Kolkata Police (KP) has stepped up efforts to ensure the safety of women in the city. It has decided to create a squad of 20-odd female officers called SHE, which will patrol on scooters to watch over women in places where they are likely to need help. The officers will be handpicked from across the force.
The project is the will be a first for Kolkata in terms of an all-women squad on two-wheelers. In 2014, female officers had been deployed as part of the Reinforce City Patrol (RCP) fleet posted at strategic locations to react quickly to street crime.
The officers to be selected for the squad will be ones who already ride two-wheelers. They will all be given new scooters for official duty.
The focus of the SHE project is on the surrounding areas of girls’ schools and colleges, lakes and shopping malls where the footfall of women is high, according to sources in Kolkata Police.
A senior police officer said a project like SHE would go a long way in making women feel secure, especially when they are out alone.
Kolkata currently has eight all-women police stations, one in each division under Lalbazar except the East division that was created recently. These police stations have been set up for effective and sensitive handling of complaints about crimes against women.
Comprising the force of female personnel of Kolkata Police are 113 sub-inspectors, 131 assistant sub-inspectors and 444 constables.
On the eve of International Women’s Day on March 8, another all-women patrol squad called Knightingale was launched in the South Division jurisdictional area of KP.
কলকাতার রাস্তায় টহল দেবে মহিলা পুলিশের বাইকবাহিনী
এতদিন নজরে পড়ত পুরুষ পুলিশকর্মীদের মোটরবাইকে টহল। শহরের রাজপথে এবার দাপিয়ে বেড়াবে পুলিশের প্রমীলা মোটর বাইকবাহিনী।
লালবাজার ঠিক করেছে, ২৫টি মোটরবাইকে সারা শহরে টহলদারি দেবে মহিলা পুলিশ। মূলত মেয়েদের স্কুল-কলেজ চত্বর এবং যেখানে মহিলাদের বিপদে পড়ার সম্ভাবনা থাকে, এমন সব জায়গায় ওই বাহিনী চক্কর কাটবে। রাতে শহরে যেখানেই সমস্যা সৃষ্টি হবে, সেখানেই পৌঁছে যাবে বাহিনী। লালবাজার এবং বিভিন্ন থানা থেকে দু’তিনটি করে মোটরবাইক নিয়ে দল বেঁধে ওই টহলদারি চলবে।
লালবাজার সূত্রের খবর, প্রশিক্ষণ শেষ করে গত বুধবার ৯৬৯ জন কনস্টেবল পাকাপাকিভাবে কলকাতা পুলিশে কাজে যোগ দিয়েছেন। তাঁদের মধ্যে ৯১ জন মহিলা। কাজে যোগ দেওয়া ওই ৯১ জন মহিলার মধ্যে অনেকেই মোটরবাইক চালানোর ব্যাপারে পারদর্শী।
তাঁদের মধ্যে থেকে ১৫ জন এবং বাকি যে মহিলা কনস্টেবলরা এখন র্যাফ বা অন্য শাখায় কর্মরত রয়েছেন, তাঁদের থেকে আরও ১০ জনকে নিয়ে ২৫ জনের একটি বাহিনী শুরুতে গঠন করা হবে। প্রত্যেক মহিলা কনস্টেবলকে মোটরবাইক চালানোর জন্য লাইসেন্সের ব্যবস্থা করবেন কর্তৃপক্ষ। এরপর রাস্তায় টহলদারিতে নেমে কী কী বিষয়ে নজর রাখতে হবে সে ব্যাপারে তাঁদের একটি বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। টহলদারির সময় যোগাযোগের জন্য তাঁদের দেওয়া হবে সরঞ্জামও।
প্রসঙ্গত, ২০১৫ সাল থেকে কলকাতা পুলিশের ছ’টি ভ্যান চালাচ্ছেন মহিলা পুলিশকর্মীরা।