তা নির্ধারন করা যায়। মিরিক লেকের সংস্ক্রণের জন্য ১৫ কোটি টাকা দিয়েছে।

শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার পাহাড়ের মানুষকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় ফেরানোর জন্য বললেন।

 

People will laud Mamata Banerjee for the next 100 years for her work: Abhishek Banerjee

Trinamool Youth Congress President and MP Abhishek Banerjee held a mass rally of party activists at Kashipur in Purulia. The rally was organised by the Kashipur Block Trinamool Congress at Sevabrati Ground in Kashipur, Purulia district.

The young mass leader pointed out the different developmental projects taken up by the Trinamool-led West Bengal Government and said that the CPI(M) and Congress are jointly trying to create confusion among the people of the State. To stand beside CPM will be to support the Sainbari killers or the murderers of Tapasi Malik of Singur, he said.

The TMYC President said that during the last four years, the West Bengal Chief Minister Ms Mamata Banerjee had been travelling around the State and has come to the land of the red soil in the districts of Purulia, Bankura and Birbhum for more than 50 times. She has been able to fulfil the promises made, has held meetings time and again and has continuously reviewed the work processes.

The young firebrand leader slammed the CPI(M) for their continuous false propaganda featuring slurs and false allegations against Mamata Banerjee. He said that to be like Mamata Banerjee, one needs to forget fear and fight for the people. For 34 years, there had been loots and murders by the CPI(M); and now, for the last four years, there has been unforeseen development under Mamata Banerjee, he said.

 

মানুষ মমতা ব্যানার্জিকে আগামী ১০০ বছর নয়নের মণি করে রাখবেন: অভিষেক ব্যানার্জি

পুরুলিয়ার কাশীপুরের তৃণমূল যুব কংগ্রেসের একটি সভায় উপস্থিত ছিলেন যুব কংগ্রেসের সভাপতি এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়ার কাশীপুরের সেবাব্রতী ময়দানে কাশীপুর ব্লক তৃণমূলের উদ্যোগে আয়োজিত হয়েছিল এই বিশাল সমাবেশ।

অভিষেক ব্যানার্জি আগাগোড়া এ রাজ্যে মমতা ব্যানার্জির সাফল্যের এবং উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন এবং বলেন কংগ্রেস সি পি এম একজোটে বাংলার মানুষকে বিভ্রান্ত করতে চাইছে।   তিনি বলেন, সি পি এমের সঙ্গে জোট মানে সাঁইবাড়ির সঙ্গে হাত মেলানো এবং তাপসী মালিকদের হত্যাকারীদের সঙ্গে হাত মেলানো, ফের বাংলাকে পিছিয়ে দেওয়া।

যুব কংগ্রেসের সভাপতি বলেন গত ৪ বছরে এ–প্রান্ত থেকে ও–প্রান্ত বাংলার সর্বত্র মমতা ব্যানার্জি ঘুরে বেড়িয়েছেন মানুষের জন্য। এই লালমাটির পুরুলিয়া, বাঁকুড়া এবং বিরভুমেই এসেছেন ৫০ বারেরও বেশী। ডি এম এম ডি এ–সহ কর্তাদের সঙ্গে মিটিং করে যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তা তিনি সাড়ে ৪ বছরে সম্পূর্ণ করেছেন।

মমতা ব্যানার্জির বিরুদ্ধে ক্রমাগত কু९স্যা প্রচারের জন্যও বিরোধীদের ভর্ত্সনা করেছেন এই তরুন নেতা।

তিনি বলেন, “মমতা ব্যানার্জি হতে গেলে ভয়কে উপেক্ষা করে, নিজের জীবন বিপন্ন করে মানুষের জন্য লড়তে হয়।গত ৩৪ বছরে সি পি এম বাংলায় খুন ও লুঠপাঠ করেছে এবং গত ৪ বছরে মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলায় উনয়নের জোয়ার অব্যাহত।

Trinamool’s strength is the love and support of the people: Abhishek Banerjee

Trinamool Youth Congress President and Lok Sabha MP Abhishek Banerjee held a meeting with youth contingent of the party at ITI ground, Kalyani on Thursday and laid the guidelines for the party activists for the coming Assembly polls.

The TMYC National President said that Trinamool Congress will sweep the coming Assembly polls. He said that the media keeps mum on the development and progress in Bengal and it is the duty of the youth force of the party to spread the news among people.

On the activities of the Opposition parties the young firebrand MP said that the State BJP, who has to hire people to show strength are dreaming about ruling Bengal. He said that there is nothing much to speak about the State Congress and the CPIM was finished in 2011.

Mr Banerjee said that the West Bengal Chief Minister Mamata Banerjee has been working day and night for the development of the people. She has held more than 110 administrative review meetings in the districts of Bengal. Trinamool Congress’ strength is the love and support of the people, not the blessings of any media house or any industrialist, he said.

Trinamool Secretary General Partha Chatterjee, Lok Sabha MPs Tapas Mondal and Mamatabala Thakur and senior district Trinamool leaders were present at the meeting.

CPM will not come back to power: Abhishek Banerjee in Purulia

Trinamool Youth Congress President Abhishek Banerjee on Sunday addressed a rally at Baghmundi in Purulia where eight Panchayat Samiti members of Jhalda – I block joined the Trinamool Congress.

There was no possibility of CPM coming back to power, he said at the rally.

The Trinamool Youth Congress President has been travelling extensively all over the State, strengthening and building up newer bases for the party organization at different corners, especially in the places where the strength of the opposition had been strong.

The visit to Baghmundi by the TMYC President reiterated the truth that the opposition party members have realised that the best bet to carry on the development of an area is to follow the ethics and ideology of the Trinamool Chairperson Mamata Banerjee.