State Govt to organise Durga Puja tours

The West Bengal Tourism Development Corporation (WBTDCL) will be organising tours on the occasion of Durga Puja, as part of its programme, ‘Sarodutsav Tour’.

There are 13 categories of tours, covering tarpan on Mahalaya, the pandals and rajbaris of Kolkata, Durga Pujas in other places of Bangla, immersion trips and a special three-day ‘Bijoya Tour’ to Bishnupur.

Given below are the details of the tour programmes. Click here to visit the booking pages.

MAHALAYA WITH TARPAN – SHARODUTSAV VESSEL TOUR
Sep 28 (Mahalaya) – 8am to 3pm – Rs 1,600 per person per trip

UDBODHONI (Pandals of Kolkata)
Oct 2, 3, 4 – 10pm to 6am – Rs 1,850 per person per trip – 5 buses are available

UTTARA (Pandals of north and central Kolkata)
Oct 5, 6, 7 (Saptami, Ashtami, Nabami) – 9am to 3.30pm – Rs 1,700 per person per trip – 2 buses

DAKSHINI (Pandals of south Kolkata)
Oct 5, 6, 7 (Saptami, Ashtami, Nabami) – 9am to 3.30pm – Rs 1,700 per person per trip – 2 buses

SANATANI-I (Rajbaris of Kolkata)
Oct 5, 7 (Saptami, Nabami) – 8am to 12.30pm – Rs 1,500 per person per trip – 6 buses
Oct 6 (Ashtami) – 8am to 12.30pm – Rs 1,400 per person per trip – 3 buses
Oct 5 (Saptami) – 8am to 12.30pm – Rs 1,400 per person per trip – 4 buses

SANATANI-II (Rajbaris of Kolkata)
Oct 5, 7 (Saptami, Nabami) – 2.30pm to 6pm – Rs 1,150 per person per trip – 3 buses
Oct 6 (Ashtami) – 2.30pm to 6pm – Rs 1,050 per person per trip – 2 buses
Oct 5 (Saptami) – 8am to 12.30pm – Rs 1,150 per person per trip – 2 buses

RARBANGER PUJO-I (Borsul)
Oct 5, 6 (Saptami, Ashtami) – 7am to 7pm – Rs 2,400 per person per trip – 1 bus

RARBANGER PUJO-II (Guskara)
Oct 5, 7 (Saptami, Nabami) – 7am to 7pm – Rs 2,500 per person per trip – 1 bus

SURUL RAJBARI, BIRBHUM
Oct 6, 7 (Ashtami, Nabami) – 7am to 8pm – Rs 2,600 per person per trip – 1 bus

HOOGHLY SAFAR
Oct 5, 6, 7 (Saptami, Ashtami, Nabami) – 7am to 8.30pm – Rs 3,100 per person per trip – 1 bus

CRUISE AND CELEBRATE (Cruise along Hooghly, cultural programmes)
Morning (with lunch) – Oct 5, 6, 7 (Saptami, Ashtami, Nabami) – 10am to 1pm – Rs 1,500 per person per trip – 1 vessel
Evening (with dinner) – Oct 5, 6, 7, 8 (Saptami, Ashtami, Nabami, Dashami) – 6pm to 9pm – Rs 1,700 per person per trip – 1 vessel

IMMERSION TRIP (Cruise along various ghats)
Immersion Trip-I – Oct 9, 10 – 6pm to 7.30pm – Rs 800 per person per trip – 1 vessel
Immersion Trip-II – Oct 9, 10 – 8pm to 9.30pm – Rs 800 per person per trip – 1 vessel

BIJOYA – BISHNUPUR SHARODUTSAV BUS TOUR – AC ACCOMMODATION
Oct 8 to 10 (single trip) – Rs 5,000 per person

Bengal Tourism’s Go-Fishing Project to help people experience fisher folk lifestyle

West Bengal Tourism Development Corporation (WBTDC) has started their ‘go-fishing’ project, which will unravel a natural ‘real time’ fishing experience for the urban populace. The half-a-day trip to river will open the door to explore rural Bengal, state tourism department hopes.

In two separate trips – Namkhana, South 24 Parganas and Gadiara, Howrah were recently launched by WBTDC and have become very popular. Besides popularising the fishing trends of rural Bengal among the urban people, the government also sees the holistic benefits of such project. The Bay of Bengal basin contains one of the richest fish source in India. The bulk of the population depends on fishing, but the nature could only provide them a meagre living.

Most of the Bengali fisher folks are living below the poverty line. But the numbers of the fishermen are growing with time as it is the only suitable profession there. The experts also believe that rising level of sea is also encourages the neighbourhood to take fishing as their only profession. Such projects, taken by WBTDC help out the poor fishermen and their families to live a good life and earn some extra money apart from their regular earnings. Bengal Chief Minister Mamata Banerjee’s government took the development of the coastline a few years ago.

The go-fishing is worlds apart from stereotypical tourism package which could not only bring an outstanding experience for tourists, but raise a new hope for the poor fishermen’s tomorrow. The cost of the trip is pocket-friendly. It will cost only Rs 1,150 for a tourist. The journey will start from the state Tourism centre. At around 7:30 am, the tourists will leave the Tourism centre with packed breakfast. The team of tourists will reach Namkhana at around 11 am. They will be taken to the waterfront and then to the fishing boats. After a brief tea session on the boats, they will join hands with the fishermen. All the tourists have to bring their personal fishing equipment including fishing rod. The local folk singer will be there to sing. Tourists can gorge on local Bengali cuisine prepared by the fishermen’s wives. WBTDC will arrange packaged drinking water on board. At around 3.30 pm, the tourists will come back to the shore. They will take the buses to come back to Kolkata by 6.30 pm.

 

মৎস্য শিকারীদের জন্য চালু হল ‘গো-ফিশিং’

মৎস্য শিকারীদের জন্য ‘গো-ফিশিং’ প্রকল্প নিয়ে এল রাজ্য পর্যটন দপ্তর। এই প্রকল্পের মাধ্যমে তারা মাছ ধরার আসল অভিজ্ঞতা লাভ করতে পারবেন। একটি অর্ধদিবসের নদী ভ্রমণের মাধ্যমে পর্যটকরা গ্রাম বাংলাকে আরও ভাল করে চেনার সুযোগ পাবেন।

দু’টি পৃথক স্থান ঠিক করা হয়েছে এই অর্ধদিবসের ‘গো-ফিশিং’ ভ্রমণের জন্য, দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ও হাওড়া জেলার গাদিয়াড়া। শুধুমাত্র যে এই প্রকল্পের মাধ্যমে গ্রামবাংলার মাছধরার জনপ্রিয়তা শহরবাসীদের কাছে বাড়বে, তা নয়। পাশাপাশি এই ধরনের প্রকল্পে পর্যটক সামগ্রিক আনন্দ লাভ করবে।

বেশির ভাগ মৎস্যজীবী দারিদ্রসীমার নিচে বাস করে। তা সত্ত্বেও মৎস্যজীবীদের সংখ্যা বেড়ে চলেছে। কারণ, ওইসকল অঞ্চলে আর সেই অর্থে জীবিকা কিছু নেই। বিশেষজ্ঞরা আবার এও মনে করেন, গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে সমুদ্রের জল বেড়ে যাওয়ার কারনেই সমুদ্রের পার্শ্ববর্তী অঞ্চলের মানুষরা মাছ ধরাকে জীবিকা হিসেবে বেছে নিচ্ছেন। রাজ্য সরকারের এই উদ্যোগে দরিদ্র মৎস্যজীবীরা তাদের দৈনিক আয়ের পাশাপাশি আরও কিছু অতিরিক্ত আয়ের সুযোগ পাবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার কয়েক বছর আগেই সমুদ্রের পার্শ্ববর্তী অঞ্চলের উন্নয়নের কাজ শুরু করেছেন।

এই ‘গো-ফিশিং’ প্রকল্প একঘেয়ে ট্যুর প্যাকেজের থেকে একদম আলাদা। এই প্রকল্পে পর্যটকদের চিত্ত বিনোদনের পাশাপাশি দরিদ্র মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষও বেশ কিছু নতুন আশার আলো পাবেন।

এই ট্যুরের খরচ সাধারন মানুষের আয়ত্তের মধ্যেই। জন পিছু ১১৫০ টাকা লাগবে এই ভ্রমণে। সকাল ৭.৩০-এ রাজ্য পর্যটন দপ্তর থেকে এই যাত্রা শুরু হবে, প্রত্যেককে প্যাক করা জলখাবার দেওয়া হবে। তারা নামখানা পৌঁছবেন আনুমানিক বেলা ১১ টায়। এর পর তাদের মাছ ধরার নৌকোয় নিয়ে যাওয়া হবে।

নৌকোয় চা পানের পর পর্যটকরা মৎস্যজীবীদের সহযোগিতা করবেন। প্রত্যেক পর্যটককে তার নিজস্ব মাছ ধরার সামগ্রী নিয়ে যেতে হবে। স্থানীয় লোকশিল্পীরা ওখানে সঙ্গীত পরিবেশন করবেন। খাবার ও পানীয় জলের ব্যাবস্থা থাকবে। বিকেল ৩.৩০  নাগাদ যাত্রীরা বাসে ফিরে আসবেন ও সন্ধ্যা ৬.৩০ এ কলকাতা ফিরবে।

 

Image is representative.

Now cruise through Ganga on weekends at affordable rates

The Bengal government has organised a ‘weekend Ganga cruise’ at pocket friendly rates. The West Bengal Tourism Development Corporation (WBTDC) has recently started the packaged tour, which can be booked online. The journey which starts from New Babughat Jetty and concludes at Babughat, costs only Rs 450.

The weekend Ganga cruise begins at around 3:30 pm and ends at 7:00 pm. The three-and-half-hour exceptional experience on the river Hooghly at dusk has impressed the tourists, especially foreigners who visit Kolkata. The picturesque view along both sides of Ganga, the localities alongside the riverbank, the setting sun and boats and ships makes for a beautiful experience for the tourists.

The tourists will start their journey boarding the vessel MV Sumangal. They will cross the Dakshineswar Temple and reach Belur Math. They will get down there to visit the Ramakrishna Math and Mission. Later they will return to vessel and the trip concludes at Babughat at around 7 pm.

 

উইকেন্ডে গঙ্গায় ‘ক্রুজ’ প্যাকেজ পর্যটন দপ্তরের

উইকেন্ডে গঙ্গায় ‘ক্রুজ’ এখন মানুষের আরও সাধ্যের মধ্যে। রাজ্য পর্যটন দপ্তরের উদ্যোগে শুরু হয়েছে একটি নতুন ‘উইকেন্ড ক্রুজ’। নিউ বাবুঘাট জেটি থেকে শুরু করে সাড়ে তিন ঘন্টার এই ক্রুজ শেষ হবে বাবুঘাটেই। টিকিটের দাম ৪৫০ টাকা। প্যাকেজটি অনলাইনেও বুক করা যাবে।

ক্রুজটি শুরু হবে বিকেল ৩.৩০টেয় ও শেষ হবে ৭টায়। ‘এমভি সুমঙ্গলে’ যাত্রা শুরু করে পর্যটকরা দক্ষিনেশ্বর মন্দির পেরিয়ে বেলুড় মঠ পৌছবেন। সেখানে তারা রামকৃষ্ণ মঠ ও মিশনা সময় কাটিয়ে সন্ধ্যে ৭ টায় বাবুঘাটের উদ্দেশ্যে রওনা হতে পারবেন।

 

 

Jangalmahal to become a major tourism hub

After being known for long as a Maoist hotbed, Jangalmahal in Bengal is finally trying to shed off its ill-repute by promoting the unexplored locales as tourist attractions. The Bengal Government is creating tourism packages covering the Jangalmahal circuit, that includes areas of Paschim Medinipur, Purulia and Bankura districts, by not only putting up infrastructural facilities like cable cars, heritage hotels and lodges but also inviting private investors to be a part of the endeavour.

The development of the tourism circuit would take off with Jhargram and the heritage spots around the area. “We have our detailed project report ready. The project would involve investments to the tune of Rs65 crores which are awaited for approvals from the central government,” said the State Tourism Department principal secretary.

The West Bengal Tourism Development Corporation (WBTDC) has already started overnight packages which take tourists around unexplored areas of Jhargram. The places include Belpahari, Khagra Falls, Kakrajhor, Laljal and others.

WBTDC is also promoting trekking and other adventure tourism in Kakrajhor. There are places in Jhargram like Rameshwar Mandir, the banks of the river Subarnarekha and Tapavan, which is Rishi Valmiki’s burial place, which have not been promoted.

The tourists are put up at the year-old Jhargram lodge and given access to the Jahrgram Rajbari. The package comes with a discount on accommodation.

Alongside the tourist lodge that has 22 cottages, and is been expanded, WBTDC is also putting up another eight tourist facilitation centres, each of which would consist of a cafeteria, restrooms and four rooms for boarding. There’s more in the pipeline for the area. Negotiation with the owners of Chilkigarh Rajbari is on for developing a heritage hotel project at the royal palace, located 15 km from Jhargram. It will soon become a palace resort with 10 rooms for guests.

 

গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র হতে চলেছে জঙ্গলমহল 

বহু বছর ধরে মাওবাদীদের অবাধ বিচরণভূমি হিসেবে পরিচিত জঙ্গলমহল ক্রমে তার ওই বদনাম মুছে নিজেকে পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিতি দিতে তৈরী হয়ে গেলো । পর্যটনের জন্য জঙ্গলমহল প্যাকেজ তৈরী হয়েছে যার মধ্যে আছে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, রাজ্য সরকার যে শুধুমাত্র পরিকাঠামোগত সুযোগ সুবিধের বন্দোবস্ত করছে যেমন কেবল কার, ঐতিহ্যবাহী হোটেল তাই নয়, সঙ্গে সঙ্গে বেসরকারি বিনিয়োগকেও সদর আমন্ত্রণ জানানো হচ্ছে।

রাজ্য পর্যটন দপ্তরের মুখ্য সচিব জানান, ঝাড়গ্রাম ও তার পার্শবর্তী অঞ্চলকে কেন্দ্র করে এই পর্যটন কেন্দ্র তৈরী হতে চলেছে। এই প্রকল্পের বিশদ রিপোর্টও তৈরী হয়ে গেছে। কেন্দ্রীয় সরকারের অনুমোদন পেলেই ৬৫ কোটি টাকার এই প্রকল্পটি শুরু হয়ে যাবে।

রাজ্য পরিবহন দপ্তর ইতিমধ্যেই প্যাকেজ শুরু করে দিয়েছে যেখানে পর্যটকরা জঙ্গলমহলের নেদেখা সব জায়গায় যাওয়ার সুযোগ পাবেন যার মধ্যে আছে বেলপাহাড়ি, খাগড়া ঝর্ণা, কাঁকড়াঝড়, লালজাল প্রমুখ স্থান।

পরিবহন দপ্তর কাঁকড়াঝড় অঞ্চলে ট্রেকিং ও অন্যান্য নানারকম এডভেঞ্চার স্পোর্টসের বন্দোবস্ত করছে। রামেশ্বর মন্দির, সুবর্ণরেখা নদীর তীর, ঋষি বাল্মীকির সমাধিস্থল তপোবন এসব অঞ্চলকেও দর্শকদের সামনে তুলে ধরা হবে। পরিবহন দপ্তর এইসব ঐতিহাসিক স্থান গুলিকে চিহ্নিত ও জনপ্রিয় করে তলায় লেগে রয়েছে।

পর্যটকদের জন্য ঝাড়গ্রাম লজে থাকার ব্যবস্থা করা হচ্ছে ও তারা ঝাড়গ্রাম রাজবাড়ি ঘোরার সুযোগ পাবে ও তাদের ডিসকাউন্ট দেওয়া হবে।

Bengal Tourism launches new tour packages

West Bengal Tourism Development Corporation has come up with two new tour packages. One is for Kolkata, called ‘New City Tour’ and the other is for the Dooars region.

The ‘New City Tour’ is exactly that – a day trip through some of the newer places of interest. The spots include Nicco Park, Arts Acre, Mother’s Wax Museum and Eco Park (Prakriti Tirtha). It would start from and end at the Tourism Centre in BBD Bag. The tour is priced at Rs 1050 per head (including vegetarian lunch and tax).

The Dooars tour – named ‘Dooars Package Tour’ – is a two nights-three days package for Rs 9200 per heard (including tax). It would start and end in Siliguri, covering the wildlife havens of Jaldapara, Gorumara and Buxa, and Cooch Behar.

 

পশ্চিমবঙ্গ পর্যটনে নতুন দিগন্ত

পশ্চিমবঙ্গ পর্যটন নিগম ২ টি নতুন ভ্রমণ ব্যবস্থা চালু করতে চলেছে। একটি কলকাতার জন্য যার নাম ‘নিউ সিটি ট্যুর’ এবং দ্বিতীয়টি ডুয়ার্স এর জন্য।

‘নিউ সিটি ট্যুর’ হল একদিনের একটি প্যাকেজ যেখানে নতুন কিছু জায়গা দেখানো হবে। এখানে নিকো পার্ক,আর্টস একর, মাদার ওয়াক্স মিউজিয়াম এবং ইকো পার্ক ঘোরানো হবে। এই ভ্রমণ যাত্রা শুরু এবং শেষ হবে বিবাদী বাগে। মাথাপিছু ১০৫০ টাকা ধার্য (কর এবং নিরামিষ মধ্যাহ্নভোজ সমেত)।

‘ডুয়ার্স ভ্রমণ ব্যবস্থা’ এটি ২ রাত ৩ দিনের একটি প্যাকেজ, মাথাপিছু ৯২০০ টাকা (কর সমেত)। এই ভ্রমণ যাত্রার  শুরু এবং শেষ হবে শিলিগুড়িতেই। জলদাপারা, গরুমারা, বক্সা ও কুচবিহার ভ্রমণও রয়েছে এই প্যাকেজের মধ্যেই।

 

WB Govt plans to launch houseboat services in the Sunderbans

The West Bengal Tourism Development Corporation (WBTDC) is working on plans to launch houseboat services at different places in the Sunderbans and in the creeks from the Hooghly in East Midnapore district to boost back water tourism in West Bengal, based on the model of Kerala.

The West Bengal Chief inister Mamata Banerjee has been giving stress to develop tourism infrastructure across the state. The State tourism department has been working to identify new places and boost the infrastructure at existing tourism spots.

WBTDC is expected to procure eight maintenance-free fibre-reinforced plastic (FRP) house boats for the Sunderbans and the water bodies East Midnapore district. The house boats should comprise of two bed rooms with attached bath and toilet facilities along with a conference room with sitting arrangements for 20 persons. A bar, kitchen, restaurant, lounge and four bedded rooms along with an open space will al so be available onboard.

The objective is to provide the house boats and bring upon a Kerala like house boat model.

The WBTDC authorities are working on the process to invite online bids from reputed house boat fabricators for drawing, design, development, fabrication and delivery of the house boats. The firm who will be selected for the job will need to obtain the drawing and design approval and the necessary clearances for fabrication of the house boats from government agencies and departments concerned.

A proposal for financial approval has also been sent to the Centre for procuring two cruisers on the Hooghly River. The plan is to have budget category cruise tourism on the Hooghly. The concept is that the tourists should be able to visit the heritage sites along the river side.

The tourism department is also working on the tourism circuit plan stretching from Jangalmahal area to Sagar islands.

 

সুন্দরবনে ‘হাউস বোট’ পরিষেবা চালু করতে চলেছে রাজ্য সরকার

পশ্চিমবঙ্গ পর্যটন নিগম পশ্চিমবঙ্গের জলপথ ভ্রমণ আরও জনপ্রিয় করতে সুন্দরবন ও পূর্ব মেদিনীপুরের হুগলী নদীর খারি থেকে ‘হাউস বোট’ চালু করার পরিকল্পনা নিয়েছে।

মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্যের পর্যটন শিল্পের ওপর জোর দিচ্ছেন। রাজ্য পর্যটন বিভাগ পর্যটনের নতুন স্থান খোঁজা এবং পর্যটন স্থান গুলিকে আরও আকর্ষণীয় করে তোলার ওপর কাজ করছে।

সুন্দরবন ও পূর্ব মেদিনীপুরের জলপথের জন্য পর্যটন নিগম ৮ টি বিশেষ ফাইবার সম্বলিত প্লাস্টিক হাউস বোট কিনতে চলেছে। হাউস বোট গুলিতে ২ টি শোবার ঘর, বাথরুম, এবং ২০ জনের বসার একটি ঘরের ব্যবস্থা থাকবে। বার, রান্নাঘর, রেস্টুরেন্ট এবং ৪ টি শোবার ঘর সহ একটি খোলা জায়গার ব্যবস্থা ও থাকবে বোট গুলিতে।

কেরালার আদলে হাউস বোট টি তৈরির করার পরিকল্পনা রয়েছে।

হুগলি নদীর ওপর ২টি প্রমোদতরি তৈরির আর্থিক অনুমোদন চেয়ে একটি অনুরোধ পত্রও পাঠানো হয়েছে কেন্দ্রের কাছে। কম খরচেও যাত্রীরা এই বোটে ভ্রমণ করতে পারবেন। পর্যটকরা যাতে নদীর পাড় থেকেই ঐতিহ্যপূর্ণ জায়গাগুলি পরিদর্শন করতে পারে এটাই মূল উদ্দেশ্য।

রাজ্যের পর্যটন বিভাগ জঙ্গলমহল থেকে সাগর দীঘি পর্যন্ত ট্যুরিজম সার্কিট পরিকল্পনার ওপর কাজ করছে।