Organic milk in environment-friendly packets, courtesy Sundarini

The award-winning Sundarini Naturals brand of the State Government is soon going to sell organically-made factory-processed milk on a large scale, packed in environment-friendly easily degradable packets (which can break down easily in soil). The entire process – from rearing cows to producing milk – would be organic, that is, no chemicals would be used.

In an initiative to empower women of the Sundarbans, a cooperative named Sundarban Co-Operative Milk & Livestock Producers Union Ltd. was started in 2015. Its brand was named Sundarini Naturals by Chief Minister Mamata Banerjee.

For its achievement in helping almost 3,000 downtrodden women to fight back in life through the making and selling of cow milk, ghee, honey from the jungles of the Sundarbans, eggs of ducks and hens, moong dal and rice, the National Dairy Development Board recently awarded Sundarban Co-Operative as the best milk cooperative and selected Sundarini Naturals as an ideal model, fit for replication elsewhere in the country.

Every day, 10,000 litres of milk would be packed at the state-of-the-art factory, to be built inside the Kisan Mandi in Mathurapur-1 block in South 24 Parganas. The work of building the plant would be completed by December.

Each pouch would be of 500 ml and would be priced at competitive rates. The initial effort would be to capture a portion of the Kolkata market. Sundarban Co-Operative is in talks with various malls to stock its brands there.

Source: Bartaman

Bengal Govt organises workshop for women engaged in fishing sector

The State Fisheries Department recently organised a workshop, at its office in Haldia block of Purba Medinipur district, to train women engaged in the fishing sector to make and repair fishing nets. This would add another dimension to their livelihoods.

The weekly workshop (since the women had to make time out of their work) was run for one-and-a-half months. Making a cast net takes around 15 days and it costs Rs 500 to 550. These are usually sold for around Rs 3,000. Hence, the women can earn a decent income.

There are different types of cast nets. Not just from those who catch fish, different types of nets are in big demand from hatcheries too. The State Government is constantly setting up, or helping in the setting up of hatcheries across the State, more so in the southern coastal districts. Various types of fish are cultivated both for domestic consumption and export to other countries and other States of India.

Source: Khabar 365 Din

Women must lead the protests against Centre: Mamata Banerjee

On the occasion of International Women’s Day, a historic women’s rally was organised by Trinamool in Kolkata near the Gandhi statue on Mayo Road.

Women from all walks of life participated in the rally.

The main speaker at the event was Mamata Banerjee. In her 30-minute odd speech, she called upon women in Bengal to unite in protest against the misrule by BJP at Centre. She also asked them to prepare for the upcoming Panchayat polls.

Highlights of her speech:

  • We must work together, for people from all walks of life. Our sisters, as well as brothers, are society’s assets.
  • We celebrate March 8 as International Women’s Day. This day is dedicated to our mothers and sisters.
  • We reserved 50% seats in Panchayats for women after coming to power.
  • Trinamool is the only party to have 34% female MPs, even without Women’s Reservation Bill.
  • We provide 730 days of child care leave.
  • 48% women are employed under 100 Days’ Work. 48% female candidates got a chance under College Service Commission.
  • ‘Beti Bachao, Beti Bachao’ programme by the Centre is actually ‘Beti Hatao’. The budget is 100 crore, which comes to Rs 3 crore per State. We spent Rs 6,000 crore for Bengal’s Kanyashree scheme.
  • 45 lakh girls have received Kanyashree scholarship. We have extended the scheme to university students also (Rs 2,000 for humanities, Rs 2,500 crore for science). Make this a national model.
  • We have also started a new scheme called ‘Ruposhree’. Poor families with income upto Rs 1.5 lakh receive Rs 25,000 for the wedding of their daughters (18 years and older). This scheme will be launched from April 1.
  • When we came to power, rate of institutional delivery was 65%. Now the rate has gone up to 95%.
  • We have started transit hubs for pregnant women at remote areas.
  • Infant mortality rate has come down in Bengal in the last six years.
  • In six years, we have set up 300 SNSUs, 75 SNCUs, 17 Mother and Child Hubs. ICCUs, HDUs, multi super speciality hospitals have also been set up.
  • We provide rice at Rs 2/kg to 8 crore people. We provide the subsidy for this scheme.
  • We carry out developmental programmes with the revenue we collect from taxes. We have not imposed any burden on the people. We are paying instalments for the debt incurred by the Left. We are working for the people despite our financial burden.
  • We have distributed 70 lakh cycles under Sabuj Sathi scheme. We have given scholarships to minorities as well as SC/ST students.
  • We work for all, irrespective of their background. We do not practice divisive politics.
  • The language used by a person is their identity. The kind of language some politicians use is shameful. This is not the culture of Bengal. We believe in civilized culture.
  • Indecent language can get you two minutes of fame on TV. But people will reject you. Politicians must choose the words they use carefully.
  • An incident took place. BJP set the precedent in Tripura by vandalising Lenin’s statue. Even in Tamil Nadu, the statue of a Dalit leader was vandalised. We strongly condemn these incidents.
  • SP Mukherjee was born in Bengal. We do not believe in his ideology but we respect him. Those who put black paint on his statue are a shame for Bengal.
  • This culture of bulldozing statues of icons of another ideology is dangerous. Do not even try to defame Bengal.
  • We have to fight for the labourers, farmers, peasants and people of all sections of the society.
  • Bengal is No. 1 in creating rural employment, agriculture, ease of doing business, small scale industries.
  • Bengal was known for Bandhs earlier. The perception has changed.
  • Kanyashree, uninterrupted power supply, rural jobs, new roads, better hospitals – this is poriborton.
  • BJP won in Tripura by a margin of 0.3% only. They played divisive politics. They promised separate state in Darjeeling and applied the same formula in Tripura. They have won. Fine, but don’t overestimate yourself. Your target is Bengal. Our target is Lal Quila.
  • Their alliance partners – TDP and Shiv Sena – have walked out of alliance. The writing is clear on the wall. They will lose in Karnataka, Rajasthan, Madhya Pradesh. Do not even dream of winning in Odisha and Bengal.
  • In Tripura, BJP spent money like water flowing through a hosepipe. The CPI(M) surrendered itself to the BJP. They did not put up any fight.
  • Centre is using agencies against those who speak against them.
  • All regional parties have to work together. We have to put up a fight together.
  • Women have to take a lead in the protests against the Centre. If you want to save the country and the society, remove BJP from power. Hindu-Muslim divisions will not bear any fruits.
  • People’s savings are not safe in banks. ‘Gobar’ (cow dung) has become ‘dhan’ (asset) for this government.
  • Mohila ra dichhe daak, BJP chole jaak. Du hajar unish, BJP hobe finish. Put an end to their arrogance.
  • A section of media is sold out to the BJP. There is an atmosphere of fear among journalists.
  • Bengal has always led the way whenever social/political movements started in India.
  • Self-confidence is the biggest strength of a person. Women will lead this fight – they manage homes, as well as outside.

 

কেন্দ্রের অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদে অগ্রণী ভূমিকা মহিলাদের: মমতা বন্দ্যোপাধ্যায়

আজ আন্তর্জাতিক নারী দিবস। ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারী ক্ষমতায়নে জোর দিয়েছেন। চালু করেছেন বহু প্রকল্প এবং কর্মসূচী। দিদির মস্তিস্কপ্রসূত কন্যাশ্রী প্রকল্প পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি।

প্রতিবছর নারী দিবস উপলক্ষে বিশাল মিছিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কলকাতায় এক ঐতিহাসিক মহিলা সম্মেলন অনুষ্ঠিত হয় মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে।

আজকের অনুষ্ঠান মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের পঞ্চায়েত ভোটে অগ্রণী ভূমিকা নিতে ডাক দেন। তিনি বলেন মহিলাদের সঙ্গবদ্ধ হয়ে কেন্দ্রের অপশাসনের বিরুদ্ধে লড়তে হবে।

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশঃ

  • আমি বিশ্বাস করি সকলকে নিয়ে একসাথে চলতে হবে। ভাই বোন সকলেই সমাজের সম্পদ।
  • আজকের দিনটি ৮ই মার্চ আমরা আন্তর্জাতিক মহিলা দিবস হিসেবে পালন করি। আজকের দিনটি আমাদের মা বোনেদের। পৃথিবীব্যাপী এই দিনটি মেয়েদের জন্য পালন করা হয়।
  • বাংলায় আমাদের সরকার আসার পর পঞ্চায়েত ও মিউনিসিপালিটিতে মহিলাদের জন্য ৫০% সংরক্ষণ করা হয়েছে।
  • একমাত্র আমাদের দলের মহিলা নির্বাচিত প্রতিনিধি ৩৩% এর বেশি।
  • আমাদের রাজ্যে চাইল্ড কেয়ার লিভ দেওয়া হয় ৭৩০ দিন।
  • বাংলায় ৪৮% মেয়ে ১০০ দিনের কাজ করছে। কলেজ সার্ভিস কমিশনে ৪৮% মেয়েরা সুযোগ পেয়েছে, ওরা আমাদের রাজ্যের গর্ব।
  • কেন্দ্রীয় সরকারের ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ প্রকল্প আসলে ‘বেটি হাটাও’ প্রোগ্রাম।সমগ্র ভারতবর্ষের জন্য ওদের বাজেট ১০০ কোটি টাকা। মানে রাজ্য প্রতি ভাগ ৩ কোটি টাকা। আর বাংলায় কন্যাশ্রী প্রকল্পের জন্য ৬০০০ কোটি টাকা খরচ করেছি।পারলে এটাকে মডেল কর।
  • ৪৫ লক্ষ মেয়েকে এই স্কলারশিপ দেওয়া হয়েছে। তাদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ করে দেওয়া হচ্ছে। এই প্রকল্পের লক্ষ্য মেয়েদের এগিয়ে নিয়ে আসা।
  • আমরা একটি নতুন প্রকল্প চালু করেছি যার নাম – রূপশ্রী। গরীব পরিবারের (যাদের বছরে আয় দেড় লক্ষ টাকা) মেয়েদের ১৮ বছর বয়সের পর তাদের বিয়ের জন্য ২৫ হাজার টাকা দেবে সরকার। ১ লা এপ্রিল থেকে শুরু হবে এই প্রকল্প।
  • আমরা যখন ক্ষমতায় এসেছিলাম তখন ইন্সটিটিউশন ডেলিভারি ছিল ৬৫%। আমাদের সময় এই পরিমাণ ৯৫%।
  • যে সব এলাকায় হাসপাতাল নেই সেখানে আমরা গর্ভবতী মহিলাদের জন্য মাদার ট্রানজিট হাব করেছি।
  • ৬ বছরে শিশু মৃত্যুর হার কমেছে বাংলায়।
  • আমরা ৬ বছরে ৩০০ টি SNSU, ৭৫ টি SNCU, ১৭ টি মাদার ও চাইল্ড হাব, আই সি সি ইউ, এইচ ডি ইউ সহ মাল্টি সুপার হাসপাতাল তৈরি করেছি। একমাত্র বাংলায় বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়।
  • বাংলার ৮ কোটি মানুষ ২ টাকা কিলো চাল পায়। আর সেই চালের সাবসিডি দেয় রাজ্য সরকার।
  • সরকারের টাকা আসে জনগণের দেওয়া ট্যাক্স থেকে, কিন্তু আমরা ট্যাক্স বাড়িয়ে দিইনি। সিপিএমএর দেনার টাকা শোধ করতে হচ্ছে। ৪৮ হাজার কোটি টাকা কেটে নিয়ে যাচ্ছে কেন্দ্র। তা সত্ত্বেও আমরা মানুষের জন্য কাজ করে যাচ্ছি।
  • আমরা ৭০ লক্ষ ছেলেমেয়েদের সবুজ সাথী সাইকেল দিয়েছি, সংখ্যালঘু ছেলেমেয়েদের স্কলারশিপ দিয়েছি।
  • আমরা সবাইকে নিয়ে চলতে ভালোবাসি। কাউকে ভাগাভাগি করতে দেব না।
  • মানুষের ভাষাই তার পরিচয়। কেউ কেউ যে ভাষায় কথা বলছে তা শুনে লজ্জা হয়। বাংলার মানুষ এই ভাষায় কথা বলে না। বাংলার মানুষ সুন্দর ভদ্র ভাষায় কথা বলে।
  • অকথা, কুকথা বলে টিভি তে পাবলিসিটি পাওয়া যায়।কিন্তু মানুষের কাছে এই ভাষার জায়গা নেই। রাজনীতিবিদদের ভেবেচিন্তে ভাষা প্রয়োগ করা উচিত।
  • একটা ঘটনা ঘটেছে ত্রিপুরায়, বিজেপিই শুরু করেছে, লেনিনের মূর্তি ভেঙে। তামিল নাড়ুতেও একজন দলিত নেতার মূর্তি ভাঙা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
  • শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলায় জন্মেছেন, আমরা তাঁকে সম্মান করি, তিনি অন্য দলের সমর্থক হতেই পারেন, তাই বলে আমি তাঁর মূর্তিতে কালি মাখিয়ে দিয়ে আসব? যারা এখানে শ্যামাপ্রসাদ মুখার্জির মুখে কালি  লাগিয়েছেন, তারা বাংলার কলঙ্ক।
  • এই কালচার কেন হবে যে কাউকে পছন্দ না হলে তার মূর্তি বুল্ডোজার দিয়ে ভাঙ্গা হবে? বাংলাকে কলঙ্কিত করার চেষ্টা করবেন না।
  • পঞ্চায়েতে তৃণমূল স্তরে আরও ভালো কাজ করতে হবে। মানুষকে পরিষেবা দিতে হবে, গরীব মানুষের পাশে দাঁড়াতে হবে। সব মানুষকে পাশে নিয়ে লড়াই করতে হবে।
  • ১০০ দিনের কাজে, গ্রামীণ কর্মসংস্থান তৈরীতে, স্কিল ইন্ডাস্ট্রিতে, স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে, কৃষিতে , ইজ অফ ডুইং বিজনেসে ভারতবর্ষে আমরা এক নম্বরে।
  • আগে বাংলা বললে মানুষ ভাবত শুধু বন্ধ, স্ট্রাইক, অত্যাচার, অপপ্রচার। এখন মানুষ বাইরে থেকে এসে বলে কলকাতাটা পুরো বদলে গেছে।
  • পরিবর্তন মানে কন্যাশ্রী, রুপশ্রী, সবার ঘরে আলো, কৃষিকর্মন অ্যাওয়ার্ড, গ্রামীণ কর্মসংস্থানে নাম্বার ওয়ান, নতুন রাস্তা, নতুন হাসপাতাল।
  • বিজেপি ত্রিপুরার মতো রাজ্যে জিতেছে ০.৩% মার্জিনে। দার্জিলিং-এ যেমন প্রচার করেছিল ভোটের আগে যে জিতলে আলাদা রাজ্য দেবে, ত্রিপুরাতেও সেম গেম খেলেছে। তাও জিতেছ যখন কাজ কর, এতো নাচানাচির কিছু নেই। কথায় কথায় বলে এবার বাংলাকে জয় করব, বাংলা দিল্লী জয় করে দেখিয়ে দেবে।
  • বিজেপির জোটসঙ্গী টিডিপি জোট ছেড়ে বেড়িয়ে এল, শিব সেনা, কে সি রাও-রা বিজেপির জোটসঙ্গী… শুনতে পাচ্ছো না বিদ্রোহের কন্ঠ? শুনতে পাচ্ছো উত্তর প্রদেশ, রাজস্থান, কর্নাটক, মধ্য প্রদেশ কি বলছে? উড়িষ্যা, বাংলার দিকে ভুলেও তাকিয়ে দেখো না।
  • সিপিএম তো আত্মসমর্পণ করেছে বলে হেরে গেল ত্রিপুরাতে। ওরা তো ঠিকমত কথাও বলতে পারেনি। হোসপাইপের মত টাকা খরচ করেছে, সিপিএম কিছু বলেনি, মাথা নত করে ছিল। ভয় পেয়ে আত্মসমর্পণ করে ফেলেছিল।
  • যারা বিরোধিতা করছে তাদের পেছনে কেন্দ্রীয় সরকারের এজেন্সিগুলোকে কাজে লাগাচ্ছে বিজেপি।
  • তৃণমূল কংগ্রেস আগেও বলেছে, এখনও বলছে, সব আঞ্চলিক দল একসঙ্গে কাজ করবে। একসাথে দল করব, একসাথে সঙ্ঘবদ্ধ হয়ে প্রতিরোধ করব।
  • মা-বোনেদের একটা বড় ভূমিকা পালন করতে হবে। যদি আপনারা দেশ ও সমাজকে বাঁচাতে চান তবে বিজেপিকে ক্ষমতা থেকে সরিয়ে ফেলুন। শুধু হিন্দু-মুসলমান ভাগাভাগি করে দেশ চলে না।
  • মানুষের ব্যাঙ্কে রাখা সব টাকা নিয়ে নিচ্ছে। বিজেপি সরকার এখন বলছে, তোমরা ব্যাঙ্কে ‘গোবর’ রাখো।‘গোবর’ হচ্ছে ধন।ওটা এখন ওদের ধন- ‘গোবর্ধন’, মানে ‘গোবর’-টা হচ্ছে এখন সরকারের ধন।
  • দিল্লীর মিডিয়া তো পুরো কিনে নিয়েছে। এজেন্সিগুলোকে পুরো কিনে নিয়েছে।ভাবছে এটাই চলবে- কিন্তু এটা চলবে না।
  • আজ মহিলারা দিচ্ছে ডাক- বিজেপি চলে যাক। দু হাজার উনিশ, বিজেপি হবে ফিনিশ। ঔদ্ধত্য, অহঙ্কার, দম্ভ হবে ফিনিশ।
  • মনে রাখবেন, বাংলার মাটি এই লড়াইটা চিরকাল করেছে আর করবে।বাংলা সব সময় নেতৃত্ব দেবে।
  • আমাদের মনে যে শক্তি ও আত্মবিশ্বাস, সেটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। আমার মা-বোনেরা নিজেদের ঘর সামলাতেও জানে, বাইরেও লড়তে জানে।

 

Five schemes by Trinamool Government that have changed the lives of women in Bengal

After coming to power in 2011, the Chief Minister Mamata Banerjee-led Trinamool Congress Government has brought about several measures for the safety and security of women.

Five key schemes are given below:

Kanyashree Scheme

It was started on October 1, 2013 with the inspiration of the Chief Minister to put an end to child marriages in the state.

More than 45 lakh girls from about 15,500 institutions – schools, madrasahs, colleges, universities including open universities, vocational training schools, and even sports training centres – have benefitted till now.

More than 5,000 girls have been provided training in self-defence.

In North 24 Parganas district, a special educational and self-awareness programme called Kanyashree Dishari (meaning ‘Kanyashree path-finders’) has been started, involving Kanyashree Scheme beneficiaries.

Many Kanyashree beneficiaries are being given training for getting scholarships and for skill development.

Swabalamban and Swabalamban Special

This scheme is being implemented through NGOs and private companies. It is meant to empower women on the fringes of society, including prostitutes, by training and placing them in quality jobs as well as training them to make things like food items so that they may set up independent business ventures.

The age group is from 18 to 35 years. The upper limit can be relaxed to 45 years.

Trained women have been successfully placed in Wow! Momo, Pantaloons, Kothari Hospital and other reputed organisations.

30 Kanyashree beneficiaries have been trained by Brainware as security personnel, of which 16 have been successfully placed.

As part of Swabalamban Scheme is Swabalamban Special, through which selected former sex workers are given stipend-inclusive training in making food items and other things so that they may set up businesses.

Also, as part of Swabalamban Special, 25 women have been successfully placed as junior artistes with television production houses.

Muktir Aalo

Muktir Aalo was inaugurated by Chief Minister Mamata Banerjee on September 4, 2015 to rehabilitate sex workers and trafficked women.

With the help of Women’s Interlink Foundation, 50 such women have been trained in training and making spices.

Commercial sex workers from the Munshiganj area of Khidderpore have been trained by the NGO, Divine Script Society – 12 in a recycled tyre products manufacturing unit and 12 placed in placed at self-manned kiosks.

Sabla (for adolescent girls, that is, those between 11 and 18 years)

Through the Sabla Scheme, adolescent girls are being equipped with life skills training in the districts of Cooch Behar, Jalpaiguri, Alipurduar, Malda, Nadia, Kolkata and Purulia on a pilot basis since July 2011 – 29,444 anganwadi centres (AWC) have been set up in 141 ICDS projects.

12.72 lakh adolescent girls have received the benefits of the Sabla Scheme SABLA and have been equipped with life skills and knowledge on family welfare, health and hygiene, information and guidance on existing public services

About 1.6 lakh out-of-school adolescent girls received supplementary nutrition

School dropout among adolescent girls declined from 2.8 lakhs during 2010-11 to 92,000 during 2016-17.

About 41,000 girls aged 16-18 years were trained through NGOs/VTPs in different trades like beautician,handicrafts, knitting, printing and dying, and food processing during the last six years in all the districts.

In convergence with Kanyashree Scheme during financial year 2015-16, Sabla has been able to provide supplementary nutrition plans (SNP) to about 98,820 Kanyashree beneficiaries during the last two years.

About 1,600 out-of-school girls were re-admitted to the formal and informal education system and 50 per cent of them were linked with the Kanyashree Scheme.

Ruposhree Scheme

Continuing on the path of empowerment for women, during the presentation of the Budget in 2018, a new scheme was launched – Ruposhree.

Through this scheme, the State Government would stand beside families which are too poor to arrange for the weddings of their daughters. For all families in Bengal whose annual income is less than Rs 1.5 lakh, the government would provide a one-time grant of Rs 25,000 in lieu of the marriage expenses, provided the girl gets married after crossing the age of 18.

Rs 1,500 crore has been allotted for this scheme, through which 6 lakh families are expected to be benefitted.
The forms for enrolling in this scheme would be available from the BDO offices from March 30.

 

নারী ক্ষমতায়নে মমতা বন্দ্যোপাধ্যায়ের যুগান্তকারী পাঁচটি প্রকল্প

২০১১ সালে ক্ষমতায় আসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার। তারপর থেকে প্রতি ক্ষেত্রে বাংলা এগিয়ে চলেছে উল্লেখযোগ্য ভাবে। নারীদের ওপর অপরাধ দেশের অন্যান্য অঞ্চলে যেখানে বেড়েই চলেছে, সেখানে এ রাজ্যে সরকার নারীদের উন্নয়নে নিয়েছে অসাধারন প্রকল্প সমুহ। এবং এই সকল প্রকল্পগুলির অসাধারন সাফল্যও মাত্র এই ছ’বছরেই দেখা গেছে।

নারী কল্যাণ দপ্তরের গত ছয় বছরের সাফল্য:

১. কন্যাশ্রী প্রকল্প

মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ২০১৩ সালের ১লা অক্টোবর এই প্রকল্প চালু হয়। এই প্রকল্পের উদ্দেশ্য বাল্যবিবাহ রোধ করা

রাজ্যের প্রতি অঞ্চলের প্রায় ১৫,৫০০ প্রতিষ্ঠান – প্রথা বহির্ভূত বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ, মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বিশ্ব বিদ্যালয় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র, শিল্প প্রশিক্ষণ, এমনকি ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্রের প্রায় ৪৫লক্ষ কিশোরীকে এই প্রকল্পের অধীনে আনা হয়েছে।

৫০০০-এরও বেশী মেয়েকে আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

কন্যাশ্রী দিশারি’ নামে উত্তর ২৪ পরগনা জেলায় কন্যাশ্রী প্রকল্পভুক্ত মেয়েদের একটি বিশেষ শিক্ষামূলক এবং সচেতনতামূলক প্রচার কর্মসূচী চালু করা হয়েছে।

বহু সংখ্যক কন্যাশ্রী প্রকল্পভুক্ত মেয়েকে বৃত্তিমূলক এবং অন্যান্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

২. স্বাবলম্বন ও স্বাবলম্বন স্পেশ্যাল প্রকল্প

স্বাবলম্বন প্রকল্পটি বেসরকারি সংস্থা (এনজিও) অথবা কোম্পানির মাধ্যমে রূপায়িত হচ্ছে। স্বাবলম্বন সমাজের প্রান্তিক, অসহায় মহিলা, নারীপ্রচার চক্র থেকে উদ্ধার হওয়া মহিলা, যৌনকর্মী, রূপান্তরকামী সম্প্রদায় এবং ১৮ থেকে ৩৫ বছর বয়সী ও নৈতিক বিপদের সম্মুখীন মহিলাদের বৃত্তিমূলক প্রশিক্ষণ দিচ্ছে। প্রয়োজনে অবশ্য বয়স ৪৫বছর পর্যন্ত শিথিলযোগ্য

প্রশিক্ষণ প্রাপকেরা ওয়াও মোমো, প্যান্টালুন্স, কোঠারি, অউ বোঁ পে প্রভৃতি বিভিন্ন প্রখ্যাত বিপণিতে সফলভাবে কাজ করছেন।

৩০ জন কন্যাশ্রী মেয়েকে ব্রেইনওয়্যার-এর ব্যবস্থাপনায় এই স্বাবলম্বন প্রকল্পের অধীন আনআর্মড সিকিউরিটি গার্ড-এর প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যাদের মধ্যে ১৬জন বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত।

বর্তমানে চালু থাকা স্বাবলম্বন প্রকল্পের অধীন আর একটি প্রকল্প হল স্বাবলম্বন স্পেশ্যাল, যার উদ্দেশ্যে কলকাতা অঞ্চলের যৌনকর্মী এবং তাদের ঝুঁকি-নির্ভর সন্তানদের বিকল্প জীবিকার মাধ্যমে সমাজের মূলস্রোতে নিয়ে আসতে বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা।

স্বাবলম্বন স্পেশ্যাল প্রকল্পের ২৫ জন সুবিধাপ্রাপক ইতিমধ্যে ‘জুনিয়র আর্টিস্ট’ হিসেবে অভিনয়ে প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন টেলিভিশন প্রোডাকশন হাউসের টেলিসিরিয়াল প্রোডাকশনের নানা কর্মকাণ্ডের প্রশিক্ষণ নিয়েছে (গোল ইন্ডিয়া নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় তিন মাসের এক প্রশিক্ষণ কর্মসূচীর মাধ্যমে)। তারা সকলেই বিভিন্ন টেলি-হাউসের কাজে যোগদান করেছেন।

৩. মুক্তির আলো

২০১৫ সালের ৪ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী কর্তৃক যৌনকর্মী ও পাচার থেকে উদ্ধার হওয়া মেয়েদের পুনর্বাসনের এই প্রকল্প চালু হয়।

উইমেন্স ইন্টারলিংক ফাউন্ডেশন-এর সহায়তায় ৫০ জনকে ব্লক প্রিন্টিং এবং মশ্লা গুঁড়ো করার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

কলকাতার মুনশিগঞ্জ নিষিদ্ধ এলাকার ২৬জন পেশাদার যৌনকর্মীকে ডিভাইন স্ক্রিপ্ট সোসাইটি নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তায় ‘টায়ারজাত দ্রব্যাদির পুনর্ব্যবহার’ এবং ‘ক্যাফেটেরিয়া পরিচালনা’-র প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এদের মধ্যে ১২ জন স্ব-পরিচালিত কিয়স্ক-এ কাজ করছেন।

৪. কিশোরী মেয়েদের প্রকল্প (সবলা)

২০১১ সালের জুলাই মাস থেকে রাজ্যের সাতটি জেলা- কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, নদীয়া, কলকাতা এবং পুরুলিয়ায় পাইলট ভিত্তিতে ১৪১টি আইসিডিএস প্রজেক্ট থেকে ২৯৪৪৪টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সবলা প্রকল্পটি চলছে কিশোরী মেয়েদের জন্য (যার উদ্দেশ্যে ১১-১৮বছর বয়সী মেয়েদের পুষ্টিগত ও স্বাস্থ্যগত অবস্থার উন্নতি এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জনে প্রশিক্ষণ দিয়ে যোগ্য করে তোলা)।

১১-১৮ বছর বয়সী ১২.৭২ লক্ষ কিশোরী মেয়ে সবলা প্রকল্পের মাধ্যমে সুবিধা পাচ্ছে এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জন এবং পরিবার কল্যাণ, স্বাস্থ্য এবং পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে জ্ঞান অর্জন, বর্তমান পরিষেবাগুলি সম্পর্কে তথ্য ও নির্দেশ পাচ্ছে।

প্রায় ১.৬ লক্ষ বিদ্যালয়-বহির্ভূত কিশোরী মেয়ে পরিপূরক পুষ্টি পাচ্ছে।

কিশোরী মেয়েদের মধ্যে বিদ্যালয় ছুটের সংখ্যা ২০১০-১১ সালে ২.৮লক্ষ থেকে কমে ২০১৬-১৭ সালে হয়েছে ৯২০০০।

গত ছয় বছরে বিভিন্ন জেলায় প্রায় ৪১ হাজার বিদ্যালয় বহির্ভূত কিশোরী মেয়ে যাদের বয়স ১৬ থেকে ১৮, বিভিন্ন বেসরকারি সংস্থা/স্বেচ্ছাসেবী প্রশিক্ষিত ব্যক্তিদের (ভিটিপিএস) মাধ্যমে বিউটিশিয়ান, হস্তশিল্প, সেলাই, ছাপাখানা এবং ডাইং, খাদ্য প্রক্রিয়াকরণ-এর মতো বিভিন্ন পেশার বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

২০১৫-১৬ অর্থবর্ষে কন্যাশ্রী প্রকল্পের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সবলা ৯৮,৮২০ জন কন্যাশ্রী প্রকল্পের আওতাভুক্ত মেয়েকে সবলা দ্বারা পরিপূরক পুষ্টি কর্মসূচী (এসএনপি) প্রদান করা হয়েছে।

প্রায় ১৬০০ বিদ্যালয় বহির্ভূত মেয়ে প্রথাগত/প্রথাবহির্ভূত শিক্ষা ব্যবস্থায় পুনরায় যুক্ত (ভর্তি) হয়েছে এবং এদের মধ্যে ৫০শতাংশই কন্যাশ্রী প্রকল্পের আওতায় আছে।

৫. রূপশ্রী প্রকল্প

২০১৮-১৯ সালের রাজ্য বাজেটে ঘোষণা করা হয় এক নতুন প্রকল্পের। মাননীয়া মুখ্যমন্ত্রীর এই স্বপ্নের প্রকল্পের নাম ‘রূপশ্রী’।

অনেক গরীব পরিবার মেয়ের বিবাহের খরচ জোগাড় করতে অসুবিধায় পড়েন। রাজ্য সরকার সেইসব অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের ভার লাঘব করতে অঙ্গীকারবদ্ধ।

যে সকল পরিবারের বার্ষিক আয় দেড় লক্ষ টাকার কম তাদের মেয়েদের ১৮ বছর বয়সের পর বিবাহ হলে আরও একাকালীন ২৫০০০ টাকা সহায়তা পাবে।

এই প্রকল্পের জন্য ১৫০০ কোটি টাকা বরাদ্দ করা হল। এর মাধ্যমে ৬ লক্ষ পরিবার উপকৃত হবে।

এই জন্য স্থানীয় বিডিও অফিস থেকে ৩০শে মার্চ থেকে ফর্ম পাওয়া যাবে।

 

Mamata Banerjee to address Women’s Day rally today

On the occasion of International Women’s Day today, a historic women’s rally will take place in Kolkata, to be led by Chief Minister Mamata Banerjee. It will be held at the Gandhi statue on Mayo Road from 12 PM.

Women from all walks of life will be participating in this, which will highlight the rights and achievements of women, and what the Trinamool Congress Government has done for women over the seven years of its being in power.

Mamata Banerjee will be the chief speaker. Other prominent women leaders would speak too. People across the State are waiting with bated breath to hear the message of the Chief Minister.

 

নারী দিবস উপলক্ষে আজ তৃণমূলের মহিলা সম্মেলন

আজ আন্তর্জাতিক নারী দিবস। ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারী ক্ষমতায়নে জোর দিয়েছেন। চালু করেছেন বহু প্রকল্প এবং কর্মসূচী। দিদির মস্তিস্কপ্রসূত কন্যাশ্রী প্রকল্প পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি।

প্রতিবছর নারী দিবস উপলক্ষে বিশাল মিছিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর তিনি নির্দেশ দিয়েছিলেন মহিলা সম্মেলনের আয়োজন করার।

আজ উত্তরবঙ্গের শিলিগুড়িতেও আয়োজিত হয়েছে এক বিশাল সম্মেলন। আজ কলকাতায় এই ঐতিহাসিক মহিলা সম্মেলন অনুষ্ঠিত হবে মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে, বেলা ১২টায়।সম্মেলনের মঞ্চ থেকে কি বার্তা দেন জননেত্রী, সেই দিকেই তাকিয়ে জনতা।

 

 

 

Ruposhree Scheme: Humane face of Bengal Govt

The Trinamool Congress Government, under the leadership of Chief Minister Mamata Banerjee, over the last seven years, has been striving to bring about development on every front.

Among the schemes there are many for the welfare of women – the most famous and revolutionary of which is Kanyahsree, a scheme for the education and development of girl children. Then there is Sabujshree for newborn girls, and numerous others.

Continuing on this path, during the presentation of the Budget in 2018, a new scheme was launched – Ruposhree. Through this scheme, the State Government would stand beside families which are too poor to arrange for the weddings of their daughters. For all families in Bengal whose annual income is less than Rs 1.5 lakh, the government would provide a one-time grant of Rs 25,000 in lieu of the marriage expenses, provided the girl gets married after crossing the age of 18.

Rs 1,500 crore has been allotted for this scheme, through which 6 lakh families are expected to be benefitted. The forms for enrolling in this scheme would be available from the BDO offices from March 30.

 

রূপশ্রী প্রকল্প – বাংলার সরকারের মানবিক মুখ

২০১১ সালে ক্ষমতায় আসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মা মাটি মানুষের সরকার। রাজ্যের অচলাবস্থাকে দূরে সরিয়ে প্রতি ক্ষেত্রে উন্নয়নের জন্য অঙ্গীকারবদ্ধ হয় রাজ্য সরকার।

এর পর গত ছয় বছরে সমাজের প্রতি স্তরের মানুষের জন্য রাজ্য সরকার করেছে একগুচ্ছ প্রকল্প। এর মধ্যে কয়েকটি প্রকল্প জিতেছে আন্তর্জাতিক স্বীকৃতি, আন্তর্জাতিক সম্মান।

নারীদের জন্যও করা হয়েছে প্রচুর প্রকল্প। মেয়েদের শিক্ষার অগ্রগতির জন্য রাজ্য সরকার ২০১৩ সালের ১লা অক্টোবর ঘোষণা করেছিল কন্যাশ্রী প্রকল্পের। এই প্রকল্পের বিপুল সফলতার পর মেয়েদের জন্য আরেকটি অসাধারন প্রকল্প নিয়ে এল রাজ্য সরকার। ২০১৮-১৯ সালের রাজ্য বাজেটে ঘোষণা করা হয় এই নতুন প্রকল্পের – নাম ‘রূপশ্রী’।

অনেক গরীব পরিবার মেয়ের বিবাহের খরচ জোগাড় করতে অসুবিধায় পড়েন। রাজ্য সরকার সেইসব অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের ভার লাঘব করতে অঙ্গীকারবদ্ধ। যে সকল পরিবারের বার্ষিক আয় দেড় লক্ষ টাকার কম তাদের মেয়েদের ১৮ বছর বয়সের পর বিবাহ হলে আরও একাকালীন ২৫০০০ টাকা সহায়তা পাবে। এর মাধ্যমে ৬ লক্ষ পরিবার উপকৃত হবে। এই জন্য স্থানীয় বিডিও অফিস থেকে ৩০শে মার্চ থেকে ফর্ম পাওয়া যাবে।

 

Crimes against women show a downward trend during Mamata Banerjee’s tenure as CM

The Bengal Government formed and led by Mamata Banerjee was elected to office of a majority mandate that was promised a safer and more secure State which would be founded on the pillars of qualitative development and considerable social welfare.

The recent data from 2016 Crime Statistics indicates that Bengal today has bettered significantly in both ensuring better mechanisms of reporting while also creating more robust mechanisms of crime prevention. Kolkata now stands at the 17th position in terms of crimes against women. This rank is much higher than other metro cities like Mumbai, Ahmedabad, Bangalore, Chennai, Jaipur and Delhi.

Total crimes against women has also seen a downward trend in Bengal: In 2014, the number was 38,424. It came down to 33,318 in 2015 and in 2016 further reduced to 32,513.

Bengal records the least number of rapes of minors. Sensitisation is a social cause and works hand-in-hand with ensuring safety through the legal machinery. It is in light of this crucial realisation that the Kolkata Police has also begun sensitisation workshops with boys in schools in order to make them aware of how to interact with women and make the city more conducive for women.

Bengal Government has built models of social security schemes – like Kanyashree – that are intended to keep women in schools against the odds of their gender, constructive programmes and constant vigilance through tools of the State Government such as the police has helped the current Government in Bengal better the situation of crimes against women from the time it has come to office to now.

December has been etched in the Indian memory as that of collective rage against a brutal rape that occurred in the National Capital of India. While the inhumanity of that crime shook us, we all acknowledged that women are unsafe and sexually victimised each day– in homes and streets and schools and workplaces, and it is only with the collective commitment and will of every member of the citizenship as well as the governing that any conspicuous change can be affected.

Bengal, through exemplary work in fields of education and law and order has begun this daunting journey and results are very prominent.

Welfare schemes for women – Bengal shows the way

In the last six and a half years, the Bengal Government has been committed to the welfare and development of women and children. From prevention of child marriages to rehabilitation of trafficked girls, steps have been taken aplenty by the government for social upliftment of women.

Here are some notable schemes launched by the Bengal Government for the welfare of women:

KANYASHREE SCHEME

This brainchild of Chief Minister Mamata Banerjee was launched on October 1, 2013. The scheme for girls aims to curb child marriage through education. Recently the scholarship scheme was extended to those enrolled in post-graduation courses.

Achievements

· Bringing 40 lakh adolescent girls under its fold, covering over 15,500 institutions in every corner of the state – in formal schools, madrasahs, colleges, open schools, universities, institutes of vocational training, industrial training, and even sports institutes

· Training over 5,000 girls in self-defence techniques

· Implementing Kanyashree Dishari – a special educational and awareness exposure visit of Kanyashree-enrolled girls in North 24 Parganas district

· Providing vocational and other skill development training

· Implementing Kanyashree Swabalambi Scheme – skill development, communication and other personality training programmes for Kanyashree-enrolled girls, to make them self-sufficient with respect to making a living

· Awards received till date

A. United Nations Public Service Award for winning the first prize in the South Asia category
B. West Bengal Chief Minister’s Award for Empowerment of Girls, 2014
C. Manthan Award for Digital Inclusion for Development, 2014
D. National E-governance Award 2014-2015 awarded by the Government of India
E. Skoch Award and Order of Merit 2015 for Smart Governance
F. CSI-Nihilent Award for E-governance, 2014-15
G. United Nations WSIS Prize 2016 Champion in e-Government Category
H. Finalist in GEMTech Awards 2016 hosted by UNWOMEN and ITU

SWABALAMBAN

Implemented through with NGOs and companies, Swabalamban Scheme imparts vocational training to socially marginalised and distressed women, victims of trafficking, sex workers, members of the transgender community, and women in moral danger in the age group of 18-35 years. If necessary, the upper age limit for such categories of women is relaxed by up to 45 years.

Achievements

· Successfully placing beneficiaries at different renowned outlets like Wow Momo, Pantaloons, etc

· Training 30 Kanyashree-enrolled girls by Brainware for the role of unarmed security guards, of which 16 were placed in different organisations

MUKTIR ALO

Launched by the Chief Minister September 4, 2015, Muktir Alo is a scheme for rehabilitation of sex workers and trafficked victims.

Achievements

· Training 50 victims of human trafficking in block printing and spice grinding with the help of Women’s Interlink Foundation

· Training 26 commercial sex workers of Munsiganj red light area in Kolkata in the manufacturing of recycled tyre products and in cafeteria management, in collaboration with an NGO, Divine Script Society; 12 were placed in each category

SWABALAMBAN SPECIAL

Swabalamban Special was launched under the existing Swabalmban Scheme for providing vocational training to sex workers and their vulnerable children in Kolkata, with the aim of creating alternate means of livelihood and integrating them with mainstream society.

Achievements

· Training 25 beneficiaries on acting (for employment as well as junior artistes) as well as in activities related to production of television serials (for employment in production houses) through a three-month training program by an NGO, GOAL India, all of whom were absorbed successfully

SCHEME FOR ADOLESCENT GIRLS (SABLA)

The SABLA Scheme for adolescent girls (which aims to improve nutritional and health status of girls between 11 and 18 years and equip them with life skills training) is being implemented on a pilot basis in seven districts, viz., Cooch Behar, Jalpaiguri, Alipurduar, Malda, Nadia, Kolkata and Purulia.

Achievements

Providing 12.72 lakh adolescent girls (11-18 years) benefits of SABLA, equipping them with
life skills and knowledge on family welfare, health and hygiene, information and guidance on existing public services

Providing supplementary nutrition to 1.6 Lakh out-of-school adolescent girls

Reducing school dropout among adolescent from 2.8 lakh in 2010-11 to 92,000 in 2016-17

Giving vocational training to 41,000 out-of-school adolescent girls aged 16-18 years through NGOs/VTPs in beauty treatments, handicrafts, knitting, printing and dying, and food processing in all the districts

Bringing 98,000 girls during the last two years under Supplementary Nutrition Programme (SNP), in convergence with Kanyashree Scheme

Re-admitting 1,600 out-of-school girls to the formal and informal education systems and linking 50 per cent of them with the benefits of Kanyashree Scheme.

 

নারী ও শিশু কল্যাণে দিশারী বাংলা

২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিটি ক্ষেত্রে বাংলা এগিয়ে চলেছে উল্লেখযোগ্য ভাবে।

একদিকে সারা দেশে নারী ও শিশু বিরুদ্ধে অপরাধ যেখানে বেড়েই চলেছে, সেখানে এ রাজ্যে সরকার নারী ও শিশুদের উন্নয়নে শুরু করেছে একগুচ্ছ প্রকল্প। এই প্রকল্পগুলির সাফল্যও এই ছ’বছরে হাতেনাতেই পাওয়া গেছে।

গত ছয় বছরে নারী ও শিশু কল্যাণ দপ্তরেরর উল্লেখযোগ্য সাফল্য:

১. কন্যাশ্রী প্রকল্প

মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ২০১৩ সালের ১লা অক্টোবর এই প্রকল্প চালু হয়। এই প্রকল্পের উদ্দেশ্য বাল্যবিবাহ রোধ করা

· রাজ্যের প্রতি অঞ্চলের প্রায় ১৫,৫০০ প্রতিষ্ঠান – প্রথা বহির্ভূত বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ, মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বিশ্ব বিদ্যালয় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র, শিল্প প্রশিক্ষণ, এমনকি ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্রের প্রায় ৪০লক্ষ কিশোরীকে এই প্রকল্পের অধীনে আনা হয়েছে।

· ৫০০০-এরও বেশী মেয়েকে আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

· ‘কন্যাশ্রী দিশারি’ নামে উত্তর ২৪ পরগনা জেলায় কন্যাশ্রী প্রকল্পভুক্ত মেয়েদের একটি বিশেষ শিক্ষামূলক এবং সচেতনতামূলক প্রচার কর্মসূচী চালু করা হয়েছে।

· বহু সংখ্যক কন্যাশ্রী প্রকল্পভুক্ত মেয়েকে বৃত্তিমূলক এবং অন্যান্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

· আজ পর্যন্ত কন্যাশ্রী প্রকল্পটি যে যে পুরস্কার অর্জন করেছেঃ-

নারী ক্ষমতায়নের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কর্তৃক প্রদত্ত পুরস্কার, ২০১৪

ই-উইমেন অ্যান্ড এমপাওয়ারমেন্টের বিভাগে মন্থন অ্যাওয়ার্ড ফর ডিজিটাল ইনক্লুসন ফর ডেভেলপমেন্ট (সাউথ এশিয়া অ্যান্ড এশিয়া প্যাসিফিক) ২০১৪

ভারত সরকারের প্রশাসনিক সংস্কার এবং জন-অভিযোগ দপ্তর কর্তৃক প্রদত্ত জাতীয় ই-গভর্ন্যান্স পুরস্কার ২০১৪-১৫

স্মার্ট গভর্ন্যান্সের জন্য স্কচ উইনার অ্যাওয়ার্ড এবং অ্যাওয়ার্ড অফ মেরিট ২০১৫

ই-গভর্ন্যান্সের জন্য সিএসআই নিহিলেন্ট অ্যাওয়ার্ড ২০১৪-১৫

ই-গভর্মেন্ট ক্যাটেগরিতে ইউনাইটেড নেশনস ডব্লিউএসআইএস পুরস্কার ২০১৬ চ্যাম্পিয়ন (ডব্লিউএসআইএস অ্যাকশন লাইন সি-৭)

ইউএনডব্লিউএমইএন অ্যান্ড আইটি ইউ প্রদত্ত ফাইনালিস্ট ইন জেমটেক (GEM Tech) পুরস্কার ২০১৬
২. স্বাবলম্বন প্রকল্প

এই প্রকল্পটি বেসরকারি সংস্থা (এনজিও) অথবা কোম্পানির মাধ্যমে রূপায়িত হচ্ছে। স্বাবলম্বন সমাজের প্রান্তিক, অসহায় মহিলা, নারীপ্রচার চক্র থেকে উদ্ধার হওয়া মহিলা, যৌনকর্মী, রূপান্তরকামী সম্প্রদায় এবং ১৮ থেকে ৩৫ বছর বয়সী ও নৈতিক বিপদের সম্মুখীন মহিলাদের বৃত্তিমূলক প্রশিক্ষণ দিচ্ছে। প্রয়োজনে অবশ্য বয়স ৪৫বছর পর্যন্ত শিথিলযোগ্য।

· প্রশিক্ষণ প্রাপকেরা ওয়াও মোমো, প্যান্টালুন্স, কোঠারি, অউ বোঁ পে প্রভৃতি বিভিন্ন প্রখ্যাত বিপণিতে সফলভাবে কাজ করছেন।

· ৩০ জন কন্যাশ্রী মেয়েকে ব্রেইনওয়্যার-এর ব্যবস্থাপনায় এই স্বাবলম্বন প্রকল্পের অধীন আনআর্মড সিকিউরিটি গার্ড-এর প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যাদের মধ্যে ১৬জন বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত।
৩. মুক্তির আলো

২০১৫ সালের ৪ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী কর্তৃক যৌনকর্মী ও পাচার থেকে উদ্ধার হওয়া মেয়েদের পুনর্বাসনের এই প্রকল্প চালু হয়।

· উইমেন্স ইন্টারলিংক ফাউন্ডেশন-এর সহায়তায় ৫০ জনকে ব্লক প্রিন্টিং এবং মশ্লা গুঁড়ো করার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

· কলকাতার মুনশিগঞ্জ নিষিদ্ধ এলাকার ২৬জন পেশাদার যৌনকর্মীকে ডিভাইন স্ক্রিপ্ট সোসাইটি নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তায় ‘টায়ারজাত দ্রব্যাদির পুনর্ব্যবহার’ এবং ‘ক্যাফেটেরিয়া পরিচালনা’-র প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এদের মধ্যে ১২ জন স্ব-পরিচালিত কিয়স্ক-এ কাজ করছেন।
৪. স্বাবলম্বন স্পেশ্যাল

· বর্তমানে চালু থাকা স্বাবলম্বন প্রকল্পের অধীন আর একটি প্রকল্প হল স্বাবলম্বন স্পেশ্যাল, যার উদ্দেশ্যে কলকাতা অঞ্চলের যৌনকর্মী এবং তাদের ঝুঁকি-নির্ভর সন্তানদের বিকল্প জীবিকার মাধ্যমে সমাজের মূলস্রোতে নিয়ে আসতে বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা।

· এই প্রকল্পের ২৫ জন সুবিধাপ্রাপক ইতিমধ্যে ‘জুনিয়র আর্টিস্ট’ হিসেবে অভিনয়ে প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন টেলিভিশন প্রোডাকশন হাউসের টেলিসিরিয়াল প্রোডাকশনের নানা কর্মকাণ্ডের প্রশিক্ষণ নিয়েছে (গোল ইন্ডিয়া নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় তিন মাসের এক প্রশিক্ষণ কর্মসূচীর মাধ্যমে)। তারা সকলেই বিভিন্ন টেলি-হাউসের কাজে যোগদান করেছেন।
৫. কিশোরী মেয়েদের প্রকল্প (সবলা)

২০১১ সালের জুলাই মাস থেকে রাজ্যের সাতটি জেলা- কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, নদীয়া, কলকাতা এবং পুরুলিয়ায় পাইলট ভিত্তিতে ১৪১টি আইসিডিএস প্রজেক্ট থেকে ২৯৪৪৪টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সবলা প্রকল্পটি চলছে কিশোরী মেয়েদের জন্য (যার উদ্দেশ্যে ১১-১৮বছর বয়সী মেয়েদের পুষ্টিগত ও স্বাস্থ্যগত অবস্থার উন্নতি এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জনে প্রশিক্ষণ দিয়ে যোগ্য করে তোলা)।

· ১১-১৮ বছর বয়সী ১২.৭২ লক্ষ কিশোরী মেয়ে সবলা প্রকল্পের মাধ্যমে সুবিধা পাচ্ছে এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জন এবং পরিবার কল্যাণ, স্বাস্থ্য এবং পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে জ্ঞান অর্জন, বর্তমান পরিষেবাগুলি সম্পর্কে তথ্য ও নির্দেশ পাচ্ছে।

· প্রায় ১.৬ লক্ষ বিদ্যালয়-বহির্ভূত কিশোরী মেয়ে পরিপূরক পুষ্টি পাচ্ছে।

· কিশোরী মেয়েদের মধ্যে বিদ্যালয় ছুটের সংখ্যা ২০১০-১১ সালে ২.৮লক্ষ থেকে কমে ২০১৬-১৭ সালে হয়েছে ৯২০০০।

· গত ছয় বছরে বিভিন্ন জেলায় প্রায় ৪১ হাজার বিদ্যালয় বহির্ভূত কিশোরী মেয়ে যাদের বয়স ১৬ থেকে ১৮, বিভিন্ন বেসরকারি সংস্থা/স্বেচ্ছাসেবী প্রশিক্ষিত ব্যক্তিদের (ভিটিপিএস) মাধ্যমে বিউটিশিয়ান, হস্তশিল্প, সেলাই, ছাপাখানা এবং ডাইং, খাদ্য প্রক্রিয়াকরণ-এর মতো বিভিন্ন পেশার বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

· ২০১৫-১৬ অর্থবর্ষে কন্যাশ্রী প্রকল্পের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সবলা ৯৮,৮২০ জন কন্যাশ্রী প্রকল্পের আওতাভুক্ত মেয়েকে সবলা দ্বারা পরিপূরক পুষ্টি কর্মসূচী (এসএনপি) প্রদান করা হয়েছে।

· প্রায় ১৬০০ বিদ্যালয় বহির্ভূত মেয়ে প্রথাগত/প্রথাবহির্ভূত শিক্ষা ব্যবস্থায় পুনরায় যুক্ত (ভর্তি) হয়েছে এবং এদের মধ্যে ৫০শতাংশই কন্যাশ্রী প্রকল্পের আওতায় আছে।

Bengal Govt to arrange for more women to become self-reliant through fly ash brick kilns

The Bengal Panchayat and Rural Development Department has decided to set up more kilns to produce bricks from fly ash.

The units are non-polluting and require less space than the traditional kilns. Also, the bricks have been tested by IIT Kharagpur and National Test House, and have been found to be stronger than traditional bricks.

New brick kilns are coming up at Andal in Paschim Bardhaman district, at Sagardighi in Murshidabad district, at Bakreshwar in Birbhum district and at three places in Nadia district.

Kilns to manufacture bricks made from fly ash were first set up two years ago. There are already 10 such brick kilns in the state. All these brick kilns are being run by Self-Help Groups managed by women.

They have been set up under Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme (MGNREGS) and have helped women to become economically self-reliant.

The production cost of each fly ash brick is Rs 2 and are sold at Rs 4 per brick, whereas bricks available in the market are priced anything between Rs 8 to Rs 12 per piece.

The bricks made out of fly ash are being used in various constructions carried out by the Panchayats and Rural Development department, in the construction of pavements and in buildings.

মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে রাজ্য সরকার বাড়াবে উড়ো ছাই দিয়ে তৈরি ইট ভাঁটার সংখ্যা

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর আরও ইটভাঁটা তৈরি করবে যেখানে উড়ো ছাই থেকে ইট তৈরি হবে। এই ইটভাঁটা গুলি অপেক্ষাকৃত কম দূষণকারী ও কমজায়গায় তৈরি হয়। আইআইটি খড়গপুর ও ন্যাশানাল টেস্ট হাউস পরীক্ষা করে জানিয়েছেন এই ইটগুলি সাধারণ ইটের থেকে বেশী শক্ত এবং এই ইট তুলনামূলকভাবে অনেক কম তাপ বিকিরণ করে।

এই নতুন ইটভাঁটা গুলো তৈরি হবে পশ্চিম বর্ধমানের অন্ডাল, মুর্শিদাবাদের সাগরদিঘি ও বীরভূম জেলার বক্রেশ্বরে। আরওতিনটি নতুন ইটভাঁটা তৈরি হবে নদীয়া জেলায়।

এই উড়ো ছাই থেকে ইটভাঁটায় ইট উৎপাদন শুরু হয় আজ থেকে ২ বছর আগে। মালদায় প্রথম এই ধরনের ইটভাঁটা চালু হয়। এই মুহূর্তে রাজ্যে ১০টি ইটভাঁটা আছে, দুটি বাঁকুড়ায়, তিনটি নদীয়ায়, দুটি পূর্ব মেদিনীপুরে ও একটি করে পুরুলিয়া, মালদা ওহুগলীতে। এই সবকটি ইটভাঁটা চালাবে মহিলাদের দ্বারা পরিচালিত স্বনির্ভর গোষ্ঠী।

১০০দিনের কাজের মাধ্যমে এই ইটভাঁটাগুলি তৈরি হয়েছে। রাজ্যের মহিলাদের স্বনির্ভর করার ক্ষেত্রে এটি একটি বড় পদক্ষেপ।

এই ইট তৈরির কাঁচামাল, মানে ছাই-এর যোগান দেবে তাপবিদ্যুত কেন্দ্রগুলি। এই পদ্ধতিতে প্রতিটি ইট তৈরি করতে খরচ পড়বে ২টাকা, যা বিক্রী করা হবে ৪ টাকা করে। যেখানে বাজারে ইটের দাম ৮ টাকা থেকে ১২ টাকা।

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের বিভিন্ন প্রকল্পে এই ইট ব্যাবহার করা হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে এই ইটের ব্যাবহার বৃদ্ধির জন্য প্রচার করা হচ্ছে।
Source: Millennium Post

Sundarini Scheme to empower women of the Sundarbans

The Chief Minister Mamata Banerjee-led Bengal Government is soon going to launch a new scheme to make the poor women of the Sundarbans region self-sufficient. The Sundarini Scheme will give the local products of the region like cow milk, ghee, chicken and duck eggs, honey, the rare dudhsar variety of rice and moong dal a stepping stone to enter competitive markets.

The State Government has already initiated steps to bring the scheme to fruition. For a start, the milk union of the region is being reorganised. A cooperative society has already been started, comprising women from five blocks of the region. The women deposit the milk drawn from their domestic cows at a designated centre. The amount earned per person ranges from Rs 3,000 to Rs 25,000, depending on the number of cows. The money is deposited in the women’s accounts every 10 days.

The government plans to scientifically package various local edible products and make them available at various places in the state.

To make the scheme popular, well-known television actress, Arshiya Mukherjee, protagonist of the soap, ‘Bhutu’, has been roped in as the brand ambassador.

Source: Bartaman

 

সুন্দরবনের মহিলাদের স্বনির্ভর করছে ‘সুন্দরিনী’ প্রকল্প

সুন্দরবনের মহিলাদের পালন করা দেশি গরুর দুধ, গাওয়া ঘি, মুরগী ও হাঁসের ডিম, মধু, হারিয়ে যাওয়া দুধসর চাল ও মুগ ডালকে প্রতিযোগিতার বাজারে নিয়ে আসছে মুখ্যমন্ত্রীর ‘সুন্দরিনী’ প্রকল্প। সুন্দরবনের গরীব মহিলাদের আর্থিক ভাবে স্বাবলম্বী করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। সেইমত পরিকল্পনা নিয়ে সুন্দরবনের মিল্ক ইউনিয়নকে ঢেলে সাজাচ্ছে রাজ্য সরকার।

পাঁচটি ব্লকের মহিলাদের নিয়ে শুরু হয়েছে সমবায়। এখানে মহিলারা তাঁদের পালিত গরুর দুধ সংগ্রহ করে সেন্টারে দিয়ে যান। দশদিন অন্তর সেই টাকা সদস্যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যায়। গোরুর সংখ্যা অনুসারে তিন থেকে পঁচিশ হাজার টাকা আয় হচ্ছে তাঁদের। সকলের প্রচেষ্টায় সুন্দরিনী এখন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে।

এক উপভোক্তার বক্তব্য অনুযায়ী, সত্যি সুন্দরবনের দেশি গোরুর দুধ, তা থেকে তৈরি ঘি, সেখানকার হাঁসও মুরগীর ডিম, খাঁটি মধু, দুধসর চাল এসব জিনিষ এখনও বাজারে পাওয়া যেতে পারে, ভাবতে পারি নি। পরে জানলাম, এই খাঁটি পণ্যকে বিজ্ঞানসম্মতভাবে প্যাকেট করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সরকার উদ্যোগ নিয়েছে।

এই ‘সুন্দরিনী’ প্রকল্পের জনপ্রিয়তাকে আরও এককাঠি বাড়াতে ব্র্যান্ড অ্যামবাসাডর বাছা হয়েছে বাংলার জনপ্রিয় টিভি সিরিয়ালের অভিনেত্রী ‘ভুতু’ তথা আরশিয়া মুখোপাধ্যায়’কে।