In Conversation With Dr Amit Mitra

Dr Amit Mitra, Honourable Ministry for Finance, Commerce and Industries, West Bengal Government, in conversation with CNBC TV18 anchor Shereen Bhan

On past BGBS Summits

I think it is important for us to take a look at the three summits that have taken place: 2015, 2016 and 2017. I want to tell you that I am so delighted that close to 50% of the projects proposed are on the ground today. Mamata Banerjee, in fact, speaking in the concluding session, mentioned this specifically, because we are looking at implementation, not of offer only.

I know another State that I don’t want to name, two summits before they had 1.4% of their investment offers fructified. The minute the summit gets over, our entire team and department sits together and every month they have to explain how much of this has been done, and Mamata Banerjee herself takes a meeting every three months, saying, “where are we?” So result of that is, close to 50% of these three summits, this being the fourth has in fact fructified on the ground.

The result of that is that our GDP growth is phenomenally higher than India. Our GDP has more than doubled in 5 years, from 4.5 lakh crore to 10.5 lakh crore. Obviously investment is happening. Keynesian multiplier effect is happening. But we have to take it deeper.

And this year’s summit, as you know, was the creme-de-la-creme. I mean Mukesh Ambani, Lakshmi Mittal, Mr. Jindal, who opened his plant for cement, inaugurated by Mamata Banerjee day before. 2.5 million tons, going to 5 million tons. He said he will double in one year. So that is an example that things are happening.

Does anybody know that 1 billion USD has been invested in a fertilizer plant, the only plant in the world using coal-bed methane, in West Bengal. Rs 7,700 crore on the ground.
On BGBS 2018

There are two elements for this year’s summit which are really interesting. One is, out of the 2.2 lakh crore offered, majority of it is in manufacturing and infrastructure. That means Bengal is rising. It used to be the manufacturing capital of India, competing only with Maharashtra at one point of time. This is very interesting to me, that much more than half, 1.5 lakh crore is in manufacturing and infrastructure, which are asset creating.

The second element of this time’s summit is jobs, jobs and jobs. I mean, imagine, the Kanpur leather people came and signed an MOU and said, “We want to come to Bengal, and we are going to give you 1 lakh jobs”. Now that is something stunning. Mr. Mukesh Ambani said that “I am going to invest 5000 crore and I am going to provide 1 lakh or even more jobs”. Jobs. So labour intensive sectors, whether it is leather, gems and jewellery, whether it is food processing.

So the two elements are: on one hand you are manufacturing, which is the predominant offer of investment. Pranab Adani said,”This is what I am going to do” and Jindal has already done so. So jobs on one hand and manufacturing and infrastructure on the other. This is the winning combination along with the fact that 9 countries became partner countries spontaneously. We have no danda. It has to be spontaneous. China came with a big delegation.
On Bengal’s economic potential

Let me tell you, the export from Bengal in 2016-17 has 8.5 billion USD. Now, quite a bit of that export is an integrative export with the North-East. Bangladesh today is working with us. Nepal, Bhutan. And now the new development in this summit was the fact that from ASEAN the largest industrialists of Thailand, Mr. Aloke Lohia, 7.5 billion USD turnover, was here in this summit.

These are things we have never seen before. Therefore we are reaching into the ASEAN territory for investment reaching into West Bengal which then goes back and exports to us here. So I think things are beginning to move. Now Poland becomes a partner country. Why? They are from outside of this region. Because they have the deepest mines in the world – 1,200 metres deep coal mine and 1,400 metres deep copper mine. We have the world’s second largest coal deposit – at Deocha-Pachami.

So there’s a synergy there. It is not only this region. We are seeing synergies with many Europeans who have come as partner countries, and not just saying in words – Italy, France, Germany Poland, Czech Republic and the UK. A governor from South Korea has come, whose state has the largest steel-producing plant in the world and the largest petrochemical plant in the world. He comes here with a big delegation. Why? Because we are becoming the hubs for these kinds of industries, which would then connect us with the ASEAN countries and everybody else.

 

ON GST returns

Let me submit to you that I have written a formal letter to the Union Finance Minister, since I couldn’t be there, giving exact details let me tell your listeners that the GST Network was to process 300 crore invoices per month, or 30 billion. Can you imagine that? Now obviously, the system is not working. The small and medium enterprises are not able to uplink. Every state is being compensated by the Centre because they are not being able to reach the 14 per cent rate of growth.

Now West Bengal is doing better, it is being compensated by a small amount because we have completely digitised. So our people could migrate more easily but the small and medium enterprises are in a very bad shape. I had repeatedly said to please not to launch GST on July 1 because you are not prepared. You had done a beta test on 200 companies per state, and 30 per cent of those tests have failed.

Forms… You have GSTR-1, GSTR-2, GSTR-3, and you have GSTR-3b, which is a kind of a small form. So the question is very simple. It is a question of converging them into one. The idea is to converge in a manner that it is uplinked successfully. Why are the states not getting any taxes through GST? Most of their taxes have gone up – some have come down, some have gone up – because it is a complete mess. First you introduce three forms, you fail, then you introduce one single form which is supposed to be good but people are not able to uplink.

Now my question is, is this the way to do the world’s largest fiscal reforms? You do tryst with destiny in the Central Hall of Parliament on July 1 but the systems are not ready. I said repeatedly on July 1. A lot of finance ministers have come privately, including some BJP ministers, saying you are right, let’s fight to see if we can get a better deal for our small and medium enterprises.

 

On the E-Way Bill

You may be interested to know that West Bengal has an electronic E-Way Bill for which we have no check posts for the last two years – 1 per cent entry tax, self-declared, electronically carrying it with the driver – no checkposts. Now ours is one of the most successful electronic models which you are calling the E-Way Bill. So we don’t have a problem. But do you know the status of the whole of the north-east with respect to the E-Way Bill. At least five larger states don’t have E-Way Bill.

Now look at Bihar. They have checkposts, there were different rates for entry taxes earlier – they have huge corruption, according to their own former Finance Minister who is now the Deputy Chief Minister. He called me up to ask me as to how are you able to manage this in an electronically?

Absolutely, I support the E-Way Bill because we have experimented with it and we are successful. But the problem is that there are many states which are not prepared. Has there been a white paper on that? Has there been a white paper on GST as a whole? At least respect the GST Council and present a white paper, saying that this is the state of things. As far as the E-Way Bill is concerned, we are way ahead of the E-Way Bill.  We are doing it for the last three years. But are all states ready?

February 1 is a good date. But I would say, empower the states to be able to implement it. The, please don’t forget the Inter-State Way Bill, which is supposed to be implemented from June 1. Can you imagine what a mess that can make? Every 20, 30, 40 km, you’ll be stopped and electronically checked – is that a simple system? But at least we have to work towards it. Where is the white paper on that? What will happen to the whole north-east – seven sister states and Sikkim? What would happen to at least five other states whose Finance Minister are telling me we are not yet ready? So we have to work together in the way federalism is talked about by the Centre.

 

On GST Council Meet

I just said that even without knowing the outcome the returns are in a mess and so I fully understand why they could not come to conclusion, because you have three different forms and then you have a fourth form. Now you cannot uplink 300 crores in a month. The GST is not ready, so you can have a video conference, fine. But are we ready, we have to proceed on this. If you do this on a hurry, on July 1, without knowing what unchartered process you are going into, like demonetisation, unfortunately the revenue of States will suffer, Centre will forced to compensate them as per Constitutional requirements, Centre’s own revenues will be at risk and fiscal deficit will become a challenge for the Centre.

 

On GST revenue collections 

See, if you look at July, our revenue collections were pretty reasonable, it started coming down, in October it fell to Rs 83,000 crore. Now if you look at the Gujral Committee report to the Parliament, you will find that the Gujral Committee says that even for exports, exporters earlier did not pay any taxes, they just filled the ‘H’ form. Now they have to first pay taxes and the seek refund and do you know that Rs 40 crore per company of the medium sized companies are stuck with the government, not getting refund. So the exports are going to suffer badly.

It has already started and the Gujral Committee report to the Parliament already says October was terrible. And they say from 15% being blocked, if it goes to 20%, you are on danger line and the biggest question your listeners must understand that the minute you cannot get that refund from the government, your working capital goes down and who gets hurt, the contract workers, the job workers. In West Bengal, my Gold job workers have lost their job because the companies are stuck with their refunds with central government. This is terrible.

So it’s going to hurt exports, it’s going to hurt common small businesses. Please do something about that. I’ve written all these in my letter.

 

On Union Budget 2018-19 

Well, I can only say, that, during this period since demonetisation, your GDP growth rate has fallen, fallen, fallen. Four year’s low. At the same time due to the introduction of GST after demonetisation, we are stumbling. Do you know that gross capital formation grew by 0.59%? That is, investment grew by less than 1%. So what is he going to do in the budget? It is going to be populist budget, because it is the last budget, before the elections. So, let’s give away money and have a problem with the fiscal deficit, revenue deficit issues.

 

On Govt borrowings

What I’m saying to you is FRBM act, which restricts your borrowing, we as states are sticking to FRBM. Centre does not have any FRBM. It may be saying this today, but you know what happens in reality, you augment borrowing. You announce something, over time you realize you can’t do it, then you start borrowing; you break the FRBM limit because they don’t have FRBM limit but all states do.

I cannot pass my FRBM limit, which is 3% of GDP, but they don’t have any FRBM limit officially passed by legislature. Therefore my concern is, this is show of saying we will borrow less, but when it comes down, I will give my guarantee, and will come back and see in six-seven months times, when we talk again that they are borrowing immensely. The banks are in bad shape you know that. Non Performing Asset levels are very high. So the Union Finance Minister has to handle this- low growth rate, low capital formation, banks in bad shape in terms of NPAs. Where is he going to get the money from? Then you need a populist budget for electoral purpose which means more spending. To me, I would hate to be in his shoes.

 

On priorities of Bengal Govt

Well I think Mukesh Ambani, Mr. Jindal, Mr Adani they didn’t come to this conference because they had some reason to come excepting for their trust of Mamata Banerjee. Top CEOs have to trust their leader, they have to trust the transparency.

Mukesh Ambani said he intended to invest Rs 4,500 crore in Bengal, but actually invested 15,000 crores. Then he promised Rs 5,000 crore of more investments in the summit. I’m sure if you go by the past records it will grow up to Rs 20,000 crore. Even hand-set manufacturing will be done in West Bengal, he said.

So, what I’m saying to you is our growth rate is much higher than India, our capital formation has grown by 7.5 times, asset creating permanent structures and taxes have doubled, which is record in India because of e-taxation for which the central government has given West Bengal an award 10 days ago. The Union Government gave us an award for e-taxation being number one among 24 states.

 

We will have to leave at that, Sir. Thank you for your time.

Italy inks MoU with Bengal on leather tech

The BGBS 2018 kicked off on Tuesday with the participation of nine countries. The visiting Italian delegation of almost thirty is led by ArtValley, an organisation that has brought in business houses to the BGBS since 2017.

In a significant step forward, an MoU was signed on the eve of BGBS 2018, between Italian Leather Research Institute and CLC TA Tanner’s Association, Kolkata.

The two principal persons from the Italian side were Paolo Gurisatti, President of SSIP district and Golin Mauro, CEO, Spraytech.

This has the support of the West Bengal government and is involved in exchange and support in providing technical competence to the Bengal tanning companies, stated professor Alberto Cavicchiolo of ArtValley.

 

চর্মশিল্পে মৌ স্বাক্ষর ইতালির সাথে

 

৩২টি দেশের ৪০০০ প্রতিনিধির সাথে অনুষ্ঠিত হল বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন ২০১৮। অন্যতম পার্টনার দেশ ইতালির এক প্রতিনিধি দল এই সম্মেলনে অংশগ্রহণ করে ArtValley নামক এক সংস্থার নেতৃত্বে।

ইতালির পক্ষে ছিলেন Paolo Gurisatti, President of SSIP district এবং Golin Mauro, CEO, Spraytech।

এবছরের সম্মেলনে ইতালির সংস্থা Italian Leather Research Institute এর সাথে কলকাতার CLC TA Tanner’s Association মৌ স্বাক্ষরিত হয়।

বাংলার ট্যানিং কোম্পানিগুলিকে প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে এই সংস্থা, এমনটাই জানেন ArtValley’র প্রফেসর Alberto Cavicchiolo।

BGBS 2018 will open new avenues for employment in Bengal: Amit Mitra

Speaking to reporters after the conclusion of Bengal Global Business Summit, 2018, Finance and Industries Minister, Dr Amit Mitra today said this summit will open new avenues of employment in Bengal.

He said that 110 MoUs have been signed and B2B meetings were still on. He spoke at length about the interest expressed by foreign delegates about investing in Bengal.

Highlights of Dr Mitra’s speech:

  • We have received amazing response at Bengal Global Business Summit, 2018. Discussions are on even after the summit has ended. Investors from across the globe have expressed interest.
  • For the first time, we had nine partner countries: Japan, South Korea, UAE, France, Germany, Poland, Czech Republic, Italy and UK. Although China is not our partner country this time, representatives from two Chinese provinces were present and expressed interest in investing.
  • We have signed MoU with Silesia province of Poland. They will help us with mining technology. We will work with them shoulder to shoulder.
  • We have signed an MoU with Italy regarding leather technology. They are keen to invest in gems and jewellery sector. A lot of jobs will be created.
  • Bengal has exports worth Rs 54,000 crore. Leading are leather, gems and jewellery, metal, steel.
  • A university in Hungary has signed an MoU with Jadavpur University. Edinburgh University has signed an MoU with Presidency University.
  • We have signed an MoU with Germany regarding Energy Action Plan.
  • Reliance, Jaipuria, Adani, Kotak, SpiceJet, JSW, Samsung, Pepsi and other multinational companies are keen to invest in Bengal.
  • We have received investment proposals worth Rs 2 lakh 19 thousand 925 crore.
  • Many new policies have been announced: Logistic Park Development and Promotion Policy, Export Promotion Policy etc.
    Job creation is the biggest success of this summit. 20 lakh new jobs will be created.
  • 1046 B2B meetings have taken place in these two days. 40 B2G meetings also took place.
  • Kolkata has never seen such elaborate preparations. Industrialists were touched by the CM’s words. She spoke from the heart.
  • There is a tide of development in Bengal under the leadership of Mamata Banerjee.

 

 

রাজ্যে কর্মসংস্থানের নয়া দিগন্ত উন্মোচিত হতে চলেছে : বানিজ্য সম্মেলনের পরে জানালেন অর্থমন্ত্রী

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন ২০১৮ তে ১১০ মউ স্বাক্ষরিত হয়েছে। সম্মেলনের শেষে সাংবাদিক সম্মেলন করে চতুর্থ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রাপ্তির কথা বিশদে জানালেন অর্থমন্ত্রী অমিত মিত্র। রাজ্যে নয়া দিগন্ত উন্মোচিত হতে চলেছে এই বাণিজ্য সম্মেলন থেকে।

তাঁর বক্তব্যের কিছু অংশ:

  • বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে দারুন সাড়া মিলেছে। সম্মেলন শেষের পরেও বিনিয়োগ নিয়ে আলোচনা হচ্ছে। বিভিন্ন দেশের শিল্পপতিরা বিনিয়গে আগ্রহ দেখান।
  • এই প্রথম ৯ টি দেশ আমাদের পার্টনার দেশ হল: জাপান, দক্ষিণ কোরিয়া, ইউ এ ই , ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড, চেক রিপাবলিক, ইউ কে। চীন পার্টনার দেশ নয় অথচ তাদের ২ টি রাজ্য এখানে উপস্থিত ছিল এবং তারাও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করছে।
  • পোল্যান্ডের সিলেসিয়ার সঙ্গে মউ স্বাক্ষরিত হয়েছে। খনিতে প্রযুক্তিগত সাহায্য করবে তারা। পশ্চিমবঙ্গ তাদের সঙ্গে এবার কাঁধে কাঁধ মিলিয়ে এগোবে।
  • চর্মজাত শিল্প নিয়ে ইতালির সাথে মউ স্বাক্ষরিত হয়েছে। গয়না শিল্পেও বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে তারা, এখানে প্রচুর কর্মসংস্থানেরর সম্ভাবনা।
  • পশ্চিমবঙ্গ থেকে ৫৪ হাজার কোটি টাকার রপ্তানি হয়। শীর্ষে আছে চর্মশিল্প, গয়না শিল্প, ধাতু শিল্প, ইস্পাত শিল্প।
  • যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে হাঙ্গেরির একটি বিশ্ববিদ্যালয়ের মউ স্বাক্ষরিত হয়েছে। প্রেসিডেন্সির সঙ্গে এডিনবরা বিশ্ববিদ্যালয়ের মউ স্বাক্ষরিত হয়েছে।
  • জার্মানির সঙ্গে এনার্জি অ্যাকশান প্ল্যান নিয়ে মউ স্বাক্ষরিত হয়েছে।
  • রিলায়েন্স, জয়পুরিয়া, আদানি, কোটাক, স্পাইস জেট, জে এস ডবলু, স্যামসাং, পেপসি ইত্যাদি বহুজাতিক সংস্থা সহ সকলে এখানে বিনিয়োগ করতে আগ্রহী।
  • আজ ২ লক্ষ ১৯ হাজার ৯২৫ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে।
  • বেশ কিছু পলিসির ঘোষণা করা হয়েছে সেগুলি হল –  লজিস্টিক পার্ক ডেভেলপমেন্ট অ্যান্ড প্রমোশান পলিসি, এক্সপোর্ট প্রমোশান পলিসি ইত্যাদি।
  • এই সম্মেলনের মূল সাফল্য হল কর্মসংস্থান। ২০ লক্ষ কর্মসংস্থান হবে।
  • এই দেড় দিনের মধ্যে ১০৪৬ টি বিটুবি মিটিং হয়েছে, কিছু মিটিং এখনও চলছে। ৪০ টি বিটুজি মিটিং হয়েছে।
  • এত বড় আয়োজন, এরকম কলকাতা আমরা আগে দেখিনি। মুখ্যমন্ত্রীর কথায় আন্তরিকতার ছোঁয়া আছে। শিল্পপতিরা জানান মুখ্যমন্ত্রীর কথার দাম আছে।
  • মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় উন্নয়নের জোয়ার এসেছে’।

 

Bengal no. 1 in terms of business-friendliness, according to joint World Bank-DIPP ranking

Just before the fourth Bengal Global Business Summit comes great news: the Business Reforms Action Plan 2017, published a few days back by the Central Government’s Department of Industrial Policy and Promotion (DIPP) has places Bengal as number one in the Implementation Scorecard.

This is a huge boost indeed in terms of the ranking too. From number 15 in the 2016 ranking to number one is no mean feat.

The implementation Scorecard refers to the implementation of major reforms by a state. For Bengal, for the 2017 ranking, the top five reforms implemented, which were considered for the ranking, are as follows:

  • Access to Information and Transparency Enablers
  • Single-Window Permission for Projects
  • Availability of Land
  • Construction Permit Enablers
  • Environmental Registration Enablers

 

These rankings are based on certain parameters decided by the World Bank, and the work done by the states according to these parameters is supervised by the World Bank and DIPP. The rankings are basically an inter-state version of the annual country-wise ‘Ease of Doing Business’ ranking published by the World Bank.

Since the parameters on which the Business Reforms Action Plan ranking is based, change constantly, the states have to constantly work hard to fulfil the conditions. Chief Minister Mamata Banerjee had constituted a committee of senior bureaucrats a few years back to see to it that all the work is being implemented properly.

 

 

সেরা বাণিজ্য-বন্ধু শিরোপা রাজ্যের, বড় প্রাপ্তি

 

আসন্ন শিল্প সম্মেলনের মুখে বড় প্রাপ্তি রাজ্যের। চলতি বছরে দেশের সেরা ‘বাণিজ্য-বন্ধু’ রাজ্য হিসাবে স্বীকৃতি পেল পশ্চিমবঙ্গ। প্রতি বছরই কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের অধীন ডিপার্টমেন্ট অব ইন্ডাস্ট্রিয়াল পলিসি অ্যান্ড প্রোমোশন (ডিআইপিপি) বাণিজ্য বন্ধু হিসাবে রাজ্যগুলির র‍্যাঙ্কিং প্রকাশ করে। ‘বিজনেস রিফর্মস অ্যাকশন প্ল্যান’ নামে ওই র‍্যাঙ্কিং-এ ২০১৭ সালের তালিকা শুক্রবারই প্রকাশ হয়েছে। দ্বিতীয় হয়েছে ঝাড়খণ্ড এবং তৃতীয় স্থানে গুজরাত।

আগামী ১৬-১৭ জানুয়ারি রাজ্যে বসছে শিল্প সম্মেলনের আসর। ঠিক তার আগে এই তকমা মেলায় খুশি প্রশাসন।

প্রশাসনিক অধিকর্তারা জানাচ্ছেন, বিশ্ব ব্যাঙ্ক বিভিন্ন দেশের মধ্যে কারা বাণিজ্য বান্ধব, প্রতি বছর তার র‍্যাঙ্কিং প্রকাশ করে। বিশ্ব ব্যাঙ্কের তদারকি এবং বাছাই করা শর্তের ভিত্তিতেই এই র‍্যাঙ্কিং প্রকাশ করা হয়।

মুখ্যমন্ত্রী ‘ইজ অব ডুয়িং বিজনেস’ এর শর্ত পূরণের জন্য বরিষ্ঠ আমলাদের নিয়ে বিশেষ টিম তৈরি করে দিয়েছিলেন। মুখ্যসচিবের নেতৃত্বে সেই কমিটি প্রতি মাসে বৈঠক করে রাজ্যের লগ্নি সহায়ক পরিবেশ তৈরির কাজে হাত দেয়।

এই কমিটির এক সদস্য জানাচ্ছেন, বিশ্ব ব্যাঙ্কের উপদেষ্টা এবং ডিআইপিপি প্রতি বছরই সংস্কারের শর্তাবলি বদলে দেয়। ফলে প্রতিযোগিতায় টিকে থাকতে রাজ্যকেও আইন-কানুন বদলাতে হয়।

২০১৭ সালে বিজনেস রিফর্মস অ্যাকশন প্ল্যান শুরু হয় ৪০৫টি শর্তপূরণের চ্যালেঞ্জ নিয়ে। মূলত ১২টি ক্ষেত্রে সংস্কারের জন্য এই শর্তগুলি রাখা হয়েছিল। সেগুলির কয়েকটি হল, শ্রমিক আইন সংস্কার, এক জানালা পদ্ধতির ই-প্রয়োগ, শিল্পের জন্য পরিকাঠামো যুক্ত জমি, পরিবেশ ছাড়পত্র, পুর-পঞ্চায়েত-বিভাগীয় ছাড়পত্র, তথ্য পাওয়ার স্বচ্ছতা, নির্মাণের ছাড়পত্র ইত্যাদি।

রাজ্য মূলত পাঁচটি ক্ষেত্রে সেরা সংস্কার করায় প্রথম স্থান পেয়েছে। সেগুলি হল, লগ্নি সংক্রান্ত তথ্য সহজে ও স্বচ্ছতার সঙ্গে পাওয়া, এক জানলা পদ্ধতির ই-প্রয়োগ, শিল্পের উপযুক্ত জমি পাওয়া, সহজেই নির্মাণ ছাড়পত্র ও পরিবেশ ছাড়পত্র পাওয়া।

 

Centre’s interference in judiciary dangerous for democracy: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today expressed her anguish on the recent developments about the Supreme Court.

Reacting to the comments by four senior Hon’ble Judges of the Supreme Court about the affairs of the Court, the Chief Minister said it made her sad as a citizen.

She maintained that judiciary and media are the pillars of democracy and that interference by the Centre in the workings of judiciary is dangerous for democracy.

Her tweets:

We are deeply anguished with the developments today about the Supreme Court.

What we are getting from the statement of the four senior Hon’ble Judges of Supreme Court about the affairs of the Court makes us really sad as citizens.

Judiciary and Media are the pillars of democracy. Extreme interference of Central Government with Judiciary is dangerous for democracy.

 

 

বিচারবিভাগে কেন্দ্রের হস্তক্ষেপ গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক: মুখ্যমন্ত্রী

 

সুপ্রিম কোর্টের কার্যকলাপ সম্বন্ধে আজ চার চারজন প্রবীণ বিচারপতির সাংবাদিক বৈঠকের প্রেক্ষিতে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন দেশের নাগরিক হিসেবে আজ খুবই দুঃখিত তিনি।

মুখ্যমন্ত্রী আরও বলেন, বিচারবিভাগ ও সংবাদমাধ্যম গণতন্ত্রের স্তম্ভ এবং কেন্দ্রের হস্তক্ষেপ গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক।

মুখ্যমন্ত্রীর টুইটার পোস্ট:

সুপ্রিম কোর্ট সম্বন্ধে চারজন প্রবীণ বিচারপতির মন্তব্য খুবই উদ্বেগজনক। দেশের নাগরিক হিসেবে আজ খুবই দুঃখিত আমরা।

বিচারবিভাগ ও সংবাদমাধ্যম গণতন্ত্রের স্তম্ভ। বিচারবিভাগ কেন্দ্রের হস্তক্ষেপ গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক।

 

No major event can be held during Gangasagar Mela: Bengal CM

Bengal Chief Minister Mamata Banerjee urged Gangasagar pilgrims not to believe whatever the saffron brigade was saying in order to ensure a safe and secured pilgrimage.

Addressing the inaugural ceremony of the Vivek Chetna Utsav that was held at Babughat where hundreds of pilgrims have gathered to march ahead towards Gangasagar to take the holy dip, the Chief Minister said: “Gangasagar Mela is such a major event in which around 30 lakh people from different parts of the country visit and the administration has to be vigilant round-the-clock to ensure safe and secured journey of the devotees. Right at this time, they are planning to take out a rath… Actually, they have no work apart from creating trouble and to do politics in everything.”

The Bengal CM She further said: “When so many people from so many states including Rajasthan, Uttar Pradesh, Bihar, Jharkhand are here, what is the need to organise another programme and create a divide if you have love for the Hindu religion.” She also raised the question adding that there are some who want to create problems intentionally as they do not want any good to take place.

“In case anything odd takes place at the Gangasagar Mela, those who are conspiring will be held responsible,” she maintained. In the same breath, she urged the pilgrims from other states to consider Bengal as their home and let the administration know if they are facing any problem instead of listening to those who would try to create problems. “We don’t allow any big programme at the time of Gangasagar as we need to maintain a proper vigil to ensure safety and security of around 30 lakh people. I would request all to not do anything that would lead to an atmosphere of discord,” The Bengal CM said adding that it is the first priority to give protection to the lakhs of pilgrims visiting the event. Drawing a relevance to matches at Eden Gardens, she said since there cannot be 10 matches taking place at the ground, similarly, “No major event can be held during Gangasagar Mela.”

She further added that there was nothing in Sagar Island earlier. “We went to the place 10 days ago and found massive development including setting up of shelters for the pilgrims, proper illumination, good roads, etc.” She also slammed the Centre for not extending any financial support unlike the Kumbha Mela for organising such a big fair. Banerjee said: “We are giving our best in making better arrangements for the pilgrims without anyone’s support. The Centre didn’t give us anything. It is the state government that undertook all the development work in Sagar Island.”

 

গঙ্গাসাগরের সময় অন্য কোনও যাত্রা হতে পারে না: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

 

গঙ্গাসাগরের সময় অন্য কোনও যাত্রা হতে পারে না। চক্রান্ত চলছে। এই সময় কেন রথযাত্রা হবে? শুধু আমাদের পেছনে লাগা, দুষ্টুমি করা। গঙ্গাসাগরের সময় যদি কোনও গোলমাল হয়, তাহলে দায়ী থাকবে ওরা। বুধবার বাবুঘাটে গঙ্গাসাগর মেলা ক্যাম্পের মঞ্চ থেকে এভাবেই বক্তব্য পেশ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

মুখ্যমন্ত্রী এদিন এখানে বিবেক চেতনা উৎসবের সূচনা করেন। বিবেকানন্দের ১৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্য সরকারের পক্ষ থেকে ১০–১২ জানুয়ারি রাজ্যব্যাপী উৎসব পালন করা হবে। সহযোগিতায় রামকৃষ্ণ মঠ ও মিশন। বক্তব্য পেশ করতে গিয়ে মমতা ব্যানার্জি বলেন, বাধ্য হচ্ছি বিজেপি–র কথা বলতে। ওরা আগুন লাগাতে জানে, নেভাতে জানে না। দাঙ্গা করতে জানে। শুধু আমাদের পেছনে লাগে, দুষ্টুমি করে ও চক্রান্ত করে। গঙ্গাসাগরের সময়ও চক্রান্ত করার পরিকল্পনা করছে। রামকৃষ্ণ ও বিবেকানন্দের আদর্শের কথা তিনি তুলে ধরেন।

মুখ্যমন্ত্রী কেন্দ্রের কাছে দাবি করেন, নেতাজি ও বিবেকানন্দের জন্মদিনে কেন জাতীয় ছুটি ঘোষণা করা হচ্ছে না? কেন্দ্রকে আক্রমণ করে মমতা বলেন, কুম্ভমেলার জন্য কেন্দ্র প্রচুর টাকা দেয়। গঙ্গাসাগরের জন্য কোনও টাকা দেয় না। তিনি বলেন, আমি ইতিমধ্যেই সব ব্যবস্থা ঠিক আছে কিনা তা দেখতে সাগরে গিয়েছিলাম। আগে খুব খারাপ অবস্থা ছিল। এখন সাগরে যাওয়ার কোনও অসুবিধা নেই। .

 

mamata banerjee sagar island

Ganga Sagar Mela – Do’s and Dont’s

The Bengal Government has taken all necessary steps to make the Gangasagar Mela a success for everyone concerned, most of all, for the pilgrims.
The administration has also asked everyone to take certain precautionary measures. Listed below are certain do’s and don’ts.

DO’S

· Follow the instructions of the police and volunteers, and cooperate with them

· Be specially careful regarding the elderly and the children. Everyone should carry some form of identity card so that chances of getting lost are minimized.

· Those coming in groups should ensure that the elderly and the children always remain with the group, otherwise there is a possibility of their getting lost in the crowd. In case anyone gets lost, contact the nearest police helpdesk.

· Keep a discreet watch on co-passengers on your journeys. If you spot anything amiss, inform the nearest police personnel or volunteer. Do not panic or spread rumours, do not cause stampedes.

· If there is heavy rainfall, wait patiently and cooperate with administration officials.

DON’TS

· Do not hurry or run unnecessarily, else mishaps can occur. This is also applicable during boarding and de-boarding of vessels. A small mistake can cause a big tragedy.

· The barricades and drop-gates are made of bamboo; so do not try to lean heavily on them or cross over them, as they may break.

· Please do not light fires at the fairground; this can lead to major mishaps.

· Do not keep your things in the charge of unknown persons; they may get stolen.

· Do not accept any food or water from unknown persons; this may lead to danger to your health.

· Do not go into deep water while bathing

· Do not touch any unknown or unclaimed object; if you notice any such thing, inform the police immediately.

গঙ্গাসাগর মেলায় কি করবেন আর কি করবেন না

পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে প্রতি বছরের মত এবছরেও গঙ্গাসাগর মেলা শুরু হয়েছে। এই পুণ্য স্নান করতে দেশ বিদেশ থেকে এসেছেন লক্ষ লক্ষ পুন্যার্থী ও পর্যটক। তাদের আতিথেয়তা ও নিরাপত্তার জন্য প্রশাসন গ্রহণ করেছে প্রচুর পদক্ষেপ। আগন্তুকদের প্রতি কিছু বার্তা দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে যাতে কোনওভাবে কোনও অপ্রীতিকর ঘটনার সাক্ষী না হতে হয় তাদের।
করণীয়ঃ-
· উপস্থিত পুলিশ কর্মচারী ও স্বেচ্ছাসেবকদের নির্দেশ মেনে চলুন এবং এদের সাথে সহযোগিতা করুন।
· বয়স্ক মানুষ এবং শিশুদের প্রতি বিশেষভাবে খেয়াল রাখবেন। এদের সঙ্গে পরিচয়পত্র রাখলে ভালো হয়। তাতে এদের নিখোঁজ হওয়ার সম্ভাবনা থাকে না।
· দল বেঁধে যে সকল তীর্থযাত্রীরা আসেন, তাদের দলের শিশু ও বয়স্ক মানুষদের সর্বদা নিজেদের সঙ্গে রাখুন, নতুবা ভিড়ের মধ্যে এদের নিখোঁজ হওয়ার সম্ভাবনা থাকে। যদি কেউ নিখোঁজ হয়ে যান, তাহলে নিকটবর্তী পুলিশ সহায়তা কেন্দ্রে নিখোঁজ হওয়ার খবর জানান।
· এই যাত্রাপথে যাত্রীদের সড়ক অথবা রেল এবং জল পথে যাতায়াত করতে হয়। সুতরাং সহযাত্রীর সঙ্গে সর্বদা সতর্ক থাকবেন। কোনও অবস্থাতে আতঙ্কিত হবেন না, গুজব ছড়াবেন না বা গুজবে কান দেবেন না। এতে প্রচুর ভিড়ের মধ্যে ছোটাছুটিতে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। সর্বদা প্রয়োজন মত উপস্থিত পুলিশ কর্মী ও স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্য নিন।
· বৃষ্টিপাতের কারণে যাত্রীদের বিভিন্ন জায়গায় অপেক্ষা করতে হতে পারে। দয়া করে ধৈর্য ধরে উপস্থিত প্রশাসনিক কর্মীদের সহযোগিতা করুন।

করণীয় নয়ঃ-
· তীর্থ যাত্রার সময় দুর্ঘটনা এড়াতে দয়া করে তাড়াহুড়ো করবেন না। লঞ্চে ওঠা নামার সময় তাড়াহুড়ো বা দৌড়োদৌড়ি করবেন না। আপনার সামান্য ভুলে বহু লোকের প্রান সংশয় হতে পারে।
· ব্যারিকেড অথবা ড্রপ গেটগুলি বাঁশ ও কাঠের তৈরী, এগুলিতে চাপ দেওয়া বা টপকানোর চেষ্টা করবেন না। এগুলি ভেঙ্গে দুর্ঘটনা ঘটতে পারে।
· মেলার মধ্যে দয়া করে আগুন জ্বালাবেন না। এতে বড় ধরনের অগ্নিকান্ডের সম্ভাবনা থাকে।
· কোনও অজানা লোকের কাছে জামা কাপড় বা অন্যান্য জিনিস রাখবেন না। এতে আপনার জিনিসপত্র চুরি হওয়ার সম্ভাবনা থাকে।
· কোনও অজানা লোকের দেওয়া খাদ্য অথবা পানীয় গ্রহণ করবেন না। এতে আপনার বিপদ হতে পারে।
· সমুদ্রে স্নানের সময় বেশী গভীরে যাবেন না, এতে প্রান সংশয় হতে পারে।
· কোনও অজানা অথবা পরিত্যক্ত বস্তু ছুঁয়ে দেখবেন না। এরকম কোনও কিছু দেখলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানান।

Bengal Chief Minister conveys her best wishes to pilgrims at Gangasagar Mela

Like every year, this year too, the Bengal Government has set up all the facilities for a successful Gangasagar Mela, and Chief Minister Mamata Banerjee has taken a leading part.

Lakhs of pilgrims have arrived from all over India, and many from other countries too. Among the steps taken are satellite phones to police personnel at crucial points, Wi-Fi zone, CCTV, a special website, and others.

The Chief Minister has a special message for all the pilgrims congregated at Ganga Sagar.

Chief Minister’s message:

My heartiest welcome to all pilgrims to Gangasagar Mela. To make your entire journey to, and stay at, Gangasagar Mela successful and safe, the Bengal Government has taken a lot of measures.
Adequate drinking water, toilet, residence and other facilities have been arranged for all pilgrims. Life insurance has also been taken on all pilgrims by the State Government.
Security arrangements have been taken at all places – be it at the fairground or along the way. We wish for all of you a successful, safe and blessed stay.

 

গঙ্গাসাগর মেলায় আগত পুণ্যার্থীদের জন্য শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর

 

প্রতি বছরের মত এ বছরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকার আয়োজন করেছে গঙ্গাসাগর মেলার।

এই পুণ্য স্নান করতে দেশ বিদেশ থেকে এসেছেন লক্ষ লক্ষ পুন্যার্থী, পর্যটক। তাদের আতিথেয়তা ও নিরাপত্তার জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রশাসন গ্রহণ করেছে প্রচুর পদক্ষেপ।

স্যাটেলাইট ফোন, ওয়াইফাই জোন, সিসিটিভি, ওয়েবসাইট সব খোলা হয়েছে এই মেলাকে কেন্দ্র করে। প্রশাসনের তরফ থেকে পুন্যার্থীদের দেওয়া হয়েছ কিছু সতর্ক বার্তা।

এবার মুখ্যমন্ত্রী স্বয়ং আগন্তুকদের উদ্দেশ্যে বার্তা দিলেন:

“গঙ্গাসাগরে আগত সমস্ত তীর্থ যাত্রী মা, বোন, ভাই এবং গুরুজনদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আপনাদের যাত্রা সাফল্যমন্ডিত, নিরাপদ এবং কল্যাণময় করার জন্য পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পর্যাপ্ত ব্যবস্থা গৃহীত হয়েছে।

পানীয় জল, শৌচালয়, যাত্রী-নিবাস ইত্যাদির পর্যাপ্ত এবং উপযুক্ত ব্যবস্থা করা হয়েছে। সকল তীর্থযাত্রীদের জীবনবীমাও করা হয়েছে। যাতায়াত ব্যবস্থা তথা মেলা প্রাঙ্গণ এবং অন্য সব জায়গায় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

আমরা আপনাদের সাফল্যমণ্ডিত, নিরাপদ ও মঙ্গলময় যাত্রার শুভ কামনা করি।”

Calcutta University confers D.Litt. on Mamata Banerjee

Calcutta University today honouredchief minister Mamata Banerjee with D.Litt. for her special contribution in social service.

The university also appreciated her good work in literature. The decision was taken at the university Syndicate — highest executive body — in its meeting on October 25.

A CU alumnus, the CM had consented to the proposal and returned to her alma mater at the university’s convocation programme at Nazrul Mancha today.

Highlights of her speech:

  • I am honoured to be present here today. I was a student of University of Calcutta. I love CU very much.
  • Teachers play an important role in shaping our lives.
  • There are a lot of opportunities at CU. There are several scholarships too.
  • My life is one of struggle. I have had to bear a lot of insults throughout my life. Even when someone honours me, I am insulted for that.
  • Humanism does not have any caste or creed. Let a new civilization, a new culture be born.
  • University of Calcutta has been witness to a lot of movements. This has been the cradle of revolutions. CU is famous all over the world. CU is our pride.
  • The honour that you have given me today, the recognition of my work till date, I will cherish it all my life.
  • The students present here today are the future citizens of the country. They will shape the future.
  • We have achieved No 1 rank in NREGA through convergence, Kanyashree has been adjudged the best in the world.
  • Netaji, Swami Ji are our inspiration. Students and youths must learn from them. We must focus on character-building of students.
  • School drop-out rate among girls has come down because of Kanyashree. Institutional delivery rate has increased from 65% to 95%.
  • Intolerance is rising in the country. This is worrying. There are attempts to rewrite history. We must conserve our history. We must promote tolerance.
  • Bengal is incomplete with University of Calcutta.

 

মুখ্যমন্ত্রীকে সাম্মানিক ডিলিট দিল কলকাতা বিশ্ববিদ্যালয়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাম্মানিক ডিলিট দিচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়। নজরুল মঞ্চে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে এই সম্মান জানানো হল।

সমাজসেবা, সাহিত্য ও শিল্প ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর অবদানের ভিত্তিতে সিন্ডিকেটের বৈঠকে তাঁকে সাম্মানিক ডিলিট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

  • আজ এখানে এসে আমি ধন্য, আমি কলকাতা বিশ্ববিদ্যালয়কে খুব ভালোবাসি। আমি এখানকারই ছাত্রী।
  • আমাদের গড়ে তোলে শিক্ষক শিক্ষিকারা।
  • এখন অনেক সুযোগ, অনেক স্কলারশিপের সুবিধা রয়েছে।
  • আমার জীবনটা অসম্মানের, অবহেলার, সংগ্রামের। কেউ যদি আমায় সম্মানিত করেন তা নিয়েও আমায় কম অসম্মানিত হতে হয় না।
  • মানুষের মধ্যে সৃষ্টি হোক নতুন সভ্যতার, নতুন মানবিকতার। মানবিকতার কোন জাত –ধর্ম-বর্ণ নেই।
  • কলকাতা বিশ্ববিদ্যালয় আন্দোলনের প্রাণকেন্দ্র। এই বিশ্ববিদ্যালয় অনেক কিছুর সাক্ষী। এই বিশ্ববিদ্যালয় আমাদের গর্ব। সারা পৃথিবী জুড়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের নাম।
  • আজকে আপনারা যে সম্মান আমায় দিয়েছেন, আমার কাজকে স্বীকৃতি দিয়েছেন, এর থেকে বড় সম্মান আমি আর কিছু চাই না জীবনে।
  • আমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনা করেন, তারাই তো নব প্রজন্ম, নতুনকে পথ দেখায়।
  • আমরা ১০০ দিনের কাজে কনভারজেন্স করে ১ নম্বর হয়ে গেছি, কন্যাশ্রী বিশ্বের মুকুট ছিনিয়ে নিয়েছে।
  • নেতাজী, স্বামীজি আমাদের প্রেরণা। ছাত্র যৌবনকে পথ দেখাতে হবে। জ্ঞান অর্জনের সঙ্গে সঙ্গে সমাজ, চরিত্র গঠন, নতুন ভাবে এগিয়ে যাওয়া আরও বড় কাজ।
  • কন্যাশ্রীর ফলে ড্রপআউট রেট কমে গেছে, ইন্সটিটুশ্যানাল ডেলিভারি ছিল ৬৫% এখন ৯৫%।
  • আজ দেশে অসহিষ্ণুতা খুব বৃদ্ধি পাচ্ছে।  সকলে এটা নিয়ে খুব চিন্তিত। ইতিহাস যেন বিকৃত না হয়, আমরা যেন সহিষ্ণুতা রক্ষা করি।
  • কলকাতা বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে বাংলাকে ভাবা যায় না ।

Bengal bags first prize for e-tendering

Bengal government has bagged the first prize from the Centre for implementing the e-tendering process.

Chief Minister Mamata Banerjee made the announcement on Friday. She said: “Yesterday the Bengal government was awarded with the first prize for ensuring e-tendering. The state government has become the best in the country by ensuring e-tendering of 53,000 projects worth Rs 36,000 crore and the Ministry of Finance has given the award.”

The Chief Minister congratulated the state Finance department and the state Information Technology department for their efforts, which made it possible for the state government to bag the award.

Soon after coming to power, the Mamata Banerjee government has started taking all necessary steps to ensure e-governance and at the same time, the e-tendering process and the e-Integrated Finance Management System (eIFMS) were introduced. Before the e-tendering process had started, the entire process of tendering used to take place manually that had left many options for lack of transparency.

Besides making the process to participate in the tendering process easier, the Mamata Banerjee government has also ensured transparency by introducing e-tendering.

 

টেন্ডারে স্বচ্ছতা এনে সেরা বাংলা

দেশের মধ্যে ই-টেন্ডারিংয়ে সেরা হয়েছে রাজ্য। ৫৩ হাজারের বেশি ই-টেন্ডারিং করে প্রায় ৩৬ হাজার কোটি টাকার কাজ হয়েছে। তা যে স্বচ্ছ প্রশাসন চালানোর স্বীকৃতি সেটাও স্পষ্ট।

ই-গভর্ন্যান্স ও ই-ট্যাক্সেশন-এর ক্ষেত্রেও রাজ্য সেরা হয়েছিল। অর্থ দপ্তর ও তথ্য প্রযুক্তি দপ্তর যৌথ ভাবে কাজ করেছে। এজন্য ওই দুই দপ্তরকে অভিনন্দনও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

ক্ষমতায় আসার পর থেকেই ই-গভর্ন্যান্সের ওপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থ দপ্তরে চালু হয়েছে e-Integrated Finance Management System (eIFMS)।