Over the last four-and-a-half years, Paschim Medinipur has witnessed much improvement in governance. The Trinamool Congress has brought about a lot of development in the district. From infrastructure to education to health to just about everything else, the district is brimming with activities, as a consequence of which the people are happy.
Administration
- Three new women’s police stations set up in Jhargram district – Jhargram, Medinipur and Kharagpur
Health & Family Welfare
- Sick newborn care units (SNCUs): Three set up in Medinipur, Jhargram and Ghatal hospitals
- Sick newborn stabilisation units (SNSUs): 22 set up in different block hospitals
- Critical care units (CCUs): 2 set up in Medinipur Medical College and Hospital, and Jhargram District Hospital
- High dependency units (HDUs): 1 set up in Ghatal Sub-divisional Hospital
- Belpahari Block Primary Care Centre converted into a 60-bedded hospital
- Trauma Care Centre set up in Kharagpur Hospital
- Lalgarh General Nursing & Midwifery (GNM) Training Centre almost completed
Education
- Separate toilets built for boys and girls in all schools
- Bicycles given to 1.16 lakh students in Paschim Medinipur as part of the Sabuj Sathi Scheme
- Two model schools built in Gopiballavpur and Nayagram
- One hundred and sixteen primary schools and 720 Higher Secondary schools built; 11 primary schools upgraded to upper primary schools and 262 Madhyamik schools upgraded to Higher Secondary.
- Mid-day meals being served in all schools, resulting in improvement of both health and attendance, as well a decrease in students dropping off
Fishery and Animal Husbandry
- Almost Rs 50 lakh has been spent to set up fish farming through the cluster technique
- About 15 lakh chicken and ducklings distributed among various self-help groups (SHG)
- To generate employment for the youth, 140 Bengal Dairy Kiosks have been set up
Minority Welfare
- Under the Multi-sectoral Development Programme (MSDP), Rs 372 crore has been spent under various projects.
- This includes 110 classrooms, five building for housing Shishu Siksha Kendra (SSK), 95 buildings under ICDS, seven health centres, one village haat, 282 drinking water projects and 21 micro-irrigation projects.
Backward Classes Development
- 2.45 lakh SC/ST/OBC certificates given
- To make plates out of sal leaves, 372 machines given to self-help groups
Social security
- Old-age pension being given to 60,000 people from ST communities
- West Bengal Kendu Leaves Collectors’ Social Security Scheme, 2015 implemented under the name of Samaj Sathi
Industry
- Khasjungle Industrial Growth Centre set up
- To encourage micro, small and medium enterprises, 25 clusters set up
- For the purpose of setting up MSMEs, bank loans worth Rs 3,000 crore given out
- Work for IT park in Kharagpur almost complete
PWD and Transport
- 745 km of roads built/renovated/widened
Irrigation
- Thirteen micro-irrigation projects completed
Public Health Engineering
- Work for 134 water projects started, of which work for 69, worth Rs 81 crore completed.
Tourism
- Jahrgram Rajbari renovated; 21 eco-tourism cottages built
Self-Help Groups (SHG)
- Under Swami Vivekananda Swanirbhar Karmasuchi, 11,000 projects sanctioned
Sports and Youth Affairs
- 583 clubs given financial assistance
Biotechnology
- Sabuj Ahavan Scheme: To create awareness of the good sides of biotechnology, this project has come up in Dhansol village in Gopiballavpur block.
There have been a lot of developments in the districts; and there are plans to bring about more development. The people have never been happier, a far cry from the dark days of Left rule.
পশ্চিম মেদিনীপুরঃ উন্নয়ন এক নজরে
বিগত সাড়ে চার বছরে, পশ্চিম মেদিনীপুর জেলায় ত্রিনমুল কংগ্রেস নিরন্তর কাজ করে বিশাল মাত্রায় উন্নয়ন এবং প্রগতি নিয়ে এসেছে। পরিকাঠামো থেকে শুরু করে শিক্ষা এবং স্বাস্থ্য ও পরিবার কল্যান, এই সব ক্ষেত্রেই প্রচুর উন্নয়ন হয়েছে যার কারনে জেলার সকল মানুষ খুব খুশি।
স্বরাষ্ট্র
৩টি নতুন নতুন মহিলা থানা চালু করা হয়েছে ঝাড়গ্রাম জেলায় – ঝাড়গ্রাম, মেদিনীপুর ও খরগপুর।
স্বাস্থ্য ও পরিবার কল্যান
৩টি SNCU চালু করা হয়েছে মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং ঘাটালে।
২২টি SNSU গড়া হয়েছে বিভিন্ন ব্লক হাসপাতালে।
২টি CCU গড়া হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজে ও হাসপাতাল এবং ঝারগ্রাম জেলা হাসপাতালে।
ঘাটাল সাব ডিভিশনাল হাসপাতালে ১টি HDU গড়া হয়েছে।
বেলফারি ব্লক প্রাইমারি কেয়ার সেন্টারকে রূপান্তরিত করা হয়েছে ৬০টি শয্যাবিশিষ্ট হাসপাতালে।
খড়গপুর হাসপাতাল গড়া হয়েছে ট্রমা কেয়ার সেন্টার।
GNM Training Centre গড়া প্রায় শেষ হতে চলেছে।
শিক্ষা
ছেলে ও মেয়েদের জন্য পৃথক শৌচাগার সব স্কুলে।
এই জেলার ১.১৬ লাখ ছাত্র সবুজ সাথী প্রকল্পে সাইকেল পেয়েছে।
গোপিবল্লভপুর ও নয়াগ্রামে ২টি মডেল স্কুল তৈরি করা হয়েছে।
১১৬টি প্রাথমিক ও ৭২০টি উচ্চ প্রাথমিক স্কুল চালু করা হয়েছে। ১১টি প্রাথমিক স্কুলকে উচ্চ প্রাথমিক স্কুল এবং ২৬২ মাধ্যমিক স্কুলকে উচ্চ মাধ্যমিক স্কুলে রূপান্তরিত করা হয়েছে।
সব স্কুলে মিড ডে মিল দেওয়া হচ্ছে যার ফলে পুষ্টি এবং উপস্থিতির হার বেড়েছে এবং স্কুল ছুট ছাত্রদের সংখ্যা কমেছে।
মৎস্য ও পশুপালন
প্রায় ৫০ লক্ষ টাকা খরচ করা হয়েছে ক্লাস্টার টেকনিক দ্বারা মৎস্য চাষের জন্য।
প্রায় ১৫ লক্ষ হাঁস ও মুরগির বাচ্চা স্বনির্ভর দলের মধ্যে বিতরণ করা হয়েছে।
যুবক-যুবতীদের কর্ম সংস্থানের জন্য ১৪০টি বেঙ্গল ডেয়ারি কিয়স্ক গড়ে তোলা হয়েছে।
সংখ্যালঘু উন্নয়ন
MSDP-তে ৩৭২ কোটি টাকা দিয়ে বিভিন্ন প্রকল্প রূপায়িত করা হয়েছে।
এর মধ্যে রয়েছে ১১০টি ক্লাসরুম, ৫টি শিশু শিক্ষা কেন্দ্রের জন্য বিল্ডিং, ৯৫টি বিল্ডিং ICDS এর জন্য, ৭টি হেলথ সেন্টার, ১টি গ্রামীণ বাজার, ২৮২টি পানীয় জলের প্রকল্প এবং ২১টি মাইক্রো ইরিগেশন প্রকল্প।
অনগ্রসর কল্যান
২.৪৫ লাখ SC/ST/OBC সার্টিফিকেট প্রদান করা হয়েছে।
শাল পাতার থালা বানানোর জন্য ৩৭২টি মেশিন স্বনির্ভর দলকে প্রদান করা হয়েছে।
সামাজিক সুরক্ষা
৬০,০০০ ST কমিউনিটির লোকেদের ওল্ড-এজ পেনশান দেওয়া হয়েছে।
২০১৫-তে সমাজ সাথী নামে কেন্দু পাতা সংগ্রহকারীদের জন্য সোশ্যাল সিকিউরিটি স্কিম চালু করা হয়েছে।
শিল্প
ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার নির্মাণ করা হয়েছে।
২৫টি MSME ক্লাস্টার তৈরি করা হয়েছে।
MSME গর্তে সুবিধা করতে ৩০০০ কোটি টাকার ব্যাঙ্ক লোন দেওয়া হয়েছে।
খড়্গপুরে আই টি পার্ক নির্মাণ করার কাজ প্রায় শেষ।
পূর্ত ও পরিবহন
৭৪৫ কিমি. রাস্তা তৈরি/সারানো/বাড়ানোর কাজ হয়েছে।
সেচ
১৩টি মাইক্রো ইরিগেশান প্রকল্পের কাজ শেষ করা হয়েছে।
জনস্বাস্থ্য কারিগরি
১৩৪টি জলের প্রকল্প শুরু করা হয়েছে, যার মধ্যে ৬৯টির কাজ সম্পূর্ণ হয়েছে ৮১ কোটি টাকা খরচ করে।
পর্যটন
ঝাড়গ্রাম রাজবাড়ি পুনঃসংস্কার করা হয়েছে। ২১ ইকো-টুরিসিম কটেজ তৈরি করা হয়েছে।
স্বনির্ভর দল
স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসূচি প্রকল্পে ১১০০০টি প্রকল্প অনুমোদন করা হয়েছে।
ক্রিড়া ও যুব কল্যান
৫৮৩টি ক্লাবকে আর্থিক সাহায্য করা হয়েছে।
বায়োটেকনোলজি
সবুজ আহবান প্রকল্প – গোপিবল্লভপুর ব্লকে বায়োটেকনোলজি-র সচেতনতা বৃদ্ধিতে এই প্রকল্পটি রূপায়িত হচ্ছে।
এই জেলায় প্রচুর উন্নয়ন হয়েছে এবং আরো উন্নয়ন আনার জন্যে আরো পরিকল্পনা আছে। বাম আমলের দুর্দিন থেকে এগিয়ে আজ এই জেলার লোকের মুখে হাসি ফুটে উঠেছে।