West Bengal polling dates announced

The polling dates for the 2016 Assembly elections in West Bengal were announced by the Election Commission at a press conference in New Delhi today. The current Assembly session ends on May 29.

The polling dates for all the 294 seats was announced by the Election Commission. As per the schedule announced, the election would be held in six phases.

The details of the phases are as follows:

Assembly_2016_Dates_Ed

 

According to the West Bengal State Election Commission, the State has over 6.5 crore voters. There has been a net addition of over 20.5 lakh voters, resulting in a 3.23% increase in their number.

The percentage of new voters in the 18-19 year age group is 3.17.

Significantly, the gender ratio in West Bengal has improved to 933, that is, 933 female voters for every 1000 male voters. The population-voter ratio stands at 0.68%.

The total number of polling stations to be set up is 77,247.

 

পশ্চিমবঙ্গের ২০১৬ বিধানসভার নির্বাচনের দিন ঘোষণা হল

পশ্চিমবঙ্গের ২০১৬ বিধানসভার নির্বাচনের দিন ঘোষিত হল। আজ নয়া দিল্লিতে সাংবাদিক বৈঠক করে ঘোষণা করলেন ইলেকশন কমিশনার। ২৯শে মে শেষ হবে বিধানসভা নির্বাচন।

২৯৪ টি আসনের নির্বাচনী তারিখ ঘোষণা করলেন ইলেকশন কমিশনার। ৬ দফায় নির্বাচন হবে পশ্চিমবাংলায়।

তালিকাটি নিম্নলিখিত:

Assembly 2016_Dates_Bengali_Ed

 

ইলেকশন কমিশনের রিপোর্ট অনুযায়ী পশ্চিমবাংলায় মোট ভোটার সংখ্যা ৬.৫ কোটি। এবার ভোটার সংখ্যা বেড়েছে ৩.২৩% বা নতুন ভোটার সংখ্যা ২০.৫ লাখ। ১৮-১৯ বছর বয়সী নতুন ভোটার ৩.১৭ শতাংশ।

তাৎপর্যপূর্ণভাবে, পশ্চিমবঙ্গে নারী- পুরুষ অনুপাত এখন বেড়ে দাঁড়িয়েছে ৯৩৩:১০০০ এবং জনসংখ্যা ও ভোটার অনুপাত এখন ০.৬৮%।

মোট ৭৭,২৪৭টি নির্বাচনী বুথ তৈরি করা হবে।