Agriculture Dept ensures sustainability of production & income for farmers

The crop scenario of Bengal is very bright. The Agriculture Department has devised crop-specific interventions to ensure long-term sustainability of production, coupled with assured and improved incomes for farmers.

Rice, wheat, maize, jute, pulses, oilseeds and sugarcane are some of the major crops of the state.

Rice: System of Rice Intensification (SRI), an improved technology, has been adopted to increase production of rice at low cost. The State Government has been able to increase the area and production of aromatic rice like Gobindobhog and Tulaipanji.

Pulses: The Government has fixed an ambitious target of 4.75 lakh metric tonnes (MT) for financial year (FY) 2018-19 by using its extension machinery to increase the area under pulse production by utilising the rice fallow areas. From FY 2010-11 to FY 2016-17, the area under pulses has increased by 65 per cent and production by 77 per cent. The production during 2016-17 was 3.13 lakh MT. The estimated production for 2017-18 is 4.63 lakh MT, an estimated increase by 48 per cent.

Oilseeds: Stress has been given in increased production and yield of sunflower and groundnut because of their high potential. Distribution of quality seeds and other agricultural inputs, and training of farmers have been identified as the key components by the State Government to achieve its targets. Like for pulses, the Government is using its extension machinery to increase the area under production by utilising the rice fallow areas. Production was 9.24 lakh MT during 2016-17 and is estimated to be 9.67 lakh MT during 2017-18. The target for 2018-19 has been kept at 9.99 lakh MT.

Jute: Jute is an important cash crop of Bengal, covering an area of around 5.22 lakh hectares (ha). During 2016-17, the production and productivity were 81.87lakh bales and 15.67 bales/ha, respectively. The target for area under production and production for 2017-18 were 5.6 lakh ha and 84 lakh bales, respectively. The State Government, in collaboration with the National Food Security Mission (Commercial Crops) – Jute, runs Demonstration Centres, and supports the distribution of quality seeds and training of farmers with the aim of producing higher quality fibres.

Potato: Potato is a major crop in the State. The production and productivity during 2016-17 were 129.32 lakh MT and 30,608 kg/ha, respectively. For 2017-18, the targets for area under production and production have been kept at 4.36 lakh ha and 140 lakh MT, respectively. Emphasis has been given on the availability of disease-free quality micro-tubers. For this, the government has undertaken a programme for the production of good quality foundation seeds of potato from breeder seeds in government farms, so that high-quality seeds are available for the production of certified seeds.

Courtesy Chief Minister Mamata Banerjee and her Trinamool Congress Government, farmers have never had it as good. Every aspect of their lives has undergone a lot of changes. There are schemes to cover everything – from production to storage to financial aid for losses due to natural calamities to several other aspects.

 

রাজ্যে ফসলের হাল-হকিকত

 

২০১১ সালে ক্ষমতায় আসা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোর দিয়েছেন কৃষিজ ক্ষেত্রে ধীরে ধীরে স্বয়ংসম্পূর্ণ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করা। এর জন্য দিয়েছেন কৃষিতে ব্যাপক গুরুত্ব। দেখে নেওয়া যাক এই মুহূর্তে রাজ্যে ফসলের হাল হকিকত।

এই দপ্তর শস্য ভিত্তিক উদ্যোগ নিয়েছে যাতে দীর্ঘদিন ধরে এই উদ্যোগ কার্যকরী হয় ও এর ফলে চাষিদের আয় বৃদ্ধি পায়।

চালঃঅল্প খরচে চালের উৎপাদন বৃদ্ধির জন্য সিস্টেম অফ রাইস ইন্টেন্সিফিকেশন গ্রহণ করা হয়েছে। রাজ্য সরকার গোবিন্দভোগ ও তুলাইপঞ্জির মতো জিআই ট্যাগপ্রাপ্ত সুগন্ধী চালের উৎপাদন ও উৎপাদনের ক্ষেত্র দুইই বাড়াতে সক্ষম হয়েছে। আরকেভিওয়াই-এর অধীনে ২০১৩-১৪ সাল থেকে চালের উৎপাদনের অঞ্চল ও সুগন্ধী চালের বীজ উৎপাদন বৃদ্ধিতে সক্ষম হয়েছে রাজ্য।

ডালঃরাজ্যের চাহিদার নিরিখে ডালের উৎপাদন কম হওয়ায়, সরকার জোর দিয়েছে ডালের উৎপাদনের ওপর। ২০১৬-১৭ সালে রাজ্যে ডাল উৎপাদন হয় ৩.১২ লক্ষ মেট্রিক টন, ২০১৭-১৮ সালে উৎপাদন হয় ৪.৬৩ লক্ষ টন। ২০১৮-১৯ সালে লক্ষ্য নেওয়া হয়েছে ৪.৭৫ লক্ষ মেট্রিক টন উৎপাদনের। ২০১০-১১ থেকে ২০১৬-১৭ সালে ডাল উৎপাদনের ক্ষেত্র বেড়েছে ৬৫ থেকে ৭৭ শতাংশ।

তৈলবীজঃএনএমওওপি উচ্চমানের বীজ ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী যোগান দিয়ে থাকে, এছাড়া কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয় যাতে তৈলবীজের উৎপাদন ও তৈলবীজ উৎপাদনের স্থান বৃদ্ধি পায়। এর ফলে রাজ্যে চাহিদা ও উৎপাদনের মাঝে ব্যবধান কমবে। সূর্যমুখী ও বাদাম উৎপাদনে জোর দেওয়া হয়েছে। ২০১৬-১৭ সালে তৈলবীজ উৎপাদন হয়েছে ৯.২৪ লক্ষ মেট্রিক টন, ২০১৭-১৮তে ৯.৬৭ লক্ষ মেট্রিক টন ও ২০১৮-১৯ সালে উৎপাদনের লক্ষ্য নেওয়া হয়েছে ৯.৯৯ লক্ষ মেট্রিক টন।

পাটঃপাট একটি উল্লেখযোগ্য ক্যাশ ক্রপ। ৫.২২ লক্ষ হেক্টরে পাট চাষ হয়। ২০১৬-১৭ সালে ৮১.৮৭ গাঁট পাট উৎপাদন হয়, সেখানে প্রতি হেক্টরে উৎপাদন হয় ১৫.৬৭ গাঁট। ২০১৭-১৮ সালে পাট চাষের জমি বেড়ে হয় ৫.৬০লক্ষ হেক্টর ও মোট উৎপাদন বেড়ে হয় ৮৪ লক্ষ গাঁট।

আলুঃরাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ফসল আলু। ২০১৬-১৭ সালে উৎপাদন ও উৎপাদন ক্ষমতা ছিল যথাক্রমে ১২৯.৩২ লক্ষ টন ও ৩০,৬০৮ কিলো হেক্টর পিছু। ২০১৭-১৮ সালে ৪.৩৬ লক্ষ হেক্টর জমিতে উৎপাদন হয় ১৪০ লক্ষ মেট্রিক টন। জোর দেওয়া হয়েছে উন্নতমানের রোগমুক্ত আলুর কন্দ জোগানের।

200 pulse processing mills to be set up in Nadia, Murshidabad

The state government has decided to set up 200 pulse processing mills in Nadia and Murshidabad. The government had provided seeds including that of pulses to farmers in the region to undertake alternate farming after an outbreak of wheat blast.

Now, production of pulses in Nadia and Murshidabad has gone up and the necessity of setting up mills to process the same was felt. It will be of great help for farmers economically as well as they do not have to invest much for transportation of their yield to get the same processed.

It may be mentioned, in 2016-17, the production of pulses was 3.36 lakh metric tonnes, which is almost double of 1.76 lakh metric tonnes in 2010-11.

 

নদীয়া ও মুর্শিদাবাদে তৈরী হবে ২০০টি ডাল প্রক্রিয়াকরণ কেন্দ্র

রাজ্য সরকার নদীয়া ও মুর্শিদাবাদে ২০০টি ডাল প্রক্রিয়াকরণ কেন্দ্র তৈরী করার সিদ্ধান্ত নিয়েছে। এই দুই জেলায় হুইট ব্লাস্টের ফলে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিকল্প চাষে উৎসাহিত করতে ইতিমধ্যেই রাজ্য সরকার ডাল ও অন্যান্য ফসলের বীজ বিতরণ করেছে।

এখন নদীয়া ও মুর্শিদাবাদে ডালের উৎপাদন খুব বেড়েছে, তাই প্রক্রিয়াকরণ কেন্দ্র নির্মাণের প্রয়োজন দেখা দিয়েছে।

এই প্রক্রিয়াকরণ কেন্দ্র তৈরী হলে কৃষকরা অর্থনৈতিক ভাবে উপকৃত হবেন, কারন এতে তাদের উৎপাদন করা ডাল নিয়ে অন্য জেলায় যাতায়াত করতে হবে না। এর ফলে বাড়বে লাভ।

উল্লেখ্য, ২০১৬-১৭ সালে ৩.৩৬ লক্ষ টন ডালের উৎপাদন হয়েছে, যা ২০১০-১১ সালে ছিল ১.৭৬ লক্ষ টন।

Special food packages for Jangalmahal and the Hills to continue

The Chief Minister Mamata Banerjee-led Trinamool Congress Government has decided that, despite the immense pressure on it on account of having to repay the huge debts accumulated by the Left Front Government, it would continue with the special food packages for the people of Jangalmahal and the Hills.

Besides rice and wheat at Rs 2 per kg, the State Government supplies more than double the amount supplied to the other regions of the state for the people of these regions – 11 kg per person per month against 5 kg in the other areas. Everyone, irrespective of economic condition, is eligible for getting subsidised rice and wheat in these two regions.

Whereas 42 lakh people in Jangalmahal are supplied with rice and wheat through the ration system (public distribution system, or PDS), in the Hills, the number is 8 lakh 75 thousand.

The five districts of Paschim Medinipur, Jhargram, Purulia, Bankura and Birbhum comprise Jangalmahal, whereas Darjeeling and Kurseong subdivisions of Darjeeling district and Kalimpong district comprise the Hills region.

The State Government also provides special packages in a few other regions which would also continue – 16 kg of rice and wheat per person per month through PDS to the Cyclone Aila-affected people in the Sundarbans and the farmers who lost land in Singur as a result of the illegal acquisition, 35 kg of rice and wheat per family through PDS to the families of tea garden workers, and 5 kg of rice and wheat per person per month for free to members of the Toto tribe in north Bengal.

জঙ্গলমহল ও পাহাড়ে ‘স্পেশাল ফুড প্যাকেজ’ চালিয়ে যাবে রাজ্য

বিপুল ভর্তুকির দায় বহন করতে হলেও জঙ্গলমহল ও পাহাড়ের ‘স্পেশাল ফুড প্যাকেজ’ চালিয়ে যাবে রাজ্য সরকার। রাজ্যের এই দু’টি এলাকায় সব বাসিন্দাকে দু’ টাকা কেজি দরে চাল-গম সরবরাহ করা হয়। শুধু তাই নয়, অন্য জায়গার তুলনায় দ্বিগুণের বেশি পরিমাণ খাদ্যসামগ্রী এখানে দেওয়া হয়।

জঙ্গলমহলে ৪২ লক্ষ মানুষকে রেশনের সস্তার চাল-গম সরবরাহ করা হয়। পাহাড়ে এই সংখ্যা ৮ লক্ষ ৭৫ হাজার। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলার ৩১টি ব্লক জঙ্গলমহলের মধ্যে পড়ে। পাহাড়ের মধ্যে পড়ে দার্জিলিং জেলার দার্জিলিং এবং কার্শিয়াং মহকুমা ও কালিম্পং জেলা। জঙ্গলমহল ও পাহাড় ছাড়া কিছু বিশেষ শ্রেণির জন্য অতিরিক্ত খাদ্যসামগ্রী দেয় সরকার। সেই প্যাকেজও চলবে। সুন্দরবনের আইলা বিধ্বস্ত এলাকার সব রেশন গ্রাহকদের জন্য পরিবার পিছু মাসে ১৬ কেজি করে চাল-গম দেওয়া হয়। সম পরিমাণ খাদ্যসামগ্রী পান সিঙ্গুরের জমিহারা পরিবারগুলি। উত্তরবঙ্গের টোটো উপজাতির লোকেদের বিনামূল্যে মাসে মাথাপিছু পাঁচ কেজি করে চাল-গম দেওয়া হয়। চা বাগানের শ্রমিকদের মাসে পরিবার পিছু ৩৫ কেজি করে চাল-গম দেওয়া হয় রেশনের মাধ্যমে।

Source: Bartaman