Mamata Banerjee demands time-bound probe into PNB fraud

Bengal Chief Minister Mamata Banerjee today demanded a thorough and time bound investigation into the fraud in state-owned Punjab National Bank.

She said that a scam of over Rs 11,000 crore has taken place and the people’s savings are not safe.

“Look what happened at Punjab National Bank. A scam of more than Rs 11,000 crore. People’s savings are not safe. There must be a thorough, time bound enquiry,” she said in a tweet.

In what could be the biggest banking fraud in India, PNB had yesterday said that it has detected a USD 1.77 billion (about Rs 11,400 crore) scam in which billionaire jeweller Nirav Modi allegedly acquired fraudulent letters of undertaking from one of its branches for overseas credit from other Indian lenders.

 

 

পিএনবি দুর্নীতির তদন্ত চাই: মমতা বন্দ্যোপাধ্যায়

 

পাঞ্জাব ন্যাশানাল ব্যাংকের হাজার হাজার কোটি টাকার প্রতারণার অভিযোগে উত্তাল গোটা দেশ৷ এবার সেই দুর্নীতির তদন্ত চেয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এর তদন্ত না করা পর্যন্ত ছাড়ব না৷

আজ বেলপাহাড়ির একটি প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী বলেন, পিএনবিতে সাড়ে এগারো হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে৷ কেলেঙ্কারির তদন্ত করতে হবে৷ কে ঋণ দিল? কে নিল? সামনে আনতে হবে৷ তদন্ত না করা পর্যন্ত ছাড়ব না৷

বুধবার পিএনবি কর্তৃপক্ষ জানায় তাদের মুম্বইয়ের একটি শাখায় ১১ হাজার ৪০০ কোটি টাকা জালিয়াতি হয়েছে৷সিবিআইয়ের কাছে পিএনবি-র তরফে কোটিপতি ব্যবসায়ী নীরব মোদীর নামে অভিযোগ দায়ের করা হয়েছে বলে খবর।পাশাপাশি একটি জুয়েলারি সংস্থার নামেও অভিযোগ করা হয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, কেন্দ্র যে এফআরডিআই বিল আনতে চাই সেটা তাদের প্রত্যাহার করতে হবে৷ বিল প্রত্যাহার করার জন্য দু-দুবার কেন্দ্রকে চিঠি দিয়েছি৷ দ্বিতীয়বার অনেক কড়া করে বলেছি৷ ওরা ব্যাংকের সব টাকা কেড়ে নেওয়ার চেষ্টা করছে৷

The surge of development in Jangalmahal will continue: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today inaugurated and laid the foundation stones for several schemes and projects at Nadia district.

Some of the projects inaugurated by the CM today include Anganwadi centres, Gramin Haat, road projects, new police station, solar-powered lamp posts among others.

The Chief Minister also distributed benefits under schemes like Kanyashree, Sabuj Sathi, Anandadhara, Gatidhara, and gave away land pattas, Kisan Credit Cards and other benefits.

 

Highlights of her speech:

  • My connection with Jangalmahal goes back a long way. I had started my Jana Sanjog Jatra in 1993 from Belpahari.
  • There was a time when my Adivasi brothers and sisters survived on insect eggs.
  • There was a time when there was a reign of violence in Jangalmahal. Tourists did not come to this region.
  • After coming to power, we started giving rice at Rs 2/kg to the tribals in Jangalmahal.
  • My best wishes and greetings to the people of Jangalmahal for restoring peace in the region.
  • We have made Jhargram a new district, fulfilling a long-standing demand of the people.
  • A university will be set up in Jhargram.
  • Stipend for Kanyashree girls has been increased. The old age pension of farmers has also been increased.
  • Kanyashree scheme has been extended to universities.
  • We have created a special fund to desist farmers from distress selling.
  • We have started pension scheme for kendu leaf collectors.
  • Girls are our assets. We have launched a new scheme ‘Ruposhree’ to help in the marriage of girls from poor families.
  • Nearly 1.9 lakh folk artistes receive monthly stipends and perform at government functions.
  • Those who received prizes during Jangalmahal Sports Festival, they will be recruited as civic volunteers.
  • We have started Jala Tirtha project worth Rs 500 crore to augment irrigation facilities.
  • We have started many eco-tourism projects for Jangalmahal.
  • We have written to the Centre to enlist the Kurmi community under Scheduled Tribe list.
  • We are bringing Bills to give recognition to Kuruk and Kurmali languages.
  • We have already come up with a dictionary in Ol Chiki script.
  • We have constructed 25 lakh houses for the poor. We have started construction of 13,000 km of rural roads.
  • I have written again to the Centre against the FRDI Bill. They have to withdraw the draconian bill.
  • Look what happened at Punjab National Bank? A scam of more than 11,000 crore. People’ savings are not safe. There must be a thorough enquiry.
  • Some parties are trying to incite violence and disturb law and order. Do not pay heed to their provocations.
  • The surge of development in Jangalmahal will continue. For that we need your cooperation.
  • Our government is Maa, Mati, Manush government. We always work for the people.
  • We have created 81 lakh jobs in six years. This year we will create 10 lakh additional jobs.
  • We are No. 1 in creating rural employment.
  • Centre had stopped funds for ICDS and ASHA projects. Despite our financial constraints, we are running these projects with our own funds.
  • We will always stay beside the people. I have no personal agenda. I have always struggled for the rights of the people. S long as I am alive, I will work for them.

 

 

জঙ্গলমহলের উন্নয়ন চলবে: বেলপাহাড়িতে মুখ্যমন্ত্রী

আজ ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়িতে পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিভিন্ন প্রকল্পের শিলান্যাসও করেন।

মুখ্যমন্ত্রী যে সকল প্রকল্পের উদ্বোধন করেন, তার কয়েকটি হল, আঙ্গনওয়াড়ি কেন্দ্র, গ্রামীণ হাট, হোমিওপ্যাথি ডিসপেনসারি, রাস্তার উন্নতিকরন, কমিউনিটি হল, ডিপ টিউবওয়েল, সৌরচালিত বাতিকেন্দ্র, সৌর পানীয় জল প্রকল্প, নতুন থানা ইত্যাদি।

তিনি যে সকল প্রকল্পের শিলান্যাস করেন, তার কয়েকটি হল, স্বাস্থ্যকেন্দ্রে ওপিডি কমপ্লেক্স, ইকো-ট্যুরিস্ম পার্ক, কালচারাল সেন্টার, জল সরবরাহ প্রকল্প, ক্ষুদ্র গভীর নলকূপ, প্রাথমিক বিদ্যালয়ের সংস্কার ও নতুন ভবন, খাল সংস্কার প্রকল্প ইত্যাদি।

এছাড়াও তিনি কন্যাশ্রী, সবুজসাথী, সমাজসাথী, গতিধারা, ট্র্যাক্টর, কিষাণ ক্রেডিট কার্ড ইত্যাদি পরিষেবা প্রদান করেন।

 

তাঁর বক্তব্যের কিছু অংশঃ-

  • জঙ্গলমহলের সঙ্গে আমার সম্পর্ক অনেক দিনের। ১৯৯৩ সালে আমি বেলপাহাড়ি থেকেই জনসংযোগ যাত্রা করেছিলাম।
  • আগে একটা সময় ছিল যখন এলাকার আদিবাসী ভাই বোনেরা পিঁপড়ের ডিম খেয়ে জীবনধারণ করতো।
  • আগে জঙ্গলমহলের দিকে কেউ তাকিয়েও দেখত না।
  • আমরা ক্ষমতায় আসার পর আমরা প্রথম জঙ্গলমহলের আদিবাসীদের ২ টাকা কেজি দরে চাল দেওয়া শুরু করেছি।
  • জঙ্গলমহলে আবার শান্তি ফিরে এসেছে। আপনারা ভালো থাকুন, আমার অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল।
  • ঝাড়গ্রাম নতুন জেলা তৈরি করা হয়েছে – এটা ঝাড়গ্রামের মানুষের অনেক দিনের ইচ্ছা ছিল।
  • ঝাড়গ্রামে একটি নতুন বিশ্ববিদ্যালয়ও নির্মাণ করা হবে।
  • কন্যাশ্রী প্রকল্পের ভাতা ৭৫0 টাকা থেকে বারিয়ে ১০০০ টাকা করা হয়েছে। কৃষকদের পেনশন বৃদ্ধি করা হয়েছে।
  • কন্যাশ্রী প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আনা হয়েছে।
  • অভাবী কৃষকদের রক্ষার্থে আমরা ১০০ কোটি টাকার একটি বিশেষ তহবিল তৈরি করেছি।
  • কেন্দু পাতা সংগ্রহকারীদের জন্য পেনশন প্রকল্প চালু করা হয়েছে।
  • মেয়েরা আমাদের সম্পদ, আমাদের মর্যাদা। গরীব পরিবারের মেয়েদের বিবাহের খরচ বাবদ আর্থিক সহায়তা দেওয়া হবে সেজন্য আমরা নতুন প্রকল্প ‘রূপশ্রী’ চালু করেছি।
  • প্রায় ১.৯ লক্ষ লোক শিল্পীদের প্রত্যেক মাসে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে এবং তারা সরকারী অনুষ্ঠানে অংশগ্রহনের সুযোগ পাচ্ছেন।
  • জঙ্গলমহলে যারা ভালো খেলাধুলো করে চ্যাম্পিয়ন হয়েছে তাদের সিভিক পুলিশে চাকরি দেওয়া হবে।
  • আমরা জল তীর্থ প্রকল্প চালু করেছি, এর জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
  • জঙ্গলমহলে আমরা ইকো – ট্যুরিজম প্রকল্প চালু করেছি।
  • কেন্দ্রীয় সরকারকে বারবার করে রিকুয়েস্ট করেছি কুর্মি কমিউনিটিকে তাড়াতাড়ি শিডিউল্ড ট্রাইব লিস্টে ঢোকানোর জন্য।
  • কুরুক ভাষার বিল পাস হয়ে গেছে, কুরমালি ভাষারও আমরা বিল আনছি।
  • অলচিকি ভাষায় ইতিমধ্যে ডিক্সনারিও করা হয়েছে।
  • আমরা প্রায় ২৫ লক্ষ পরিবারকে বাড়ি তৈরী করে দিয়েছি। নতুন আরও ১৩০০০ কিঃমিঃ রাস্তা তৈরীর ব্যবস্থা করে দিয়ে এলাম।
  • আমি চিঠি লিখেছি এফআরডিআই বিল উইথড্র করতে। আমরা বিজেপিকে বলেছি এই বিল উইথড্র কর।
  • কি হয়েছে পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কে? ১১০০০ কোটি টাকার কেলেঙ্কারি। জনগণের টাকা কে খেল? এই সমস্ত দুর্নীতির তদন্ত করতে হবে।
  • মানুষ ভালো আছে, শান্তিতে আছে, এটা ওদের সহ্য হয় না, জঙ্গলমহলেও আগুন লাগানোর চেষ্টা করবে, একদম শুনবেন না।
  • জঙ্গলমহলের উন্নয়ন যেন থেমে না যায়। আপনাদের কাছে এই আবেদন থাকল।
  • ৯০% মানুষের কাছে আমাদের সরকারের কোনও না কোনও পরিষেবা পৌঁছে যায়। মা মাটি মানুষের সরকার এটাই।
  • ৬ বছরে প্রায় ৮১ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি, এ বছরেও ১০ লক্ষ কর্মসংস্থান হবে।
  • গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিতে ভারতবর্ষে আমরা নাম্বার ওয়ান।
  • কেন্দ্র আইসিডিএস, আশার টাকা বন্ধ করে দিয়েছে। আমরা এত অসুবিধের মধ্যেও সব প্রকল্প নিজের টাকায় চালিয়ে যাচ্ছি, মাইনেও বাড়িয়ে দেওয়া হয়েছে।
  • আমাদের সরকার সবসময় মানুষের পাশে থাকে, আমার নিজস্ব কোনও অ্যাজেন্ডা নেই, আমার জীবন সংগ্রামী জীবন, যতদিন বাঁচব, মানুষের জন্য কাজ করব।

 

Part 1 of 2018 Budget Session: Relevant issues raised by Trinamool, on the Budget and during the Motion of Thanks

The first part of the 2018 Budget Session was a short session of eight days. The Budget was presented on February 1.

MPs from Trinamool Congress presented well-appreciated replies on the President’s Address and the Union Budget.  Questions were asked on relevant issues like manual scavenging, advertisement of junk food, etc.

Controversy erupted when a part of the telecast of Derek O’Brien’s speech during the Motion of Thanks on the President’s Address was disrupted by Rajya Sabha TV. Opposition parties supported the AITC on its view that the full speech must be telecast. Ultimately it was re-telecast on February 9.

 

LOK SABHA

Question Hour

Saugata Roy asked a Question on subscribers of BSNL & MTNL.

Ratna De Nag asked a Question on evaluation of prominent/major schemes.

Partha Pratim Roy asked a Question about advertisement of junk food.

 

Motion of Thanks on the President’s Address

Kalyan Banerjee spoke during the Motion of Thanks on the President’s Address.

Kakoli Ghosh Dastidar spoke during the Motion of Thanks on the President’s Address.

 

Union Budget

Saugata Roy spoke on the Union Budget.

Dinesh Trivedi spoke on the Union Budget.

 

RAJYA SABHA

 

Zero Hour

Derek O’Brien spoke during Zero Hour on the Government’s plan to remove eight railway routes in Bengal and thus deprive the state, and on fuel price hike.

Vivek Gupta spoke on the demand for national holidays on Swami Vivekananda and Netaji Subhas Chandra Bose’s birthdays.

Manish Gupta spoke on manual scavenging in India.

 

Question Hour

Manish Gupta asked a Question on production of honey

Sukhendu Sekhar Roy asked Supplementary Questions on welfare measures for small and marginal farmers.

 

Point of Order

Sukhendu Sekhar Roy made a Point of Order on disruption by treasury benches.

Derek O’Brien made a Point of Order regarding disruption in the House.

Sukhendu Sekhar Roy made a Point of Order on disorder in the House.

 

Interventions

Derek O’Brien made an intervention on the muzzling of Opposition voices in the Rajya Sabha.

Derek O’Brien protested the stoppage of broadcast of a Trinamool Congress speech in the Rajya Sabha on RSTV.

Derek O’Brien made an intervention regarding the proper running of the House.

 

Motion of Thanks on the President’s Address

Sukhendu Sekhar Roy spoke during Motion of Thanks on the President’s Address.

Derek O’Brien spoke during the Motion of Thanks on the President’s Address.

 

Union Budget

Manas Bhuniya spoke on the Union Budget.

Derek O’Brien spoke on the Union Budget.

Derek O’Brien asked questions during the Minister’s reply on the Union Budget.

 

It was a session during which, because of Trinamool Congress’ efforts, several issues of national importance came to the fore.

 

Derek O’Brien makes an intervention regarding the proper running of the House

FULL TRANSCRIPT

The Hon’ble Chairman of the Rajya sabha gives us enough opportunities to discuss any grievance we have with him. Going with these issues we can always talk to the Chairman in confidence. We do not need to go to any part of the social media to express ourselves. We want to tell you this clearly.

We want Zero hour, we want the Budget Discussion. Please protect us Sir. Oppositions want to speak in Zero hour and in Budget discussion.

Budget discussion and Zero Hours are serious issues. We all are waiting. Yesterday one member was named, we are all waiting to discuss.

 

Put an end to the politics of bandh: Mamata Banerjee in Darjeeling

Chief Minister Mamata Banerjee attended the prize distribution ceremony of the Himal-Tarai-Dooars Sports Festival today in Darjeeling. The festival was organised by the Youth Affairs and Sports Department.

A total of 805 clubs and 18,500 athletes (both men and women) participated in martial arts, archery, football and volleyball tournaments.

Sportspersons from the districts of Darjeeling, Alipurduar, Jalpaiguri and Kalimpong along with those from the areas under the jurisdiction of Siliguri Police Coimmissionerate participated in the festival.

 

Highlights of her speech:

  • My heartiest congratulations to all the participants. Successful participants will be inducted as civic volunteers.
  • Bengal Government does not interfere in the workings of the GTA. We respect people of all castes, creed, communities and religion.
  • GTA was created for the development of the region. Local leaders are running the GTA and Bengal Government is providing all the cooperation.
  • We have to maintain peace in the region. If tourists do not come to the Hills, how will the economy of the region prosper?
  • Put an end to the politics of bandh. You can always make your demands.
  • During the Left Front rule, the Chief Ministers hardly visited the Hills. But I visit Darjeeling every 2-3 months.
  • I do not come to only seek votes. I work for the people.
  • You must maintain peace in the region for a better future, for the youth, for students, for everyone.
  • Darjeeling is a popular tourist destination all over the world.
  • Unrest in Darjeeling benefits Sikkim. Sections with vested interests do not want people of Darjeeling to be happy.
  • Whenever we work for the development of the Hills, someone creates violence and the process is pushed back by 10 years.
  • No one can buy-out Darjeeling with money power. You have to win hearts.
  • I believe Darjeeling has a potential to become an industry hub, an IT hub. There is potential in horticulture also.
  • We want development of the Hills. We want welfare of the people. We do not want votes. We want peace. We want jobs for the youth.
  • We will set up a university in the Hills. We have already sanctioned ITI, polytechnic and other drinking water projects for the Hills.
  • We do not want divide-and-rule politics.
  • Thank you to all the people for restoring peace in the Hills. Tourists are coming back. This is a good sign.
  • Let Kanchenjunga keep smiling.

 

বনধের খেলা বন্ধ হওয়া উচিত, দার্জিলিঙে বললেন মুখ্যমন্ত্রী

দীর্ঘ ৭ মাস পর পাহাড়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল তিনি রোহিণীতে সুভাষ ঘিসিং মার্গের নামকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আজ তিনি উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের সহযোগিতায় শিলিগুড়ি পুলিশ কমিশনারেট তথা দার্জিলিং জেলা পুলিশ আয়োজিত হিমল তরাই ডুয়ার্স ক্রীড়া উৎসব ২০১৮-র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে।

এই উৎসবে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট আওতাধীন এলাকা সহ দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলার মোট ৮০৫টি ক্লাব ও ১৮৫০০ জন যুবক-যুবতী মার্শাল আর্ট, তিরন্দাজি, ফুটবল ও ভলিবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

 

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশ:

  • উপস্থিত সকলকে আমার ধন্যবাদ। সফল খেলোয়াড়দের প্রতি বছর আমরা পুরস্কার বিতরণ করি। যারা সফল হয়েছেন তাদের সিভিক ভলেন্টিয়ারের পদে নেওয়া হবে।
  • বাংলার সরকার কখনও দার্জিলিঙের ব্যাপারে হস্তক্ষেপ করে না। আমরা সব ধর্ম, জাতি, শ্রেণী ও বর্ণের মানুষকে শ্রদ্ধা করি।
  • আপনার দার্জিলিং আপনাকেই সামলাতে হবে, সেইজন্যই সকলে মিলে জিটিএ তৈরি হয়েছে। বাংলার সরকার তাদের সব রকম সহযোগিতা করে।
  • আমাদের শান্তি রক্ষা করতে হবে। আপনারা ভালো থাকুন, শান্তিতে থাকুন। দার্জিলিঙে পর্যটকরা না এলে আপনাদের অর্থনীতি চলবে কি করে?
  • বনধের খেলা বন্ধ হওয়া উচিত। আপনাদের যা দাবি আপনারা নিশ্চয়ই তা চাইতে পারেন।
  • বাম আমলে মুখ্যমন্ত্রী পাহাড়ে আসতেন না। অথচ আমি ২-৩ মাস পর পরই পাহাড়ে আসি।
  • আমি ভোট পাওয়ার জন্য আসি না। আমি মানুষের জন্য কাজ করি।
  • আপনাদের ভবিষ্যতের জন্য শান্তিতে দার্জিলিং সামলানো উচিত। ছাত্র-যুব, মা, ভাই-বোনেদের জন্য আপনাদের শান্তি বজায় রাখা উচিত।
  • দার্জিলিং বাংলার অঙ্গ। দার্জিলিং পর্যটনের জন্য সারা বিশ্বে বিখ্যাত।
  • সিকিমে পর্যটক গেলে সিকিমের লাভ বেশি, দার্জিলিঙে সমস্যা হলেও সিকিমের লাভ হয়। কিন্তু ওরা টাকা দিয়ে দার্জিলিং এর শান্তি নষ্ট করতে চায়। সিকিমের তুলনায় দার্জিলিঙের সৌন্দর্য কম নয়।
  • যখনই আমরা পাহাড়ের জন্য উন্নয়ন করি তখনই ওরা এসে আমাদের লোকসান করে দিয়ে যায়। এর ফলে আমরা ১০ বছর পিছিয়ে পরি। আমরা এটা চাই না।
  • টাকা দিয়ে দার্জিলিং কে কেনা যাবে না। দার্জিলিং কে মন দিয়ে জয় করতে হবে।
  • আমি বিশ্বাস করি দার্জিলিং-এ ভালো শিল্প হাব, পর্যটন হাব, আইটি হাব হতে পারে। অর্কিড, ফুলের চাষ ভালোভাবে হতে পারে।
  • আমরা পাহাড়ের উন্নয়ন চাই। আমরা পাহাড়ের মানুষের প্রগতি চাই। পাহাড়ের জন্য চাকরি চাই।
  • পাহাড়ে আমরা বিশ্ববিদ্যালয় তৈরি করব। আমরা ইতিমধ্যেই আই টি আই, পলিটেকনিক ও জল সরবরাহ প্রকল্পের কাজ শুরু করেছি।
  • আমরা বিভেদের রাজনীতি চাই না।
  • দার্জিলিঙে শান্তি ফিরিয়ে আনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। পর্যটকরা এখানে ফিরে আসছেন। এটা খুব ভালো লক্ষণ। দার্জিলিঙে আরও অগ্রগতি হোক।
  • আমরা চাই কাঞ্চনজঙ্ঘার হাসি যেন অমলিন থাকে।

Nine books by Bengal CM released at the 2018 Kolkata Book Fair

Like every year, this year too Chief Minister Mamata Banerjee released her books at the 2018 Kolkata International Book Fair (KIBF). Nine of her books released this year.

With these nine, the total number of books penned by the Chief Minister would touch 79. Many of these have been translated into English and Urdu too.

Maa, Mati, Manush is a collection of her poems published in Hindi by Rajkamal Prakashan, another book written in Ol-Chiki script published by the Paschim Banga Santali Academy. The other books of the Chief Minister were published by Dey Publishing. The other book penned by the Chief Minister was Savera which is written in Urdu. My Journey is an English book written by the Chief Minister depicting the days of her struggle.

The rest five are in Bengali — Sishu Bela, a book for children, Asahishnuta, Rudraksha, a collection of her poems, Amar Naba Prajanma and Banglar Kanyashree Aaj Viswajaye, which depicts how school students have benefitted from the Kanyashree scheme, a brainchild of the Chief Minister.

Many of Mamata Banerjee’s books have been translated to English and Urdu.

 

 

বইমেলায় এবার মুখ্যমন্ত্রীর আরও ৯টি বই

বিগত কয়েক বছরের মত এবছরের বইমেলাতেও পাওয়া যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই। ২০১৮র কলকাতা আন্তর্জাতিক বইমেলাতে প্রকাশিত হতে চলেছে মুখ্যমন্ত্রীর আরও ৯টি নতুন বই। সব মিলিয়ে তাঁর লেখা বইয়ের সংখ্যা ৭৯ ছুঁতে চলেছে।

ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবি, লেখা কবিতা, ছড়া, গল্প, প্রবন্ধ বাংলা তথা ভারতের বহু মানুষের মনে দাগ কেটেছে।

বাংলা ‘মা মাটি মানুষ’ মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রামী কবিতার হিন্দী সঙ্কলন যা প্রকাশ করছে রাজকমল প্রকাশন। আরেকটা বই প্রকাশিত হচ্ছে অলচিকি হরফে যা পশ্চিমবঙ্গ সাঁওতালি আকাদেমি প্রকাশ করছে। মুখ্যমন্ত্রীর বাকি বইগুলি প্রকাশ করেছে দে’জ পাবলিশিং। মুখ্যমন্ত্রীর লেখা অন্যান্য বইগুলি হল, সভেরা যা লেখা হয়েছে উর্দু ভাষায়। ‘মাই জার্নি’ আরেকটি ইংরাজি বই যা মুখ্যমন্ত্রীর নিজের লেখা নিজের সংগ্রামের দিনগুলিকে নিয়ে।

বাকি পাঁচটি বই বাংলায় লেখা – শিশুদের জন্য লেখা শিশু বেলা, কবিতার সঙ্কলন অসহিষ্ণুতা, রুদ্রাক্ষ, এ ছাড়া আমার নব প্রজন্ম, বাংলার কন্যাশ্রী আজ বিশ্বজয়ী, যাতে লেখা আছে স্কুল পড়ুয়ারা কীভাবে কন্যাশ্রীর মাধ্যমে উপকৃত হয়েছে যে প্রকল্পটি সম্পূর্ণ মুখ্যমন্ত্রীর মস্তিস্ক প্রসূত।

মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা, একাধিক আন্দোলনের সাফল্য যেমন তাঁর বইয়ের বিষয় হয়েছে, তেমনই নিজের একান্ত অনুভূতিগুলিকেও কখনও গদ্যে, কখনও কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। আর এসব অনুভূতিগুলি আবারও ৯টি নতুন বইয়ের আকারে বইমেলার আকর্ষণ হতে চলেছে।

Source: Khabar 365 Din

 

Bengal CM inaugurates 42nd Kolkata International Book Fair

Bengal Chief Minister Mamata Banerjee inaugurated the 42nd Kolkata International Book Fair today. The focal theme country for 2018 is France.

This is for the first time that the fair will be held at Central Park in Salt Lake.

The state Transport department will run 131 additional buses on weekdays and 177 buses on weekends to facilitate the visitors, particularly those who come from the districts by train and get down at either Howrah or Sealdah railway stations.

France Day will be observed on January 31, followed by Bangladesh Day on February 3, where some Russian authors will interact with Bengali authors.

This will be followed by Children’s Day on February 4. The Kolkata literature festival will be held from February 8 to 10.

Well known publishers from the country and abroad are taking part in the fair along with their local counterparts. One of the major attractions are five books penned by Chief Minister Mamata Banerjee, including a book on rhymes for children.

Following the inauguration, the Chief Minister put up a Facebook post:

The much-awaited festival of books has arrived.

Today, I was present in the inauguration ceremony of 42nd International Kolkata Book Fair at Central Park, Salt Lake.

From 31st January to 11th February, 2018, it is going to be the usual celebration with books here in this great event in Kolkata.

Soumitra Chatterjee was felicitated in today’s programme for his outstanding contribution to the world of creativity.

This year, the theme country is France. Mr Alexander Ziegler, HE Ambassador of France was present on the occasion.

I also inaugurated stalls of Kolkata Police, West Bengal Police and “Jago Bangla”.

9 books authored by me, including 2 translated versions in Santali and Hindi of my earlier works, have been published today from the book fair. With these, the number of books authored by me during the spare time I can manage goes up to 79.

The next Kolkata Book Fair will be inaugurated on 19th January, 2019.

My best wishes to all.

 

 

কলকাতা বইমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

বিধাননগর সেন্ট্রাল পার্কে ৪২তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বইমেলা চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। উপস্থিত ছিলেন ফরাসি রাষ্ট্রদূত আলেকজান্ডার জেইগলার এবং অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

মেলা–‌প্রাঙ্গণে আলোকস্তম্ভ, ওয়াচ টাওয়ার লাগানো হয়েছে। বসেছে পথ–‌নির্দেশিকাও। মেলা–‌চত্বরে এবারও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের উদ্যোগে থাকছে পাউচে পানীয় জলের ব্যবস্থা।বইমেলায় আসা বইপ্রেমীদের নিরাপত্তায় বেশ কিছু পদক্ষেপ করেছে বিধাননগর পুলিস। মানুষের যাতায়াতে ও মেলা–‌প্রাঙ্গণের ভেতরে–‌বাইরে যাতে অসুবিধে না হয়, তার জন্য নানা ব্যবস্থা করা হয়েছে। গাড়ি কোথায় পার্কিং করা যাবে?‌ সেখানে জায়গা আছে কি?‌ জেনে নেওয়া যাবে বিধাননগর পুরসভার নতুন অ্যাপ ‘‌IKBF-BMC Car Park‌’‌ থেকে।

এই প্রথম শিশুদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা থাকছে। কোনও শিশু হারিয়ে গেলে দ্রুত যাতে তার অভিভাবকের সঙ্গে যোগাযোগ করা যায়, তার জন্য থাকছে ‘‌চিলড্রেন কার্ড’‌। সেখানে শিশুর নাম, বয়স, অভিভাবকের নাম, তাঁর সঙ্গে সম্পর্ক এবং ফোন নম্বর লেখার জায়গা থাকবে। বইমেলায় ঢুকেই ওই কার্ড নিয়ে, পূরণ করে শিশুর পকেটে রেখে দিতে হবে।

নিরাপত্তা–‌নজরদারিতে বইমেলাকে ৪টি ‘‌জোনে’‌ ভাগ করা হয়েছে। ৮টি ওয়াচ টাওয়ার, সিসিটিভি–‌র মাধ্যমেও নজরদারি চলবে। ব্যাগ পরীক্ষা করা হবে। অস্ত্র নিয়ে ঢোকা যাবে না। মেলায় কোথায় কোন্‌ স্টল রয়েছে তা জেনে নেওয়া যাবে ‌‘‌International Kolkata Book Fair 2018‌’‌ অ্যাপ থেকে। ‘‌বইমেলা স্পেশ্যাল’‌ বাস পাওয়া যাবে ৯ নম্বর ট্যাঙ্কের কাছে খোলা জায়গা থেকে।বইমেলার দিনগুলোয় পরিবহণ দপ্তরের তরফে অতিরিক্ত ২০০টি সরকারি এসি, নন-এসি বাস চালানো হবে।

No better alternative to strengthening the rural economy than cooperative societies: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today inaugurated and presided over a session on ‘Socio-economic Development Under Cooperatives’ at the Netaji Indoor Stadium in Kolkata.

Senior ministers of the government were present at the thought-provoking session.

In the last six years, the State Cooperation Department has achieved numerous successes. A new initiative named ‘Sufala’ has been undertaken. The venture is meant to ensure that farmers get remunerative price on their yields and at the same time produce of good quality is made available to consumers at a reasonable price.

Several cold storages and seed processing units have been constructed, which have proven to be extremely useful to farmers.

 

Salient points of the Chief Minister’s speech

 

  • There is no better alternative to strengthening the rural economy than cooperative societies. Almost 18 lakh families are associated with cooperative societies, of whom 2 lakh belong to self-help groups. Among self-help group members, 88 per cent are women.
  • The amount of capital with self-help groups has to be increased from Rs 30,000 crore to Rs 1 lakh crore. For this we have to work very hard. The process has to be transparent, there has to be a discipline. There needs to be regular auditing too.
  • Some crucial steps need to be taken, like computerisation, training, improvement in administration, improvement in internal structures, etc.
  • To find solutions to your problems, a high-level committee under the chief secretary would be formed, which would submit a report in six months.
  • It’s a good thing that the cooperative societies are being equipped with ATMs and mobile banks. These mobile banks, set up on cycle vans, will brings banking services to the doorsteps of those locking access to banks.
  • Some people just give orders to bring about digitisation. But we have made that into a reality. Bengal is number one in India in terms of digitisation.
  • Bengal is number one in e-governance. Though having different viewpoints, the Central Government has had no option but to bestow the award for being the best in e-governance on Bengal.
  • The Bengal Government has given 69 lakh Kisan Credit Cards to farmers in the state, of which 26 lakh have been distributed by the cooperative societies. The cooperative societies have helped the State Government a lot in procuring paddy directly from farmers; they have procured 28 lakh metric tonnes from farmers.
  • A lot more warehouses need to be constructed. There is scope for the cooperative societies to improve much on all aspects of their working.
  • Our government has absolved farmers from paying back their loans. Farmers are our pride. The government provides them all possible help. To the flood-affected farmers, we have gives Rs 1,200 crore. From Rs 91,000 during 2010-11, the average annual income of farmers in Bengal has climbed to Rs 2 lakh.
  • This year, the government has decided to advance loans to the tune of Rs 1,000 crore to the cooperative societies. The societies should be given more opportunities.
  • Sufala Banks have been set up. Earlier, the capacity for storing foodgrains in warehouses was 8 lakh metric tonnes, now it has been increased by another 30,000 metric tonnes. The business of cooperative banks has increased to Rs 1,000 crore annually. In the coming days, it is the cooperative societies of Bengal that will show the way for the rest of the country.
  • During demonetisation, people had to face a lot of trouble. They could neither deposit money nor take loans. We had even appealed to the President about this.
  • The cooperative banks have to be more proactive. Our government will always help them to become the best in the country. All government scholarships are given out through banks. If you improve the standards of your banks, we would be able to distribute scholarship money through cooperative banks too.
  • If cooperative banks are able to give out interests on deposits and loans on time, they can become as powerful as public-sector banks. You should see to it that the people’s money is safe in your hands. The money should not be wasted on purpose. The cooperative banks should be careful to not incur any losses.
  • I appeal to the banks to extend more loans to farmers and to self-help groups, so that they are able to work properly. My firm belief is that, one day, the cooperatives of Bengal will become the model for the whole country.

 

 

গ্রামীণ অর্থনীতিকে মজবুত করার জন্য সমবায় সমিতির কোন বিকল্প নেইঃ মুখ্যমন্ত্রী

আজ নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে সমবায় দপ্তরের উদ্যোগে ‘আর্থ-সামাজিক উন্নয়নে সমবায়’ শীর্ষক আলোচনা সভার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গত সাড়ে ছয় বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সমবায় দপ্তর বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের নজির সৃষ্টি করেছে।

সমবায় দপ্তর যে নতুন উদ্যোগটি নিয়েছে, তার নাম হল ‘সুফলা’। এই উদ্যোগের উদ্দেশ্য হল চাষিরা যাতে তাদের উৎপাদনের সঠিক মূল্য পান, পাশাপাশি ক্রেতারাও যাতে ন্যায্য মুল্যে সঠিক মানের দ্রব্য পান। প্রচুর শীতল ঘর ও বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্র তৈরী করা হয়েছে, যা চাষিদের জন্য খুব উপযোগী হিসেবে প্রমানিত হয়েছে।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

 

  • গ্রামীণ অর্থনীতিকে মজবুত করার জন্য সমবায় সমিতির কোন বিকল্প নেই। প্রায় ১৮ লক্ষ পরিবার এই সমিতির সাথে যুক্ত আছে এর মধ্যে রয়েছে ২ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী।স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের মধ্যে ৮৮% মহিলা।
  • সমবায় সমিতির আমানতের পরিমাণ ৩০ হাজার কোটি টাকা থেকে ১ লক্ষ কোটি টাকা করতে হবে। এটা করার জন্য অনেক পরিশ্রম করতে হবে। শৃঙ্খলার মধ্যে দিয়ে করতে হবে, স্বচ্ছতা বজায় রাখতে হবে, নিয়মিত অডিট করতে হবে।
  • বেশ কিছু পদক্ষেপ নিতে হবে। যেমন – কম্পিউটারাইজেশন, কর্মচারীদের প্রশিক্ষণ দেওয়া, পরিচালন ব্যবস্থা উন্নয়ন, আভ্যন্তরীণ বিকাশ ইত্যাদি।
  • আপনাদের সব সমস্যা দেখার জন্য মুখ্য সচিবের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি তৈরি করা হবে। ৬ মাসের মধ্যে রিপোর্ট জমা দেবে এই কমিটি।
  • এ টি এম ও ভ্রাম্যমাণ মোবাইল চালু করা হল, নিঃসন্দেহে এটা খুব ভালো কাজ। যারা ব্যাঙ্কের পরিষেবা পায় না সেখানে এগুলো চালু করুন তাহলে এই মোবাইল ভ্যান গুলো সেখানকার মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে পারবে।
  • কেউ কেউ মুখে বলে ডিজিটাল করো, কিন্তু করতে পারে না। আমরা কাজে করে দেখাই। ডিজিটাইজেশনে আজ ভারতের মধ্যে বাংলা ১ নম্বরে।
  • ই-গভর্ন্যান্সে আজ বাংলা ১ নম্বরে। মতের মিল না হলেও আমাদের কাজের জন্য কেন্দ্রীয় সরকার আমাদের এই পুরস্কার দিতে বাধ্য হয়েছে।
  • সরকার ৬৯ লক্ষ কিশান ক্রেডিট কার্ড দিয়েছে তার মধ্যে ২৬ লক্ষ কিশান ক্রেডিট কার্ড বিতরণ করেছে সমবায় সমিতি। ধান উৎপাদনে সমবায় সমিতিগুলি কৃষকদের থেকে সরাসরি ধান কিনতে সরকারকে অনেক সাহায্য করেছে। কৃষকদের কাছ থেকে এবার ২৮ লক্ষ মেট্রিক টন ধান নিয়েছে এই সমিতিগুলি।
  • আরও বেশি ওয়্যার হাউসিং তৈরি হোক, যাতে গোডাউনের সংখ্যা বাড়ে এবং আগামী দিনে আরও বেশি উৎপাদন ও কাজের মধ্যে দিয়ে আপনারা শ্রেষ্ঠত্বের শিরোপা পেতে পারেন।
  • কৃষিজমির খাজনা আমরা মুকুব করে দিয়েছি। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আমরা ১২০০ কোটি টাকা ক্ষতিপূরণ দিয়েছি।কৃষকরা আমাদের গর্ব। সরকার কৃষকদের সবরকম সহযোগিতা করছে। ২০১-১১ সালে কৃষকদের আয়ের পরিমাণ ছিল ৯১ হাজার টাকা এখন তা বেড়ে হয়েছে ২ লক্ষ টাকা।
  • এই বছরে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে দেওয়ার জন্য ১০০০ কোটি টাকা ঋণ ধার্য করা হয়েছে। স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও বেশি করে সুযোগ দেওয়া উচিত।
  • সরকারী হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পাওয়া যায়। স্বনির্ভর গোষ্ঠীগুলিকে স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আনা হবে। তারা বছরে ৫ লক্ষ টাকা করে স্বাস্থ্য বীমা পারবে।
  • ‘সুফলা’ ব্যাঙ্ক তৈরি করা হয়েছে। আগে শস্য সংরক্ষণ ক্ষমতা ছিল ৮ লক্ষ মেট্রিক টন, আরও ৩০০০০ মেট্রিক টন বাড়ানো হয়েছে। ব্যবসা বেড়েছে ১ হাজার কোটি টাকা। আগামী দিনে এই সমবায় ব্যাঙ্কগুলি সারা ভারতবর্ষকে পথ দেখাবে। সমবায় সমিতিগুলো সমাজের গর্ব হোক।
  • নোট বন্দির সময় মানুষ অনেক সমস্যায় পরেছিলেন, টাকা জমা দিতে পারছিলেন না, ঋণ নিতে পারছিলেন না, তখন আমরা রাষ্ট্রপতির কাছে গিয়ে আর্জি জানিয়েছিলাম।
  • সমবায় দপ্তরকে আরও সক্রিয় হয়ে ভালো করে কাজ করতে হবে। তাদের ১ নম্বর স্থানে নিয়ে যাওয়ার জন্য সব রকম সাহায্য করবে সরকার। আমরা সব স্কলারশিপের টাকা ব্যাঙ্কের মাধ্যমে দিই, আপনারা স্বাবলম্বী হলে আমরা আপনাদের মাধ্যমে এই টাকা গুলো দিতে পারব।
  • সময়মতা জনগণের টাকা ফেরত দিলে, সময়মতা ঋণ দিতে পারলে এই সমবায় সমিতিগুলো রাষ্ট্রীয় ব্যাঙ্কের মত শক্তিশালী হবে। মানুষের টাকা যাতে আপনাদের কাছে সুরক্ষিত থাকে তা দেখতে হবে। কেউ যেন এই টাকা তছনছ না করে, লোকসান যাতে না হয় সেদিকে নজর রাখতে হবে।
  • সমবায় সমিতিগুলোর কাছে অনুরোধ কৃষক ও স্বনির্ভর গোষ্ঠীদের আপনারা বেশি করে ঋণ দিন, যাতে তারা ভালো করে কাজ করতে পারে। আমার বিশ্বাস সারা ভারতে একদিন মডেল হবে এই সমবায় সমিতিগুলি।

Mega tourism push for north Bengal

As part of the Destination East tourism conference, being jointly organised by the Bengal Tourism Department and the CII North Bengal Zonal Council, all the 52 foreign delegates from 30 countries will be taken on familiarisation trips to Darjeeling, and the Terai and Dooars regions.

The visits will start from January 21, and are also being organised by the Tourism Department and CII (Confederation of Indian Industry). They are meant to get the delegates acquainted with these places and get a first-hand experience, so that they can promote them in their respective countries.

Destination East is being organised from January 18 to 25 at Biswa Bangla Convention Centre in Kolkata. One hundred and two delegates from the travel industry, including from India and 30 other countries, will be attending the summit.

First they will be taken to ‘Bhorer Alo’, the eco-tourism destination developed at Gajoldoba in Jalpaiguri district, in the Dooars region, by the Bengal Government. At Bhorer Alo, various activities for tourists like forest safaris, boating, cycling trails, orchid park walks, angling, elephant rides, scenic walkways, tethered hot air balloons are being developed, along with an eco-park, an amphitheatre, a 10-bed tourist health clinic, a mini fire station, a tourist police station, a helipad, resorts and a youth hostel.

After Gajoldoba, the foreign delegates will be divided into groups. Eleven will be visiting the Bengal Himalaya Circuit (Kalimpong and Darjeeling), 19 will be visiting the Hills and Forests Circuit (Darjeeling and the Dooars), eight will be visiting the Darjeeling Heritage Circuit, six will be visiting the Tea Heritage Circuit (Darjeeling and Glenburn Tea Estate) and eight will be visiting the Hills and Lakes Circuit (Darjeeling and Mirik).

Similar familiarisation trips are also being organised for south Bengal too, where the delegates will be taken along circuits like Sunderbans, Purulia, Beaches of Bengal and Kolkata Heritage.

 

এবার পাহাড়ে হবে শিল্প সম্মেলন

আগামী ২১ জানুয়ারি ৩০ দেশের ৫২ জনের বাণিজ্য প্রতিনিধি দল উত্তরবঙ্গে আসছে। গন্তব্যস্থল মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প গাজলডোবা মেগা ট্যুরিজম হাব। সেখান থেকে ৫২ জনের প্রতিনিধি দল ৫টি ভাগে ভাগ হয়ে উত্তরবঙ্গের বিভিন্ন পর্যটনস্থল পরিদর্শন করতে যাবে। সেখানকার সম্ভাবনা দেখবেন। তার ওপরে ভিত্তি করেই উত্তরবঙ্গের পর্যটনে আসবে বিদেশি বিনিয়োগ।

যে ৩০টি দেশ থেকে প্রতিনিধিরা আসছেন তার মধ্যে আছে অস্ট্রেলিয়া, আমেরিকা, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ভুটান, নেদারল্যান্ড, কলম্বিয়া ইত্যাদি। যে ৫টি সার্কিটে প্রতিনিধি দল ভাগ করা হয়েছে তা হল বেঙ্গল হিমালয়া, হিল অ্যান্ড ফরেস্ট, দার্জিলিং হেরিটেজ, দার্জিলিং টি এবং দার্জিলিং, মিরিক লেক।

বেঙ্গল হিমালয়ার মধ্যে রাখা হয়েছে দার্জিলিং এবং কালিম্পঙের উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্রগুলি। সেখানে ১১ জন প্রতিনিধি পাঠানো হবে। হিল অ্যান্ড ফরেস্টের মধ্যে দার্জিলিং এবং ডুয়ার্স। সেখানে প্রতিনিধি যাচ্ছেন ১৯ জন। দার্জিলিঙের হেরিটেজ বাড়ি, মন্দির, হোটেল–‌সহ নানা বিষয় পরিদর্শন করবেন ৮ জন প্রতিনিধি। চা পর্যটনের সম্ভাবনা দেখবেন ৬ জন প্রতিনিধি। মিরিক লেক পরিদর্শনে থাকবেন ৮ প্রতিনিধি।

আরো বেশি বিদেশি পর্যটক এখানে আসতে আকৃষ্ট হবে কারণ, ওই প্রতিনিধি দলে বিনিয়োগকারীদের সঙ্গে থাকছেন বিভিন্ন দেশের ট্যুর অপারেটর এবং ভ্রমণ–‌লেখক।

এর ফলে গোটা বিশ্বের মানচিত্রে জায়গা করে নিতে পারবে উত্তরবঙ্গের পর্যটন।‘ডেস্টিনেশন ইস্ট ২০১৮’–র মাধ্যমে এভাবেই তুলে ধরার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। গাজলডোবাকে ঘিরে নতুন পর্যটন কেন্দ্র গড়ে তোলা হচ্ছে, যার রূপকার মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের পর্যটনকে নতুন করে প্রাণ দেবে। বাড়বে বিদেশি পর্যটকের সংখ্যা। বিশ্বের মানচিত্রে উত্তরবঙ্গ আরও বেশি করে পরিচিতি পাবে।
Source: Millennium Post

Joint venture set to boost industrial and logistics parks in Bengal

Embassy Industrial Parks is entering a joint venture (JV) with Warbug Pincus and Embassy Group, that have partnered with PATTON Group of Kolkata to develop industrial and logistics parks in the state.

Embassy Industrial Parks has committed to invest Rs 1,000 crore in industrial and logistics parks in Bengal. A senior official of PATTON Group said that there will be phase-wise investment on a 1.1 million sq feet area in 50 acres of land of PATTON, with investment of Rs 400 crore.

Embassy and PATTON will explore more opportunities to develop industrial and logistics parks in the state.

State Urban Development Minister said that the state is eyeing investment in the logistics sector in a big way and will be laying special emphasis on the sector, with businessmen attending the summit expressing interest to invest in logistics.

“We do not need to take agricultural land. There are a number of factories that are lying closed. We will go for vertical expansion at these places and set up godowns and warehouses,” he added.

It may be mentioned that a new policy on Logistics Park Development and Promotion was announced at the summit.

রাজ্যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়বে প্যাটন-এমব্যাসি গ্রুপ

রাজ্যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং লজিস্টিক পার্ক গড়ে তুলবে প্যাটন গ্রুপ। চতুর্থ বিশ্ব বঙ্গ বানিজ্য সম্মেলনের মঞ্চে বেঙ্গালুরুর সংস্থা এমব্যাসির সঙ্গে মউ স্বাক্ষর করল কলকাতার প্যাটন গ্রুপ।

উলুবেড়িয়ার বম্বে রোড এর পাশে প্যাটন গ্রুপের ৫০ একর জমির ওপর ১১ লক্ষ বর্গফুট এলাকা জুড়ে তৈরি হবে একটি লজিস্টিক পার্ক এবং একটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক। প্রাথমিকভাবে প্রকল্পটিতে ৪০০ কোটি টাকা বিনিয়োগ করবে এই দুই গ্রুপ।

অণ্ডালে একটি মাল্টি মোডাল লজিস্টিক পার্ক গড়ে তোলা হবে। ইতিমধ্যেই লজিস্টিক পার্ক ডেভেলপমেন্ট অ্যান্ড প্রমোশান নীতি এনেছে রাজ্য সরকার।

ভারতের উত্তর পূর্বের রাজ্য এবং দক্ষিণ পশ্চিম এশিয়ার দেশগুলির প্রবেশদ্বার হিসেবে ক্রমেই গুরুত্ব বাড়ছে পশ্চিমবঙ্গের। তার সাথেই তাল মিলিয়ে বাড়ছে গুদামঘর ও পণ্য সরবরাহের চাহিদাও।ইতিমধ্যেই রাজ্যে মোট ১.১৬ কোটি বর্গফুট গুদামঘর রয়েছে। ভবিষ্যতে এর আয়তন আরও বৃদ্ধি পাবে।

Image is representative