State Govt plans to showcase tribal culture of the Hills 

The State Government has chalked out a unique plan of developing cultural tourism in the Darjeeling Hills region by showcasing the customs, food habits and rituals of the tribal groups residing there.

West Bengal Khadi and Village Industries Board (WBKVIB), which comes under the aegis of the State Micro, Small and Medium Enterprises (MSME) Department will be executing the project. WBKVIB has signed memorandums of understanding (MoU) with 15 of the culture and development boards set up by the government.

For each of these boards, WBKVIB will set up Folk Art Centres, where the tribal people will be able to showcase their traditional dress, weapons, musical instruments and other specialties. Handicrafts will also be available for display as well as sale at these centres. Each of the boards will be allocated a sum of Rs 2 to 3 lakh.

More than eight of the 15 development boards have already earmarked land for the Folk Art Centres. The rest will complete the work soon. These centres will be projected as tourist destinations by the State Tourism Department.

 

আদিবাসী সংস্কৃতি তুলে ধরা হবে পাহাড়ের পর্যটনকে উন্নীত করতে 

রাজ্য সরকার পরিকল্পনা করেছে পাহাড়ের পর্যটনকে আরও একধাপ উন্নত করতে এবার পাহাড়ের বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর রীতি, খাদ্যাভাস ও অনুষ্ঠানকে তুলে ধরা হবে।

ওয়েস্ট বেঙ্গল খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ বোর্ড এই প্রকল্প রূপায়নের দায়িত্বে আছে। এবিষয়ে ১৫টি (গোর্খা, নেপালি, লেপচা, মায়েল, তামাং, শেরপা, ভুটিয়া, খাম্বুরাই, মানগড়, লিম্বু, নেওয়ার, খাস, কামী, ধিমাল, ভুজেল) সংস্কৃতি উন্নয়ন কেন্দ্রর সঙ্গে এ বিষয়ে মউ স্বাক্ষরিত হয়েছে। প্রতিটি কেন্দ্রের জন্য লোক শিল্প কেন্দ্র গড়া হবে। এই কেন্দ্র গুলিতে আদিবাসীরা তাদের পারম্পরিক বেশভূষা, অস্ত্র, বাদ্যযন্ত্র ও অন্যান্য সামগ্রী সকলের সামনে তুলে ধরবেন। এতে পাহাড়ে পর্যটনের আকর্ষণ আরও বাড়বে।

গত মার্চে অনুষ্ঠিত পাহাড়ের সম্মেলনে আধিকারিকরা এই উন্নয়ন বোর্ডের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন ও তাদের জমি খোঁজার নির্দেশ দিয়েছিলেন যেখানে সরকার এই লোক শিল্প কেন্দ্রগুলি গড়বে। ইতিমধ্যেই আটটি উন্নয়ন বোর্ড জমি খুঁজে পেয়েছে।

আদিবাসীদের তৈরী জিনিসপত্রও থাকবে এই কেন্দ্রগুলিতে। প্রতি উন্নয়ন বোর্ডকে এর জন্য ২ থেকে ৩ লক্ষ টাকা দেওয়া হবে। প্রতি উপজাতির পোশাক আলাদা, তাদের অস্ত্রও আলাদা ধরনের। তারা তাদের পারম্পরিক গান ও নাচের মাধ্যমে তাদের অনুষ্ঠান পালন করে।

এসবের মাধ্যমে পর্যটকদের খুব ভালো করে আকর্ষিত করা যাবে। এই প্রকল্পের জন্য অর্থ দপ্তর ইতিমধ্যেই ১৫ কোটি টাকা ধার্য করেছে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ পরিকল্পনা আছে দেশী ও বিদেশী পর্যটকদের কাছে পাহাড়ের পর্যটনকে তুলে ধরার।

Source: Millennium Post

 

State Govt to come up with more adventure sports facilities

To encourage more young tourists, the Bengal Government has decided to come up with more facilities for adventure tourism across the state, and enable private ventures too.

For this, is will soon come up with a comprehensive policy. The draft policy has already been made. A primary aspect of the policy would be safety features, which would be strictly enforced.

Facilities would be developed in Digha, Tajpur, Mandarmani, Darjeeling, Kalimpong and other popular spots. New spots would also be developed based on adventure tourism. Beach biking, river rafting, kayaking, paragliding, etc. would be developed.

 

তরুণ প্রজন্মকে টানতে অ্যাডভেঞ্চার ট্যুরিজমে জোর

তরুণ প্রজন্ম ও বিদেশীদের বাংলায় টেনে আনতে ‘অ্যাডভেঞ্চার ট্যুরিজম’-এ জোর দিচ্ছে রাজ্য সরকার। এজন্য বিশেষজ্ঞদের দিয়ে পরিকল্পনা তৈরী করা হচ্ছে।

শীঘ্রই নতুন ভাবে পর্যটন নীতি কার্যকর হতে চলেছে, যার খসড়াও ইতিমধ্যে তৈরী করে ফেলেছেন দপ্তরের আধিকারিকরা। রাজ্যের দিঘা, তাজপুর, মন্দারমণি, দার্জিলিং, কালিম্পঙের মতো পাহাড়, নদী কিংবা সমুদ্রে ঘেরা বিভিন্ন পর্যটনক্ষেত্রে অ্যাডভেঞ্চার রাইডিংকে বিশেষ গুরুত্ব দেওয়ার পরিকল্পনা নিয়েছে দপ্তর। এক্ষেত্রে বিচ বাইকিং, রিভার র্যাবফটিং, প্যারাগ্লাইডিং কিংবা ক্লিফ ডাইভিংয়ের মতো রোমহর্ষক রাইডিং দ্রুত চালুর ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুরোদমে অ্যাডভেঞ্চার ট্যুরিজম চালুর আগে পর্যটকদের নিরাপত্তার দিকটি সুরক্ষিত করা হবে। শুধুমাত্র নানা ধরনের রাইডিংই নয়, পর্যটনক্ষেত্রে আরও আকর্ষণীয় করে তুলতে একগুচ্ছ নতুন পরিকল্পনার কথা ভাবছে রাজ্য সরকার।

ডুয়ার্সের ঘন জঙ্গলের মাঝে বনবাংলোয় কিংবা তাজপুর, মন্দারমণির সমুদ্রের তীরে প্রতি শনি ও রবিবার নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করার কথা ভাবা হচ্ছে। স্থানীয় লোকশিল্পীরাই এই অনুষ্ঠানে অংশ নেবেন। এতে পর্যটকদের বিনোদনের পাশাপাশি শিল্পীদের আয়েরও ব্যবস্থা হবে।

 

Financial security for landless labourers

The State Government ensures financial security for landless labourers through the Provident Fund for Landless Agricultural Labourers (PROFLAL) scheme. Around 13.01 lakh landless labourers have been covered under the programme so far.

All landless agricultural labourers within the age group of 18 to 50 years who are recorded holders of up to 50 decimal of land, including homestead land, and whose major source of earnings is from their work as agricultural labourers, are eligible for the scheme. The eligible subscribers have to deposit Rs 20 per month and the State Government contributes an equal amount till the subscribers attain the age of 50. The accumulated amount, along with usual interest, is then paid to the subscribers.

The scheme is administered by the Gram Panchayats at the village level. The block development officer concerned has a supervisory role in implementing the scheme.

There is another social security scheme especially for landless labourers – Aam Admi Bima Yojana. This covers all landless labourers, not just agricultural ones. It is administered jointly by the State and the Centre, each paying an annual instalment of Rs 200 per person. Till date, 8.74 lakh have been covered under this scheme.

 

ভূমিহীন কৃষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করছে পশ্চিমবঙ্গ সরকার

২০১১ সালে ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার রাজ্যের সার্বিক উন্নয়নে জোর দিয়েছেন। সমস্ত দপ্তরের উন্নয়নের জন্য নেওয়া হয়েছে একগুচ্ছ পদক্ষেপ।

ভূমিহীন কৃষকদের আর্থিক নিরাপত্তা প্রদান করছে রাজ্য সরকার। আনুমানিক ১৩.০১ লক্ষ ভূমিহীন কৃষককে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে।তাদের প্রভিডেন্ট ফান্ড প্রদানের পাশাপাশি বীমার মাধ্যমে সুরক্ষাও প্রদান করা হচ্ছে। এই মুহূর্তে এই বীমা প্রকল্পের আওতায় আছেন ৮.৭৪ লক্ষ মানুষ। এই বীমার অন্তর্গত ৮৫৫১৭১ জন এলআইসিআই তে নথিভুক্ত।

রাজ্য সরকার ২০১৮-১৯ সালে প্রভিডেন্ট ফান্ড ফর ল্যান্ডলেস এগ্রিকালচারাল লেবারার্স (ভূমিহীন কৃষকদের জন্য প্রভিডেন্ট ফান্ড) প্রকল্পের জন্য ২১ কোটি টাকা ও বীমা প্রকল্পের জন্য ৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

 

Developmental activities taken up in Bankura

Over the last six-and-a-half years, the Trinamool Congress Government has undertaken large-scale developmental activities in Bankura.

 

 

 

Tabulated below are the important developments:

 

Health and Family Welfare

Health district: Health district created – Bishnupur

Multi/Super-speciality hospitals: 4 set up in Barjora, Onda, Chatna and Bishnupur

Fair-price medicine shops: 5 set up – at Bankura Sammilani Medical College and Hospital, Bishnupur District Hospital, Taldangra and Sonamukhi Rural Hospitals, and Khatra Subdivisional Hospital; buying from these fair-price shops has resulted in more than 12.24 lakh people getting discounts of more than Rs16.46crore

Fair-price diagnostic centres: 6 set up at Bankura Sammilani Medical College and Hospital and Bishnupur District Hospital

SNSU: 20 sick newborn stabilisation units set up in Raipur, Barjora, Chatna, Indus, Indpur, Kanchanpur, Onda, Radhanagar, Ranibandh, Simlapal, Sarenga, Khatra, Amarkanan, Kotulpur, Sonamukhi, Taldangra, Saltora, Patrasayer, Mejia and Joypur

SNCU: 2 sick newborn care units set up at Bankura Sammilani Medical College and Hospital and Bishnupur District Hospital

CCU/HDU: 3 critical care units and high-dependency units set up at Bankura Sammilani Medical College and Hospital, Bishnupur District Hospital and KhatraSubdivisional Hospital

MCH: Mother and Child Hub set up at Bankura Sammilani Medical College and Hospital; Skills Lab also started there

SwasthyaSathi: About 3.7 lakh people enrolled

SishuSathi: About 900 children successfully operated on

 

Education

Universities: Bankura University and Bidhan Chandra Krishi Vishwavidyalay built

College: 3 government colleges set up in Indus, Ranibandh and Mejia

ITI: 6 industrial training institutes set up in Simlapal, Khatra, Sinamukhi, Barjora, Indpur and Ranibandhblocks

Polytechnic colleges: 2 set up in Bankura and Raipur

Utkarsh Bangla: About30,000 youths being given skills training

SaboojSathi: More than 2.73 lakh school children given bicycles
Model schools: 8 set up in Mejia, Chatna, Onda, Patrasayer, Saltora, Indpur, Hirbandh and Ranibandh blocks

Upgrading of schools: About 90Madhyamik schools upgraded to Higher Secondary

Mid-Day Meals: Mid-day meals being given in all schools, which has markedly improved attendance

Toilets: Separate toilets for boys and girls built in all schools

 

Land Reforms, Agriculture and Animal Resources Development

Nijo Griha Nijo Bhumi: 6,000 landless families handed over patta, and more than11,000 agricultural and forest land patta handed over

Kisan Credit Cards: About 99% of eligible farmer families given KCCs

KisanMandi: 9 set up in Bankura-1, Indus, Bishnupur, Patrasayer, Saltora, Joypur, Onda, Kotulpur and Chatna blocks

Hatchlings distributed: More than 29.15 lakh chicken and duck hatchlings distributed for rearing

 

Panchayats and Rural Development

MGNREGS (100 Days’ Work Scheme): About 7.35 crore person-days created at an expenditure of more than Rs1,500crore

Best performing GP: For FY 2013-14, Lego Gram Panchayat in Kotulpur block awarded the country’s best-performing Gram Panchayat

Rural housing: 1.34 lakh people benefitted; on January 29, 2018, it was announced that about 26,000 people would be distributed houses under various schemes

Rural roads: About 1,500 km roads built under GrameenSadakYojana; another about 1,120 km being built/renovated

Samabyathi: About 12,800 people benefitted from this scheme

ODF: Bankura has been declared a ‘NirmalZila’, that is, open defecation-free (ODF); 3.2 lakh toilets built, which is about 72% of the target

 

Minorities’ Development

Scholarships: About 2.7 lakh students from minority communities given scholarships worth about Rs70crore

Swami Vivekananda Swanirbhar Karmasuchi Prakalpa: Youths given loans worth about Rs15crore

IMDP: About Rs 23 crore spent for various schemes under Integrated Minority Development Programme (IMDP) – more than 1,340 health sub-centres, additional classrooms, anganwadicentres, houses, etc.

Karmatirtha: 12Karmatirthas built to increase employment of local people, Barjora, Patrasayer, Bishnupur, Onda, Simlapal, Sonamukhi (two), Raipur, Chatna, Bankura-1 (two) and Ranibandh blocks

 

Backward Classes Welfare Department

Shikshashree: More than 3.57 lakh students have received scholarships under the scheme

SC/ST/OBC certificates: More than 3.12 lakh people handed over SC/ST/OBC certificates

Language promotion: To promote the Santhali language, a paper on Santhali made an elective paper in WBCS; school text books being printed in OlChiki script (used for writing Santhali)

Jaher Than maintenance: Granting pattas for, and fencing of Jaher Than sacred groves

 

Jangalmahal Unnayan

JAP: Under State Government’s Jangalmahal Action Plan, special developmental work being undertaken in 34 blocks in Bankura, Jhargram, Bankura, Jhargram and Birbhum; Rs 110 crore allocated

Jalatirtha: To help in irrigation, building of check dams and water storage tanks being undertaken over 32,000 hectares (ha) at a cost of Rs 500 crore under Jalatirtha Scheme

Employment: More than 33,000 youths in the Jangalmahal region enrolled in the Employment Bank got employment in police forces

 

Women and Child Development and Social Welfare

Kanyashree: More than 2.1 lakh girls brought under the ambit of the Kanyashree Scheme

 

Food security

KhadyaSathi: As part of the scheme, about 92% of the eligible population of Bankura (more than 33.11 lakh) being given foodgrains at Rs 2 per kg (or at half the market price)

 

Industry

Industrial parks: 4 industrial parks set up – BarjoraSteel – Phase I, Phase II, Phase III and Bishnupur Industrial Growth Centre; 1 IT park set up in Barjora

MSME: 30 MSME clusters established in the micro, small and medium enterprises sector – among which the important ones are Murlu Roofing Tiles Cluster in Saltora, 4 brass utensils clusters in Kenjakura, Lalbazar (both in Bankura-1 block), Suklai (Onda block) and Pukuria (Simlapal block), dokra cluster in Bankura-2 block, stone works cluster in Susunia (Chatna block), sal leaf plate-making cluster in Raipur and 4 handloom clusters in Bankura-1 block, Bishnupur, Sonamukhi and Indpur; bank loans worth more than Rs 3,530 crore given

 

PWD and Transport

Projects completed: PWD Department has completed more than 95 projects like roads, bridges, etc. by investing about Rs1,520crore

Roads: About 950 km of roads built/re-built/widened including Bankura-Durgapur road, Barjora-Mejia road, Ranibandh-Jhilmili road, Krishnapur-Raipur-Phulkusma-Benagaria road, Bishnupur-Kotulpur-Joyrambati-Kamarpukur road, Gangajalghati-Saltora road

Bridges: 3 bridges built – on Gandeshwari river at Satighat on Bankura-Durgapur road, on Dwarakeswarriver along Dalpur-Bishpuria road and over GargariaKadakhal

Baitarani: As part of Baitarani Scheme, 39 burning ghats being renovated and 1 electric furnace being constructed

Gatidhara: Through Gatidhara Scheme, about 220 youths managed to buy vehicles for commercial use

Traffic awareness programmes: Safe Drive Save Life and Slow Drive Save Life traffic awareness programmes have reduced accidents by a significant number

 

Power – Non-renewable and Renewable Energy

Sabar Ghare Alo: Through implementation of SabarGhareAlo Scheme, 100% rural electrification achieved

 

Irrigation

Irrigation:About 30 km of dams repaired

 

Public Health Engineering

Projects completed: Public Health Engineering Department has completed 24 projects at a cost of about Rs1,110crore

Drinking water projects: State’s largest drinking water project, to benefit more than 18 lakh people of 2,053 mouzas in Bankura district, coming up at a cost of about Rs 1,100 crore; 161 solar power-based piped drinking water projects completed in Simlapal, Sarenga, Raipur and Ranibandh blocks

 

Forest and Tourism

Sabujshree: Saplings given to more than 28,000 newborns (as per the scheme, after crossing 18 years of age, the tree will be sold and the student’s education funded out of that money)

Tourism: 2 eco-tourism projects completed in Patrasayer and Susunia; tourist centres coming up at Biharinath Temple, and in Jairambati and Mukutmanipur; homestay tourism coming up in Bankura; work going on for Bankura-Purulia Tourism Circuit

 

Labour

Samajik Suraksha Yojana: 2.6 lakh workers from the unorganised sector documented – of these, about 43,000 beneficiaries have received benefits to the tune of more than Rs 19 crore

Yuvashree: About 12,000 youths given allowances under this scheme

 

Self-Help Group and Self-Employment

Anandadhara: About 34,000 self-help groups set up
Swami Vivekananda SwanirbharKarmasuchiPrakalpa: About 11,000 ventures approved, for which a total grant of about Rs75crore given

Karmatirtha: 8 set up in Patrasayer, Bankura-1, Saltora, Indua, Kotulpur, Chatna, Bishnupur and Joypur blocks

 

Urban Development and Town and Country Planning

Development board: Mukutmanipur Development Board set up – Rs 12 crore grant given

Municipality development: 3 municipalities spent more than Rs 100 crore for developmental schemes

Urban housing for the poor: About 2,700 people benefitted

 

Information and Culture

Lokprasar Prakalpa: More than 31,700 folk artistes getting retainer fee and pension

Rabindra Bhavan renovation: RabindraBhavan in Bankura renovated

 

Housing

For the economically disadvantaged: About 20,000 people benefitted as part of Gitanjali and other schemes

Pathasathi: 1Pathasathi motel set up for travellers (also resulting in employment for local people) in Salgara in Bankura

 

Youth Affairs and Sports

Funds for clubs: More than 595 cubs given more than Rs20crore for promoting sports

Sporting infrastructure: Sports Academy set up in Khatra

Jangalmahal Cup: Jangalmahal Cup being organised every year to identify and celebrate talent

 

Paschimanchal Unnayan

Developmental schemes: Paschimanchal Unnayan Department undertaking lot of developmental schemes related to water conservation, irrigation, agriculture, education, health, road construction, drinking water, etc

Water conservation: For water conservation, Paschimanchal Unnayan Department has built multiple check dams in Jangalmahal

 

Law and order

New police division: Medinipur Division set up for administrative convenience, comprising of the districts of Jhargram, Purba Medinipur, PaschimMedinipur, Bankura and Bankura

Police stations: Bankura women’s police stations set up

 

 

বাঁকুড়া জেলার উন্নয়ন – এক নজরে

রাজ্য ও অন্যান্য জেলার সঙ্গে তাল মিলিয়ে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে বাঁকুড়া জেলায়

স্বাস্থ্য ও পরিবার কল্যাণঃ

  • বিষ্ণুপুরকে পৃথক স্বাস্থ্য জেলা হিসেবে গড়ে তোলা হচ্ছে।
  • এর মধ্যে, এই জেলার বড়জোড়া, ওন্দা, ছাত্না এবং বিষ্ণুপুরে গড়ে উঠেছে ৪টি নতুন মাল্টি-সুপার স্পেসালিটি হাসপাতাল।
  • বাঁকুড়া সম্মিলনী, বিষ্ণুপুর, তালডাংড়া, সোনামুখী ও খাতরা মহকুমা হাসপাতালে ৫টি ন্যায্য মূল্যের ঔষধের দোকান চালু হয়ে গেছে। জেলার এই সকল ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে ওষুধ কেনার ফলে, ১২ লক্ষ ২৪ হাজারেরও বেশি মানুষ, ১৬ কোটি ৪৬ লক্ষ টাকারও বেশি ছাড় পেয়েছেন।
  • বাঁকুড়া সম্মিলনী ও বিষ্ণুপুর জেলা হাসপাতালে ৬টি ডায়াগনস্টিক পরিষেবা চালু হয়ে গেছে।
  • এই জেলায় ২০টি SNSU চালু হয়ে গেছে (রাইপুর, বড়জোড়া, ছাত্না, ইন্দাস, ইন্দপুর, কাঞ্চনপুর, ওন্দা, রাধানগর, রানীবাঁধ, সিমলাপাল, সারেঙ্গা, খাতড়া, অমরকানন, কোতুলপুর,সোনামুখী, তালডাংরা, শালতোড়া, পাত্রসায়ের, মেজিয়া ও জয়পুর)।
  • বাঁকুড়া সম্মিলনী ও বিষ্ণুপুর জেলা হাসপাতালে ২টি SNCU চালু হয়ে গেছে।
  • বাঁকুড়া সম্মিলনী, বিষ্ণুপু্র,‌ খাতড়া মহকুমা হাসপাতালে ৩টি CCU/HDU চালু হয়ে গেছে।
  • বাঁকুড়া সম্মিলনী হাসপাতালে Mother & Child Hub, ক্রিটিক্যাল কেয়ার ইউনিট ও স্কিলস ল্যাব গড়ে তোলা হয়েছে।
  • ‘স্বাস্থ্য সাথী’ প্রকল্পে এই জেলায় প্রায় ৩ লক্ষ ৭০ হাজারেরও বেশি মানুষ নথিভুক্ত হয়েছেন।
  • ‘শিশু সাথী’ প্রকল্পে এই জেলার ৯০০টিরও বেশি বাচ্চার সফল অস্ত্রোপচার করা হয়েছে

 

শিক্ষাঃ

  • এই জেলায়, গড়ে তোলা হয়েছে নতুন বাঁকুড়া বিশ্ববিদ্যালয় ও ছাত্নায় বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়।
  • এই জেলায় ৩টি নতুন সরকারি কলেজ গড়ে তোলা হয়েছে (ইন্দাস, রানীবাঁধ ও মেজিয়া)।
  • সিমলাপাল, খাতড়া, সোনামুখী, বড়জোড়া, ইন্দপুর ও রানীবাঁধে ৬টি নতুন আইটিআই কলেজ নির্মাণ করা হয়েছে।
  • বাঁকুড়া ও রাইপুরে ২টি নতুন পলিটেকনিক কলেজ গড়ে তোলা হয়েছে।
  • ‘উৎকর্ষ বাংলা’ কর্মসূচিতে, জেলার ৩০ হাজারেরও বেশি যুবক যুবতীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
  • এই জেলায়, ২ লক্ষ ৭৩ হাজারেরও বেশি ছাত্রছাত্রীকে ‘সবুজসাথী’ প্রকল্পে সাইকেল প্রদান করা হয়েছে।
  • মেজিয়া, ছাতনা, ওন্দা, পাত্রসায়র, শালতোড়া, ইন্দপুর, হীড়বাঁধ ও রানীবাঁধে ৮টি নতুন মডেল স্কুল নির্মাণ করা হয়েছে।
  • জেলায় গত সাড়ে ৬ বছরে, প্রায় ৯০টি মাধ্যমিক বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্তরে উন্নীত করা হয়েছে।
  • সব স্কুলে মিড ডে মিল চলছে, যার ফলে পুষ্টি ও উপস্থিতির হার বেড়েছে এবং স্কুল-ছুট ছাত্রছাত্রীদের সংখ্যা কমেছে।
  • প্রতিটি বিদ্যালয়ে ছেলে ও মেয়েদের জন্য পৃথক শৌচাগার নির্মিত হয়েছে।

 

ভূমি সংস্কার, কৃষি ও পশুপালনঃ

  • জেলার ৬ হাজার যোগ্য ভূমিহীন পরিবারের হাতে ‘নিজ গৃহ নিজ ভূমি’ প্রকল্পে পাট্টা তুলে দেওয়া হয়েছে। এছাড়া, ১১ হাজারেরও বেশি কৃষি ও বনাধিকার পাট্টা প্রদান করা হয়েছে।
  • এই জেলায় প্রায় ৯৯% কৃষক পরিবারকে কিষাণ ক্রেডিট কার্ডের আওতাভুক্ত করা হয়েছে। বাকিদেরও খুব দ্রুত কিষাণ ক্রেডিট কার্ড প্রদান করা হচ্ছে।
  • এই জেলার বাকুরা-১, ইন্দাস, বিষ্ণুপুর, পাত্রসায়ের, শালতোড়া, জয়পুর, ওন্দা, কোতুলপুর ও ছাতনায় ৯টি ‘কিষাণ মান্ডি’ গড়ে তোলা হয়েছে।
  • জেলায় প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর, ২৯ লক্ষ ১৫ হাজারেরও বেশি হাঁস ও মুরগীর বাচ্চা বিতরণ করেছে।

 

পঞ্চায়েত ও গ্রামোন্নয়নঃ

  • এই জেলায় ১০০ দিনের কাজে, ১৫০০ কোটি টাকারও বেশি ব্যয় করে প্রায় ৭ কোটি ৩৫ লক্ষ শ্রম দিবস সৃষ্টি হয়েছে।
  • ২০১৩-১৪ সালে, ১০০ দিনের কাজে শ্রেষ্ঠ গ্রাম পঞ্চায়েত হিসেবে দেশ সেরার পুরষ্কার পেয়েছিল বাঁকুড়া জেলার কোতুলপুর ব্লকের লেগো গ্রাম পঞ্চায়েত।
  • জেলার প্রায় ১ লক্ষ ৩৪ হাজার মানুষ গ্রামীণ আবাসন যোজনায় উপকৃত হয়েছেন।
  • এই জেলার আরও প্রায় ২৬ হাজার উপভোক্তাকে বাড়ি তৈরির সহায়তা দেওয়া হয়েছে
  • জেলায় গ্রামীণ সড়ক যোজনায় প্রায় ১৫০০ কিমি রাস্তা নির্মিত হয়েছে।
  • জেলায় গ্রামীণ সড়ক যোজনায় প্রায় ১১২০ কিমি রাস্তা নির্মাণ/সংস্কারের সূচনা করা হয়েছে।
  • ‘সমব্যাথী’ প্রকল্পে জেলার প্রায় ১২ হাজার ৮০০ জন উপকৃত হয়েছে।
  • জেলায় ‘মিশন নির্মল বাংলা’ প্রকল্পে, প্রায় ৩ লক্ষ ২০ হাজার শৌচালয় নির্মাণ করা হয়েছে – যা লক্ষ্যমাত্রার ৭২%।

 

সংখ্যালঘু উন্নয়নঃ

  • বিগত সাড়ে ৬ বছরে, এই জেলার প্রায় ২ লক্ষ ৭০ হাজার সংখ্যালঘু ছাত্রছাত্রীকে, প্রায় ৭০ কোটি টাকা স্কলারশিপ দেওয়া হয়েছে।
  • এছাড়া, স্বনির্ভরতার জন্য সংখ্যালঘু যুবক-যুবতীদের, প্রায় ১৫ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে।
  • IMDP-তে, প্রায় ২৩ কোটি টাকা ব্যয় করে সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নে বিভিন্ন প্রকল্প রূপায়িত করা হয়েছে।
  • এই প্রকল্পে জেলায় ১৩৪০ টিরও বেশি হেল্থ সাব-সেন্টার, অতিরিক্ত শ্রেণী কক্ষ, অঙ্গনওয়ারী কেন্দ্র, বাসগৃহ ইত্যাদি গড়ে তোলা হয়েছে।
  • এর মধ্যে, এই জেলায় বড়জোড়া, পাত্রসায়ের, বিষ্ণুপুর, ওন্দা, সিমলাপাল, সোনামুখী (২টি), রাইপুর, ছাত্না, বাঁকুড়া-১ (২টি) ও রানীবাঁধে ১২টি ‘কর্মতীর্থ’ গড়ে তোলা হচ্ছে

 

অনগ্রসর কল্যাণ ও আদিবাসী উন্নয়নঃ

  • বিগত সাড়ে ৬ বছরে, এই জেলায় ৩ লক্ষ ৫৭ হাজারেরও বেশি ছাত্র-ছাত্রী ‘শিক্ষাশ্রী’ প্রকল্পে সহায়তা পেয়েছে।
  • জেলায় বিগত সাড়ে ৬ বছরে, ৩ লক্ষ ১২ হাজারেরও বেশি SC/ST/OBC Certificate প্রদান করা হয়েছে।
  • সাঁওতালী ভাষাকে বিশেষ মর্যাদা দিয়ে WBCS পরীক্ষায় ঐচ্ছিক বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অলচিকি লিপিতে স্কুলের পাঠ্যপুস্তক প্রকাশ করা হচ্ছে।
  • জাহের থানের পাট্টা ও সেগুলির চারিদিকে প্রাচীর দেওয়া হচ্ছে।

 

নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণঃ

  • এই জেলায়, ২ লক্ষ ১০ হাজারেরও বেশি ছাত্রী ‘কন্যাশ্রী’র আওতায় এসেছে।

 

খাদ্য সুরক্ষা কর্মসূচী-‘খাদ্য সাথী’ প্রকল্পঃ

  • এই জেলায় ১০০% যোগ্য মানুষকে (প্রায় ৩৩ লক্ষ ১১ হাজারেরও বেশি মানুষকে), ২/- টাকা কেজি দরে (অথবা বাজার দরের অর্ধেক দামে)খাদ্যশস্য দেওয়া হচ্ছে- যা জেলার জনসংখ্যার প্রায় ৯২%।

 

শিল্পঃ

  • জেলায় ৪টি Industrial Park তৈরি করা হয়েছে (বড়জোড়ায় প্লাস্টো স্টিল পার্ক – ১ম, ২য়, ৩য় পর্যায় এবং বিষ্ণুপুর ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার)।
  • বড়জোড়ায় ১টি আইটি পার্ক গড়ে উঠেছে।
  • জেলায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগের ৩০টি ক্লাস্টার গড়ে উঠেছে। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল-
  • শালতোড়ায় একটি মুরলু রুফিং টাইলসের ক্লাস্টার।
  • বাঁকুড়া-১-এর কেঞ্জাকুড়া ও লালবাজার, ওন্দার সুকলাই এবং সিমলাপালের পুকুরিয়ায় ৪টি পিতলের ক্লাস্টার।
  • বাঁকুড়া-২-এ একটি ডোক্রার ক্লাস্টার।
  • ছাতনায় শুশুনিয়ায় একটি পাথরের কাজের ক্লাস্টার
  • রাইপুরে ২টি শালপাতার থালার ক্লাস্টার
  • বাঁকুড়া-১, বিষ্ণুপুর ও সোনামুখী পৌরসভা এবং ইন্দপুড়ে ৪টি হ্যান্ডলুম ক্লাস্টার প্রভৃতি
  • ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে এই জেলায় ৩৫৩০ কোটি টাকারও বেশি ব্যাঙ্ক ঋণ প্রদান করা হয়েছে।

 

পূর্ত ও পরিবহনঃ

  • বিগত সাড়ে ৬ বছরে, এই জেলার পূর্ত দপ্তর ১২০টির বেশি রাস্তাঘাট, ব্রীজ ইত্যাদি প্রকল্প রূপায়ণের কাজ হাতে নিয়েছে, যার মধ্যে ৯৫ টিরও বেশী প্রকল্পের কাজ প্রায় ১৫২০ কোটি টাকা ব্যয়ে ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। এর ফলে, প্রচুর মানুষ উপকৃত হয়েছেন। বাকী প্রকল্পের কাজ খুব শীঘ্রই সমাপ্ত হবে।
  • জেলার সড়ক ব্যবস্থা উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। জেলায় বিগত সাড়ে ৬ বছরে, প্রায় ৯৫০ কিমি রাস্তা নির্মাণ/পুননির্মান/সম্প্রসারন ও উন্নীতকরণের কাজ সম্পন্ন হয়েছে।
  • এর মধ্যে উল্লেখযোগ্য হলঃ
    • বাঁকুড়া – দুর্গাপুর রাস্তা,
    • বড়জোড়া – মেজিয়া রাস্তা,
    • রসুলপুর – ইন্দাস রাস্তা
    • রানীবাঁধ – ঝিল্মিলি রাস্তা
    • কৃষ্ণপুর-রায়পুর-ফুলকুস্মা-বেনাগড়িয়া রাস্তা
    • বিষ্ণুপুর-কোতুলপুর-জয়রামবাটি-কামারপুকুর রাস্তা
    • গঙ্গাজলঘাটি- শালতোরা রাস্তা প্রভৃতি।
  • বৈতরণী প্রকল্পে, ৩৯টি শ্মশান-ঘাটের উন্নয়ন সহ ১টি বিদ্যুতের চুল্লি বসানোর কাজ চলছে।
  • বাঁকুড়া – দুর্গাপুর রাস্তার সতীঘাটে গন্ধেশ্বরী নদীর ওপর, দলপুর-বিষপুরিয়া রাস্তায় দ্বারকেশ্বর নদীর ওপর এবং গড়্গড়িয়া কাদাখালের ওপর ৩টি সেতু নির্মাণ করা হচ্ছে
  • এই জেলার প্রায় ২২০ জন যুবক-যুবতী গাড়ি কেনার ঋণ পেয়ে আত্মনির্ভর হয়েছেন।হাতে নেওয়া হয়েছে, Safe Drive Save Life এবং Slow Drive Save Life কর্মসূচী। ফলে, উল্লেখযোগ্য ভাবে কমেছে দুর্ঘটনা এবং হতাহতের সংখ্যা।

 

বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তিঃ

  • সমগ্র জেলায় ‘সবার ঘরে আলো’ প্রকল্পে, ১০০% গ্রামীণ বৈদ্যুতিকরণের কাজ সম্পন্ন হয়েছে।

 

সেচঃ

  • জেলায় প্রায় ৩০কিমি দৈর্ঘ্যের বাঁধ সংরক্ষণের কাজ সম্পন্ন হয়েছে।

 

জনস্বাস্থ্য কারিগরীঃ

  • বিগত সাড়ে ৬ বছরে, ৩৯ টি জলপ্রল্পের কাজ শুরু হয়েছে, এর মধ্যে প্রায় ১১০০ কোটি টাকা ব্যয়ে ২৪ টির কাজ সমাপ্ত হয়েছে। এর ফলে জেলার প্রচুর মানুষ উপকৃত হচ্ছেন। বাকি জলপ্রকল্পগুলির কাজ শীঘ্রই সমাপ্ত হবে।
  • হাতে নেওয়া হয়েছে প্রায় ১১০০ কোটি টাকার রাজ্যের অন্যতম বৃহৎ পানীয় জল সরবরাহ প্রকল্প। এটি রাজ্যের অন্যতম বৃহৎ পানীয় জল সরবরাহ প্রকল্প। এর ফলে, পুরুলিয়া জেলার ২০৫৩ টি মৌজার ১৮ লক্ষেরও বেশী মানুষ উপকৃত হবেন
  • সিমলাপাল, সারেঙ্গা, রাইপুর ও রানীবাঁধে, ১৬১টি সৌর বিদ্যুৎ চালিত নলবাহিত জল্প্রকল্প চালু হয়ে গেছে।

 

বন ও পর্যটনঃ

  • ‘সবুজশ্রী’ প্রকল্পে, ২৮ হাজারেরও বেশী সদ্যোজাত শিশুকে মূল্যবান গাছের চারা দেওয়া হয়েছে। ১৮ বছর উত্তীর্ণ হলে, গাছ বিক্রির টাকায় শিশুটির পড়াশোনা, বিয়ে ইত্যাদির খরচ মেটানো যাবে।
  • পাত্রসায়র ও শুশুনিয়াতে ২টি ইকো-ট্যুরিজম প্রকল্প চালু করা হয়েছে।
  • বিহারীনাথ, জয়রামবাটী ও মুকুটমণিপুরে পর্যটন কেন্দ্র গড়ে তোলা হচ্ছে।
  • হাতে নেওয়া হয়েছে বাঁকুড়া হোমস্টে ট্যুরিজম ও বাঁকুড়া-পুরুলিয়া ট্যুরিজম সার্কিটের কাজ।

 

শ্রমঃ

  • এই জেলায় ‘সামাজিক সুরক্ষা যোজনা’য়, প্রায় ২ লক্ষ ৬০ হাজার অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক নথিভুক্ত হয়েছেন। এখনো পর্যন্ত, প্রায় ৪৩ হাজার উপভোক্তা, ১৯ কোটি টাকারও বেশি সহয়তা পেয়েছেন।
  • ‘যুবশ্রী’ প্রকল্পে, এই জেলার প্রায় ২ হাজার যুবক-যুবতী উৎসাহ ভাতা পাচ্ছেন।

 

স্বনির্ভর দল ও স্বনিযুক্তি কর্মসুচীঃ

  • ‘আনন্দধারা’ প্রকল্পে, প্রায় ৩৪ হাজার স্বনির্ভর দল গঠিত হয়েছে।
  • বিগত সাড়ে ৬ বছর, ‘স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসূচী প্রকল্পে’, প্রায় ১১ হাজার উদ্যোগকে অনুমোদন দেওয়া হয়েছে এবং প্রায় ৭৫ কোটি টাকা অনুদান প্রদান করা হয়েছে।
  • বাঁকুড়া-১, পাত্রসায়ের, শালতোড়া, ইন্দাস, কোতুলপুর, ছাত্না, বিশ্নুপুর ও জয়পুর ব্লকে ৮টি কর্মতীর্থ গড়ে উঠেছে।

 

পুর ও নগরোন্নয়নঃ

  • মুকুটমণিপুর অঞ্চলের নির্দিষ্ট উন্নয়নের লক্ষ্যে গঠন করা হয়েছে ‘মুকুটমণিপুর উন্নয়ন কর্তৃপক্ষ’। উন্নয়ন খাতে বরাদ্দ করা হয়েছে প্রায় সাড়ে ১২ কোটি টাকা। সংশ্লিষ্ট অঞ্চলের পরিকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নতি, সৌন্দর্জায়ন ইত্যাদি করা হয়েছে। হাটে নেওয়া হয়েছে ভ্রমনার্থীদের জন্য ই-রিক্সা, উন্নত মানের নৌকা, বর্জ্য ব্যবস্থাপনা ইত্যাদি প্রকল্প।
  • জেলায় ৩টি মিউনিসিপ্যালিটি, ১০০কোটি টাকারও বেশী পরিকল্পনা খাতে ব্যয় করেছে।
  • শহরাঞ্চলের গরীবদের জন্যে বাসস্থান প্রকল্পে, প্রায় ২ হাজার ৭০০ জন মানুষ উপকৃত হয়েছেন।

 

তথ্য ও সংস্কৃতিঃ

  • এই জেলায় ৩১ হাজারেরও বেশী লোকশিল্পী, ‘লোকপ্রসার প্রকল্পে’ রিটেনার ফি ও পেনশন পাচ্ছেন।
  • বাঁকুড়া রবীন্দ্রভবনকে নবরূপে সাজিয়ে তোলা হয়েছে।

 

আবাসনঃ

  • জেলায় আর্থিক ভাবে দুর্বল মানুষদের জন্যে গীতাঞ্জলী ও অন্যান্য প্রকল্পে প্রায় ২০ হাজার মানুষ উপকৃত হয়েছেন।
  • ভ্রমনার্থীদের সুবিধা এবং স্থানীয় মানুষের কর্মসংস্থানের জন্য বাঁকুড়ার শালগারায় ১টি ‘পথসাথী’-মোটেল গড়ে তোলা হয়েছে।

 

ক্রীড়া ও যুব কল্যাণঃ

  • ক্রীড়ার মান উন্নয়নে জেলায় ৫৯৫টিরও বেশী ক্লাবকে ২০কোটি টাকারও বেশী অর্থ সাহায্য করা হয়েছে।
  • জেলায় প্রায় ১১০টি মাল্টি জিম ২৫টি মিনি ইন্ডোর স্টেডিয়াম, প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হয়েছে।
  • খাতড়ায় স্পোর্টস আকাদেমি গড়ে তোলা হয়েছে
  • নতুন প্রতিভার অন্বেষণে নিয়মিত ভাবে আয়োজিত হচ্ছে বার্ষিক ‘জঙ্গলমহল কাপ’ ক্রীড়া প্রতিযোগিতা।

 

পশ্চিমাঞ্চল উন্নয়নঃ-

  • পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক দপ্তর জলসংরক্ষণ, সেচ, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সড়ক নিরমাইন, পানীয় জলের ব্যবস্থা প্রভৃতি প্রকল্পগুলি অগ্রাধিকার ভিত্তিতে রূপায়ন করেছে।
  • জল সংরক্ষণের জন্যে পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক দপ্তর, জঙ্গলমহল এলাকায় একাধিক চেক ড্যাম নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে।
  • পাশাপাশি, লাক্ষা চাষের উৎপাদন বাড়িয়ে এই অঞ্চলের মানুষের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা হয়েছে।

 

আইন শৃঙ্খলাঃ

  • গড়ে তোলা হয়েছে নতুন মেদিনীপুর বিভাগ।
  • এই জেলায় স্থাপন করা হয়েছে নতুন বাঁকুড়া মহিলা থানা।

Action plan for uplifting farmers through irrigation schemes and water harvesting

The Water Resources Investigation and Development (WRI&D) Department has been able to mark its footprints in the surge of development in the spheres of minor and micro irrigation, water conservation projects, rainwater harvesting, etc.

 

 

Here are the priority areas that the department has decided to focus its efforts on:

  • Providing assured irrigation to small and marginal farmers through the operation, maintenance and management of minor irrigation (MI) installations
  • Increasing area of irrigated land through implementing of additional MI schemes across the State, including continuing with solar power-based minor irrigation schemes in some districts
  • Implementing micro-irrigation techniques, viz. sprinkler, drip, hydram, etc. for enhancing efficiency of water usage
  • Through Jalatirtha scheme, bringing additional areas under the coverage of irrigation in the arid zone districts of Birbhum, Bankura, Purulia, Jhargram and Paschim Medinipur, in the Sundarbans regions of North 24 Parganas and South 24 Parganas to address the issue of salinity, and in the hilly areas of Darjeeling and Kalimpong districts
  • Through Jal Dharo-Jal Bharo scheme, implementing large-scale harvesting of rainwater in all kinds of waterbodies, both natural and artificial (implementing techniques artificial recharge of rainwater), in convergence with schemes like MGNREGS, with special emphasis on drought-prone areas
  • Better utilising surface water through implementing major medium and mini river lift irrigation (RLI) techniques, and surface flow minor irrigation schemes (SFMIS), including rejuvenating old SFMISs, constructing water harvesting tanks (WHT) and check dams, etc.
  • Implementing Command Area Development and Water Management (CADWM) Programme to reduce the gap between irrigation potential created (IPC) and irrigation potential utilised (IPU)
  • Improving governance in water management through formation of water user associations
  • Implementing all other aspects of the West Bengal Ground Water Resources (Management, Control and Regulation) Act for the proper utilisation of groundwater

 

Thus, through better utilisation of ground water and rainwater, implementing techniques for increasing irrigation, and improving the management of this natural resource, in general, the WRI&D Department is aiming to fulfil the aspirations of farmers across the state.

 

 

জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের কাজের খতিয়ান

 

২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার রাজ্যের প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের জন্য একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে, হাতে নিয়েছে প্রতি দপ্তরের জন্য অনেক প্রকল্প।

অন্য দপ্তরের মতো জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের উন্নয়নেও জোর দেওয়া হয়েছে।

উন্নয়নের কাজের জন্য যেসব ক্ষেত্রগুলিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, সেগুলি হল:-

  • সারা রাজ্য জুড়ে ছোট ছোট সেচ ব্যবস্থার স্থাপন, কাজ, রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপুনার ফলে রাজ্যের সমস্ত প্রান্তিক ছোট ও মাঝারি কৃষকদের সেচে নিশ্চিত সাহায্য করা
  • জলতীর্থ প্রকল্পের অধীনে ছোট ছোট সেচ প্রকল্প স্থাপন করে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের মত শুষ্ক অঞ্চলগুলির আরও বেশী অঞ্চলে সেচ করতে সাহায্য করা, যার ফলে বাড়বে কৃষিজ উৎপাদন।
  • জলতীর্থ প্রকল্প উত্তর ও দক্ষিণ ২৪ পরগণার সুন্দরবন অঞ্চলেও চালু করা হবে। ওখানকার নোনা জলের প্রভাব কমাতে বৃষ্টির জল ধরে চাষ করা হবে। এছাড়া উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং-এও জলতীর্থ প্রকল্প শুরু করা হবে আগামী দিনে
  • ১০০ দিনের কাজের অধীনে সমস্ত জলাশয়ে বৃষ্টির জল ধরে তা দিয়ে চাষের কাজ, মানে জল ধরো জল ভরো প্রকল্পের আরও বিস্তার।
  • আরএলআই বাস্তবায়ন, ডব্লিউএইচটি, চেক ড্যাম, এসএফএমআইএস নির্মাণ, এসএফএমআইএস গুলির পুনরুজ্জীবন করে ভূপৃষ্ঠস্থ জলের ব্যবহার সেচের কাজে
  • কম্যান্ড এরিয়া ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রোগ্রামের মাধ্যমে সেচ সম্ভাব্য তৈরি ও সেচের সম্ভাব্য ব্যবহারের মধ্যে ফাঁক কমানো।
  • ওয়েস্ট বেঙ্গল গ্রাউন্ড ওয়াটার রিসোর্সেস (ম্যানেজমেন্ট, কন্ট্রোল অ্যান্ড রেগুলেশন) অ্যাক্ট, ২০০৫ মেনে উপযুক্ত ভাবে ভূপৃষ্ঠস্থ জলের ব্যবহার।
  • রাজ্যের শুষ্ক অঞ্চলগুলিতে ও কিছু ব্লকে বৃষ্টির ধরা জল মাটির নীচে পাইপের মাধ্যমে ঢোকানো হবে যেখানে চাষের উন্নয়ন সংকটময়।
  • ছোট সেচ প্রকল্প, যেমন স্প্রিঙ্কলার, ড্রিপ, হাইড্রামের স্থাপন ও ব্যবহার যার ফলে কৃষি উৎপাদনে জলের সঠিক ব্যবহার বাড়ানো। এ ছাড়াও, কিছু জেলায় বিভিন্ন প্রকল্পের আওতায়, সৌরশক্তি চালিত বিভিন্ন ছোট সেচ প্রকল্পের স্থাপন।

Agricultural Marketing Dept: Schemes for storage & transportation of harvest

The Trinamool Congress Government has two schemes for the storage and transportation of harvest – Amar Fasal Amar Gola and Amar Fasal Amar Gari, respectively.

Amar Fasal Amar Gola

Amar Fasal Amar Gola (‘gola’ meaning ‘silo’) was adopted to minimise the post-harvest losses of vegetables and fruits due to the lack of proper storage facilities. Under this scheme, financial assistance is provided to deserving farmers to construct both superior quality traditional structures as well as modern storage structures.

Rs 5,000 is provided for traditional storage structures, Rs 17,329 for permanent, sturdy storage structures and Rs 32,389 for storage structures for onions. From the current financial year, the government will start distributing portable polythene silos (‘dhan gola’) and drying platforms for cereals (‘chatal’).

Amar Fasal Amar Gari

Amar Fasal Amar Gari was initiated to ensure hassle-free transportation of agricultural produce to minimise post-harvest loss. This scheme too is implemented through the granting of financial assistance. A sum of Rs 10,000 is given for buying rickshaw vans. The financial assistance is credited to either the bank account or the Kisan Credit Card (KCC) account of the beneficiary.

These two schemes have been able to solve two major problems that farmers had been having. Every year, the money allocated for these schemes are being increased to gradually cover the whole of the state.

 

Augmentation of drinking water supply

The Bengal Government has taken numerous measures to make drinking water available in every part of the State. Efforts are continuously on towards achieving this. Piped Water Supply Schemes (PWSS) have been taken up across the State to make for healthy and happy lives.

The Public Health Engineering (PHE) Department Minister, in his departmental budget for financial year (FY) 2018-19, has outlined a number of measures to achieve self-sufficiency in generation, storage and distribution of drinking water.

District-wise special achievements during 2017-18

Bankura: A comprehensive water supply scheme covering a population of 30.15 lakh in 14 fluoride-affected blocks has almost been fully commissioned, at a cost of Rs 1,011.12 crore.

Purulia: PWSS covering a population of 15.3 lakh across nine blocks of the district at a cost of Rs 1,173.1 crore are being implemented, and will be commissioned by March 2019. The second phase of the project would cover the remaining 11 blocks, at a cost of Rs 4,289 crore.

South 24 Parganas: A surface water-based water supply scheme has been taken up for the 10 saline blocks of Kulpi, Diamond Harbour I and II, Falta, Joynagar II, Kultali, Magrahat I, Mandirbazar, and Mathurapur I and II, at an estimated cost of Rs 1,332.41 crore, covering a population of 32.87 lakh. Partial commissioning of the project will be done by April 2018.

North and South 24 Parganas: A surface water-based water supply scheme has been taken up, at an estimated cost of Rs 686.95 crore, for a population of 5.26 lakh, for the arsenic-affected areas of Haroa and Rajarhat blocks in North 24 Parganas district and Bhangar-II block in South 24 Parganas district.

Howrah: Bally-Jagachha Surface Water-Based Project Phase I has been taken up at an estimated cost of Rs 150.68 crore, covering six towns and a population of 2.86 lakh. Phase II of the project has been taken up at a cost of Rs 45.88 crore in Domjur block, covering a population of 98,782.

Purba Medinipur: Two surface water-based water supply schemes have been taken up for Panskura II block (at a cost of Rs 241.72 crore, based on the River Rupnarayan, to be commissioned in June 2018) and for the saline-affected areas of Nandakumar, Chandipur, Nandigram I and Nandigram II blocks at an estimated cost of Rs 811.38 crore, to benefit a population of 7.82 lakh.

Bankura: PWSS have been taken up for the blocks of Mejia, Gangajalghati, Indpur, Taldangra, Joypur, Kotulpur, Patrasayar and Sonamukhi as part of the Bankura District Phase II project, at an estimated cost of Rs 833.79 crore for a population of 11.03 lakh.

 

জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জেলাভিত্তিক সাফল্য

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় ২০১১ সাল থেকেই তৃণমূল কংগ্রেস পরিচালিত পশ্চিমবঙ্গ সরকার সবার জন্য জল সরবরাহে বদ্ধপরিকর।

পানীয় জল যাতে এই রাজ্যের সব জায়গায় সহজে পাওয়া সেজন্য রাজ্য সরকার প্রচুর প্রকল্প শুরু করেছে।

জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী শ্রী সুব্রত মুখোপাধ্যায় তার দপ্তরের ২০১৮-১৯ সালের বাজেটে পানীয় জল সংরক্ষণ এবং সঠিক ভাবে বন্টন করার জন্য নেওয়া বিভিন্ন পদক্ষেপের বিবরণ দিয়েছেন।

২০১৭-১৮ অর্থবর্ষে জেলাভিত্তিক সাফল্য

বাঁকুড়াঃ ১৪টি ফ্লোরাইড কবলিত ব্লকে ৩০.১৫ লক্ষ মানুষের জন্য একটি বিস্তারিত জল সরবরাহ প্রকল্প ইতিমধ্যেই চালু হয়েছে। এতে ব্যয় হয়েছে ১০১১.১২ কোটি টাকা।

পুরুলিয়াঃ এই জেলার নটি ব্লকে পাইপের মাধ্যমে পানীয় জল সরবরাহ প্রকল্প শুরু হয়েছে। এই প্রকল্পে উপকৃত মানুষের সংখ্যা ১৫.৩০ লক্ষ। এই প্রকল্পে ব্যয় হয়েছে ১১৭৩.১০ কোটি টাকা। এই প্রকল্পের মাধ্যমে আগামী ২০১৯ সালের মার্চ থেকে জল পাওয়া যাবে। দ্বিতীয় পর্যায়ে এই প্রকল্পে উপকৃত হবে ১১টি ব্লকের মানুষ, খরচ হবে ৪২৮৯ কোটি টাকা।

দক্ষিণ ২৪ পরগনাঃ কুলপি, ডায়মন্ড হারবার-I & II, ফলতা, জয়নগর-II, কুলতলি, মগরাহাট-I, মন্দিরবাজার, মথুরাপুর-I & II এর মত লবণাক্ত জলের ব্লকগুলিতে ভূপৃষ্ঠস্থ জলের সরবরাহ প্রকল্প ১৩৩২.৪১ কোটি টাকা ব্যয়ে গ্রহণ করা হয়েছে। উপকৃত হবেন ৩২.৮৭ লক্ষ মানুষ। এই প্রকল্প আংশিক ভাবে ২০১৮ সালের এপ্রিল মাসে শুরু হয়ে যাবে।

উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাঃ ভূপৃষ্ঠস্থ জল সরবরাহ প্রকল্প হাতে নেওয়া হয়েছে ৬৮৬.৯৫ কোটি টাকা ব্যয়ে। এতে আর্সেনিক কবলিত অঞ্চলের (যেমন উত্তর ২৪ পরগণার হাড়োয়া, রাজারহাট ব্লক এবং দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়-II ব্লক) ৫.২৬ লক্ষ মানুষ উপকৃত হবেন।

হাওড়াঃ বালি জগাছা ভূ-পৃষ্ঠস্থ জলপ্রকল্পের কাজ (ফেজ – ১) নেওয়া হয়েছে। এর জন্য বরাদ্দ করা হয়েছে ১৫০.৬৮ কোটি টাকা। এই প্রকল্প চালু হলে ৬ টি শহরের প্রায় ২.৮৬ লক্ষ মানুষ উপকৃত হবে। (ফেজ – ২) প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে ৪৫.৮৮ কোটি টাকা। এর ফলে ডোমজুড় ব্লকের ৯৮,৭৮২ জন মানুষ উপকৃত হবেন।

পূর্ব মেদিনীপুরঃ এই জেলার জন্য ২টি ভূ-পৃষ্ঠস্থ জলপ্রকল্পের কাজ নেওয়া হয়েছে। এর মধ্যে একটি পাঁশকুড়া ২ ব্লকের জন্য, এতে বরাদ্দ অর্থের পরিমাণ ২৪১.৭২ কোটি টাকা। দ্বিতীয় প্রকল্পটি নেওয়া হয়েছে নন্দকুমার, চাঁদিপুর, নন্দীগ্রাম ব্লক-১ ও নন্দীগ্রাম ব্লক – এইসব নোনা জলের এলাকার জন্য। এর জন্য বরাদ্দ অর্থের পরিমাণ ৮১১.৩৮ কোটি টাকা এবং এর মাধ্যমে ৭.৮২ লক্ষ মানুষ উপকৃত হবে।

বাঁকুড়াঃ পাইপের মাধ্যমে জল সরবরাহ করার ১ টি প্রকল্প নেওয়া হয়েছে। বাঁকুড়া জেলার ফেজ ২ প্রজেক্টের আওতায় রয়েছে মেজিয়া, গঙ্গাজলঘাঁটি, ইন্দপুর, তালডাঙ্গা, জয়পুর, কোতোলপুর, পত্রসায়র ও সোনামুখী। এই প্রকল্পের জন্য ৮৩৩.৭৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং ১১.০৩ লক্ষ মানুষ এর মাধ্যমে উপকৃত হবে।

 

Tiger death: Union Minister has insulted Adivasis in Bengal, says Mamata Banerjee

Statement by Mamata Banerjee:

I am saddened that a Union Minister has made unwarranted comments about a community. She said that Adivasis are poachers and they torture animals. I feel she should apologise to the Adivasi community.

With people like them in the Cabinet, the government as well as the nation is in a precarious situation. I completely condemn the comment made by her. Adivasi brothers and sisters are our assets. Is she aware how many forests and deep forests we have in Bengal? Does she know how many tigers, elephants, rhinos, bisons or deer are there in Bengal?

From Jhargram to Bankura, Purulia to Alipurduar, Jalpaiguri to Birbhum – we have many forests in Bengal. People protect these forests with their lives. The administration is also active.

A tiger has died. How did she know it was killed by the Adivasis. Many people have different theories about the death of the tiger. Police and forest department officials have used drones to spot this tiger over the last few weeks. Common people were living in fear. It even injured villagers who went to collect kendu leaves in the forest. Two people are in the hospital. The Union Minister is commenting without knowing anything about Bengal’s culture.

During elections they use Adivasis armed with bows and arrows. They hold Ram Navami rallies with arms. Don’t they feel ashamed then? Few days ago, they brought Adivasis from Jharkhand, armed with bows and arrows. That’s fine and now Adivasis are bad? At a time when Dalits are being persecuted across the country, her comments reflect the BJP’s stand on SC/STs, Dalits, Adivasis and common people.

She must apologise to the nation. Bengal has a rich culture and heritage. She has no right to insult Bengal and Adivasis. We will not tolerate it. People of Bengal will give a fitting reply.

How did she know that Shikar Utsav was held? Did she use a telescope? A tiger died and curious people came to see it. Even when people die, relatives and others come to pay their respects. How can she compare this with Shikar Utsav? She cannot ridicule a tradition of the Adivasi community?

In her bid to insult Bengal, she has insulted Adivasis. I am the last person to tolerate it. People of all communities, religions and cultural backgrounds live together in harminy in Bengal. She does not understand this culture. Their culture is creating divisions among people.

She has insulted people of Bengal, Adivasi brothers and sisters. They will have to repent for this act. People will judge them for their actions.

বাঘের মৃত্যু নিয়ে বাংলার আদিবাসীদের অপমান করেছেন কেন্দ্রীয় মন্ত্রী: মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের অংশবিশেষ:

আমার সবচেয়ে খারাপ লাগছে, যে একজন কেন্দ্রীয় মন্ত্রী একটা কমিউনিটি নিয়ে তাঁর যে তীর্যক মন্তব্য, আদিবাসীরা চোরাকারবারি বা আদিবাসীরা শিকার করে বা আদিবাসীরা অত্যাচার করে লোকের ওপর, আমি মনে করি এর জন্য ওনার আদিবাসীদের কাছে ক্ষমা চাওয়া উচিত।

এদের মতো লোক যদি মন্ত্রীসভায় থাকে, গভর্নমেন্টের বিপদ তো বটেই, ভারতবর্ষেরও আগামী দিনে খুব বিপদ। আমি ওনার এই মন্তব্যকে টোটাল খণ্ডন করছি, এবং আমি তীব্র ভাষায় নিন্দা করছি। আদিবাসী ভাই বোনেরা আমাদের সম্পদ।

আমাদের এখানে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, বীরভূম থেকে শুরু করে প্রচুর জঙ্গল আছে, সেই জঙ্গলগুলোকে ফরেস্টের লোকেরা জীবন দিয়ে রক্ষা করে। আমাদের প্রশাসন রক্ষা করে।

একটা বাঘ মারার যে ঘটনা ঘটেছে, আপনারা তো এটাও জানেন উনি কি করে জানলেন যে আদিবাসীরা এটাকে মেরে ফেলেছে? অনেকে তো অনেক রকম বলছেন এটা নিয়ে, ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরা, পুলিশ, আপনারা এমনকি জানেন যে আমাদের যে ড্রোন আছে, ওপরে  ড্রোন দিয়ে পর্যন্ত আমরা বাঘটাকে খুজেছি চারদিন, তাকে পাওয়া যায়নি খুঁজে, এবং ওখানকার আদিবাসী ভাইবোনেরা এবং স্থানীয় জনসাধারণ দেড় মাস ঘুমোতে পারিনি, ভয়ে ভয়ে বাড়ি ছেড়ে এখানে ওখানে ঘুরে বেড়িয়েছে, যারা কেন্দুপাতা তুলে জীবনধারন করে, তারা কেন্দুপাতা পর্যন্ত তুলতে পারেনি, তাদের ২জনকে খামচে, আঁচড়ে দিয়েছে বাঘ, তারা এখনও হাসপাতালে আছে। উনি এগুলো না জেনে যেভাবে বেঙ্গল সম্বন্ধে কমেন্ট করছেন, উনি বাংলার সংস্কৃতিটাই জানেন না।

আদিবাসীদের ওনারা ইলেকশানের সময় তীরধনুক ইউজ করে, তখন লজ্জা করে না? রাম নবমীর মিছিলে ইউজ করে, তখন লজ্জা করে না? কদিন আগে মহম্মদবাজারে নমিনেশন দিতে গেছিল বিজেপি, ঝাড়খন্ড থেকে আদিবাসীদের নিয়ে, তীরধনুক নিয়ে, তখন, আদিবাসীরা শিকারি হয় না? আর যখন এরকম একটা ঘটনা ঘটে, তখন আদিবাসীদের উনি নিন্দা করেন, সারা ভারতবর্সে দলিতদের ওপর অত্যাচার হচ্ছে।ওনাদের কথাবার্তা থেকে প্রমাণ হয়ে যায়, যে ওনারা তপশিলি, আদিবাসীদের পক্ষে না, সাধারণ মানুষের পক্ষেও না।

আমার মনে হয়, ওনার দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত, আর বাংলা সুস্থ সংস্কৃতি জানে, সভ্যতা জানে। আদিবাসীকে ও বাংলাকে অপমান করার ওনার কোনও অধিকার নেই, বাংলার অসম্মান আমরা সহ্য করব না। বাংলার মানুষ এর বিরুদ্ধে জবাব দেবে।

উনি কি টেলেস্কোপ দিয়ে দেখেছেন, ওখানে শিকার উৎসব হয়েছে? কোত্থেকে হল? শিকার উৎসব তো ওখানে হয় নি, ওনার কথাটাই তো ভুল। একটা বাঘ মারা গেছে, দেখতে এসছে অনেক লোক, একটা মানুষ মারা গেলেও তো তাঁর পরিবার পরিজন ভিড় করে। আর একটা অতবড় বাঘ, লোকে তো বাঘকে ভালবাসে, উৎসাহী মানুষ তো থাকেই, তার মানে এটাকে শিকার উৎসবের সাথে তুলনা করে দিচ্ছে? আর শিকার উৎসব টাও মনে রাখবেন এটা আদিবাসীদের উৎসব, কটাক্ষ করা ওনাকে মানায় না।

বাংলাকে হেয় করতে গিয়ে উনি আদিবাসী ভাই বোনেদের হেয় করেছেন, I am the last person to tollerate it. পশ্চিম বাংলায় সব মানুষ একসঙ্গে বাস করে। হিন্দু ,মুসলিম, শিখ, ইসাই, বৌদ্ধ, জৈন, আদিবাসী, তপশিলি, ওবিসি – আমরা একসাথে বাস করি, তার কারন, বাংলাই একমাত্র সংস্কৃতির প্রাণ কেন্দ্র। এটা ওনার জানা নেই, ওনার যেটা জানা আছে, সেটা হল মানুষে মানুষে ভাগাভাগি করা। তাই ওনাদের মুখে যেটা শোভা পায়, বাংলার মুখে সেটা শোভা পায় না।

বাংলাকে উনি অসম্মান, অপমান করেছেন, আমার দলিত, আদিবাসী ভাই বোনেদের অপমান করেছেন, এর জন্য ওনাদের পস্তাতে হবে, আগামী দিনে মানুষ এর বিচার করবে।

Nabanna issues instructions for combating storms

After the devastating storms of yesterday in Kolkata and across the southern region of Bengal, the state secretariat, Nabanna has issued instructions for effectively combatingstorms which have been predicted in the next few days.

Quick Response Teams (QRT) of the government have been activated across all needy areas. Government officials have been instructed to provide help wherever necessary.

Chief Minister Mamata Banerjee has asked for reports from the district magistrates of all the affected districts.

Kolkata Municipal Corporation (KMC) has announced ex gratia payments for the families of those killed in yesterday’s storm in Kolkata. It will also repair all the houses destroyed by the storm.

 

কালবৈশাখী দুর্যোগ: কুইক রেসপন্স টিম গঠন রাজ্যের

প্রাকৃতিক দুর্যোগ নিয়ে সতর্ক রাজ্য সরকার। রাজ্য প্রশাসনের সদর দপ্তর থেকে রাস্তায় নেমে কাজ করার নির্দেশ দেওয়ার হয়েছে সরকারি কর্মীদের। নবান্নের কন্ট্রোল রুম থেকেও নজরদারির কথা জানানো হয়েছে।

ঝড়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলির বর্তমান অবস্থা জানতে জেলাশাসকদের কাছে রিপোর্ট তলব করেছেন মুখ্যমন্ত্রী।

নবান্নের তরফে কুইক রেসপন্স টিমগুলিকে সতর্ক করা হয়েছে। দুর্যোগের পর সেই সতর্কতা আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে রাস্তায় নেমে কাজ করার।

দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ ও যেসব বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো সারানোর কথা ঘোষণা করা হয়েছে কলকাতা পুরসভার তরফ থেকে।

 

Self-employment: Towards rural empowerment of Bengal

0The West Bengal State Rural Livelihoods Mission (WBSRLM), administered by the Panchayat and Rural Development (P&RD) Department, organises the rural poor for gainful self-employment and envisages enabling communities to come out of poverty through the formation and strengthening of women’s self-help groups (SHG). It started its journey through the launching of the Anandadhara scheme by Chief Minister Mamata Banerjee on May 17, 2012. There is another programme in the State called ‘Promotion of SHG Movement’.

Purpose

The major strategic interventions in the programme are universal social mobilisation, formation and strengthening of SHGs, capacity building, financial inclusion and access to credit, skills development and taking up different livelihood options with provisions for technological as well as marketing support.

To reach every poor family of Bengal through social mobilisation, WBSRLM ensures that at least one eligible female member from each eligible household is made part of an SHG.

During the first financial year (FY) of the Trinamool Congress Government, that is 2012-13, intensive implementation of the SHG programme was taken up in 32 blocks in nine districts. The programme was expanded to cover 158 blocks spread across all the 23 districts during FY 2017-18. In 2018-19, it has been planned to add more areas in the fold of SHG.

Administration

SHGs are administered through a four-level structure – Self-Help Groups (at the village level), Upasangha (SHG federations at the ward level), Sangha (SHG federations at the gram panchayat level) and Mahasangha (SHG federations at the block level). Currently, there are 5,29,309 SHGs, 35,960 Upasanghas, 3,219 Sanghas and 12 Mahasanghas.

The sanghas are being registered under the West Bengal Cooperative Act as Primary Multipurpose Cooperative Societies. So far, 2,200 such societies have been registered. The rest are going to be registered in due course.

Implementation

Financial inclusion of the vast rural population is one of the primary purposes of WBSRLM. SHGs are capitalised by the Government through a revolving fund at the rate of Rs 15,000 per group. But after that, the programme ensures that the SHGs regularly receive credit from banks. This has led to the groups receiving an aggregate of Rs 3,416.48 crore as loans during FY 2016-17 and, up to January 2018 (FY 2017-18), Rs 2,137.32 crore.

Land issues are critical to the poor, and their ignorance can make them extremely vulnerable. To address this gap, a special project called Legal Land Literacy for poor SHG members is being implemented by the P&RD Department in collaboration with the Land and Land Reforms Department and Landesa Rural Development Institute, an international non-profit organisation. The project began with eight intensive blocks (in which all components are implemented), and has been extended to 24 more intensive blocks.

A special inclusion project was taken up, in collaboration with the NGO HelpAge, in three gram panchayats of Dinhata I block of Cooch Behar district to enable them to access age-appropriate livelihood and entitlement services. Its success has led it to be implemented in another six gram panchayats during FY 2017-18.

Another inclusion-related project has been implemented by the State Government – all SHG households are being covered under the Swasthya Sathi group medical insurance scheme. Till January 2018, 34 lakh SHG families were covered.

SHGs as vehicles for implementation of other Government programmes

SHGs supply school uniforms to children. During FY 2017-18, they have conducted business to the tune Rs 166 crore. Sangha cooperatives successfully manage dietary supplies to Government hospitals. These cooperatives are also engaged in the paddy procurement process, through which it ensures that poor SHG members do not have to engage in distress sale of paddy. Plans exist to increase the geographical coverage and target for paddy procurement in the future.

 

স্ব-নির্ভরতাঃ গ্রামীণ কর্মসংস্থানে বাংলা

২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার গ্রামীণ অঞ্চলে দারিদ্র দূরীকরণে উদ্যোগী হয়েছে।

এর মূল উদ্দেশ্য স্বনির্ভর গোষ্ঠী গঠনের মাধ্যমে সবাইকে স্বনির্ভর করে তোলা। স্বনির্ভর গোষ্ঠীর সশক্তিকরণ, ক্ষমতা বৃদ্ধি, আর্থিক উন্নতি, সহজে ঋণ লাভ, দক্ষতা বিকাশ ও প্রযুক্তি এবং বিপণনের সহযোগীতার মাধ্যমে রোজগারের বিভিন্ন উপায় বেছে নেওয়া।

এই উদ্দেশ্যে ২০১২ সালের ১৭ই মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূচনা করেন ‘আনন্দধারা’ প্রকল্পের – কেন্দ্র ও রাজ্য ৬০:৪০ অনুপাতে বহন করে। এছাড়াও সম্পূর্ণ রাজ্যের নিজস্ব খরচে চলে আরেকটি প্রকল্প ‘প্রোমশান অফ এসএইচজি মুভমেন্ট’।

এই প্রকল্পের উদ্দেশ্য অন্তত প্রতি পরিবারের একজন মহিলা যেন স্বনির্ভর গোষ্ঠীতে থাকে। এই প্রকল্প প্রথমে রাজ্যের ৯ জেলার ৩২টি ব্লকে শুরু করা হয় ২০১২-১৩ সালে। ২০১৭-১৮ তে ২৩ জেলার ১৫৮টি ব্লকে শুরু করা হয়। ২০১৮-১৯ সালে আরও ২২টি ব্লকে এই প্রকল্প শুরু করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এই মুহূর্তে রাজ্যে ৫২৯৩০৯টি মহিলা স্বনির্ভর গোষ্ঠী আছে, যারা ৩৫৯৬০টি উপসংঘের ও ৩২১৯ সংঘের সদস্য।ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ অ্যাক্ট-এর অধীনে সংঘ গুলি নথিভুক্ত হয়েছে প্রাইমারি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি হিসেবে। এখনও পর্যন্ত ২২০০ এরম সমবায় নথিভুক্ত হয়েছে।

প্রতি স্বনির্ভর গোষ্ঠীকে ১৫০০০ টাকা করে রিভল্ভিং ফান্ড দেওয়া হয়।কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড সংঘকে অনুদান দেয়। গত বছর তম্লুক ব্লক মহিলা বিকাশ ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি ও এ বছর ঝাড়গ্রাম ব্লক অরণ্য সুন্দরী মহাসংঘ সেরা স্বনির্ভর গোষ্ঠীর সম্মান পায়।

ব্যাঙ্কের থেকে স্বনির্ভর গোষ্ঠীরা গত বছর ঋণ পেয়েছিল ৩৪১৬.৪৮ কোটি টাকা ও এই অর্থবর্ষে জাউয়ারি মাস পর্যন্ত পেয়েছে ২১৩৭.৩২ কোটি টাকা।

ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের সহযোগিতায় গরীব স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য লিগাল ল্যান্ড লিটারেসি চালু করেছে মালদা ও বীরভূমের আটটি ব্লকে।

বয়স্কদের জীবনযাত্রার মান উন্নত করতে ২০১৭-১৮ সালে ৬টি গ্রাম পঞ্চায়েতে একটি প্রকল্প শুরু হয়েছে। সমস্ত স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের স্বাস্থ্য সাথী বীমার আওতায় আনা হয়েছে। জানুয়ারি ২০১৮ পর্যন্ত ৩৪ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর সদস্যের পরিবার এই আওতায় এসেছে।

এই মুহূর্তে সংঘরা সরকারি হাসপাতাল গুলিতে খাদ্য এবং স্বনির্ভর গোষ্ঠীরা সরকারি স্কুলে পড়ুয়াদের জামার যোগান দিয়ে থাকে। এ বছর তারা এই বাবদ আয় করেছে ১৬৬ কোটি টাকা। যেসকল স্বনির্ভর গোষ্ঠী চাষের সঙ্গে যুক্ত, তারা যাতে তাদের উৎপাদনের সঠিক মূল্য পান, তাও নিশ্চিত করেছে রাজ্য সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তর।