World Bank’s recognition for Bengal’s exemplary work in panchayats

A new feather has recently been added to Bengal’s cap. For the brilliant work that the Panchayat Department has done, the World Bank is giving an additional grant of Rs 426 crore to the State Government. Under the leadership and inspiration of Chief Minister Mamata Banerjee, the tide of development in rural Bengal is admirable.

The World Bank had undertaken a survey, based on 10 issues, across more than 2,000 panchayats of the State. It was as a result of that survey that the World Bank has recommended the reward. Every panchayat will get a reward of Rs 50 lakh or more.

Previously too, the Bengal Government has won rewards for its performance in various areas of governance. For the Kanyashree Scheme, Bengal Government received the first prize in public service from the United Nations.

 

পঞ্চায়েতে ভাল কাজের জন্য পুরস্কার পাচ্ছে রাজ্য

আবারও পঞ্চায়েতে ভাল কাজের জন্য পুরস্কার পেল রাজ্য। বিশ্বব্যাংকের প্রায় ৪২৬ কোটি টাকার অনুদান পাচ্ছে রাজ্য।রাজ্য সরকারের মুকুটে এ যোগ হল আরো একটি নতুন পালক।

পঞ্চায়েতে কোন রাজ্য কেমন কাজ করছে তা নিয়ে একটি সমীক্ষার আয়োজন করে বিশ্বব্যাংক। প্রায় দশটি বিষয়ের উপর চোখ রেখে এই সমীক্ষা করা হয়। সেখানেই ভাল ফল রাজ্যের।

পঞ্চায়েত ব্যবস্থা আধুনিকীকরণ ও পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে রাজ্যের বিভিন্ন পঞ্চায়েত দারুণ কাজ করেছে। দু-হাজারেরও বেশি পঞ্চায়েতের উপর এই সমীক্ষা চালানো হয়।প্রতিটি পঞ্চায়েতকে পঞ্চাশ লক্ষ টাকা বা তার বেশি অর্থমূল্যের অনুদান দেওয়া হবে।

২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকেই পঞ্চায়েত পরিকাঠামো উন্নয়নে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। এর আগে কৃষি ও অনলাইন ট্যাক্সিংয়ের ক্ষেত্রে রাজ্যের কাজ গোটা দেশের প্রশংসা আদায় করেছিল।

 

Investment Bengal

Ease of doing business: Bengal now leader among peers

The third edition of the Central Government’s annual Ease of Doing Business ranking for states, modelled on the international one conducted by the World Bank, has seen West Bengal jumping 15 places to top of the list. West Bengal was in the 16th position last year.

Data collected till March 28 on an online dashboard maintained by the Department of Industrial Policy and Promotion, which conducts the ranking, suggests so. Last year, DIPP had finalised a total list of 372 reforms in regulatory processes, policies, practices or procedures as part of the Business Reforms Action Plan 2017. This is spread across 12 key reform areas. Reforms successfully undertaken by each state are updated on the dashboard, with the result that states with the highest implementation of reforms securing the highest ranks.

The rankings only reflect the changing face of Bengal over the last seven years, under Chief Minister Mamata Banerjee. Through a series of administrative reforms, e-governance measures, and three successful editions of Bengal Global Business Summit, she has turned the state into ‘Best Bengal’.

 

 

শিল্পের পথ সহজ করার মার্কশিটে বাংলাকে ১০০-তে ১০০ দিল কেন্দ্র

শিল্পের গা থেকে লালফিতের ফাঁস আলগা করার বিশ্বব্যাঙ্কের দেওয়া ৩৬৯টি নির্দেশিকার সবকটি সঠিকভাবে লাগু করে কেন্দ্রীয় সরকারের মার্কশিটে ১০০-তে ১০০ পেল পশ্চিমবঙ্গ। তাই সঙ্গত কারণেই বাংলার স্থান প্রথমে। হিসেব মতে, কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো তথ্যের ভিত্তিতেই ওই নম্বর পেয়েছে রাজ্য সরকার।

শিল্প গড়তে কোন রাজ্য কতটা আগ্রহী, তা জানতে প্রতিবারই সমীক্ষা করে কেন্দ্রীয় সরকার। ব্যবসা করার ক্ষেত্রে প্রশাসনিক জট কাটাতে রাজ্যগুলি কী কী পদক্ষেপ করল, তার জন্য র্যা ঙ্কিং হয় প্রতি বছর। এবার রাজ্যগুলির মূল্যায়ন চলাকালীন বাংলা ছিল একেবারে প্রথম সারিতে।

এদিকে, বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে মুকেশ আম্বানি ঘোষণা করেছিলেন, ব্যবসা বা শিল্পের পথ সহজ করার কাজে দেশের মধ্যে এক নম্বরে পশ্চিমবঙ্গ। অর্থ ও শিল্পমন্ত্রী অমিত মিত্র থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছেন, দেশের সেরা স্থানে রয়েছে রাজ্য। জানুয়ারির মাঝামাঝি সময়ে এ রাজ্যে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট হয়েছিল। সেই সময় রাজ্য ছিল এক নম্বরে। বাংলা এক নম্বর স্থান ধরে রাখায়, দিন কয়েক আগে ফের তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পশ্চিবঙ্গকে যে প্রথম স্থান থেকে সরানো কার্যত সম্ভব নয়, তা মনে করছেন শিল্প দপ্তরের কর্তারা।

Master plans to control floods in north Bengal

The state Irrigation department is preparing two master plans to give respite to the people of North Bengal from the devastating floods.

While replying to a question in the state Assembly on Thursday, state irrigation minister said: “Chief Minister Mamata Banerjee directed us to prepare the master plan and we have taken steps to develop the same to check floods or flood-like situation in North Bengal. The work for that has already begun.”

One master plan is for Cooch Behar, Jalpaiguri, Alipurduar and Darjeeling districts while the other is for Malda, North and South Dinajpur. The Chief Minister mentioned that a consultant is being engaged to conduct a survey and prepare necessary assessment for the master plan for Malda, North and South Dinajpur.

The detailed project report (DPR) will be prepared after the assessment report is ready. The process to engage a consultant for the survey to prepare the master plan for the four other North Bengal districts has also already begun.

Execution of the master plan will ensure strengthening of the existing embankments where necessary, including building proper drainage channels t and other infrastructural enhancements for better irrigation. At the same time, all the 32 sluice gates in north Bengal will be upgraded.

The funding pattern has not been finalised yet, according to the minister: either the State Government will fully fund the master plans or it might approach the World Bank for part of the funding.

 

উত্তরবঙ্গে বন্যা নিয়ন্ত্রণে মাস্টার প্ল্যান রাজ্যের

উত্তরবঙ্গের বন্যা নিয়ন্ত্রণে দুটি বড় মাস্টার প্ল্যান হাতে নিয়েছে রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত পরিকল্পনা বাস্তবায়নে সেচমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন।

সেচমন্ত্রী বিধানসভায় বলেন, “১৯টি জেলার ১৪১১টি জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে হিসাব, ৪১৩.১০ কোটি টাকার নদীবাঁধের ক্ষতি হয়েছে। মালদহে জল দেরিতে নামায় ক্ষতির পরিমাণ আরও কিছুটা বাড়বে। রাজ্য নিজেই টাকা দিয়ে কাজ শুরু করেছে।”

উত্তরবঙ্গের যে দুই মাস্টার প্ল্যান হাতে নেওয়া হয়েছে, তার মধ্যে একটি কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং ও জলপাইগুড়িকে নিয়ে। এই ক্ষেত্রে পরামর্শদাতা নিয়োগ করা হচ্ছে।

অন্যটি দুই দিনাজপুর ও মালদহকে নিয়ে। এক্ষেত্রে কন্সাল্ট্যান্ট বা পরামর্শদাতা সংস্থাকে দিয়ে কাজ করানো শুরু হয়েছে। পুর্নাঙ্গ প্রকল্প রিপোর্ট জমা দিলেই কাজ শুরু হবে।

ফুলহার, টাঙন, আত্রেয়ী-সহ এলাকার সব নদীকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। মুখ্যন্ত্রী নিজেই উত্তবঙ্গের বন্যা নিয়ন্ত্রণে স্থায়ী পরিকল্পনা নিতে বলেছেন। এক্ষেত্রে বিশ্ব ব্যাঙ্ক বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক-এর থেকে টাকা নেওয়া হবে।

প্রসঙ্গত, রাজ্য নিজেই কান্দি মাস্টার প্ল্যানের ৭০ শতাংশ কাজ করে ফেলেছে। নিম্ন দামোদরের কাজ হলে বর্ধমান, হুগলী ও হাওড়ার বড় অংশের মানুষ উপকৃত হবেন। কাজ চলছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের কংসাবতী প্রকল্পের।

Bengal’s Panchayati Raj system wins World Bank award, becomes role model for country

Bengal’s panchayat system has become the role model for the rest of the country. This was stated by the Panchayat and Rural Development Minister Subrata Mukherjee recently, after the State’s Institutional Strengthening of Gram Panchayats (ISGP) programme was given the highest rating by the World Bank for bringing about overall modernisation of the panchayat system of Bengal.

The other contenders were all countries and regions in the world where the World Bank-funded ISGP programme is being run. An Independent Evaluation Group (IEG), which works as an autonomous organisation within the World Bank, had come and evaluated the programme in Bengal.

This award will act as a major boost for the Trinamool Congress ahead of the statewide panchayat elections scheduled for the early part of next year.

Under the leadership of Chief Minister Mamata Banerjee, the seeds of all-round development have been sown in rural Bengal, be it the Kanyashree Scheme or the Sabuj Sathi Scheme or the Mission Nirmal Bangla or this ISGP programme for gram panchayats. Schemes like Kanyashree and Nirmal Bangla have won international praise, including from the United Nations and UNICEF.

The ISGP programme is now being run in all the gram panchayats in all the districts of Bengal. The second phase of the programme is currently on, and is scheduled to end in December 2022.

Among the work accomplished as part of the ISGP programme are creation of government assets in rural areas, training of government officials and workers, setting proper accounting standards, providing computer training, and setting up of GIS-based (through mobile phones) integrated planning and monitoring system for the Panchayati Raj institutions.

As a part of the ‘untied funds’ scheme associated with the ISGP programme, gram panchayats are fulfilling projects like selling drinking water in barrels and bottles in rural areas, making and selling plates and bowls made of sal leaves, among others, which act as additional sources of income for the panchayats.

আবারও বিশ্বসেরা বাংলা – এবার পঞ্চায়েত ব্যাবস্থায়

কন্যাশ্রীর পর পঞ্চায়েত ব্যাবস্থার আধুনিকীকরণের কাজেও আন্তর্জাতিক স্বীকৃতি আদায় করল বাংলা। পঞ্চায়েত ব্যাবস্থাকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে ২০১০-এর সেপ্টেম্বরে বিশ্বব্যাঙ্কের টাকায় রাজ্যের মোট ন’টি জেলায় এবং ১০০০টি গ্রাম পঞ্চায়েতে আইএসজিপি প্রকল্প চালু হয়। তার মাধ্যমে পঞ্চায়েতের পরিকাঠামো উন্নয়ন, কর্মী-অফিসার ও জনপ্রতিনিধিদের প্রশিক্ষণ দেওয়া হয়। সেই কাজে বাংলাকে সর্বোচ্চ রেটিং দিয়েছে বিশ্বব্যাঙ্ক। বিশ্বের যে সব দেশে এই প্রকল্প চালু রয়েছে তার মধ্যে একেবারে প্রথম সারিতে রয়েছে বাংলার নাম।

সরকারি সূত্রের খবর, আইএসজিপি প্রকল্পের হাল-হকিকত খতিয়ে দেখে সম্প্রতি বিশ্বব্যাঙ্কের পরিচালন পর্ষদের কাছে একটি মূল্যায়ন রিপোর্ট জমা দেয় আইইজি। যারা বিশ্বব্যাঙ্কের অধীনে স্বাধীন সংস্থা হিসেবে কাজ করে। তাদের রেটিংয়ে পশ্চিমবঙ্গ ‘অতি সন্তোষজনক’ তকমা পেয়েছে। এর আগে বিশ্বব্যাঙ্কের নিযুক্ত অডিট অফিসারের রিপোর্টেও রাজ্যের আইএসজিপি প্রকল্প নিয়ে প্রশংসামূলক মন্তব্য করা হয়েছিল।

রাজ্যে আইএসজিপি প্রকল্পের ভারপ্রাপ্ত আধিকারিক বলেন, আইএসজিপি প্রকল্প রুপায়ণে রাজ্যের সাফল্যকে বিশ্বব্যাঙ্ক স্বীকৃতি দেওয়ায় আগামী দিনে আন্তর্জাতিক ঋণ পেতে সুবিধা হবে। প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ শেষ হওয়ার আগেই বিশ্বব্যাঙ্ক দ্বিতীয় পর্যায়ের কাজের অনুমোদন দিয়েছে। আইএসজিপি প্রকল্পে প্রথম পর্যায়ে বিশ্বব্যাঙ্ক প্রায় ১২০০কোটি টাকা অনুদান দিয়েছিল। দ্বিতীয় পর্যায়ের প্রায় ২০০০ কোটি টাকা বরাদ্দ করেছে। চলতি বছরের ১৯ মার্চ থেকে দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হয়েছে। ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে দ্বিতীয় পর্যায়ের কাজ শেষ হওয়ার কথা। বর্তমানে রাজ্যের সমস্ত জেলায় এবং পঞ্চায়েতে আইএসজিপি প্রকল্পের কাজ শুরু হয়েছে। গ্রামসভার বৈঠকে মানুষের অংশগ্রহণ বাড়াতে টিভি-রেডিয়োতেও প্রচার চালানো হচ্ছে।

এ ছাড়াও এই প্রকল্পের অধীনে আনটায়েড ফান্ড-এ বিশ্বব্যাঙ্কের টাকায় পঞ্চায়েতগুলি নিজের মতো করে নানা প্রকল্প হাতে নিচ্ছে। যেমন, অনেক গ্রাম পঞ্চায়েত জল তৈরি করে ব্যারেল এবং বোতলে ভরে বিক্রি করছে। কেউ শালপাতার থালা বানিয়ে বিক্রি করছে। পঞ্চায়েত নিজস্ব রোজগার বাড়াচ্ছে। পরিষেবা প্রদানেও আরও আধুনিক হচ্ছে পঞ্চায়েতগুলি।

পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন, ‘আইএসজিপি প্রকল্প রুপায়ণে দেশেই নয়, বিশ্বের কাছে এখন ‘রোল মডেল’ হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ। সেই কারণেই বিশ্বব্যাঙ্ক রাজ্যকে সেরা রেটিং দিয়েছে। এটা আমাদের অত্যন্ত গর্বের। কন্যাশ্রী-র মতো আধুনিক পঞ্চায়েত তৈরিতেও বিশ্বকে পথ দেখাচ্ছে বাংলা।’
Source: Ei Samay

World Bank provides Rs 2,000 Cr to develop rural Bengal

The World Bank has given a soft loan of Rs 2,000 crore under the Institutional Strengthening of Gram Panchayat Programme to Bengal to help in the development of rural Bengal. All the 3,342 gram panchayats in Bengal had been brought under the programme. The loan has been given for five years starting from April 1, 2017 to December 2022. The state government will not have to pay any interest on the loan amount but just a service charge will be levied.

Under the programme, all panchayat members and officials will be given intense training which includes transparent management of funds, making proper planning and the like. The projects taken up by the panchayats will be assessed by a third party and the best maintained panchayats will be given performance grants. With this money, the panchayats will be able to set up infrastructure like building of toilets, taking up beautification programmes etc.

There are strict parameters that have been set by the funding agency to get the awards that include transparency  in maintaining the accounts and timely completion of projects. The World Bank and the Panchayat and Rural Development department have given special emphasis on timely completion of projects as a part of cost control measures.

The Panchayat and Rural Development department has constructed nearly 14,000-km roads since the Trinamool Congress government came to power in 2011. Projects like the Nirmal Bangla Mission has been taken up to ensure toilets in every rural household by March 2019.

 

গ্রামীণ বাংলার উন্নয়নের জন্য ২০০০ কোটি টাকা দিল বিশ্ব ব্যাঙ্ক

গ্রামীণ বাংলার উন্নয়নের লক্ষ্যে বাংলাকে সাহায্যের হাত বাড়িয়ে দিল বিশ্ব ব্যাঙ্ক। এই খাতে রাজ্যকে ২০০০ কোটি টাকা দিল তারা। রাজ্যের ৩৩৪২টি গ্রাম পঞ্চায়েতকেই এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। এই লোন দেওয়া হয়েছে ৫ বছরের জন্য। ১লা এপ্রিল ২০১৭ থেকে ২০২২ সালের ডিসেম্বর মাস পর্যন্ত উন্নয়নের জন্য এই লোন দেওয়া হয়েছে।

এই প্রকল্পের মাধ্যমে সকল পঞ্চায়েত সদস্য ও আধিকারিকদের প্রশিক্ষণ দেওয়া হবে তহবিলের স্বচ্ছ হিসেব রাখা, যথাযথ পরিকল্পনা করা এবং উন্নয়ন সংক্রান্ত অন্যান্য বিষয়ে। পঞ্চায়েতগুলি যে সকল প্রকল্পে কাজ করবে তা নিরীক্ষণ করবে এক তৃতীয় সংস্থা। যে পঞ্চায়েত সব থেকে ভাল কাজ করবে, তাদের আরও অনুদান দেওয়া হবে। তহবিলের হিসাবের সচ্ছতা রাখলে ও সময়মত কাজ শেষ করলে পঞ্চায়েতগুলো আরও বেশি অনুদান পেতে পারে।

উল্লেখ্য, ২০১১ সালে তৃণমূল কংগ্রেস সরকার গঠন করার পর এখন পর্যন্ত মোট ১৪,০০০ কিঃ মিঃ গ্রামীণ রাস্তা নির্মাণ করেছে। ২০১৩ সালে রাজ্য সরকার চালু করেছে নির্মল বাংলা প্রকল্প।

Bengal’s gram panchayat system among world’s best-managed organisations: World Bank

The gram panchayat system of Bengal has been able to deliver the highest standards of services in terms of e-governance, general working and financial management even in areas outside the purview of regular work.

This has been acknowledge by none other than the World Bank, which has said in a recent letter from its vice-president, South Asia, Annette Dixon addressed to the State Government that in terms of efficiency, ease of doing things and transparency, the State’s panchayat system can be easily compared to the best-governed institutions in the world, and that this has been maintained for the last six years.

 

At the beginning of this financial year, 23 per cent of the targets set were accomplished by the panchayats. During the first three months of this year, the thousand gram panchayats achieved 80 per cent of their targets.

To bring transparency to the working of gram panchayats, the Panchayats Department of the State brought out an app. Details of all developmental work carried out by the gram panchayats, including the costs incurred as well as photographic evidence, are logged into the app, which are then verified by the Department. In the interest of transparency, too, it has been made mandatory by the Bengal Government that all tenders published by zilla parishads have to be published online, in the form of e-tenders.

According to data from this World Bank report, if the target is considered 100 per cent, the gram panchayats of Bengal have accomplished work equivalent to 235 per cent, such is their efficiency.

Under the able leadership of Chief Minister Mamata Banerjee, the gram panchayat system of Bengal has become the best in the country. In terms of all major parameters, and as attested by the World Bank itself, the gram panchayats of the State are the most transparent and efficient, bringing prosperity to all corners of rural Bengal.

 

স্বচ্ছতায় বিশ্বসেরার তকমা পেল বাংলার পঞ্চায়েত

রোজকার রুটিন কাজের বাইরে গিয়েও ই-গভর্ন্যান্স, পরিচালনা ও আর্থিক ব্যাবস্থাপনায় উৎকর্ষের নিরিখে বিশ্বসেরার শিরোপা পেল পশ্চিমবঙ্গ। বিশ্ব ব্যাঙ্কের অভিমত, সক্ষমতা, সাবলীলতা ও স্বচ্ছতায় বিশ্বের যে কোনও প্রতিষ্ঠানের শীর্ষে রয়েছে এরাজ্যের পঞ্ছায়েতগুলি এবং গত ছয় বছর ধরে এই ধারাবাহিকতা বজায় রয়েছে।

সামগ্রিকভাবে এক্ষেত্রে বিশ্বের শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের মর্যাদা দেওয়া হয়েছে বাংলার পঞ্ছায়েতকে। বিশ্ব ব্যাঙ্কের ভাইস প্রেসিডেন্ট অ্যানিটি ডিক্সন সম্প্রতি রাজ্য সরকারকে চিঠি দিয়ে নিজেদের অভিমত স্পষ্ট করেছেন।

রাজ্যের অন্তত এক হাজার গ্রাম পঞ্চায়েতের উপর লাগাতার সমীক্ষা চালানো হয়েছিল। দৈনন্দিন কাজের বাইরে গিয়ে গ্রামবাসীদের অর্থনৈতিক মানোন্নয়ন, মহিলাদের আর্থিক উন্নতি, ই-গভর্ন্যান্স, পঞ্চায়েত পরিচালনায় স্বচ্ছতাকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল। গত অর্থবর্ষের গোড়ায় শুরুতে ধার্য লক্ষ্যমাত্রার ২৩ শতাংশ ছাড়িয়ে গিয়েছিল। চলতি বছরের প্রথম তিন মাসেই এই এক হাজার গ্রাম পঞ্চায়েত ৮০ শতাংশের বেশি লক্ষ্যমাত্রা অর্জন করেছে।

গ্রামে রাস্তা, পানীয় জল সরবরাহ, নিকাশির কাজ যেমন চলছে তা গ্রামবাসীদের জানানোর জন্য মোবাইল অ্যাপ চালু করেছিল পঞ্চায়েত দপ্তর। এরই পাশাপাশি কর্মচারীদের বেতনও নির্দিষ্ট সময়ের মধ্যে দেওয়া নিশ্চিত করা হয়েছে। সেইসব কাজের বিস্তারিত তথ্য ও ছবি মোবাইলবন্দি করে পঞ্চায়েত দপ্তরে পাঠানোর পাশাপাশি কম্পিউটার করা হয়েছে। প্রকল্পর খরচও মোবাইলে জানিয়ে দেওয়া হয়।

বস্তুত আর্থিক স্বচ্ছতা বজায় রাখতেই এই উদ্যোগ। জেলা পরিষদ থেকে যেসব বড় প্রকল্প নেওয়া হয় সেগুলির ই-টেন্ডার বাধ্যতামূলক করা হয়েছে। এরই পাশাপাশি কেন্দ্র বা বিশ্ব ব্যাঙ্ক থেকে বিভিন্ন প্রকল্প খাতে বরাদ্দ অর্থ নির্দিষ্ট সময়ের মধ্যে খরচও করা হচ্ছে। গত ছয় বছর ধরে এই ধারাবাহিকতা বজায় রয়েছে।
বিশ্ব ব্যাঙ্কের তথ্য বলছে, লক্ষ্যমাত্রা যদি একশো শতাংশ ধরা হয় তাহলে পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতগুলি ২৩৫ শতাংশ কাজ করেছে। যা কার্যত রেকর্ড।

 

Bengal to expand ISGP scheme to cover all districts

After the unprecedented success of the first stage of the Institutional Strengthening of Gram Panchayats (ISGP) programme, covering nine districts, the Bengal Government is expanding the programme to 19 districts. In terms of the number of gram panchayats being included, from 1,000, the number would rise to 3,342, covering all of Bengal.

Under the inspiring leadership of Chief Minister Mamata Banerjee, whose vision has transformed rural Bengal, this programme has had an exemplary performance, receiving very satisfactory ratings from World Bank, which provides the financial aid.

Excellence in rural development

In the first stage, the project managed to spend the highest percentage of the funds allotted among all the projects run by World Bank in the Asia Pacific region. During this stage, for civic projects in the 1,000 gram panchayats, Rs 1,038 crore was spent by the Bengal Government.

For excellence in project implementation and in innovative usage of information technology, the project received the Skoch Award for being the best in the country for three consecutive financial years – 2013-14, 2014-15 and 2015-16.

Also, the Fourth State Finance Commission report recommended the ISGP project of the State Government to be taken as a model for gram panchayat-centric developmental work.

Hope for the future

Keeping the all-round success of the first phase in mind, it is hoped that the second phase of ISGP too would be an unqualified success, bringing massive development to villages across the length and breadth of Bengal.

 

বাংলার সব জেলায় আই.এস.জি.পি কর্মসূচি চালু হচ্ছে

গ্রাম পঞ্চায়েতের প্রাতিষ্ঠানিক সশক্তিকরণ (আই.এস.জি.পি) কর্মসূচির প্রথম পর্যায়ের অভূতপূর্ব সাফল্যের পর দ্বিতীয় পর্যায়ের কাজ সারা পশ্চিমবঙ্গের ১৯টি জেলায় কাজ শুরু হচ্ছে। ১০০০ থেকে ৩৩৪২টি গ্রাম পঞ্চায়ে কে এর অন্তর্ভুক্ত করা হয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গ্রাম বাংলার চেহারা এখন পুরোপুরি বদলে গেছে। এই কর্মসূচি অনেক সাফল্য অর্জন করেছে।

এই কর্মসূচির আওতায় উল্লেখযোগ্য কাজ

এই কর্মসূচির প্রথম পর্যায়ে নির্বাচিত ১০০০০ টি গ্রাম পঞ্চায়েতকে কাজের অগ্রগতির বার্ষিক মূল্যায়নের ভিত্তিতে মোট ১০৩৮ কোটি টাকা দেওয়া হয়েছে যা এলাকার নাগরিক পরিষেবার মনোন্নয়নের উদ্দেশ্যে পরিকাঠামো নির্মাণের কাজে ব্যবহৃত হয়েছে।

এই কর্মসূচী সুশাসন এবং তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে উদ্ভাবনী কাজের জন্য ২০১৩-১৪, ২০১৪-১৫ এবং ২০১৫-১৬ সালে দেশের অন্যতম সেরা উদ্যোগ হিসেবে ‘স্কচ অ্যাওয়ার্ড’ পেয়েছে।

এছাড়াও, চতুর্থ রাজ্য অর্থ কমিশন রিপোর্টে এই কর্মসূচির বিভিন্ন উদ্যোগকে গ্রাম পঞ্চায়েত কেন্দ্রীক উন্নয়নের একটি মডেল হিসাবে রাজ্য সরকারের কাছে সুপারিশ করা হয়েছে।

 

আগামী সংকল্প

এই কর্মসূচির প্রথম পর্যায়ের সাফল্যের কথা মাথায় রেখে এটা আশা করা যায় যে, দ্বিতীয় পর্যায়ে যথেষ্ট সফল হবে এবং সব গ্রামসহ সারা বাংলার জুড়ে ব্যাপক উন্নয়ন হবে।

 

Rural Development: World Bank to aid West Bengal Govt

The West Bengal Government is soon to get financial aid worth Rs 3,000 crore from the World Bank for panchayati raj development schemes. This would cover a thousand more panchayats.

This comes after the earlier tranche of $200 million for the same purpose. According to the World Bank, the state has completed 98% of the projected work, in lieu of the earlier tranche, on certain parameters, against a target of 80%, by the end of last year.

The World Bank has heaped praise on the Chief Minister Mamata Banerjee-led State Government for the successful developmental work done in the panchayats. The work has been held up as a model for other States to follow.

With the new aid, the State Government would execute projects in the districts of Purulia, Bankura and Paschim Medinipur.

The earlier projects have helped the gram panchayats in generating more revenue, in increasing the revenue of panchayats by around 24%.

 

গ্রামীণ উন্নয়নে রাজ্য সরকারকে সাহায্য বিশ্ব ব্যাঙ্কের

গ্রামোন্নয়ন প্রকল্পের জন্য খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ সরকার বিশ্ব ব্যাঙ্কের কাছ থেকে ৩০০০ কোটি টাকা সাহায্য পেতে চলেছে। এক হাজারেরও বেশি পঞ্চায়েত এই প্রকল্পের আওতায় আসবে।

বিশ্ব ব্যাঙ্কের রিপোর্ট অনুযায়ী রাজ্য প্রকল্পের ৯৮% কাজ সম্পূর্ণ করে ফেলেছে।

পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত রাজ্য সরকারের প্রশংসা করেছে বিশ্ব ব্যাঙ্ক। নিঃসন্দেহে রাজ্যের এই কাজ অন্যান্য রাজ্যের কাছে একটি মডেল।

এই নতুন আর্থিক সাহায্যের মাধ্যমে রাজ্য সরকার পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে বেশ কিছু নতুন প্রকল্প শুরু করবে।

এই প্রকল্প গুলি গ্রাম পঞ্চায়েতের রাজস্ব বৃদ্ধিতে সহায়তা করবে, পঞ্চায়েতের প্রায় ২৪% রাজস্ব বৃদ্ধি পাবে এর মাধ্যমে।

WB Govt consults World Bank to integrate EW Metro in Kolkata’s traffic plan

The West Bengal Government, with the help of experts from the World Bank, has initiated the process of integrating the various modes of transport in Kolkata with the alignment of the upcoming East-West Metro stations.

The route rationalisation study would not only facilitate the optimal utilisation of different modes of transport but also make the transit systems in the city complementary.

The public-sector engineering consultancy, RITES is already engaged by the World Bank for a route rationalisation for all public mode of transport in the city. This study would help further in the formulation of the city’s transport policy.

 

ইস্ট-ওয়েস্ট মেট্রো শুরুর পর কলকাতার ট্রাফিক ব্যবস্থা নিয়ে পর্যালোচনায় রাজ্য

বিশ্ব ব্যাঙ্কের প্রতিনিধিদের সহায়তায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পরিবহণ ব্যবস্থার একটি নতুন পরিকাঠামো তৈরির সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি ইস্ট-ওয়েস্ট মেট্রোরুট চালু হওয়ার পর পরিবহণ ব্যবস্থার মানচিত্র বদলে যাবে।

মেট্রো থেকে বাস-অটো সঙ্গে জলপথ কে যুক্ত করার প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে।

বিশ্ব ব্যাঙ্ক ইতিমধ্যেই রাইটস-কে দিয়ে প্রাথমিক সমীক্ষার কাজ শুরু করিয়েছে। যার লক্ষ্য হল শহরে ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমিয়ে দূষণ নিয়ন্ত্রণ করা।

Bengal Govt seeks support from World Bank to provide vocational training for Kanyashrees

Rejuvenated by the success of the Kanyashree Prakalpa, on being shortlisted among the best projects in public administration by the United Nations (2014-15), the West Bengal Government is taking a step forward to empower girls beyond the ambit of formal education.T he scheme envisages providing basic education through open schooling, skill development and livelihood support to school drop outs.

The Government is seeking technical and fund support from World Bank for introducing what it calls Kanyashree Plus from 2016-17. Women and Child development and Social Welfare department officials have already had discussions with the World Bank authorities. The five-year scheme ending in 2019-20 aims at including another 1.3 million girls in the list of beneficiaries, over and above the existing 2.5 million girls covered under the existing Kanyashree project.

While the existing project offers annual scholarship to unmarried school girls between Class VIII and Class XII followed by a one-time grant of Rs 18,000 soon after they attain 18 years, the Kanyashree Plus scheme eyes on those who are not enrolled in schools. The purpose is to include them in the education system through open schooling and vocational training, deliver life skills and also facilitate economic empowerment.

The state government also wants to introduce merit-based scholarship for Kanyashree beneficiaries opting for higher education. It also proposes tie-ups with industrial training institutes to offer vocational courses to school pass outs.

The government wants the World Bank fund support to bear the additional financial liability apart from the budgetary allocations for the existing Kanyasharee project.

The women and child development and social welfare department is looking up to the Bank for leveraging resources in terms of training and entering into contracts with nationally acclaimed placement agencies for cementing the future of the girls.

The state government wants the Kanyashree Plus scheme to improve the status of women in Bengal.

After checking the number of school dropouts among girls and restricting child marriage through Kanyashree prakalpo, now it is the time to equip the girls for life. Hence Kanyashree Plus prakalpo will be soon announced.

Through the project the state government will try to ensure onward study of the girls after they attain 18 years of age. They will be imparted skill development courses, will undergo counseling and will be given placement opportunities. At the moment there is no plan to offer scholarships. The financial details are being worked out.