New Bengal tourism ad wins praises on social media

Bengal Tourism’s new ad is winning the internet with its ‘sweetness’ and rightly so. Ever since the ad released on Friday, it has crossed a million views and been shared by more than 30, 000 people on Facebook alone. The video is through a foreigner’s eyes who embarks on a journey through Bengal and soaks in the culture, the food and the ambience of the state.

From the busy college streets and yellow cabs in Kolkata, to devouring bhetki paturis, to visiting architecturally rich temples of Bishnupur, to the haunting music of the Bauls, to Rabidra Sangeet- the video captures all things beautiful about the state.

From the mystic valleys in Darjeeling, to the breathtaking sea beach of Mandarmani, the video is a visual delight. The video ends with Shah Rukh Khan, the state’s brand ambassador, crooning Tagore’s song. People have been praising the ad on social media, calling it a fitting tribute to the state.

 

বাংলাকে আন্তর্জাতিক দরবারে নতুন করে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী, সম্মোহিত বিশ্ব

মিষ্টি বাংলার মিষ্টি কাহিনি। ভাগীরথীর তীরে বসত সেই প্রাণের। আকাশে পাতিয়া কান, শুনেছেন কী তার গান? না শুনে থাকলে শুনুন বাংলার এই নতুন তান। শহরে থাকুন বা প্রবাসে এই সুর বাঙালি হিসেবে আপনার মনে প্রেম জাগাবেই। কারণ এই প্রেমের সূতো প্রেমের সেই নায়কের হাতে বাঁধা। যাঁর নাম তো বাংলার ব্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে শুনেই থাকবেন।

উত্তরে আলসেমি মাখা সুন্দরী দার্জিলিং। দক্ষিণে শান্তিনিকেতন থেকে সুন্দরবন। এরই মাঝে এক “কলিকাতা চলিয়াছে নড়িতে নড়িতে”। অফিস পাড়া, বই পাড়া, বাবুঘাট, আউটট্রাম ঘাট, দক্ষিনেশ্বর থেকে খিদিরপুর। সবই উঠে এসেছে পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন বিভাগের এই তিন মিনিটের ভিডিওতে। জানুয়ারি মাসের ২০ তারিখ পোস্ট করা হয়েছে ফেসবুকে। এখনও পর্যন্ত দশ লক্ষেরও বেশি মানুষ দেখে ফেলেছেন মিষ্টি বাংলার এই কাহিনি। নতুন যুগের এই নতুন বাঙালিয়ানায় আপনিও শামিল হতেই পারেন। বাউল মনের হারিয়ে যাওয়ার এখানে নেই মানা।

 

Advantage Bengal at Incredible India Tourism Investors’ Summit 2016

Bengal has given a very good account of itself at the Incredible India Tourism Investors’ Summit 2016, held in New Delhi. The summit was held with the aim of attracting more investment into the tourism sector, involve MSMEs in the tourism sector, improve core infrastructure for tourism and encourage and start-ups to facilitate tourism.

According to the Union Ministry of Tourism, as of 2015, Bengal is ranked 5th in terms of foreign tourist arrivals and 8th in terms of domestic tourist arrivals. There has been a steady improvement on both the fronts since the Trinamool Congress Government came to power in 2011.

The Trinamool Government has made tourism into one of its main focus sectors to improve the economy of the State; and the rewards are there for everyone to see.

For 2015-16, the budget for the Tourism Department was Rs 257 crore. For 2016-17, budget for the department has been increased to Rs 295 crore.

The results were obvious. In 2015, a total of 71.6 million tourists visited Bengal. About 2,200 rooms were made available for tourists in 2015-16. The room occupancy rate in Kolkata during the same period was an impressive 67%.

As per plans of the State Government, by 2020, 10,000 rooms would be made available for tourists.

This improvement in the tourism climate of the State has been the result of the impressive economic and infrastructural growths in recent years.

The unprecedented increase in State Plan Expenditure and Capital Expenditure has resulted in phenomenal increase in the State GSDP (gross state domestic product). At current prices, the State GSDP in 2010-11 was Rs 4,60,959 crore which has doubled in 2015-16 to Rs 9,20,083 crore, one of the highest in India. The per capita income, as of 2014-15, was Rs 78,903.

Kolkata and most big places in Bengal has excellent railway and road connectivity to the rest of India. As for air connectivity, Kolkata has excellent connectivity to the rest of India as well as internationally, with new destinations and flights being added constantly. Many smaller places in Bengal are being gradually connected to the grid.

Thus, with such facilities, there is no doubt that the State is gradually becoming one of the best tourism destinations in India.

 

দিল্লিতে বাংলার পর্যটনকে তুলে ধরল রাজ্য সরকার

Incredible India Tourism Investors’ Summit 2016 অনুষ্ঠিত হয়েছিল দিল্লিতে। সেখানে বাংলা পর্যটনের বিকাশের জন্য নিজেদের অবস্থা খুব ভালোভাবে তুলে ধরেছে। পর্যটন কেন্দ্রে আরও বিনিয়োগ, পর্যটনকে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে যুক্ত করা, পর্যটনের পরিকাঠামোকে আরও উন্নত করার জন্য এই সামিটের আয়োজন করা হয়েছিল।

পর্যটন মন্ত্রণালয়ের মতে, ২০১৫ সালে বিদেশী পর্যটক আগমনের ক্ষেত্রে বাংলার স্থান ছিল পঞ্চম এবং দেশি পর্যটক আগমনের ক্ষেত্রে এই স্থান ছিল অষ্টম। ২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর উভয় ক্ষেত্রেই অভূতপূর্ব উন্নতি হয়েছে।

রাজ্যের অর্থ দপ্তরের উন্নতির সঙ্গে সঙ্গে পর্যটন দপ্তরের উন্নতিও তৃণমূল সরকারের মূল লক্ষ্য ছিল এবং তা  লক্ষ্যনীয়।

২০১৫-১৬ বাজেটে পর্যটন দপ্তরের বরাদ্দ অর্থের পরিমাণ ছিল ২৫৭ কোটি, ২০১৬-১৭ তে এই দপ্তরের বরাদ্দ অর্থের পরিমাণ বেড়ে হয়েছে ২৯৫ কোটি।

পরিবর্তন লক্ষ্যনীয়। ২০১৫ সালে ৭১.৬ মিলিয়ন পর্যটক এসেছে বাংলায়। ২০১৫-১৬ সালে পর্যটকদের থাকার জন্য প্রায় ২,২০০ টি ঘর তৈরি করা হয়েছিল।

রাজ্য সরকারের পরিকল্পনা অনুযায়ী ২০২০ সালের মধ্যে পর্যটকদের জন্য ১০,০০০ ঘর তৈরি হয়ে যাবে।

রাজ্যের পরিকল্পনা ব্যয় এবং মূলধনী ব্যয় অভূতপূর্বভাবে বৃদ্ধি পেয়েছে। ২০১০-১১ সালে রাজ্যের GSDP ছিল ৪,৬০,৯৫৯ কোটি টাকা। ২০১৫-১৬ সালে এই হার হয়েছে ৯,২০,০৮৩ কোটি (প্রায় দ্বিগুন) যা ভারতের মধ্যে সর্বোচ্চ। ২০১৪-১৫ সালে রাজ্যের মাথাপিছু আয় ছিল ৭৮,৯০৩ কোটি টাকা।

সমগ্র ভারতের মধ্যে কলকাতা এবং বাংলার অধিকাংশ জায়গায় সড়ক ও রেলপথ যোগাযোগ ব্যবস্থা খুব উন্নত। কলকাতা থেকে ভারতের অন্যান্য জায়গায় বিমান পরিষেবাও খুব ভাল। বাংলার অনেক ছোট জায়গাকেও ধীরে ধীরে এই গ্রিডের সঙ্গে সংযুক্ত করা হচ্ছে।

সুতরাং, এইসব পরিষেবার সঙ্গে বাংলা যে এখন ভারতের শ্রেষ্ঠ পর্যটন গন্তব্যস্থলগুলির মধ্যে একটি সে ব্যাপারে কোন সন্দেহ নেই।

 

New tourist destinations in north Bengal for the Pujas

Ratneswar Jheel, Sikiajhora, Bakla, West Damdim, Chamurchi, Chalsa, Meteli, Saktia, Khushiya Udyan, Lataguri Lake, Madhubani Park, Mangalbari, Ramsai, Maora Valley, Murti, Jalpesh Temple, Tilabari, Batabari, Jatileswar Temple – some new, some old, soon to get a touch of the new. These are going to be the hot destinations for the Puja holidays.

The West Bengal Tourism Department, under instructions from Chief Minister Mamata Banerjee, is developing these 19 destinations at a cost of Rs 25 crore. They are located in the districts of Jalpaiguri and Alipurduar. The infrastructure being readied would enable an average of 200 tourists at a time to enjoy the facilities at each of these resorts. Most of these would be inaugurated in September, after Viswakarma Puja. A few would be completed in October.

The projects would be implemented with the help of the local panchayat samitis, municipalities and district magistrates. The local bodies would keep 20% of the profits from these facilities. This would act as an incentive for the local bodies to take care of the maintenance of these resorts and related facilities.

 

পুজোয় উত্তরবঙ্গে পর্যটনের নতুন ঠিকানা

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পুজোর আগে উত্তরবঙ্গে পর্যটকদের জন্য ১৯টি নতুন পর্যটন কেন্দ্র চালু করতে চলেছে পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তর। এর জন্য খরচ হচ্ছে মোট ২৫ কোটি টাকা। পুরনো পর্যটন কেন্দ্রগুলি সংস্কারের পাশাপাশি বেশ কিছু আন্তর্জাতিক মানের নতুন পর্যটন কেন্দ্র তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে। একদিনে একসঙ্গে ২০০ পর্যটক এই নতুন কেন্দ্রগুলির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

রত্নেশ্বর ঝিল, সিকিয়া ঝোরা, বাকলা, পশ্চিম ডামডিম, চামুর্চি, চালসা, মেটেলি, সাকতিয়া, খুশিয়া উদ্যান, লাটাগুড়ি দীঘি, মধুবনি পার্ক, মঙ্গলবাড়ি, রামশাই, মাওরা ভ্যালি, মূর্তি, জল্পেশ মন্দির, তিলাবাড়ি, বাটাবাড়ি, জটিলেশ্বর মন্দির – কিঞ্ছু নতুন ও কিছু পুরনো মিলিয়ে উত্তরবঙ্গে অনেকগুলি নতুন পর্যটন কেন্দ্র আসছে। এগুলিই পুজোর প্রধান আকর্ষণ। এর মধ্যে অধিকাংশই বিশ্বকর্মা পুজোর পর সেপ্টেম্বরে উদ্বোধন হয়ে যাবে, বাকীগুলোর কাজ অক্টোবরে সম্পন্ন হয়ে যাবে। মেগা ট্যুরিজম হাবের যে ৪টি প্রকল্প রয়েছে সেগুলি পুজোর আগেই খুলে দেওয়া হবে।

এই প্রকল্পের কাজগুলি সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতি, পুরসভা ও জেলাশাসকের দফতরের মাধ্যমে করা হহবে। ২০% লাভ রেখে কাজের বরাত দেওয়া হবে। এর ফলে দপ্তর পরিচালনা ও পর্যটন কেন্দ্রগুলি রক্ষণাবেক্ষণ করা হবে।

 

Bengal Tourism gears up to attract tourists with road shows in other states

The state tourism department is taking several measures to promote Bengal tourism across the country. The department has coined a new slogan ‘Experience Bengal: The Sweetest part of India’.

Recently the State Tourism department has conducted road shows in Hyderabad, Delhi, Chandigarh and Jaipur, all of which have been hugely successful.

State Tourism minister Gautam Deb said that is the vision of Bengal Chief Minister Mamata Banerjee to showcase the Biswa Bangla brand all over the world and to promote the richness of Bengali culture. To fulfill that vision these roadshows were held in various cities to familiarise people from other States about Bengal.

The State Tourism Department has now targeted the small cities besides cities like Delhi, Mumbai, Chennai and Bangalore.  A survey says the number of tourists from these cities are much larger than the big five cities combined.

 

পর্যটনের প্রসারে ভিন রাজ্যে রোড শো বাংলার

বাংলার পর্যটন শিল্প প্রসারের জন্য রাজ্য পর্যটন দপ্তর রাজ্য জুড়ে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ নিয়েছে। পর্যটন বিভাগের নতুন স্লোগান : ‘এক্সপিরিয়েন্স বেঙ্গল : দ্য সুইটেস্ট পার্ট অফ ইন্ডিয়া’।

বাংলার অপরিমেয় সম্পদ-সৌন্দর্যের ডালি নিয়ে রাজ্যের বাইরে পাড়ি দিয়েছে রাজ্য পর্যটন দফতর৷ দেশের প্রতিটি রাজ্যে গিয়ে রোড শো করে বাংলার চোখজুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য, কৃষ্টি, ঐতিহ্য, সংস্কৃতিকে তুলে ধরতেই এই অভিযান৷ সম্প্রতি রাজ্য পর্যটন বিভাগ হায়দরাবাদ, দিল্লি, চণ্ডীগড় এবং জয়পুরে রোড শো-র আয়োজন করেছে যা বেশ সফল হয়েছে।

রাজ্য পর্যটন মন্ত্রী গৌতম দেব জানান, বাংলাকে বিশ্বের দরবারে প্রদর্শন করাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য। বাংলাকে বিশ্বের দরবারে তুলে ধরতে ‘বিশ্ব বাংলা’ ব্র্যান্ড তৈরি করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশ, এই ‘বিশ্ব বাংলা’র মধ্যে দিয়ে বাংলার যা কিছু সুন্দর, তাকে বিশ্বের দরবারে তুলে ধরতে হবে৷ সেই নির্দেশ অনুযায়ীই রাজ্যে রাজ্যে গিয়ে বাংলার যা কিছু সৌন্দর্য-সম্পদকে পরিচিত করতেই এই রোড শো-র আয়োজন৷”

দিল্লি, মুম্বাই, চেন্নাই ও বেঙ্গালুরু শহর ছাড়াও ছোট শহরগুলোও এখন রাজ্য পর্যটন দপ্তরের প্রধান লক্ষ্য। সমীক্ষা অনুযায়ী, এই সব বড় শহর থেকে প্রতি বছর বহু মানুষ বেড়াতে যান৷ যে সংখ্যাটা মিলিতভাবে দেশের প্রধান পাঁচ বড় শহর থেকে বেশি৷

 

WB Tourism Dept launches Durga Puja packages for 2015

West Bengal Tourism has once again launched exclusive Puja Parikrama packages for the year 2015.

Here are the details of the Puja packages:

Udbodhoni (17 and 18 October) package includes all night pre-puja tour and will cover pandals at College Square, Mudiali Club, Badamtala Ashar Sangha, Kashi Bose Lane, Baghbazar Sarbojonin, Ekdalia Evergreen, Hatibagan Sarbojonin, 66 Pally, Singhi Park and Park Circus.

Sanatani-I (8 AM to 12:30 PM on 20 and 21 October) package consists of Durga Pujas in Khelat Ghosh Bari, Sobhabazar Rajbari, Chhatubabu &Latubabu’s House, Chandra Bari, Rani Rashmoni’s House, Thantania Dutta Bari and Baghbazar.

Sanatani-II (2 PM to 6 PM on 20 and 21 October) package consists of Durga Pujas in Khelat Ghosh Bari, Sobhabazar Rajbari, Chhatubabu & Latubabu’s House, Chandra Bari, Rani Rashmoni’s House, Thantania Dutta Bari and Baghbazar.

Hooghly Safar: Another package includes tours of Durga Pujas in the districts. This will be held on 20, 21 and 22 October, travelling to various Puja pandals in Hooghly.

 

Click here for more details

Shah Rukh Khan to promote Bengal as ‘sweetest’ tourist destination

Bollywood actor and brand ambassador for West Bengal, Shah Rukh Khan, will be promoting Bengal as “the sweetest tourist destination” in an ad film by the state tourism department to attract domestic and foreign travellers. He is expected to come to Kolkata for two days by the end of October for an indoor shoot.

“We have roped in superstar Shah Rukh Khan for promoting tourist destinations in the state. West Bengal Tourism Development Corporation (WBTDC) has set aside Rs 8 crore for the ad film, for which we have hired the reputed agency Ogilvy & Mather for Rs 75 lakh. Darjeeling, Dooars, Bolpur and the sea-side tourist destinations would be among the touchpoints,” said state tourism minister Bratya Basu at a press conference on Wednesday.

Basu said several films of at least one-minute duration would be prepared for the campaign, with the catchline ‘Experience Bengal – the sweetest part of India’.

Basu added that Shah Rukh is not charging any fees for the new ad-films. “He has said he would not take any money, but we know he is a professional actor and provisions have been made for his payment,” he said.

TMC MP and superstar of the Bengali film industry, Deepak Adhikary alias Dev, would also feature in the promotional campaign.

The minister also said the state was looking at a number of projects under the PPP model to come up with upmarket as well as budget hotels and resorts at tourist destinations.

“At Gajoldoba in Jalpaiguri district, Sterling Holiday and Resort Ltd would build a star category eco-resort while Seal Tea Export Pvt Ltd and Gangadhar Developer Pvt Ltd would put up budget category eco-resorts. Shikaria Infra Project Pvt Ltd will also build a resort on PPP model over 75 acre at Sabuj Dweep in Hooghly district. Techno India Group would build a budget category resort at Jharkhali in South-24 Parganas,” he said.

Heritage tourism circuit in Birbhum

Birbhum tourism is not just about Tagore’s Santiniketan. The district has a host of traditional temples which have heritage value and also unique architecture. Tourists can now take an interest in it on their way to Santiniketan via Burdwan.

Prodded by Chief Minister Mamata Banerjee, the state tourism department has come up with a Rs 20 crore plan to develop a heritage eco tourism circuit in Birbhum.

The authorities have already started building lodges and cottages and will revamp the areas surrounding Tarapith, Bakreswar and Kenduli. The plan is to develop a tourism circuit around Tarapith, Bakreswar, Kendua and Santiniketan. The thrust will be on heritage and eco-tourism.

The Birbhum district administration will be assisting the tourism department in implementing the project. A meeting was held between the officials of tourism department and Birbhum district administration to chalk out plans.

A beautification programme will also be taken up in Tarapith, surrounding the temple, where the roads will be beautified. A tourist lodge will be set up at Tarapith where about 80 visitors could be accommodated. The authorities have already started setting up tourist cottages in Bakreswar.

Plans are also on to provide shelters to the ‘sadhus’ there. Landscaping will also be done along the Dwaraka river. Welcome entry gates will be set up at Jaydeb and Kenduli.

The tourism department also has plans to initiate a public private partnership (PPP) project on a nine-acre plot in Santiniketan to develop eco-tourism.

 

Image source