As part of the Destination East tourism conference, being jointly organised by the Bengal Tourism Department and the CII North Bengal Zonal Council, all the 52 foreign delegates from 30 countries will be taken on familiarisation trips to Darjeeling, and the Terai and Dooars regions.
The visits will start from January 21, and are also being organised by the Tourism Department and CII (Confederation of Indian Industry). They are meant to get the delegates acquainted with these places and get a first-hand experience, so that they can promote them in their respective countries.
Destination East is being organised from January 18 to 25 at Biswa Bangla Convention Centre in Kolkata. One hundred and two delegates from the travel industry, including from India and 30 other countries, will be attending the summit.
First they will be taken to ‘Bhorer Alo’, the eco-tourism destination developed at Gajoldoba in Jalpaiguri district, in the Dooars region, by the Bengal Government. At Bhorer Alo, various activities for tourists like forest safaris, boating, cycling trails, orchid park walks, angling, elephant rides, scenic walkways, tethered hot air balloons are being developed, along with an eco-park, an amphitheatre, a 10-bed tourist health clinic, a mini fire station, a tourist police station, a helipad, resorts and a youth hostel.
After Gajoldoba, the foreign delegates will be divided into groups. Eleven will be visiting the Bengal Himalaya Circuit (Kalimpong and Darjeeling), 19 will be visiting the Hills and Forests Circuit (Darjeeling and the Dooars), eight will be visiting the Darjeeling Heritage Circuit, six will be visiting the Tea Heritage Circuit (Darjeeling and Glenburn Tea Estate) and eight will be visiting the Hills and Lakes Circuit (Darjeeling and Mirik).
Similar familiarisation trips are also being organised for south Bengal too, where the delegates will be taken along circuits like Sunderbans, Purulia, Beaches of Bengal and Kolkata Heritage.
এবার পাহাড়ে হবে শিল্প সম্মেলন
আগামী ২১ জানুয়ারি ৩০ দেশের ৫২ জনের বাণিজ্য প্রতিনিধি দল উত্তরবঙ্গে আসছে। গন্তব্যস্থল মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প গাজলডোবা মেগা ট্যুরিজম হাব। সেখান থেকে ৫২ জনের প্রতিনিধি দল ৫টি ভাগে ভাগ হয়ে উত্তরবঙ্গের বিভিন্ন পর্যটনস্থল পরিদর্শন করতে যাবে। সেখানকার সম্ভাবনা দেখবেন। তার ওপরে ভিত্তি করেই উত্তরবঙ্গের পর্যটনে আসবে বিদেশি বিনিয়োগ।
যে ৩০টি দেশ থেকে প্রতিনিধিরা আসছেন তার মধ্যে আছে অস্ট্রেলিয়া, আমেরিকা, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ভুটান, নেদারল্যান্ড, কলম্বিয়া ইত্যাদি। যে ৫টি সার্কিটে প্রতিনিধি দল ভাগ করা হয়েছে তা হল বেঙ্গল হিমালয়া, হিল অ্যান্ড ফরেস্ট, দার্জিলিং হেরিটেজ, দার্জিলিং টি এবং দার্জিলিং, মিরিক লেক।
বেঙ্গল হিমালয়ার মধ্যে রাখা হয়েছে দার্জিলিং এবং কালিম্পঙের উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্রগুলি। সেখানে ১১ জন প্রতিনিধি পাঠানো হবে। হিল অ্যান্ড ফরেস্টের মধ্যে দার্জিলিং এবং ডুয়ার্স। সেখানে প্রতিনিধি যাচ্ছেন ১৯ জন। দার্জিলিঙের হেরিটেজ বাড়ি, মন্দির, হোটেল–সহ নানা বিষয় পরিদর্শন করবেন ৮ জন প্রতিনিধি। চা পর্যটনের সম্ভাবনা দেখবেন ৬ জন প্রতিনিধি। মিরিক লেক পরিদর্শনে থাকবেন ৮ প্রতিনিধি।
আরো বেশি বিদেশি পর্যটক এখানে আসতে আকৃষ্ট হবে কারণ, ওই প্রতিনিধি দলে বিনিয়োগকারীদের সঙ্গে থাকছেন বিভিন্ন দেশের ট্যুর অপারেটর এবং ভ্রমণ–লেখক।
এর ফলে গোটা বিশ্বের মানচিত্রে জায়গা করে নিতে পারবে উত্তরবঙ্গের পর্যটন।‘ডেস্টিনেশন ইস্ট ২০১৮’–র মাধ্যমে এভাবেই তুলে ধরার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। গাজলডোবাকে ঘিরে নতুন পর্যটন কেন্দ্র গড়ে তোলা হচ্ছে, যার রূপকার মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের পর্যটনকে নতুন করে প্রাণ দেবে। বাড়বে বিদেশি পর্যটকের সংখ্যা। বিশ্বের মানচিত্রে উত্তরবঙ্গ আরও বেশি করে পরিচিতি পাবে।
Source: Millennium Post