Rescue op training for village youth under Apat Mitra project

The State Government has taken up a project named Apat Mitra for providing training to youth in villages so that they can voluntarily support rescue operations at the time of any disaster.

Initially, the project has been started in South 24-Parganas and Purba Medinipur districts as pilot projects. Two hundred youths are undergoing training in each of these districts. Later the project will be implemented in all the districts.

Area-specific training will be provided to volunteers, as the state has a diverse landscape with hills in the extreme north, sea in the south and forests in the western part. So, local youth will get trained as per the requirement in their respective areas.

During an emergency, for carrying out a rescue operation, it is often found that support of local people is needed, besides the personnel of the Disaster Management Department and Fire and Emergency Services Department. And anyway, the local people of an area are the first responders in case there is any emergency situation. So, it is always better if some of them are well-trained.

 

দুর্ঘটনা-বিপর্যয়ে উদ্ধারে ঝাঁপাবে ‘আপদ মিত্র’

অসামরিক প্রতিরক্ষা ও বিপর্যয় মোকাবিলা দপ্তর অঞ্চল ভিত্তিক প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক তৈরী করার পরিকল্পনা নিয়েছে। এই নতুন প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘আপদ মিত্র’। প্রাথমিক ভাবে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর এই দুই জেলায় পাইলট প্রোজেক্ট হিসেবে আপদ মিত্র প্রকল্প শুরু করা হয়েছে। বিপর্যয় মোকাবিলা দপ্তর আপাতত ২০০ জন করে স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে এই দুই জেলায়।

অসামরিক প্রতিরক্ষা ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের এক শীর্ষ অধিকর্তার মতে, সব থেকে কম সময়ের মধ্যে উদ্ধারকাজ শুরু করে মৃত্যুর হার বা ক্ষয়ক্ষতির পরিমাণ যতটা সম্ভব কম করা যায় তাঁর জন্যই অঞ্চলভিত্তিক প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক তৈরী করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

অসামরিক প্রতিরক্ষা ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের প্রধান সচিব বলেন, আমাদের এই প্রকল্প সফল হলে আগামী দিনে রাজ্যের প্রতি জেলাতেই ‘আপদ মিত্র’ তৈরী করা হবে।

অঞ্চলভিত্তিক প্রাকৃতিক বিপর্যয়ের প্রকারভেদে এবার অঞ্চলভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে বিপর্যয় স্বেচ্ছাসেবক বাহিনী স্বেচ্ছাসেবক তৈরী করছে। এই দপ্তরের এক শীর্ষ আধিকারিক বলেন, বিপর্যয়ের প্রকৃতি ভেদে পৃথক প্রশিক্ষণের ব্যবস্থা করলে শিক্ষার্থীদের দক্ষতা বাড়বে অনেকখানি।

প্রসঙ্গত, প্রত্যেক বছরই সিভিল ডিফেন্সে ২০ থেকে ২৫ হাজার স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ নিয়ে থাকে।

Source: Millennium Post

Bengal’s popular ‘Fish on Wheels’ in Digha and Puri soon

The popular ‘Fish On Wheels’ concept of Benfish is going to be introduced in Digha and Puri soon.

The named is used for the Benfish service wherein cooked fish is sold in vans. The service is available in Kolkata and is very popular. These tourist spots – on in Purba Medinipur district and the other in Odisha – are very popular with Bengali tourists and hence, Benfish has come up with the decision.

Benfish functions under the State Department of Fisheries. The vans to be introduced in Digha and Puri would also be of the latest model, and the ones in Kolkata would be replaced with these latest models too.

Further, Fish On Wheels would be introduced to tap the tourist market in Jangalmahal, Ayodhya Hills, Malda, Murshidabad, Siliguri, Darjeeling, the Dooars, Cooch Behar.

 

মাছের নানা মুখরোচক পদ নিয়ে এবার বেনফিশের গাড়ি চলবে দীঘা-পুরীতেও

বেনফিশের ‘ফিশ অন হুইলস’ এবার নামতে চলেছে দীঘা-পুরীতে। এতদিন কলকাতা শহরে ঘুরে ঘুরে বিভিন্ন মুখোরোচক মাছের খাবার বিক্রি করত বেনফিশের ‘ফিশ অন হুইলস’ গাড়ি। এবার সেই গাড়িই পৌঁছে যাবে সমুদ্র সৈকতের বুকে।

উল্লেখ্য, দীঘা-পুরী দুই জায়গাতেই পর্যটকদের থাকার জন্য ব্যবস্থা করেছে বেনফিশ। সারা বছর সেখানে বহু পর্যটক বুকিং করেন, ঘুরতে যান। কিন্তু এতদিন সেই এলাকায় বেনফিশের ‘ফিশ অন হুইলস’ বা গাড়িতে করে খাবার বিক্রির কোনও ব্যবস্থা ছিল না। অবশেষে সেই ব্যবস্থাও শীঘ্র ওই দুই জায়গাতে চালু করতে চাইছে বেনফিশ।

‘ফিশ অন হুইলস’-এর নতুন মডেলের গাড়ি দীঘা ও পুরীতে নামানো হচ্ছে। ইতিমধ্যে নতুন গাড়ির বরাত দেওয়া হয়ে গিয়েছে। গাড়ি এলেই ওই দুই জায়গায় খাবার বিক্রি করা শুরু হবে। ফিশ ফ্রাই, ফিশ ব্যাটার ফ্রাই, ফিশ ফিঙ্গার, ফিশ রোল, ফিস পকোড়া, ফিশ চপ, ফিশ শিক কাবাব থেকে শুরু করে বিভিন্ন বাহারি খাবার সাজিয়ে ‘ফিশ অন হুইলস’ পৌঁছে যাবে দীঘা এবং পুরীতে।

আগামী দিনে রাজ্যের আরও একাধিক জেলা, বিশেষত পর্যটন এলাকাগুলিতেও ‘ফিশ অন হুইলস’ চালু করার পরিকল্পনা রয়েছে সংস্থার। বিশেষ করে জঙ্গলমহল, অযোধ্যা পাহাড়, মালদহ-মুর্শিদাবাদ, শিলিগুড়ি, দার্জিলিং, ডুয়ার্স, কোচবিহার থেকে একেবারে দক্ষিণের সুন্দরবনেও অদূর ভবিষ্যতে ‘ফিশ অন হুইলস’ চালু করার পরিকল্পনা রয়েছে সংস্থার।

Source: Bartaman

95% of Mission Nirmal Bangla accomplished, rest on the fast track to completion

The Panchayats and Rural Development Department has created a silent revolution in Bengal with the Nirmal Bangla Mission by constructing 61,21,088 toilets in rural households. Thus, 95 per cent of the target for making the state open-defecation free (ODF) has been reached. The target of 64,15,430 rural toilets is going to be reached soon.

Nadia was India’s first district that was declared ODF. In Bengal, so far eight districts have been declared ODF – Nadia, South 24 Parganas, North 24 Parganas, Purba Bardhaman, Paschim Bardhaman, Cooch Behar, Hooghly and Purba Medinipur.

Howrah and Malda will be declared ODF by March 2018. The other districts that will be soon declared as ODF are Murshidabad, Dakshin Dinajpur and Birbhum. The Panchayats Department is on a fast track to complete the project for the rest of the districts.

 

নির্মল বাংলা মিশনের ৯৫ শতাংশ কাজ শেষ

নির্মল বাংলা মিশনের মাধ্যমে গ্রাম বাংলায় এক বৈপ্লবিক পরিবর্তন আনছে রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। ইতিমধ্যেই রাজ্যজুড়ে ৬১২১০৮৮ টি শৌচালয় নির্মাণ করে ফেলেছে এই দপ্তর, যা লক্ষ্যমাত্রার প্রায় ৯৫ শতাংশ। বাকি ৫ শতাংশ শৌচালয় নির্মাণের কাজও খুব শীঘ্রই সম্পন্ন হবে।

দেশের প্রথম নির্মল জেলা ঘোষিত হয় নদীয়া। এখন অবধি রাজ্যের আটটি জেলা নির্মল জেলা হিসাবে স্বীকৃতি পেয়েছে। সেগুলি হল, নদীয়া, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, কোচবিহার, হুগলী এবং পূর্ব মেদিনীপুর।

মার্চের মধ্যে হাওড়া ও মালদা জেলাও নির্মল জেলায় রূপান্তরিত হবে। বাকি যে জেলাগুলি ঘুব শীঘ্রই নির্মল জেলা হিসাবে স্বীকৃতি পাবে সেগুলি হল, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর এবং বীরভূম।

Source: Millennium Post

Put an end to the politics of bandh: Mamata Banerjee in Darjeeling

Chief Minister Mamata Banerjee attended the prize distribution ceremony of the Himal-Tarai-Dooars Sports Festival today in Darjeeling. The festival was organised by the Youth Affairs and Sports Department.

A total of 805 clubs and 18,500 athletes (both men and women) participated in martial arts, archery, football and volleyball tournaments.

Sportspersons from the districts of Darjeeling, Alipurduar, Jalpaiguri and Kalimpong along with those from the areas under the jurisdiction of Siliguri Police Coimmissionerate participated in the festival.

 

Highlights of her speech:

  • My heartiest congratulations to all the participants. Successful participants will be inducted as civic volunteers.
  • Bengal Government does not interfere in the workings of the GTA. We respect people of all castes, creed, communities and religion.
  • GTA was created for the development of the region. Local leaders are running the GTA and Bengal Government is providing all the cooperation.
  • We have to maintain peace in the region. If tourists do not come to the Hills, how will the economy of the region prosper?
  • Put an end to the politics of bandh. You can always make your demands.
  • During the Left Front rule, the Chief Ministers hardly visited the Hills. But I visit Darjeeling every 2-3 months.
  • I do not come to only seek votes. I work for the people.
  • You must maintain peace in the region for a better future, for the youth, for students, for everyone.
  • Darjeeling is a popular tourist destination all over the world.
  • Unrest in Darjeeling benefits Sikkim. Sections with vested interests do not want people of Darjeeling to be happy.
  • Whenever we work for the development of the Hills, someone creates violence and the process is pushed back by 10 years.
  • No one can buy-out Darjeeling with money power. You have to win hearts.
  • I believe Darjeeling has a potential to become an industry hub, an IT hub. There is potential in horticulture also.
  • We want development of the Hills. We want welfare of the people. We do not want votes. We want peace. We want jobs for the youth.
  • We will set up a university in the Hills. We have already sanctioned ITI, polytechnic and other drinking water projects for the Hills.
  • We do not want divide-and-rule politics.
  • Thank you to all the people for restoring peace in the Hills. Tourists are coming back. This is a good sign.
  • Let Kanchenjunga keep smiling.

 

বনধের খেলা বন্ধ হওয়া উচিত, দার্জিলিঙে বললেন মুখ্যমন্ত্রী

দীর্ঘ ৭ মাস পর পাহাড়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল তিনি রোহিণীতে সুভাষ ঘিসিং মার্গের নামকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আজ তিনি উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের সহযোগিতায় শিলিগুড়ি পুলিশ কমিশনারেট তথা দার্জিলিং জেলা পুলিশ আয়োজিত হিমল তরাই ডুয়ার্স ক্রীড়া উৎসব ২০১৮-র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে।

এই উৎসবে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট আওতাধীন এলাকা সহ দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলার মোট ৮০৫টি ক্লাব ও ১৮৫০০ জন যুবক-যুবতী মার্শাল আর্ট, তিরন্দাজি, ফুটবল ও ভলিবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

 

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশ:

  • উপস্থিত সকলকে আমার ধন্যবাদ। সফল খেলোয়াড়দের প্রতি বছর আমরা পুরস্কার বিতরণ করি। যারা সফল হয়েছেন তাদের সিভিক ভলেন্টিয়ারের পদে নেওয়া হবে।
  • বাংলার সরকার কখনও দার্জিলিঙের ব্যাপারে হস্তক্ষেপ করে না। আমরা সব ধর্ম, জাতি, শ্রেণী ও বর্ণের মানুষকে শ্রদ্ধা করি।
  • আপনার দার্জিলিং আপনাকেই সামলাতে হবে, সেইজন্যই সকলে মিলে জিটিএ তৈরি হয়েছে। বাংলার সরকার তাদের সব রকম সহযোগিতা করে।
  • আমাদের শান্তি রক্ষা করতে হবে। আপনারা ভালো থাকুন, শান্তিতে থাকুন। দার্জিলিঙে পর্যটকরা না এলে আপনাদের অর্থনীতি চলবে কি করে?
  • বনধের খেলা বন্ধ হওয়া উচিত। আপনাদের যা দাবি আপনারা নিশ্চয়ই তা চাইতে পারেন।
  • বাম আমলে মুখ্যমন্ত্রী পাহাড়ে আসতেন না। অথচ আমি ২-৩ মাস পর পরই পাহাড়ে আসি।
  • আমি ভোট পাওয়ার জন্য আসি না। আমি মানুষের জন্য কাজ করি।
  • আপনাদের ভবিষ্যতের জন্য শান্তিতে দার্জিলিং সামলানো উচিত। ছাত্র-যুব, মা, ভাই-বোনেদের জন্য আপনাদের শান্তি বজায় রাখা উচিত।
  • দার্জিলিং বাংলার অঙ্গ। দার্জিলিং পর্যটনের জন্য সারা বিশ্বে বিখ্যাত।
  • সিকিমে পর্যটক গেলে সিকিমের লাভ বেশি, দার্জিলিঙে সমস্যা হলেও সিকিমের লাভ হয়। কিন্তু ওরা টাকা দিয়ে দার্জিলিং এর শান্তি নষ্ট করতে চায়। সিকিমের তুলনায় দার্জিলিঙের সৌন্দর্য কম নয়।
  • যখনই আমরা পাহাড়ের জন্য উন্নয়ন করি তখনই ওরা এসে আমাদের লোকসান করে দিয়ে যায়। এর ফলে আমরা ১০ বছর পিছিয়ে পরি। আমরা এটা চাই না।
  • টাকা দিয়ে দার্জিলিং কে কেনা যাবে না। দার্জিলিং কে মন দিয়ে জয় করতে হবে।
  • আমি বিশ্বাস করি দার্জিলিং-এ ভালো শিল্প হাব, পর্যটন হাব, আইটি হাব হতে পারে। অর্কিড, ফুলের চাষ ভালোভাবে হতে পারে।
  • আমরা পাহাড়ের উন্নয়ন চাই। আমরা পাহাড়ের মানুষের প্রগতি চাই। পাহাড়ের জন্য চাকরি চাই।
  • পাহাড়ে আমরা বিশ্ববিদ্যালয় তৈরি করব। আমরা ইতিমধ্যেই আই টি আই, পলিটেকনিক ও জল সরবরাহ প্রকল্পের কাজ শুরু করেছি।
  • আমরা বিভেদের রাজনীতি চাই না।
  • দার্জিলিঙে শান্তি ফিরিয়ে আনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। পর্যটকরা এখানে ফিরে আসছেন। এটা খুব ভালো লক্ষণ। দার্জিলিঙে আরও অগ্রগতি হোক।
  • আমরা চাই কাঞ্চনজঙ্ঘার হাসি যেন অমলিন থাকে।

People have rejected the Opposition: Mamata Banerjee in Assembly

Bengal Chief Minister Mamata Banerjee today delivered a speech in the State Assembly during a discussion on the Governor’s address.

During her speech, she highlighted the major achievements of the government. The CM also took a dig at the Opposition, who, she said, do not feel proud is anything good happens in the State.

She also criticised the Union Budget and said it was a flop-show.

 

Highlights of her speech:

  • The Opposition lacks the courage to listen to us. The people of Bengal have rejected them.
  • Why did the Left Front Govt not hike the honorarium of ASHA, ICDS workers? Centre has stopped funds for these projects. We are providing them incentives from our coffers. Is this my crime?
  • They left behind a huge debt burden. We are facing a legacy. We work with limited resources. 45% of borrowings are spent on development in Bengal.
  • In Bengal, CPI(M) and Congress are made for each other. This is nothing new.
  • How much loss was incurred due to demonetisation? How much black money has been recovered? A white paper must be released. GST has negatively impacted the economy.
  • Opposition is obsessed with criticising the Trinamool. They do not feel proud about Bengal. Look at our achievements in social sector.
  • They blame us for everything. Will they next blame us for cloudy weather or lack of rainfall or if the sun does not come out?
  • Congress is helpless without Trinamool in Parliament. And in Assembly they do not show any courtesy.
  • The Opposition even politicises accidents. What did the previous government do when boats capsized in Kakdwip and Kolaghat?
  • Why were rescue forces not allowed to go near the accident site? Who prevented them?
  • Yesterday’s Union budget was hopeless, flop, bluff budget. Funds have been slashed for National Health Mission. SC/ST welfare has not been looked into.
  • The Centre talks about doubling farmers’ income. We have already done that. Income of farmers in Bengal has increased from Rs 93,000 to Rs 2,39,000 in six years.
  • I would urge the Centre to waive off loans of farmers.
  • I am happy to see the MLAs of Darjeeling present in the House. I will visit Darjeeling on February 6. We want the progress of Hills.
  • We have included 34,000 additional farmers in pension scheme. The pension amount has also been increased.
  • Kanyashree girls are our pride. We have hiked their monthly stipend. We have extended the scheme to university. The scheme has been adjudged the best among 63 nations by the UN.
  • We have given scholarships to 57 lakh SC/ST students. We have distributed 70 lakh cycles. The whole process was carried out by e-tendering.
  • From birth to life – we have schemes for all phases of life. We have introduced a new scheme ‘Ruposree’. Six lakh girls will benefit from the scheme.
  • We have started a new scheme ‘Manobik’ wherein 2 lakh physically challenged people will get monthly pension of Rs 1000.
  • 1.3 lakh farmers have been trained. We have decided to abolish mutation fee for the farmers. We have abolished cess on tea. We have formed a fund of Rs 100 crore for the welfare of tea garden workers.
  • Load Sheddings have become a thing of the past. Has the Left forgotten about the dark days? We are trying to solve the problem of low voltage but sections with vested interests are not allowing a power grid at Bhangor.
  • We have been providing free healthcare for the last two years. We already have Swasthya Sathi insurance scheme. We have Mabhoi scheme for journalists. And Centre has now come up with health insurance scheme.
  • For employment generation, we will set up Silicon Valley Asia in Rajarhat.
  • 108 new Police Stations have been created. Out of proposed 73 Women Police Stations, 48 have already been made functional. Number of departments have been reduced from 63 to 52.
  • NCRB report regarding women trafficking in Bengal was misleading. We have sent a letter to the NCRB asking for a corrigendum to be issued.
  • We will start a pension scheme for journalists from April, 2018. We will soon bring a law to give 10% relief to senior citizens in municipal tax.
  • Trinamool believes in communal harmony. Congress-CPI(M) must remember courts give permission to RSS rallies, not us.

 

 

মানুষ বিরোধীদের বয়কট করেছেঃ বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী

আজ বিধানসভায় রাজ্যপালের ভাষণের ওপর একটি আলোচনার জবাবী ভাষণ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তার বক্তৃতায় তিনি সরকারের প্রধান সাফল্যগুলি তুলে ধরেন। বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেন, কখনো তারা রাজ্যের জন্য গর্ব করেন না।

কেন্দ্রীয় বাজেটের সমালোচনা করে তিনি বলেন যে এটি একটি ফ্লপ-শো ছিল।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

  • রাজ্যপালের ভাষণের জন্য তাঁকে আমরা ধন্যবাদ জানাচ্ছি।
  • শুধু হিংসা করলেই হয় না। বিরোধীরা আমার বক্তৃতার সময় উপস্থিত থাকে না। ওরা সরকারের উত্তর শুনতে ভয় পায়।
  • কেন বাম সরকার আই সি ডি এস ও আশা কর্মীদের মাইনে বাড়ায়নি?কেন্দ্রীয় সরকার এই প্রকল্প বন্ধ করে দিয়েছে। আমি ওদের ১৫০০ টাকা আর্থিক সাহায্য করেছি। এটা কি অপরাধ?
  • রাজ্যকে দেনায় জর্জরিত করেছে সিপিএম। আমরা সেই ঋণের বোঝা বহন করছি। আমাকে সীমিত টাকার মধ্যে কাজ করতে হয়। যে টাকা আমরা ধার করি তার ৪৫% টাকা উন্নয়নের জন্য খরচ করি বাকিটা দেনা শোধ করি।
  • বাংলায় চিরকাল সিপিএম-কংগ্রেস এক। এটা নতুন কিছু নয়। মানুষ ওদের বয়কট করেছে।
  • নোট বাতিলের ফলে কত ক্ষতি হয়েছে? কত কালো টাকা ফেরত এসেছে? আজও অজানা। এখনও এর কোন স্বেতপত্র প্রকাশ করা হয়নি। জিএসটির ফলে অর্থনীতি ভেঙে পড়েছে।
  • যত তৃণমূল কংগ্রেসের অন্ধ বিরোধিতা করছেন তত মানুষ তাদের দূরে সরিয়ে দিচ্ছে। বাংলা নিয়ে কখনো ওরা গর্ব করে না। আমাদের আর্থ সামাজিক ক্ষেত্রে বাংলার উন্নতি নিয়ে কথা বলে না।
  • সব কিছুর জন্য ওরা তৃণমূলকে দায়ী করে। শুধু কুৎসা ও অপপ্রচার করে আর টিভিতে ভাষণ দেওয়া ছাড়া আর কোন কাজ নেই। এরপর বলবে রোদ উঠেছে কেন? তৃণমূল জবাব দাও। বৃষ্টি হচ্ছে না কেন? তৃণমূল জবাব দাও। সূর্য উঠছে না কেন? তৃণমূল জবাব দাও। সব কিছুর একটা লিমিত থাকে।
  • মানুষকে অবজ্ঞা করবেন না। মানুষের গণতান্ত্রিক অধিকারকে অশ্রদ্ধা করবেন না।
  • দিল্লিতে তৃণমূলকে ছাড়া কংগ্রেসের চলে না, সংসদ চলে না। আর বিধানসভায় আপনারা কি ব্যবহার করেন। শুধু নোংরা কথা বলা আর dirty game খেলা।
  • একটা দুর্ঘটনা ঘটেছে সেটা নিয়েও রাজনীতি করছে বিরোধীরা। কাকদ্বীপ, কোলাঘাটে যখন নৌকাদুবি হয়েছিল আগের সরকার কি ব্যবস্থা নিয়েছিল? কত ক্ষতিপূরণ দিয়েছিল?
  • গতকাল কেন্দ্রীয় বাজেট পেশ করা হয়ছে।এটা একটা হোপলেস, সুপার ফ্লপ, ব্লাফ বাজেট। না ঘরকা না ঘাটকা বাজেট। ১০০ দিনের কাজের টাকা, ন্যাশনাল হেলথ মিশনের টাকা কমিয়ে দিয়েছে। SC/ST দের জন্য টাকা সেভাবে বরাদ্দ করা হয়নি। সংখ্যালঘুদের টাকা ৪০০০ কোটি টাকা থেকে কমিয়ে ১০০০ কোটি টাকা করা হয়েছে।
  • কৃষকদের আয় নাকি দেড় গুণ বাড়ানো হবে। অথচ আমরা ইতিমধ্যেই তাদের আয় আড়াই গুন বাড়িয়ে দিয়েছি। ৯১ হাজার টাকা থেকে তা বেড়ে দাঁড়িয়েছে বার্ষিক ২,৩৯,০০০ টাকা।
  • কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করব কৃষকদের সব ঋণ মুকুব করে দেওয়ার জন্য।
  • দার্জিলিং এর বিধায়করা এখানে উপস্থিত আমি খুব খুশি, দার্জিলিঙে শান্তি ফিরে এসেছে। আমরা চাই উন্নয়ন হোক। আগামী ৬ ফেব্রুয়ারী আমি দার্জিলিং যাব।
  • কৃষকদের পেনশন ৭৫০ টাকা থেকে বারিয়ে ১০০০ টাকা করে দেওয়া হচ্ছে। আরও ৩৪,০০০ কৃষক এই প্রকল্পের আওতায় আসবেন।
  • কন্যাশ্রী আমাদের গর্ব। ওদের স্কলারশিপ বৃদ্ধি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়েও এই স্কিম চালু করেছি। ৬৩ টি প্রকল্পের মধ্যে কন্যাশ্রীকে প্রথম পুরস্কার দিয়েছে রাষ্ট্রসংঘ।
  • ৫৭ লক্ষ SC/ST ছাত্রছাত্রীদের স্কলারশিপ দেওয়া হচ্ছে। আমরা ৭০ লক্ষ সবুজ সাথী সাইকেল বিতরণ করেছি। সম্পূর্ণ প্রক্রিয়া হচ্ছে ই-টেন্ডারের মাধ্যমে।
  • জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা প্রকল্প চালু করেছি। আমরা একটি নতুন প্রকল্প চালু করেছি যার নাম – রূপশ্রী। এর মাধ্যমে ৬ লক্ষ মেয়ে উপকৃত হবে।
  • আরও একটি নতুন প্রকল্প চালু করা হল যার নাম – মানবিক। এর মাধ্যমে ২ লক্ষ প্রতিবন্ধীদের মাসে ১০০০ টাকা করে পেনশন দেওয়া হবে।
  • ১.৩ লক্ষ কৃষকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কৃষকদের কৃষি জমি মিউটেশন ফি মুকুব করা হয়েছে। আগামী আর্থিক বছরে চা পাতা উৎপাদনের ওপর সেস মকুব করার প্রস্তাব রাখা হয়েছে। কৃষকরা যাতে দ্রব্যের ন্যায্য মূল্য পান সেজন্য বিশেষ তহবিল গঠন করা হবে। এর জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করা হবে।
  • লোডশেডিং আজ বাংলার ইতিহাস। বাম সরকার সেই সব অন্ধকার দিনগুলি ভুলে গেলেন?আমরা লো ভোল্টেজের সমস্যা সমাধান করার চেষ্টা করছি।
  • গত ২ বছর ধরে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে বাংলায়। ইতিমধ্যেই স্বাস্থ্য সাথী প্রকল্প চালু হয়েছে। সাংবাদিকদের জন্য মাভৈ প্রকল্প চালু করেছি। কেন্দ্র এতদিন পর স্বাস্থ্য প্রকল্প আনল।
  • কর্মসংস্থানের জন্য আমরা রাজারহাটে সিলিকন ভ্যলি এশিয়া তৈরি করব।
  • আমরা ১০৮ টি নতুন থানা গড়েছি। ৭৩ টি প্রস্তাবিত মহিলা থানার মধ্যে ৪৮ টি কাজ করা শুরু করে দিয়েছে। সরকারী দপ্তরের সংখ্যা ৬৩ থেকে কমিয়ে ৫২ করা হয়েছে।
  • রাজ্যে নারী পাচার নিয়ে বিভ্রান্তিমূলক রিপোর্ট দিয়েছে NCRB। আমরা ওদের চিঠি দিয়ে বলেছি সংশোধনী আনতে।
  • সাংবাদিকদের জন্য আমরা এপ্রিল থেকে নতুন পেনশন প্রকল্প চালু করব। প্রবীণ নাগরিকদের পুরসভা করে ১০% ছাড় দেওয়া হবে।
  • একতা ও সম্প্রীতি তৃণমূলের চোখের মণি। আরএসএস-এর সভার অনুমতি কোর্ট দেয় আমরা নই এটা সিপিএম কংগ্রেসের মনে রাখা উচিত।

Death knell of BJP has been sounded: Abhishek Banerjee at Howrah

Speaking at the student-youth convention of Trinamool Congress, AITYC National President Asbhishek Banerjee today said that the death knell of BJP has been sounded. “They got two goals in Bengal and three goals in Rajasthan. Their downward spiral began in Gujarat. Du hajar unish (2019), BJP finish,” he commented.

He also had a message for the party workers: “Old workers are our assets. The new workers must learn about the struggles and movements of Mamata Banerjee. We all have to work unitedly.”

He took a dig at the Opposition. “For conducting bike rally in Bengal they are hiring workers/bikes from UP. They do not have any base here. Those who used to wear red jerseys for CPI(M) are seeking votes wearing saffron shirts today. People have rejected the negative politics of the Opposition. They only indulge in canards and conspiracies.”

He also said that those who gave the slogans ‘Bhaag Mamata Bhaag’ are nowhere to be seen today.

Regarding the upcoming Panchayat polls, he said, “We have to win people’s trust in Panchayat polls. Let the Opposition indulge in smear campaign, we will continue the surge of development.”

Abhishek maintained, “We never take any anti-people policies. On the other hand, Centre is bringing FRDI Bill. You will never no longer have any control over your savings.”

Abhishek Banerjee reiterated, “We will never bow our heads before anyone. We are answerable to the people. Mamata Banerjee is not in politics for votes. She is committed to the welfare and development of the people of Bengal.”

 

বিজেপি সরকারের বিদায়ঘণ্টা বেজে গেছেঃ অভিষেক বন্দ্যোপাধ্যায় হাওড়ায়

 

আজ তৃণমূলের ছাত্র যুব সম্মেলনে বক্তব্য রাখেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ওরা যত মুখ্যমন্ত্রীর বিরোধিতা করেছে, তত মুখ থুবড়ে পড়েছে। ৩ গোল খেয়ছে রাজস্থানে, ২ গোল খেয়েছে বাংলায়, গুজরাট থেকেই বিজেপি সরকারের বিদায়ঘণ্টা বেজে গেছে। ২০১৯ বিজেপি ফিনিশ।

দলের কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমাদের পুরনো দিনের কর্মীরা আমাদের দলের সম্পদ। যারা নতুন এসছেন, তাদের তৃণমূলের ইতিহাস, মমতা বন্দ্যোপাধ্যায়ের গণ আন্দোলন সম্বন্ধে জানতে হবে। নতুন আর পুরনোর সংমিশ্রণেই একটা দল বলবান হয়, বুথে-ব্লকে পুরনো কর্মীদের চিনতে হবে।

বিরোধীদের উদ্দেশ্যে বলেন, বাইক র‍্যালি করতে হলে উত্তর প্রদেশ থেকে বাইক নিয়ে আসতে হচ্ছে, বাইক জোগাড় করতে পারে না, ভোট চায় কোন মুখে? যারা সিপিএমের হয়ে দুর্নীতি করত, দাদাগিরি করত, তারাই আজ বিজেপির হয়ে ভোট চাইতে যাচ্ছে, কুৎসা ও বিরোধিতার যোগ্য জবাব মানুষ দিয়েছে।

তিনি আরও বলেন, ভাগ মমতা ভাগ যারা বলেছিল, আজ তাদের অণুবীক্ষণ যন্ত্র দিয়েও বাংলার মাটিতে খুঁজে পাওয়া যায় না।

আগামী পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে তিনি বলেন, আগামী ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে আমাদের সব জায়গায় গণতান্ত্রিক ভাবে শান্তিপূর্ণ ভোটের মাধ্যমে আমাদের মানুষের সমর্থন, ভালোবাসা, আস্থাকে পাথেয় করে সেটা অর্জন করতে হবে, মানুষকে আমাদের উন্নয়নে সামিল করতে হবে। যারা কুৎসা করছে, তাদের করতে দিন, আমরা উন্নয়নে ছিলাম, মানুষের পাশে ছিলাম, আমরা মানুষের পাশে থাকবো।

অভিষেক আরও বলেন, এফআরডিআই থেকে শুরু করে, নোটবাতিল, জিএসটি একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে। এফআরডিআই বিল পাস হলে আপনার কর দেওয়া ব্যাঙ্কে রাখা গচ্ছিত টাকার উপর আগামীদিনে আপনার অধিকার থাকবে না।

তিনি বলেন, মানুষকে আঘাত করবে এরম কোনও সিদ্ধান্ত আমরা নিতে পারব না, আমরা মানুষের প্রতি দায়বদ্ধ। মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের রাজনীতি করেন না, আমরা উন্নয়নের পরিষেবা প্রতি মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে চাই।

10 major features of Bengal Budget 2018

Bengal Finance Minister Dr Amit Mitra today presented the State Budget for the year 2018-19 at the West Bengal Legislative Assembly.

The Budget laid stress on social welfare as well as employment generation. From farmers to tea garden workers, people with disabilities to women empowerment, there were several major announcements.

Ruposhree and Manobik were two new schemes announced in the Budget today.

 

Here are the key features of Bengal Budget 2018-19:

  • To provide relief to common people as well as the real estate sector – stamp duty reduced by 1% on properties (rural as well as urban) up to Rs 1 crore. Stamp duty will be reduced to 6% from existing 7%.
  • Tea sector is facing a lot of hardship. They have not been able to recuperate from the problems. In the FY 2018-19 and 2019-20, the Finance Minister proposed to abolish agricultural income tax in tea gardens completely. The Government will also abolish cess on tea industry. Twenty-five lakh tea workers will be benefited.
  • Due to the absence of banks, the economy in rural areas is mostly cash-dependent. Due to demonetisation, the farmers of Bengal faced a lot of hardships. We have already abolished khajna tax on agricultural land. The Government has decided to abolish mutation fee on agriculture also. This will benefit lakhs of farmers.
  • The State has made great strides in agriculture. It has created new records in food-grain production. The State is No. 1 in the production of vegetables, and No. 2 in potato production. To ensure farmers get the right price for their produce, the Government will create a special fund of Rs 100 crore for farmers.
  • The State provides old-age pension to farmers. The Finance Minister proposed to increase the monthly pension from Rs 750 to Rs 1000. The number of beneficiaries will increase from 66,000 farmers to one lakh farmers. Additional 34,000 farmers will hence benefit from this scheme.
  • For the empowerment of girls in Bengal, the Chief Minister launched the Kanyashree scheme. The state spends Rs 1,250 crore per annum for this scheme. This is a great step towards social reform. The annual stipend is proposed to be increased from Rs 750 to Rs 1000. Lakhs of girls will be benefitted.
  • A lot of families face hardship arranging money for the marriage of their daughters. The State wants to stand by these families. Families with annual income less than Rs 1.5 lakh, will get Rs 25,000 to facilitate the marriage of their daughters after they attain the age of 18. This scheme will be called Ruposhree. Rs 1,500 crore allocated for this scheme. Six lakh families will benefit.
  • Persons with 40% disabilities or more will receive a monthly pension of Rs 1,000. The scheme will be called Manobik. Rs 250 crore for this scheme allocated for this scheme.
  • Budget proposal worth Rs 2,14,958.75 crore presented for FY 2018-19.
  • Despite the hurried implementation of GST and demonetisation, the State has created 8,92,000 jobs in the last fiscal year.

 

 

২০১৮-১৯ অর্থবর্ষের বাজেটের উল্লেখযোগ্য ১০ টি প্রস্তাব

আজ বিধানসভায় ২০১৮-১৯ অর্থবর্ষের বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী অমিত মিত্র।

বাজেটে সামাজিক কল্যাণ ও কর্মসংস্থান সৃষ্টি থেকে কৃষক, চা বাগান কর্মী, নারী ক্ষমতায়ন, প্রতিবন্ধী মানুষ সহ সকলের জন্য বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

আজ বাজেটে ‘মানবিক’ ও  ‘রূপশ্রী’ এই দুই নতুন প্রকল্পের ঘোষণা করলেন অমিত মিত্র।

 

বাজেটের উল্লেখযোগ্য কিছু প্রস্তাবঃ

  • গৃহ নির্মাণ শিল্পের ক্ষেত্রে ৪০ লক্ষ টাকা থেকে ১ কোটি টাকা অবধি সম্পত্তি মূল্যের ওপর স্ট্যাম্প ডিউটি ১% হারে ছাড় দেওয়ার প্রস্তাব রাখছি। গ্রামাঞ্চলে স্ট্যাম্প ডিউটি বর্তমানে ৬% থেকে কমে ৫% হবে এবং শহরাঞ্চলে ৭% থেকে কমে ৬% হবে। এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষ ও গৃহ নির্মাণ শিল্প বিশেষ ভাবে উপকৃত হবে।
  • ছোট চা বাগান অনেক সমস্যার সম্মুখীন হয়েছে, যার প্রভাব এখনও সম্পূর্ণ কাটেনি। আগামী ২০১৮-১৯ ও ২০১৯-২০ অর্থবর্ষে কৃষি আয়কর সম্পূর্ণ ছাড় দেওয়ার প্রস্তাব রাখছি। এর ফলে ২৫ লক্ষ চা শ্রমিক উপকৃত হবেন। আগামী আর্থিক বছরে চা পাতা উৎপাদনের ওপর সেস মকুব করার প্রস্তাব রাখা হচ্ছে।
  • গ্রামাঞ্চলে ব্যাঙ্কিং পরিষেবার অভাবে কৃষি অর্থনীতি নগদ টাকা লেনদেনের ওপর নির্ভরশীল। নোট বাতিলের সিদ্ধান্তের জন্য কৃষি অর্থনীতি ভেঙে পড়েছে। কৃষকদের প্রদেয় খাজনা মুকুব করা হয়েছে। তাদের আরও আর্থিক সহায়তা দেওয়ার জন্য কৃষিজমি  মিউটেশন ফি মুকুব করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে লক্ষ লক্ষ কৃষক ভাইবোনেরা উপকৃত হবে।
  • বিগত ৬ বছরে আমরা কৃষিতে অনেক উন্নতি করেছি। খাদ্যশস্য উৎপাদনে আমরা নতুন নজির গড়েছি। শাক সবজি উৎপাদনে দেশের মধ্যে প্রথম স্থান ও আলু উৎপাদনে দ্বিতীয় স্থান অধিকার করেছে বাংলা। কৃষকরা যাতে দ্রব্যের ন্যায্য মূল্য পান সেজন্য বিশেষ তহবিল গঠন করা হবে। এর জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করা হবে।
  • বয়স্ক কৃষক ও তাদের পরিবারের সাহায্যের জন্য রাজ্য বার্ধক্য ভাতা প্রদান করে। বর্তমানে গড়ে ৬৬০০০ কৃষক ভাই-বোনেরা এই প্রকল্পে মাসে ৭৫০ টাকা পেনশন পান। এই পেনশন ৭৫০ থেকে বাড়িয়ে ১০০০ করার প্রস্তাব দেওয়া হচ্ছে। এছাড়া এই ভাতা প্রাপকদের সংখ্যা ৬৬০০০ থেকে বাড়িয়ে ১ লক্ষ করার প্রস্তাব দিচ্ছি। ফলে আরও ৩৪০০০ কৃষক এই পেনশন লাভ করবে।
  • বাংলার মেয়েদের শিক্ষার উন্নতি, প্রশস্তি ও প্রগতির জন্য মুখ্যমন্ত্রীর একান্ত নিজস্ব উদ্যোগে কন্যাশ্রী প্রকল্প এগিয়ে চলেছে। এই প্রকল্পে রাজ্য বছরে ১২০০ কোটি টাকা ব্যয় করে। সমাজ সংস্কার গঠনের ক্ষেত্রে এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ। কন্যা সন্তানদের শিক্ষা আরও উন্নতির লক্ষ্যে তাদের বার্ষিক বৃত্তির পরিমাণ ৭৫০ টাকা থেকে বাড়িয়ে ১০০০ টাকা করার প্রস্তাব করা হচ্ছে। এর ফলে রাজ্যের লক্ষ লক্ষ মেয়ে উপকৃত হবে।
  • অনেক গরীব পরিবার মেয়ের বিবাহের খরচ জোগাড় করতে অসুবিধায় পড়েন। আমাদের সরকার সেইসব অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের ভার লাঘব করতে অঙ্গীকারবদ্ধ। যে সকল পরিবারের বার্ষিক আয় দেড় লক্ষ টাকার কম তাদের মেয়েদের ১৮ বছর বয়সের পর বিবাহ হলে আরও একাকালীন ২৫০০০ টাকা সহায়তা পাবে। মাননীয়া মুখ্যমন্ত্রীর এই স্বপ্নের প্রকল্পের নাম ‘রূপশ্রী’। এই প্রকল্পের জন্য ১৫০০ কোটি টাকা বরাদ্দ করা হল। এর মাধ্যমে ৬ লক্ষ পরিবার উপকৃত হবে।
  • যাদের প্রতিবন্ধকতা ৪০% বা তার বেশি রয়েছে তাদের মাসে ৭৫০ টাকা পেনশন দেওয়া হয়, এদের কথা ভেবে নতুন পেনশন প্রকল্প চালু করা হল। এই প্রকল্পের নাম ‘মানবিক’। এই প্রকল্পে ২ লক্ষ মানুষকে ১০০০ টাকা মাসিক পেনশন দেওয়া হবে। এই প্রকল্পের জন্য ২৫০ কোটি টাকা বরাদ্দ করা হল। এটি মুখ্যমন্ত্রীর নিজস্ব পরিকল্পনায় সৃষ্টি।
  • ২০১৮-২০১৯ অর্থবর্ষের জন্য ২,১৪,৯৫৮.৭৫ কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
  • মা মাটি মানুষের সার্বিক উন্নয়নের প্রধান লক্ষ্য আরও বেশি কর্মসংস্থান সৃষ্টি। ২০১৭-২০১৮ অর্থবর্ষে পরিকল্পনাহীন ও তাড়াহুড়ো করে চালু করা জিএসটি ও নোট বাতিলের ধাক্কা সত্ত্বেও আমরা রাজ্যে ৮,৯২,০০০ কর্মসংস্থান সুনিশ্চিত করতে পেরেছি।

 

Bengal CM inaugurates 42nd Kolkata International Book Fair

Bengal Chief Minister Mamata Banerjee inaugurated the 42nd Kolkata International Book Fair today. The focal theme country for 2018 is France.

This is for the first time that the fair will be held at Central Park in Salt Lake.

The state Transport department will run 131 additional buses on weekdays and 177 buses on weekends to facilitate the visitors, particularly those who come from the districts by train and get down at either Howrah or Sealdah railway stations.

France Day will be observed on January 31, followed by Bangladesh Day on February 3, where some Russian authors will interact with Bengali authors.

This will be followed by Children’s Day on February 4. The Kolkata literature festival will be held from February 8 to 10.

Well known publishers from the country and abroad are taking part in the fair along with their local counterparts. One of the major attractions are five books penned by Chief Minister Mamata Banerjee, including a book on rhymes for children.

Following the inauguration, the Chief Minister put up a Facebook post:

The much-awaited festival of books has arrived.

Today, I was present in the inauguration ceremony of 42nd International Kolkata Book Fair at Central Park, Salt Lake.

From 31st January to 11th February, 2018, it is going to be the usual celebration with books here in this great event in Kolkata.

Soumitra Chatterjee was felicitated in today’s programme for his outstanding contribution to the world of creativity.

This year, the theme country is France. Mr Alexander Ziegler, HE Ambassador of France was present on the occasion.

I also inaugurated stalls of Kolkata Police, West Bengal Police and “Jago Bangla”.

9 books authored by me, including 2 translated versions in Santali and Hindi of my earlier works, have been published today from the book fair. With these, the number of books authored by me during the spare time I can manage goes up to 79.

The next Kolkata Book Fair will be inaugurated on 19th January, 2019.

My best wishes to all.

 

 

কলকাতা বইমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

বিধাননগর সেন্ট্রাল পার্কে ৪২তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বইমেলা চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। উপস্থিত ছিলেন ফরাসি রাষ্ট্রদূত আলেকজান্ডার জেইগলার এবং অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

মেলা–‌প্রাঙ্গণে আলোকস্তম্ভ, ওয়াচ টাওয়ার লাগানো হয়েছে। বসেছে পথ–‌নির্দেশিকাও। মেলা–‌চত্বরে এবারও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের উদ্যোগে থাকছে পাউচে পানীয় জলের ব্যবস্থা।বইমেলায় আসা বইপ্রেমীদের নিরাপত্তায় বেশ কিছু পদক্ষেপ করেছে বিধাননগর পুলিস। মানুষের যাতায়াতে ও মেলা–‌প্রাঙ্গণের ভেতরে–‌বাইরে যাতে অসুবিধে না হয়, তার জন্য নানা ব্যবস্থা করা হয়েছে। গাড়ি কোথায় পার্কিং করা যাবে?‌ সেখানে জায়গা আছে কি?‌ জেনে নেওয়া যাবে বিধাননগর পুরসভার নতুন অ্যাপ ‘‌IKBF-BMC Car Park‌’‌ থেকে।

এই প্রথম শিশুদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা থাকছে। কোনও শিশু হারিয়ে গেলে দ্রুত যাতে তার অভিভাবকের সঙ্গে যোগাযোগ করা যায়, তার জন্য থাকছে ‘‌চিলড্রেন কার্ড’‌। সেখানে শিশুর নাম, বয়স, অভিভাবকের নাম, তাঁর সঙ্গে সম্পর্ক এবং ফোন নম্বর লেখার জায়গা থাকবে। বইমেলায় ঢুকেই ওই কার্ড নিয়ে, পূরণ করে শিশুর পকেটে রেখে দিতে হবে।

নিরাপত্তা–‌নজরদারিতে বইমেলাকে ৪টি ‘‌জোনে’‌ ভাগ করা হয়েছে। ৮টি ওয়াচ টাওয়ার, সিসিটিভি–‌র মাধ্যমেও নজরদারি চলবে। ব্যাগ পরীক্ষা করা হবে। অস্ত্র নিয়ে ঢোকা যাবে না। মেলায় কোথায় কোন্‌ স্টল রয়েছে তা জেনে নেওয়া যাবে ‌‘‌International Kolkata Book Fair 2018‌’‌ অ্যাপ থেকে। ‘‌বইমেলা স্পেশ্যাল’‌ বাস পাওয়া যাবে ৯ নম্বর ট্যাঙ্কের কাছে খোলা জায়গা থেকে।বইমেলার দিনগুলোয় পরিবহণ দপ্তরের তরফে অতিরিক্ত ২০০টি সরকারি এসি, নন-এসি বাস চালানো হবে।

Bengal Govt to lay underground cables for TV & internet

Following the instruction of Chief Minister Mamata Banerjee, the State Government has decided to lay underground cables for the transmission of television and internet services across the 126 municipalities and six municipal corporations.

The project would be overseen by the State Government’s Urban Development and Municipal Affairs Department. The cables would be laid by the process of microtunnelling.

Soon, the department would hold meetings with multi-system operators (MSO), cable operators and telecom firms, for whom the cables would be laid, to explain to them the government’s stand as well as listen to their suggestions. It has been decided, as of now, that a certain amount of money would have to be paid by them in lieu of the work to be done by the government.

The initiative is under the newly-introduced scheme, Green City Mission, which aims at developing sustainable and eco-friendly ‘Green and Clean Cities’ and planned development of all the municipal cities and towns of Bengal.

 

রাজ্য জুড়ে টিভি-ইন্টারনেটের কেবল নেওয়া হবে ভূগর্ভ দিয়ে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবার রাজ্য জুড়ে টিভি চ্যানেল এবং ইন্টারনেট পরিষেবার কেবল মাটির নীচ দিয়ে নিয়ে যাওয়া হবে।

রাজ্যের ১২৬টি পুরসভা এবং ছ’টি পুরনিগম এলাকাতেই এই ব্যবস্থা করা হবে। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী এই কেবল মাটির তলা দিয়ে করার নির্দেশ দিয়েছেন। গ্রিন সিটি প্রকল্পের আওতায় সমস্ত পুরসভায় এই কাজ করা হবে।

মাইক্রো টানেলিং ব্যবস্থার মাধ্যমে এই প্রকল্প করা হবে। ফুটপাথের তলা দিয়ে এই মাইক্রো টানেলগুলি বসানো হবে। তার মধ্যে দিয়ে কেবলগুলি নিয়ে যাওয়া হবে।

খুব শীঘ্রই এবিষয়ে পুরসভাগুলি, এমএসও এবং কেবল অপারেটরগুলি সঙ্গে বৈঠক করা হবে। এই কাজ করার জন্য কেবল অপারেটর, টেলিকম সংস্থা বা এমএসও’দের পুরসভাকে একটা টাকা দিতে হবে। পাশাপাশি তাদের এবিষয়ে কি কি দাবি আছে তাও শোনা যাবে।

Source: Bartaman

Bengal Panchayat Dept presents success of Ushar Mukti Scheme through coffee table book

The success of the Ushar Mukti Scheme, being implemented by the Bengal Government’s Panchayats and Rural Development Department, in transforming fallow land to cultivable land, has been showcased through a coffee table book, titled Transforming Land and Lives.

The scheme is being implemented through the Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA) Scheme in Jhargram, Purulia, Bankura, Birbhum, Paschim Medinipur and Purba Bardhaman districts, covering 55 blocks, 472 gram panchayats and more than 2,000 watershed areas. The total area under the project will be around 14 lakh hectares.

The book is being done by the department. The book will have 110 pictures, of which 15 will be full-page pictures. The success stories will have an English and a Bengali version on each page. The 70 to 80-page book will be accompanied by an eight to 12-page ‘brief folder’, which will be added to the book jacket.

Two examples of success stories are the large mixed-fruit orchards which have been planted at Keshavpur village in Dunishol gram panchayat and at Duttakeshavpur village in Punishol gram panchayat, both in Bankura district’s Onda block.

 

অনাবাদী জমিকে ফসলি করার উপাখ্যান নিয়েই মলাটবন্দি হচ্ছে ‘ঊষার মুক্তি’

এ রাজ্যে অনাবাদী, রুক্ষ জমিতে ফসল ফলানো ১০০ দিনের প্রকল্পের অন্যতম কর্মসূচি। ‘ঊষার মুক্তি’ নামে এই কর্মসূচির সাফল্যকে মলাটে মুড়ে বইয়ের আকারে প্রকাশ করছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। বইয়ের নাম দেওয়া হয়েছে ‘কফি টেবিল বুক’।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় আপাতত পাইলট প্রজেক্ট হিসেবে বাঁকুড়ার ওন্দা ব্লকের অভাবনীয় সাফল্যকে ঘিরেই আবর্তিত হবে পঞ্চায়েত দপ্তরের এই প্রয়াস। এরপর জঙ্গলমহলের রুক্ষ অনাবাদী পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বীরভূমের বিভিন্ন ব্লকে অনাবাদী জমি কীভাবে ফসলি হয়ে উঠেছে, তার বিবরণও সাধারণ মানুষের সামনে তুলে ধরার পরিকল্পনা রয়েছে।

অনাবাদী, রুক্ষ জমিতে কীভাবে ফসল ফলানো হয়েছে, ইংরেজি ও বাংলায় লেখা সেরকম ২০টি প্রতিবেদন দিয়েই তৈরি হচ্ছে বইটি। এই বইয়ে রাখা হচ্ছে ১১০টি ছবি, যার মধ্যে ১৫টি থাকছে পাতাজুড়ে। বইয়ের প্রতি পাতায় থাকছে একটি ইংরেজি ও একটি বাংলায় লেখা সাফল্যের ‘গল্প’। ৭০ থেকে ৮০ পাতার এই বইয়ের সঙ্গে থাকছে ৮ থেকে ১২ পাতার একটি ‘ব্রিফ ফোল্ডার’ও। কফি টেবিল বুকের জন্য তৈরি সুদৃশ্য জ্যাকেটের সঙ্গেই থাকবে এই ব্রিফ ফোল্ডারটি।

Source: Bartaman