PNB fraud is tip of the iceberg, money laundering happened during demonetisation: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee on Sunday took a swipe at Modi government over the Punjab National Bank fraud saying, money laundering happened during demonetisation.

State-owned PNB has been rocked by the fraud involving billionaire diamond jeweler Nirav Modi who allegedly acquired fraudulent Letters of Undertaking (LoUs) from a branch in Mumbai to secure overseas credit from other Indian lenders.

“This is just the tip of the iceberg. This big banking fraud was fuelled at the time of Demonetisation. Big money laundering happened during DeMo,” she said in a tweet.

She further claimed that key bank officials were changed. “Who are these people put in? There are more banks involved. The full truth must come out,” she said.

 

নোটবাতিলের সময় বেড়ে যায় ব্যাঙ্ক দুর্নীতি: মমতা বন্দ্যোপাধ্যায়

পিএনবি দুর্নীতি নিয়ে আবারও সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তিনি বলেন নোটবাতিলের সময় টাকা তছরুপ হয়েছিল।

একটি টুইটে মুখ্যমন্ত্রী বলেন, এটা তো হিমশৈলের চুড়ো (the tip of the iceberg) মাত্র। নোটবাতিলের সময় এই ব্যাঙ্ক দুর্নীতি আরও বেড়ে গেছিল। নোটবন্দির সময় প্রচুর টাকা তছরুপ হয়েছিল।

তিনি আরও দাবি করেন ওই সময় উচ্চপদস্থ ব্যাঙ্ক অফিসারদের বদল করা হয়। তিনি দাবি জানান তাদের পরিচয় জনসমক্ষে আসুক। “আরও অনেক ব্যাঙ্ক জড়িত। সম্পূর্ণ সত্য প্রকাশ হোক” বলেন মুখ্যমন্ত্রী।

Now, get a ‘machh-bhaat’ meal for Rs 21 at govt stalls

Bengal Government is going to provide low-cost meals for citizens.

Ekushe Annapurna, named after the typically Bengali lunch of dal, rice and fish curry that will come at a princely sum of Rs 21, will start as a pilot project at five places in the city from March. The final plan envisages having a total of a hundred such stalls across the state.

Initially this pilot project will be rolled out at five places – the Ruby crossing, Gariahat, DLF in New Town, Shyambazar and Salt Lake — in Kolkata, where people will get their lunch at Rs 21 only. This will start from March. There will be a hundred stalls across the state from May.

The meals will be available at a specific time to start with but, at a later stage, there are plans to make this an all-day affair.

 

চালু হচ্ছে ‘একুশে অন্নপূর্ণা’ প্রকল্প, ২১ টাকাতেই মাছ-ভাত

কথায় বলে মাছে ভাতে বাঙালি। যত‌ই বিরিয়ানি বা চাউমিন দিয়ে উদরপূর্তি করা হোক না কেন, সারাদিনে একবার জমিয়ে মাছ ভাত না খেলে, বাঙালির যেন দিনের খাওয়া সম্পূর্ণ হয় না। কিন্তু মাছের যা দাম তাতে বাজারে গেলে আঁতকে উঠতে হয়। তবে রাজ‍্য মৎস্য দপ্তরের নতুন পাইলট প্রজেক্টের মাছ ভাতের জন‍্য আর হাপিত্যেশ করতে হবে না আম বাঙালিকে। ‘একুশে অন্নপূর্ণা’ নামের এই প্রকল্পে মাত্র ২১ টাকায় পাওয়া যাবে ৫০ গ্রাম মাছ, ভাত, ডাল ও সবজি।

পাইলট প্রকল্প হিসাবে বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগের এই প্রকল্প আপাতত চালু হয়েছে সল্টলেকের ডিএল‌এফ, রুবি, গড়িয়াহাট, শ‍্যামবাজার এলাকায়। আপাতত জেলার ডিএম অফিসের সামনে বিক্রি হবে। ব্যাটারিচালিত গাড়িতেই খাবার নিয়ে বিক্রেতারা পৌঁছে যাবেন এসব এলাকায়।

পরবর্তীকালে ১ মে থেকে রাজ‍্যের সব জেলার জেলাশাসকের দপ্তরের সামনে ও বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ‘একুশে অন্নপূর্ণা‘র স্টল দেওয়া হবে। এই প্রকল্পর কথা নবান্ন সূত্রে আগেই ঘোষণা করা হয়েছিল। এবার তারই পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে শহরে। এমন আয়োজনে বড়সড় সাড়া মিলবে বলেই আশা প্রকল্পের সঙ্গে যুক্ত স্বনির্ভর গোষ্ঠীগুলিরও।

সস্তায় মাছ, ভাত খাওয়ার এমন সুবর্ণ সুযোগ করে দেওয়ায় সাধারণ মানুষের যে দারুণ সুবিধা হতে চলেছে, তা বলাইবাহুল্য। প্রত্যেকেই তাকিয়ে রয়েছেন, এই পরিষেবা কবে থেকে চালু হবে সেদিকে।

Bengal Govt’s Patha Sathi motels in all 23 districts

Chief Minister Mamata Banerjee’s initiative to set up motels along the state and the national highways – named Patha Sathi – has now spread across the state. All the 23 districts of Bengal now have Patha Sathi motels.

Each of the motels have toilets and rooms where people can take rest and have their breakfast and dinner. The State Housing Department has set up the motels. There are plans to set up more such motels in the future.

The motels are run by women belonging to self-help groups (SHG). They have helped the women to become financially self-reliant. Breakfast and dinner are prepared and served by women looking after the place. The rooms are spacious and have attached toilets. There are both air-conditioned and non-air-conditioned rooms.

Ever since Mamata Banerjee started visiting the districts regularly as a leader of the Opposition, after founding Trinamool Congress in 1998, she found that because of lack of toilets, those who travelled along state and national highways, particularly women, faced problems. In those days, petrol pumps along the highways also did not have toilets. So, after coming to power in 2011, she sanctioned the project.

After the upgrading of the state and national highways, more and more people are visiting different places in cars. Resorts have come up in remote areas and during holidays, people visit them by road. As the number of people traveling along highways has gone up, the necessity of motels for brief stays, where food is available along with clean toilets, has gone up too.

Hence, the project has been a huge success. In many places, the motels are booked almost throughout the year

 

রাজ্য সরকারের ‘পথ সাথী’ মোটেল এবার ২৩ জেলাতেই

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য সড়ক ও জাতীয় সড়কের ধারে মোটেল এবার সারা রাজ্যে ছড়িয়ে পড়ল। এই মোটেল গুলির পোশাকি নাম ‘পথ সাথী’। এখন রাজ্যের ২৩টি জেলাতেই পথ সাথী মোটেল আছে।

প্রতিটি মোটেলেই শৌচালয় ও থাকার ঘর আছে। বাতানুকূল ও সাধারন দুই ধরনের ঘরই আছে। এই মোটেলগুলিতে মানুষ বিশ্রাম নেওয়ার পাশাপাশি প্রাতরাশ ও নৈশভোজও সারতে পারবেন। ভবিষ্যতে আরও মোটেল তৈরী হবে।

এই মোটেলগুলি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা পরিচালনা করেন। এতে মহিলারাও স্বাবলম্বী হচ্ছেন। প্রাতরাশ ও নৈশভোজ তৈরী করা থেকে শুরু করে পরিবেশনও এই মহিলারাই করেন।

১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস গঠনের পর থেকে বিরোধী নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক জেলা সফর করেছেন ও দেখেছেন রাস্তাঘাটে শৌচালয়ের অভাবে খুব অসুবিধায় পড়তে হয় মহিলাদের। তাই তিনি ২০১১তে ক্ষমতায় আসার পর এই প্রকল্পের অনুমোদন দেন।

রাজ্য সড়ক ও জাতীয় সড়কের সংস্কারের পর এখন অনেকেই গাড়িতে করে দূর-দূরান্তে যাতায়াত করেন। প্রত্যন্ত পর্যটন অঞ্চলগুলিতেও রিসর্ট তৈরী হয়েছে। যেহেতু পর্যটকের সংখ্যা বাড়ছে, তাই, মোটেলের প্রয়োজনও বাড়ছে।

স্বাভাবিক ভাবেই, এই প্রকল্পের সাফল্য তুঙ্গে। কোনও কোনও মোটেল সারা বছর বুক করা থাকে।

Source: Millennium Post

Common people denied loans while some getting crores: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee today expressed her anguish at the denial of loans to common people by banks, while some special people were getting crores of rupees.

In a tweet, the CM said: “Those who have Kisan Credit Cards and are entitled to loans are being denied loans. And yet some VIP bank customers are looting this country.”

She added that the self-help groups, those who run small businesses, and other commoners, are deprived of loans. And yet, special people are being given thousands of crores of rupees.

“Why this fraud? Why this fraud?” she commented.

 

 

সাধারন মানুষ ঋণ পাচ্ছে না, কেউ কোটি কোটি টাকা আত্মসাৎ করছেঃমমতা বন্দ্যোপাধ্যায়

 

পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কের বিপুল দুর্নীতি নিয়ে আজ আবারও সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ ঝাড়গ্রাম জেলার এক প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী উষ্মা প্রকাশ করেন, যে সাধারন মানুষ ব্যাঙ্ক থেকে সহজে ঋণ পাচ্ছে না।

তিনি বলেন, “মানুষকে ঋণ দিচ্ছে না, চাষিকে ঋণ দিচ্ছে না, স্বনির্ভর গোষ্ঠীগুলি ঋণ পাচ্ছে না, যদিও ব্যাঙ্ক এই ঋণ ফেরত পাবে। (কিন্তু) এমন এমন (লোককে) ঋণ দিচ্ছে, (যারা) টাকা গুলো মেরে দিয়ে চলে যাচ্ছে… হাজার হাজার কোটি টাকা। এটাকে পারস্যু করতে হবে, ব্যাঙ্কারদের মিটিংয়ে আবার তুলতে হবে ব্যাপারটা।”

প্রসঙ্গত, গতকাল তিনি বেলপাহাড়ির জনসভায় পিএনবি দুর্নীতি ইস্যুতে বলেন, এর তদন্ত না করা পর্যন্ত ছাড়ব না৷ পিএনবিতে সাড়ে এগারো হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে৷ কেলেঙ্কারির তদন্ত করতে হবে৷ কে ঋণ দিল? কে নিল? সামনে আনতে হবে৷ তদন্ত না করা পর্যন্ত ছাড়ব না৷

Mamata Banerjee demands time-bound probe into PNB fraud

Bengal Chief Minister Mamata Banerjee today demanded a thorough and time bound investigation into the fraud in state-owned Punjab National Bank.

She said that a scam of over Rs 11,000 crore has taken place and the people’s savings are not safe.

“Look what happened at Punjab National Bank. A scam of more than Rs 11,000 crore. People’s savings are not safe. There must be a thorough, time bound enquiry,” she said in a tweet.

In what could be the biggest banking fraud in India, PNB had yesterday said that it has detected a USD 1.77 billion (about Rs 11,400 crore) scam in which billionaire jeweller Nirav Modi allegedly acquired fraudulent letters of undertaking from one of its branches for overseas credit from other Indian lenders.

 

 

পিএনবি দুর্নীতির তদন্ত চাই: মমতা বন্দ্যোপাধ্যায়

 

পাঞ্জাব ন্যাশানাল ব্যাংকের হাজার হাজার কোটি টাকার প্রতারণার অভিযোগে উত্তাল গোটা দেশ৷ এবার সেই দুর্নীতির তদন্ত চেয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এর তদন্ত না করা পর্যন্ত ছাড়ব না৷

আজ বেলপাহাড়ির একটি প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী বলেন, পিএনবিতে সাড়ে এগারো হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে৷ কেলেঙ্কারির তদন্ত করতে হবে৷ কে ঋণ দিল? কে নিল? সামনে আনতে হবে৷ তদন্ত না করা পর্যন্ত ছাড়ব না৷

বুধবার পিএনবি কর্তৃপক্ষ জানায় তাদের মুম্বইয়ের একটি শাখায় ১১ হাজার ৪০০ কোটি টাকা জালিয়াতি হয়েছে৷সিবিআইয়ের কাছে পিএনবি-র তরফে কোটিপতি ব্যবসায়ী নীরব মোদীর নামে অভিযোগ দায়ের করা হয়েছে বলে খবর।পাশাপাশি একটি জুয়েলারি সংস্থার নামেও অভিযোগ করা হয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, কেন্দ্র যে এফআরডিআই বিল আনতে চাই সেটা তাদের প্রত্যাহার করতে হবে৷ বিল প্রত্যাহার করার জন্য দু-দুবার কেন্দ্রকে চিঠি দিয়েছি৷ দ্বিতীয়বার অনেক কড়া করে বলেছি৷ ওরা ব্যাংকের সব টাকা কেড়ে নেওয়ার চেষ্টা করছে৷

Tourism Dept to introduce houseboats

Seeing high demand from sightseers for touring in houseboats, the Bengal Government’s Tourism Department has decided to introduce the same in the rivers and coastal tourist spots of the state.

Two houseboats are stationed near Babughat, at the department’s jetty. Six more are to be bought soon, four of which would be kept in Digha, Mandarmani and Tajpur. Depending on their popularity houseboats would be introduced at riverine tourist spots across the state.

There would be elaborate arrangements in the houseboats. Besides for touring, they can be hired for birthday parties, wedding receptions and conferences. For conferences, there would be sitting arrangements for 20 people in each vessel.  There would be banquet halls and double-bedded rooms, as well as a bar and a restaurant. All rooms would be air-conditioned.

 

গঙ্গা, সমুদ্র ও সুন্দরবনে হাউসবোটে ভ্রমণ

পর্যটন দপ্তর সমীক্ষা করে দেখেছে, সমুদ্রসৈকতে বেড়ানোর পাশাপাশি গভীর সমুদ্রের রূপ দেখতেও বহু পর্যটক আগ্রহ প্রকাশ করে থাকেন। তাই, পর্যটন দপ্তর এবার নিয়ে এল গঙ্গায় হাউসবোট এবং এটিতে চেপেই পাড়ি দেওয়া যাবে সমুদ্রে।

চাইলে জন্মদিনের পার্টি, বিয়ের রিসেপশন, ছোট খাটো কনফারেন্সের আয়োজনও করা যাবে এই হাউসবোটগুলিতে। কনফারেন্স হলে ২০জনের মতো মানুষ বসার ব্যবস্থা থাকছে। থাকছে ব্যাঙ্কোয়েট হল ও ডবল বেডের রুম। থাকছে বার ও রেস্তোরাঁও।

আপাতত, বাবুঘাটের কাছে দপ্তরের জেটির সামনে আপাতত দুটি হাউসবোট রাখা হয়েছে, আরও ৬টি আসছে খুব শীঘ্র কেরল থেকে। জনপ্রিয়তা বাড়লে রাজ্যের আরও বিভিন্ন স্থানে এই পরিষেবা চালু করবে পর্যটন দপ্তর।

এই বোটে সাধারন মানুষের থাকার জন্যও ব্যবস্থা করা হবে। চারটি থাকবে দিঘা, মন্দারমনি, তাজপুরের খাঁড়িতে। এতে পর্যটকেরা হাউসবোটে থেকেই সমুদ্রের মজা উপভোগ করতে পারবেন।

Source: Aajkaal

New food processing unit in Haringhata

The Bengal Government is setting up a food processing unit in Haringhata in Nadia district to process goat meat. There is huge demand for the item in Bengal and this plant will satisfy part of that demand.

West Bengal Livestock Development Corporation is setting up the plant on a plot of 2 acres. Rs 3 crore has been sanctioned for the project.

The unit would have the capacity to process 300 goats at a time, that is, in each of the six-hour shifts. The meat would be packed in 500 gram and 1 kilogram packets. At full capacity, it is expected for the plant to produce 2.5 tonnes of packed meat per day.

This plant is the result of the success of a pilot project through which goat meat was being sold from the Haringhata Meat outlets. After the plant becomes operational, the meat would be sold from 240 outlets across the state.

মাংসের বিপুল চাহিদা মেটাতে খাদ্য প্রক্রিয়াকরণ প্ল্যান্ট হচ্ছে হরিণঘাটায়

রাজ্যে খাসির মাংসের বাজার ধরতে হরিণঘাটায় নতুন প্ল্যান্ট তৈরি করছে পশ্চিমবঙ্গ প্রাণিসম্পদ উন্নয়ন নিগম। নতুন প্ল্যান্টে একসঙ্গে ৩০০টি খাসি প্রসেসিং করার পরিকাঠামো তৈরি করা হচ্ছে।

এতদিন হরিণঘাটা মিটের আউটলেটে প্রসেসিং করা চিকেন বিক্রি করা হত। এবার থেকে এক কেজি এবং ৫০০ গ্রামের প্যাকেট করে খাসির মাংস বিক্রি করা হবে। কিছুদিন যাবৎ পরীক্ষামূলকভাবে কয়েকটি আউটলেট থেকে সামান্য পরিমাণে খাসির মাংস বিক্রি করা হয়েছিল। সেটারই বিপুল চাহিদা দেখেই রাজ্যের সর্বত্র খাসির মাংস সরবরাহ করার জন্য এই নতুন প্ল্যান্ট তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী এপ্রিল মাস থেকেই প্ল্যান্ট চালু হয়ে যাবে।

২ একর জমি নিয়ে প্ল্যান্ট তৈরি করা হচ্ছে। প্ল্যান্ট তৈরির জন্য প্রায় ৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মূলত মেশিনে খাসি কাটা হবে। প্রতিদিন প্ল্যান্ট থেকে প্রায় আড়াই টন মাংস পাওয়া যাবে।

মেশিন বসে গেলে আপাতত বাজার থেকেই খাসি কিনে তা প্রসেস করা হবে। তখন ২৪০টি আউটলেট থেকেই খাসির মাংস পাওয়া যাবে।

Source: Bartaman

Part 1 of 2018 Budget Session: Relevant issues raised by Trinamool, on the Budget and during the Motion of Thanks

The first part of the 2018 Budget Session was a short session of eight days. The Budget was presented on February 1.

MPs from Trinamool Congress presented well-appreciated replies on the President’s Address and the Union Budget.  Questions were asked on relevant issues like manual scavenging, advertisement of junk food, etc.

Controversy erupted when a part of the telecast of Derek O’Brien’s speech during the Motion of Thanks on the President’s Address was disrupted by Rajya Sabha TV. Opposition parties supported the AITC on its view that the full speech must be telecast. Ultimately it was re-telecast on February 9.

 

LOK SABHA

Question Hour

Saugata Roy asked a Question on subscribers of BSNL & MTNL.

Ratna De Nag asked a Question on evaluation of prominent/major schemes.

Partha Pratim Roy asked a Question about advertisement of junk food.

 

Motion of Thanks on the President’s Address

Kalyan Banerjee spoke during the Motion of Thanks on the President’s Address.

Kakoli Ghosh Dastidar spoke during the Motion of Thanks on the President’s Address.

 

Union Budget

Saugata Roy spoke on the Union Budget.

Dinesh Trivedi spoke on the Union Budget.

 

RAJYA SABHA

 

Zero Hour

Derek O’Brien spoke during Zero Hour on the Government’s plan to remove eight railway routes in Bengal and thus deprive the state, and on fuel price hike.

Vivek Gupta spoke on the demand for national holidays on Swami Vivekananda and Netaji Subhas Chandra Bose’s birthdays.

Manish Gupta spoke on manual scavenging in India.

 

Question Hour

Manish Gupta asked a Question on production of honey

Sukhendu Sekhar Roy asked Supplementary Questions on welfare measures for small and marginal farmers.

 

Point of Order

Sukhendu Sekhar Roy made a Point of Order on disruption by treasury benches.

Derek O’Brien made a Point of Order regarding disruption in the House.

Sukhendu Sekhar Roy made a Point of Order on disorder in the House.

 

Interventions

Derek O’Brien made an intervention on the muzzling of Opposition voices in the Rajya Sabha.

Derek O’Brien protested the stoppage of broadcast of a Trinamool Congress speech in the Rajya Sabha on RSTV.

Derek O’Brien made an intervention regarding the proper running of the House.

 

Motion of Thanks on the President’s Address

Sukhendu Sekhar Roy spoke during Motion of Thanks on the President’s Address.

Derek O’Brien spoke during the Motion of Thanks on the President’s Address.

 

Union Budget

Manas Bhuniya spoke on the Union Budget.

Derek O’Brien spoke on the Union Budget.

Derek O’Brien asked questions during the Minister’s reply on the Union Budget.

 

It was a session during which, because of Trinamool Congress’ efforts, several issues of national importance came to the fore.

 

Derek O’Brien makes an intervention regarding the proper running of the House

FULL TRANSCRIPT

The Hon’ble Chairman of the Rajya sabha gives us enough opportunities to discuss any grievance we have with him. Going with these issues we can always talk to the Chairman in confidence. We do not need to go to any part of the social media to express ourselves. We want to tell you this clearly.

We want Zero hour, we want the Budget Discussion. Please protect us Sir. Oppositions want to speak in Zero hour and in Budget discussion.

Budget discussion and Zero Hours are serious issues. We all are waiting. Yesterday one member was named, we are all waiting to discuss.

 

Tuna, salmon & other marine delicacies to be available in Kolkata, courtesy State Govt

Thanks to the State Fisheries Development Corporation (SFDC), fish-lovers in Kolkata would soon be able to lay their hands on sea fishes like tuna, salmon and sardines, and sea crabs as well. The Corporation is busy making arrangements to make these available soon.

They would be imported from the Andaman and Nicobar Islands.

After the necessary processing, the fishes would be made available through various wholesalers and retail sellers, and also through the fish-selling vans run by the SFDC.

Not just selling, the SFDC is also making preparations to breed and export these fishes, alongside the other exotic fishes it already does, like cobia, chanos, prawns (bagda) and basa.

At the recent Bengal Global Business Summit (BGBS), memoranda of understanding (Mou) worth Rs 1,500 crore was signed in agriculture and related sectors, of which 19 MoUs worth Rs 480 crore were signed in the fisheries sector.

 

শহরেই মিলবে টুনা , সার্ডিন , স্যামন

টুনা , সার্ডিন , স্যামন৷ ইচ্ছা থাকলেও কলকাতাবাসীর এই সামুদ্রিক মাছগুলি জোগাড়ে কালঘাম ছোটার উপক্রম৷ নিউ মার্কেটের মতো শহরের হাতেগোনা কয়েকটি বাজারেই টিন ফুডে এই মাছগুলি মিললেও, তা সাধারণের নাগালের বাইরে৷

মাস দেড়েকের মধ্যেই বদলে যেতে চলেছে এই পরিস্থিতি৷ কারণ, বাংলা থেকে চারা পোনা ও মাছের খাবার সরবরাহের বিনিময়ে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ থেকে টুনা , সার্ডিন , স্যামন এবং সামুদ্রিক কাঁকড়া আনতে চলেছে রাজ্য মৎস্য উন্নয়ন নিগম৷ এ নিয়ে আন্দামানের সঙ্গে একটি চুক্তিও রয়েছে নিগমের৷

আন্দামান থেকে আনা সেই সামুদ্রিক মাছগুলির প্রক্রিয়াকরণের পর স্থানীয় পাইকারি এবং খুচরো বাজারে তা বিক্রি করবে নিগম৷ নিগমের গাড়িগুলির মাধ্যমেও সেগুলি বিক্রি করা হবে৷ এমনকী , কোবিয়া , চ্যানোস , বাগদা , বাসার পাশাপাশি টুনা , সার্ডিন , স্যামন , সামুদ্রিক কাঁকড়া রন্তানির উদ্যোগও নিচ্ছে নিগম৷

এবছরের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে কৃষি ও সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষরিত হয়েছে৷ তার মধ্যে শুধু মৎস্য সংক্রান্ত চুক্তিই স্বাক্ষরিত হয়েছে ১৯টি, যার প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ প্রায় ৪৮০ কোটি টাকা৷ এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে মাছ প্রক্রিয়াকরণ শিল্পের অনেকটাই বিকাশ ঘটবে এ রাজ্যে৷

Source: Ei Samay