Not just MSMEs, even exporters hit by GST in West Bengal: Amit Mitra

Reiterating his stand against the July 1 roll-out of the goods and services tax (GST), West Bengal finance minister, Amit Mitra, on Thursday said the GST hasn’t benefitted either the exporters or the micro, small and medium enterprises (MSME) in the country. Besides, the transition to GST hasn’t been smooth.

“I had repeatedly said to postpone the launch of July 1. What is the impact? It is everyday postponements. They are saying that the Goods and Service Tax Network (GSTN) could not take the load, this is what I had predicted but they did not pay heed to that,” he said during an interactive session with industry body Assocham.

Mitra alleged that the GSTN has to handle around 300-340 crores of up-linking and the government tested it with 200 companies per state, of which 30 per cent “didn’t work well”.

The Mamata Banerjee-led Trinamool Congress (TMC) government is one of the sharpest critics of the July 1 roll-out of the GST. The government’s stance is based on the projection that the MSME segment in particular, which is yet to understand GST, will be hit hard. Also, the state government had questioned the country’s preparedness to meet the July 1 deadline.

“MSMEs are in jeopardy and now I come to know that even exports have been hit. I have asked Union Finance Minister (Arun) Jaitley to produce a white paper and call an emergency meeting. The matter has to be taken up at the GST council. People are desperate,” he added.

The state finance minister also urged industry bodies like Assocham to speak out in case the industry faces difficulties and their associations are unable to voice their concerns on the problems faced in the wake of the GST roll-out. Mitra further, asked the industry body to provide him with inputs so that the ongoing issues can be taken up at the right forum.

 

জিএসটি নিয়ে শিল্পপতিদেরও সরব হতে বললেন অমিত মিত্র

রাজ্য সরকার নীতিগতভাবে জিএসটি’র পক্ষে। কিন্তু যেভাবে জিএসটি চলছে, তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আদৌ খুশি নন, তা নিয়ে বারবার তিনি সরব হয়েছেন। তাড়াহুড়ো করে এই কর ব্যবস্থা চালু করতে গিয়ে শিল্পমহল বেকায়দায় পড়ছে বলে অভিযোগ এনেছেন রাজ্যের শিল্প ও অর্থমন্ত্রী অমিত মিত্রও। এবার তিনি শিল্পসভায় এসে এই নিয়ে শিল্পপতিদেরও সরব হতে বললেন। বোঝালেন, জিএসটি’র নামে যা চলছে, তাতে আপনাদেরই ক্ষতি। তবে শিল্পমহলকে এই আরজি জানাতে গিয়ে প্রচ্ছন্নভাবে কেন্দ্রীয় সরকারকে খোঁচাও দিলেন অমিত মিত্র। শিল্পপতিদের বললেন, আগে যেভাবে আপনারা কোনও বিষয়ে প্রকাশ্যে বিরোধিতা করতে পারতেন বা সরব হতে পারতেন, সেভাবে এখন আর করা যায় না। এখন এই বিষয়ে সরকার অনেক সতর্ক নজরদার। সরকার বলতে তিনি যে নরেন্দ্র মোদির সরকারকেই বিঁধছেন, তা বুঝিয়ে তিনি বলেন, আমি বুঝি এখনকার পরিস্থিতিটা।

সর্বভারতীয় বণিকসভা অ্যাসোচেমের এক অনুষ্ঠানে বৃহস্পতিবার অমিত মিত্র বলেন, জিএসটি যে একটা বিরাট সমস্যা তৈরি করতে চলেছে, সেই বিষয়ে আমরা সবার আগে সরব হয়েছিলাম। এখন স্পষ্ট হয়ে গিয়েছে, কীভাবে ছোট সংস্থাগুলিকে বিপদে ফেলা হয়েছে। এখন তো দেখা যাচ্ছে যাঁরা রপ্তানি করেন, তাঁরাও বিরাট বিপদে পড়ে গিয়েছেন। এখনও জিএসটি পরিকাঠামো তৈরি হয়নি। শিল্পের সব কিছুই এখন থমকে আছে। এই নিয়ে জিএসটি কাউন্সিলকে শ্বেতপত্র প্রকাশের দাবিও জানিয়েছেন অমিতবাবু। তাঁর কথায়, ১ জুলাই থেকে এই করবিধি চালু হয়েছে। কিন্তু তার বর্তমান পরিস্থিতি ঠিক কী, তা নিয়ে জিএসটির সর্বোচ্চ নীতিনির্ধারক হিসাবে কাউন্সিলের কাছে আমরা জানতে চেয়েছি।

জিএসটি’র কারণে ইনসপেক্টররাজ আরও বাড়বে বলে আগেও অভিযোগ করেছিল রাজ্য সরকার। এদিনের শিল্পসভায় সেই প্রসঙ্গ টেনে এনে অমিতবাবু বলেন, শুধু ইনসপেক্টররাজ নয়, এক্ষেত্রে শিল্পপতিদের জেলে পাঠানোর ব্যবস্থাও করা হয়েছে। মন্ত্রীর সাফাই, আমাদের হাতে ভ্যাট থাকার সময় আমরা ছ’বছরে মাত্র দু’টি ক্ষেত্রে কর ফাঁকির বিরুদ্ধে এফআইআর করেছি। কিন্তু একজনকেও জেলে পাঠানো হয়নি। কিন্তু এখানে বলা হয়েছে দু’কোটি টাকার মামলায় জামিনযোগ্য গ্রেপ্তারি এবং পাঁচ কোটি টাকার মামলায় জামিন অযোগ্য গ্রেপ্তারি জুটতে পারে কপালে।

জিএসটি নিয়ে যা চলছে, তার বিরুদ্ধে অ্যাসোচেমকে সরব হতে বলেন অমিতবাবু। অবশ্য এর পাশাপাশি তিনি বলেন, আপনারা এখন তো বেশি কিছু বলতেও পারবেন না। এরপরই অ্যাসোচেমের মহাসচিব ডিএস রাওয়াতকে উদ্দেশ্য করে তিনি বলেন, এর আগে কেন্দ্রের বিরুদ্ধে কথা বলতে গিয়ে কী অভিজ্ঞতা হয়েছিল, তা তো আপনি জানেন। যাঁরাই সরব হবেন, তাঁদের অনুষ্ঠানে মন্ত্রীরা আসবেন না। আগেও সরকারের বিরুদ্ধে কথা বললে সমস্যা হত। সেক্ষেত্রেও হয়তো মন্ত্রীরা রেগে গেলেন। কিন্তু সেই রাগ ১০ দিনে নেমেও যেত। এখন গোটা বিষয়টিকেই দেখা হয় অনেক বেশি নিবিড়ভাবে। ফলে সমস্যা বেশি।

 

Efforts being made to make “Safe Drive Save Life” an example for the world to emulate

Bengal Chief Minister Mamata Banerjee recently chaired a high-level meeting with the State Police officials at Bhabani Bhawan to discuss further steps regarding the “Safe Drive Save Life” campaign so that in can be an example to the whole world, as had happened with Kanyashree Prakalpa.

Earlier, she inaugurated the renovated complex of the West Bengal Police. It was noted that within six months of the implementation of the “Safe Drive Save Life” campaign, the number of road accidents have come down compared to the preceding six months.

It was discussed in the meeting that the State Police will bring a new software and a mobile app for this purpose.

The app will be used to inform the State Police detailing about accidents from the spot so that the administration can take proper steps and formulate strategies for future.

‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ এবার বিশ্বের দরবারে

‘কন্যাশ্রী’র পর এ বার ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচির ‘সাফল্য’-কে এ বার আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গত বছর জুলাইয়ে চালু হয় ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’৷ রাজ্য পুলিশের দাবি, নতুন কর্মসূচির ব্যাপক প্রচারের ফলে গত বছরের শেষ ছ’মাসের তুলনায় চলতি বছরের প্রথম ছ’মাসে পথ-দুর্ঘটনা কমেছে প্রায় ১৫%। প্রাণহানিও কমেছে।

এবার এই কর্মসূচিকে গোটা পৃথিবীর কাছে রোল মডেল করে তোলাই লক্ষ্য, যাতে বিশ্ববাসী তা অনুসরণ করে।

এর পাশাপাশি চালু করা হচ্ছে বিশেষ ট্রাফিক অ্যাপ। এর মাধ্যমে একনিমেষে যে কোনও দুর্ঘটনার খবর শীর্ষ পুলিশ কর্তাদের কাছে পৌঁছে যাবে। ঘটনাস্থলের ছবি থেকে শুরু করে যাবতীয় তথ্য চলে আসবে কয়েক সেকেন্ডের মধ্যেই।

একইসঙ্গে পুরানো দুর্ঘটনার তথ্য ও ছবি যাতে চটজলদি মেলে, সেই ব্যবস্থাও করা হচ্ছে, যাতে দ্রুত তুলনামূলক বিশ্লেষণ সেরে ফেলা যায়।

 

Film on how Govt schemes, including Kanyashree, help girl child to achieve her dreams

After wowing the world at the United Nations Public Service Awards in The Hague last June, the Kanyashree Scheme is now entering the world of celluloid. Not just Kanyashree but Yuvashree, Sabuj Sathi and others are also garnering the attention of everyone – schemes behind most of whose ideations lay the vision of Chief Minister Mamata Banerjee, a vision which has made the governance of Bengal the cynosure of all eyes in India. Film-maker Suman Mukhopadhyay is going to make a film on the scheme.

According to the film-maker, the raw material for good Bengali films is taken from real-life events, and there is no bigger reality now than the successful running of such schemes.

Already plays have been staged with the ideas for the stories taken from various the various schemes and their huge positive impacts. Now comes the turn of films. According to the director, the story of the film revolves around a girl named Ichha (meaning ‘wish’) and how the schemes of the government helped her to stand up for herself and become someone of worth to society.

Ichha is the daughter of poor parents living in a village. Despite the tough conditions of her life, she dreams of becoming a doctor. Kanyashree helps her to complete school, where she gets to eat through the Mi-Day Meal Scheme. Her good performances in class result in her getting a bicycle through the Sabuj Sathi Scheme, to travel to school and back. Her father gets work under the 100 Days’ Work Scheme, and the money he gets helps to run the family.

After successfully completing school, she comes to Kolkata to complete higher education and at this stage too, another scheme comes to her help – Yuvashree, through which she gets scholarship. She completes her higher education successfully too, and through the help of her school teacher and a youth leader, she sees the flowering of her dreams. In this way, it would be shown in the film how, at every stage of life, government schemes help Ichha to overcome the adversities of life and achieve success.

 

“কন্যাশ্রী” সিনেমা এবার নেদারল্যান্ডসে

নেদারল্যান্ডসের হেগ শহরে সাড়া বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জনের পর এবার বাংলার সেলুলয়েডের দুনিয়ায় পা রাখতে চলেছে মা মাটি মানুষের সাধের “কন্যাশ্রী”। ইতিমধ্যেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম বাংলায় জায়গা করে নিয়েছে কন্যাশ্রী থেকে যুবশ্রী। তাই বর্তমান সরকারের একাধিক উদ্যোগকে কেন্দ্র করে এবার ছবি তৈরিতে মাঠে নামলেন পরিচালক সুমন মুখোপাধ্যায়। এই ছবির বিষয়ে তিনি জানান, ‘বাংলা ছবিতে মূল রসদ সংগ্রহ করা হয় বাস্তবিক ঘটনার প্রেক্ষাপট থেকেই। বর্তমানে কন্যাশ্রী’র মত সফল বাস্তব সত্য আর কথাও নেই।

ইতিমধ্যেই সরকার কেন্দ্রিক বিভিন্ন উদ্যোগ কে নিয়ে রঙ্গমঞ্চে একাধিক নাটক মঞ্চস্থ হয়েছে। তাই এবার কন্যাশ্রীকে সরাসরি সেলুলয়েডের পর্দায় তুলে ধরারই চেষ্টা করছি। বছর দুই আগে থেকেই কন্যাশ্রী বিষয়ের ওপর চলচিত্র বানানোর পরিকল্পনা ছিল। এবার সেই চিন্তাই রুপায়নের পথে’।

ছবির গল্পের বিষয়বস্তু নিয়ে তিনি বলেন, ‘আমি আজ থেকে ১০ বছর এগিয়ে নিয়ে গিয়ে মানুষের কাছে কন্যাশ্রীর সফতলাকে তুলে ধরছি এই গল্পে। এখানে ইচ্ছা নামে একটি মেয়ের জীবনকে কেন্দ্র করেই এই গল্প আবর্তিত হবে। গল্পে একটি গ্রামের দরিদ্র পরিবারের মেয়ে ইচ্ছা। বাবা-মা ও তার বড় হয়ে ডাক্তার হওয়ার স্বপ্নকে ঘিরেই তার জীবন। ইচ্ছার কন্যাশ্রীর অর্থে স্কুলে পড়া, সেখানকার মিড ডে মিল খেয়ে খিদে মেটানো, স্কুলে ভালো ফল করায় ‘সবুজ সাথী’র পক্ষ থেকে সাইকেল পাওয়া। এছাড়াও সংসারের অচলাবস্থা কাতাতে ইচ্ছার বাবার ১০০ দিনের কাজে যুক্ত হওয়া। এইভাবেই প্রতিটি স্তরেই তুলে ধরা হবে সরকারি প্রকল্পের বিভিন্ন উদ্যোগকে। তারপর আসতে আসতে স্কুলের গণ্ডি পেরিয়ে কলকাতায় উচ্চশিক্ষার জন্য চলে আসা এবং যুবশ্রী’র অনুদানে পড়া শেষ করে কীভাবে শেষ পর্যায়ে গ্রামের শিক্ষক ও যুবনেতার সাহায্যে নিজের স্বপ্নকে প্রতিষ্ঠিত করার মধ্যে দিয়েই এগোবে চিত্রপট।

 

Online service – e-raktakosh – to give information about availability of blood in Bengal

Information about supplies of blood in the blood banks of Bengal, be they government or private – how many units of which blood group are available – can now be had online. This service, called e-raktkosh, facilitated by Chief Minister Mamata Banerjee, was inaugurated recently.

Currently, Bengal has 67 State Government blood banks, 15 Central Government blood banks and 46 private blood banks. According to information available from the website, as of August 7, there were 10,544 units of blood available in the state.

Recently, as part of its sixth foundation day, the State Government had organised state-wide blood donation camps, as a result of which a large amount of blood has been deposited in the state’s blood banks.

 

Source: Aajkal

 

 

ব্লাড ব্যাঙ্কের তথ্য দেবে ই-রক্তকোষ

কোন ব্লাড ব্যাঙ্কে কোন গ্রুপের রক্ত আছে, তা ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে। নাম দেওয়া হয়েছে ই-রক্তকোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে।

সরকারি ও বেসরকারি মিলে রাজ্যে ১১৭টি ব্লাড ব্যাঙ্ক রয়েছে। ৭ আগস্টের তথ্য অনুসারে, রক্ত রয়েছে ১০হাজার ৫৪৪ ইউনিট। ন্যাশানাল হেলথ পোর্টালে গিয়ে এই অপশনে ক্লিক করলেই রক্তকোষের তথ্য বেরিয়ে আসবে। সরকারি লাইসেন্সপ্রাপ্ত ব্লাড ব্যাঙ্কের সংখ্যাঃ- সরকারি ৬৭ টি, কেন্দ্রীয় ১৫ এবং বেসরকারি ৪৬টি।

ইতিমধ্যেই রাজ্য সরকারের তাঁদের ষষ্ঠ প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে এক মাস ব্যাপী সারা রাজ্যে রক্তদান শিবিরের আয়োজন করেন। এর ফলে বিপুল পরিমাণ রক্ত জমা হয় রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলিতে।

 

Drinking water projects worth Rs 241 crore in four districts in Bengal

The Bengal Government is going to start drinking water projects in four districts of the state at a cost of Rs 241 crore.

The projects would be set up in Howrah, in Jangipur in Murshidabad, in Krishnanagar in Nadia district and in Bansberia in Hooghly district. They would involve not only the collecting and purifying of water to make it fit for drinking but also the construction of pipelines to supply to homes.

The project in Howrah would involve purifying 20 million gallons per day (MGD), taken from the Ganga. The project will cost Rs 70 crore.

The Jangipur project is a 28 MGD project, costing Rs 81 crore, the one in Krishnanagar is a 35 MGD project while the Bansberia project is a 23 MGD project, costing Rs 75 crore.

After the completion of the projects, these places will no longer face any issue with the supply of drinking water.

The process of issuing e-tenders would start soon.

 

২৪১ কোটি টাকায় চার জেলায় জলপ্রকল্প

 

চারটি জলপ্রকল্প অনুমোদন করল মুখ্যসচিবের নেতৃত্বাধীন কমিটি। ২৪১ কোটি টাকা খরচ করে ওই জল প্রকল্প তৈরি হবে বলে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, হাওড়া, জঙ্গিপুর, কৃষ্ণনগর এবং বাঁশবেড়িয়ায় ওই জলপ্রকল্পগুলি হবে।

হাওড়ায় ৭০ কোটি টাকা খরচ করে ২০ মিলিয়ন গ্যালন ক্ষমতা সম্পন্ন ওই জলপ্রকল্প তৈরি হবে। গঙ্গা থেকে জল তুলে তা পরিশোধন করে সরবরাহ করা হবে। তাহলে হাওড়ায় আর জলের সমস্যা থাকবে না। জঙ্গিপুরে ৮১ কোটি টাকা খরচ করে ২৮ মিলিয়ন গ্যালন ক্ষমতাসম্পন্ন জলপ্রকল্প হবে। পরিস্রুত পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে। কৃষ্ণনগরে আগের একটি জলপ্রকল্প রয়েছে। চাহিদা মেটাতে আরও ৩৫ মিলিয়ন গ্যালন ক্ষমতাসম্পন্ন জলপ্রকল্প করা হবে। এই প্রকল্প হয়ে গেলে কৃষ্ণনগরের আর জলের অভাব হবে না। বাঁশবেড়িয়ায় ৭৫ কোটি টাকা খরচ করে ২৩ মিলিয়ন গ্যালন ক্ষমতাসম্পন্ন জলপ্রকল্প তৈরি করা হবে। এখানে জল উত্তোলনের ক্ষেত্রে কিছু সমস্যা ছিল।

এই চারটি প্রকল্পের পুরো টাকাই খরচ করবে রাজ্য সরকার। এ ধরনের বড় প্রকল্প অনুমোদনের আগে মুখ্যসচিবের নেতৃত্বে একটি কমিটি তৈরি করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই কমিটির সামনে ওই চারটি প্রকল্পের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করা হয়। তা দেখে অনুমোদন করে ওই কমিটি। এবার ই-টেন্ডার ডেকে কাজ শুরুর প্রক্রিয়া শুরু হবে।

শুধু জলপ্রকল্প তৈরি নয়, বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার পরিকল্পনাও এই প্রকল্পের মধ্যে রয়েছে। সম্প্রতি পানিহাটি পুরসভায় এই ধরনের সমস্যা দেখা দিয়েছে। জলপ্রকল্প তৈরি করেছে কেএমডিএ আর বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল পুরসভার। কিন্তু পুরানো পাইপের সঙ্গে নতুন পাইপের খাপ না খাওয়ায় সমস্যা দেখা দিয়েছে। পুরমন্ত্রী বলেন, সেই শিক্ষা থেকেই জলের প্ল্যান্ট তৈরির সঙ্গে সঙ্গে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কাজও ওই প্রকল্পের মধ্যে রাখা হয়েছে।

 

Source: Bartaman

Bengal Govt to hold talks on Hills crisis on August 29: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee today held a press conference at the State secretariat, Nabanna, to announce that the president of the central committee of the Gorkha National Liberation Front (GNLF) has written to the Bengal Government, asking for a “high-level intervention to end the present crisis in the Hill areas of Darjeeling” and has “humbly requested for talks to restore peace and normalcy in the Hills”.

The Chief Minister said that the Government, ever eager to bring normalcy to the Darjeeling and the entire Hills region, has “decided to respond positively to the request”, setting August 29 as the date for a meeting at which not only GNLF but “all major political parties will be called”. The meeting will be held at Nabanna from 4 pm. That the Government is attaching importance to the fact that GNLF has extended the hand of friendship to the Government was also borne out when she said, “GNLF is a very old party”.

She said, “Representatives of the development boards will also be called to the meeting”. Mamata Banerjee also extended an open invitation to all “political parties that think on similar lines as the GNLF”, saying they are “welcome to join” as well.

“We are in favour of peace, normalcy and development. We are ready to talk to anyone who is in favour of peace and normalcy. I had myself chaired a meeting with all the chairpersons of the development boards”, said the Chief Minister in the course of the press conference.

Underlining once again the policy of the State Government, the Chief Minister said, “We want development of the Hills. I appeal to my brothers and sisters in the Hills to cooperate with us to restore peace and normalcy there. Working together is essential for the development of the Hills and of the State as a whole”.
 

 

আগামী ২৯ আগস্ট পাহাড় নিয়ে বৈঠক করবে রাজ্য সরকারঃ মমতা বন্দ্যোপাধ্যায়

 

দার্জিলিঙের এ শান্তি ফিরিয়ে আনার জন্য আলোচনার আবেদন জানিয়ে গতকাল GNLF এর কেন্দ্রীয় কমিটি-র সভাপতি মুখ্যমন্ত্রীকে একটি চিঠি দেন। সেই চিঠির সদর্থক জবাব দিয়ে আজ নবান্নে একটি সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশঃ

GNLF এর Central Committee-র সভাপতি গতকাল আমাদের একটা চিঠি পাঠিয়েছেন দার্জিলিঙে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য একটি বৈঠক করার জন্য। দার্জিলিঙে শান্তি ফিরিয়ে আনার জন্য একটি উচ্চ পর্যায়ের বৈঠকের অনুরোধ জানিয়েছেন তারা।

আমি ওদের অনুরোধের প্রেক্ষিতে respond করছি। যারা শান্তি ও উন্নয়নের পক্ষে, তাদের সঙ্গে সরকার সব সময় কথা বলতে পারে। কথা বলাটা রাজনৈতিক সৌজন্যতা। আমরাও চাই উন্নয়ন হোক, শান্তি আসুক। এর আগে আমি দার্জিলিঙের উন্নয়ন পর্ষদগুলির চেয়ারম্যানদের নিয়ে একটা বৈঠক করেছিলাম। GNLF অনেক পুরনো দল। ওনারা কথা বলতে চান, এটা একটা শুভ সংকেত, constructive সংকেত।

আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী ২৯ তারিখ বিকেল ৪ টেয় নবান্নে একটি বৈঠক করব, যারা শান্তির পক্ষে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে চান তাদের নিয়ে। মেজর পলিটিকাল পার্টির নেতারা সহ সব উন্নয়ন পর্ষদের প্রতিনিধিরা থাকবেন এই বৈঠকে। এই সিদ্ধান্তের সাথে যারা একমত সেইসব পার্টি চাইলে এগিয়ে আসতে পারেন।
আমরা পাহাড়ের উন্নয়ন চাই। আমরা চাই পাহাড়ে স্বাভাবিক অবস্থা ফিরে আসুক। পাহাড়ে শান্তি বজায় রাখার জন্য আমি পাহাড়ের ভাই বোনেদের আবেদন জানাচ্ছি। পাহাড় সহ সমগ্র রাজ্যের উন্নয়নের জন্য আমাদের একসাথে কাজ করা জরুরী।

 

 

Call urgent meeting of GST Council: Bengal FM Dr Amit Mitra to Centre

Bengal Finance Minister Dr Amit Mitra has written to Union finance minister Arun Jaitley urging him to convene an urgent meeting of the GST Council to address the problems being faced by small taxpayers, including access to the IT network which has suffered technical glitches.

In his letter, Dr Mitra also reiterated his demand for a white paper to enable the council to take note of the situation on the ground and suggest guidelines for the future. “You will recall that I had repeatedly pointed out the unpreparedness to roll out GST on July 1, but to no avail,” Dr Mitra said in his letter. The next meeting of the GST Council is on September 9 in Hyderabad.

“You will also recall my repeated request to provide a white paper on the state of preparedness, also containing the shortfalls on different elements of the complex GST system being envisioned, once again to no avail,” he said.

Dr Mitra drew Jaitley’s attention to the technical glitches experienced by the Goods & Services Tax Network — the IT backbone of the ambitious tax reform measure.

The last date for filing of returns and payment of GST has been extended to August 25 amid reports of a technical glitch in GSTN. The network faced heavy rush of returns on Saturday and several traders and businesses said they were unable to access the system. GSTN officials had said they were working to fix the problem but asserted that it was not a problem linked to capacity.

“Apart from access to the GSTN itself, problems were reported regarding payment through banks. The RBI gateway failed at times. Banks refused to receive over-the-counter challans in many places and the troubles of small taxpayers knew no end,” Dr Mitra said in his letter.

He said the system will received more than 1.5 core hits next month around the 20th and this is bound to lead to “major pains” for businesses, particularly small and medium enterprises. “Therefore, I have serious reservations whether the system is prepared for this. We saw the registration module which took over 20-25 days to stabilise and even now features like appeal, restoration of application form etc are not in place,” the West Bengal FM said.

He said the enrolment of GST practitioners, cancellation of applications and amendments have not yet taken place. Dr Mitra said taxpayers who have migrated from the VAT regime with turnover of less than Rs 20 lakh have not been able to cancel their registration and are thus liable to file returns. “The module for carrying over old credit is being activated today as per information available, and the last date for returns is 28th in such cases. I have serious doubts on whether this entire process can be streamlined in such a short span of time. Once again, the problems of today in the implementation of GST, may get exacerbated,” he said.

 

জরুরি ভিত্তিতে জিএসটি কাউন্সিলের বৈঠক ডাকার দাবী জানালেন বাংলার অর্থমন্ত্রী অমিত মিত্র কেন্দ্রকে

জিএসটি লাগু হওয়ার পর থেকে ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং পাশাপাশি তথ্যপ্রযুক্তিগত দিক থেকে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের। এই কারণে খুব তাড়াতাড়ি একটি জিএসটি কাউন্সিলের বৈঠক প্রয়োজন। এই মর্মে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি দিলেন অমিত মিত্র।

এই চিঠিতে রাজ্যের অর্থমন্ত্রী পুনরায় শ্বেতপত্রের দাবি জানান, যাতে এই মুহূর্তে বাজারের কি অবস্থা সেটা বুঝে পরবর্তী নির্দেশিকা জারি করতে পারে। “আমি বার বার বলেছিলাম ১লা জুলাই জিএসটি লাগু করার মত পরিকাঠামো এখনও তৈরি হয় নি।”

“আমি এর আগেও শ্বেতপত্রের দাবি জানিয়েছিলাম জিএসটি পরিকাঠামো কতটা তৈরি তা জানার জন্য। পাশাপাশি এই জটিল জিএসটি ব্যবস্থাতে ব্যবসায়ীরা কি কি অসুবিধার সম্মুখীন হতে পারে। এটাও মানা হয় নি” তিনি বলেন।প্রযুক্তিগত সমস্যা থাকার কারণে জিএসটি’র পেমেন্ট-এর শেষ তারিখ ২৫শে আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছিল। শনিবারে এই রিটার্ন দাখিল করতে খুব সমস্যা হয় ব্যবসায়ীদের।

“জিএসটিএন-এর সমস্যার পাশাপাশি, ব্যাঙ্কের মাধ্যমে রিটার্ন জমা দিতেও সমস্যা হচ্ছে। আরবিআই গেটওয়ে মাঝে মাঝে ফেল করে। ব্যাঙ্কগুলি অনেক জায়গায় কাউন্টারে চালান নিতে অস্বীকার করছে, ছোট ব্যাবসায়ীরা সমস্যায় পড়ছেন” চিঠিতে লেখেন অমিত মিত্র।
তিনি বলেন, এই সিস্টেমে আগামী মাসের ২০ তারিখ দেড় কোটির বেশী মানুষ ঢুকতে চাইবেন, যার ফলে ব্যবসায় এক বিরাট সমস্যা দেখা দেবে, বিশেষ করে মাঝারি ও ছোট ব্যবসায়। “তাই আমার এখনও চিন্তা এই সিস্টেম কি আদৌ তৈরি? আমরা দেখেছি রেজিস্ট্রেশন মডিউল যা স্টেবেল হতে ২০-২৫ দিন সময় লাগে, এখনও পর্যন্ত অ্যাপিল, রিস্টরেশন অফ অ্যাপ্লিকেশন এইসব সঠিক অবস্থায় নেই” রাজ্যের অর্থমন্ত্রী বলেন।

তিনি বলেন, জিএটি ব্যবহারকারীদের নাম নথিভুক্তকরন, অ্যাপলিকেশনের ক্যান্সেল ও সংশোধন এখনও হয় নি। অমিত মিত্র বলেন, যেসকল ব্যবসায়ীর ব্যবসা বার্ষিক ২০ লক্ষের নিচে ও আগে ভ্যাট ব্যবহার করতেন, তারা অনেকেই এখনও আগের রেজিস্ট্রেশন ক্যান্সেল করতে পারেন নি, তাই তারা রিটার্ন জমা দিতে বাধ্য। “প্রাপ্ত খবর অনুযায়ী ক্যারিং ওভার ওল্ড ক্রেডিটের মড্যুল আজ শুরু হয়েছে, ও রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ২৮শে আগস্ট। এই অল্প সময়ের মধ্যে এই প্রক্রিয়া শেষ হবে কি না আমার সন্দেহ আছে। আবারও বলছি, আজ জিএসটি’তে যে সমস্যা ভবিষ্যতে তা আরও বাড়বে” তিনি লেখেন।

জিএসটি কাউন্সিলের আগামী বৈঠক হায়াদ্রাবাদ-এ ৯ই সেপ্টেম্বর।

 

ODF Plus for women engaged in 100 Days’ Work in North 24 Pgs

The North 24 Parganas district administration is making special arrangements to make more women join the 100 Days’ Work Scheme and thus become self-sufficient. From August 19, every woman joining the 100 days’ scheme would be handed ‘hygiene kits’ under the Open Defecation-Free (ODF) Plus programme.

The district administration reasons that, since the views of women in the household are crucial for health and financial issues of the family, they would be better equipped to percolate the benefits and the working of these issues to every member of the family if they are given lessons on them.

North 24 Parganas was declared an ODF district on September 29, 2016. Currently, an ‘ODF Plus’ programme is being implemented across the district.

From August 19, work under MGNREGS, popularly known as 100 Days’ Work Scheme, would be started in all the gram panchayats.

The hygiene kit, among other things, would contain information on health issues and on insect-borne diseases. From August 19, women engaged in 100 Days’ Work would have access to temporary toilets. Usage of proper toilets would help prevent the spread of pollution and diseases. All these are part of the ODF Plus programme.

১০০ দিনের প্রকল্পে গ্রামীণ মহিলাদের কর্মসংস্থানে উদ্যোগ উত্তর ২৪ পরগনায়

১০০ দিনের কাজের প্রকল্পে গ্রামীণ এলাকার মহিলাদের কর্মসংস্থান এবং সু-স্বাস্থ্যের লক্ষ্যে বিশেষ সচেতনতামূলককর্মসূচি নিচ্ছে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন। আগামী ১৯ আগস্ট জেলাজুড়ে যতজন মহিলা ১০০ দিনের প্রকল্পে কাজকরবেন, তাঁদের প্রত্যেককে একটি করে ‘হাইজিন-কিট’ দেওয়া হবে। প্রশাসনের কর্তাদের দাবি, যেহেতু পরিবারের স্বাস্থ্য ওআর্থিক বিষয়ে মহিলাদের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ, তাই তাঁদের উপরেই এবার বিশেষ নজর দেওয়া হচ্ছে। যাতে তাঁরা বাড়ির শিশুও অন্যান্য সদস্যদের সচেতন করতে পারেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর উত্তর ২৪ পরগনা জেলাকে ওডিএফ জেলা তথা নির্মল জেলাঘোষণা করা হয়েছে। বর্তমানে জেলাজুড়ে ওডিএফ প্লাস কর্মসূচি চলছে। সেই কর্মসূচিতেই ১০০ দিনের কাজের প্রকল্পেরমাধ্যমে গ্রামীণ মহিলাদের অংশগ্রহণ করানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এই জেলার ২২টি ব্লকে ১০০ দিনের কাজের প্রকল্পেপুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় সাত লক্ষ জবকার্ড দেওয়া হয়েছে। তবে এই কর্মসূচিতে কেবলমাত্র মহিলাদেরই নেওয়া হবে।

মহিলাদের কর্মসংস্থান ও স্বাস্থ্য বিধান—এই দু’টি কর্মসূচি একসঙ্গেহাতে নেওয়া হয়েছে। জেলার প্রতিটি গ্রাম পঞ্চায়েতে মহিলারা ১০০ দিনের এই প্রকল্পে কাজের জন্য নিজেদেরনাম নথিভুক্ত করবেন। অর্থাৎ নিজের কাজ নিজেই চাইবেন। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে, ‘রোজগার দিবস’।

Source: Bartaman

Now it’s adventure sports on the Ganga, courtesy Kolkata Police

Adventure sports activities have started on the Ganga under the aegis of Kolkata Police. ‘Kolkata River Water Sports’, as the initiative has been named, started on August 12. The activities are held every Saturday and Sunday.

There are three types of rides at present – jet skis, bumpy rides and boating. Anyone can enjoy the rides, be they trained or novices. Before going on the rides, one has to have one’s name uploaded on the Kolkata Police website.

According to a senior official of Kolkata Police, the rides have gained a lot of popularity. During the last week, about 300 people have enjoyed the rides. Though people of all ages are trying it out, youngsters are especially enjoying the rides. The authorities are hoping the rides will become even more popular in the coming days.

গঙ্গাতেও ওয়াটার স্পোর্টসের অ্যাডভেঞ্চারের স্বাদ

অবশেষে শুরু হল গঙ্গায় মনোরঞ্জন, সৌজন্যে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের উদ্যোগে শুরু হল ‘কলকাতা রিভার ওয়াটার স্পোর্টস’। চলতি মাসের ১২ তারিখ শুরু হয়েছে ওয়াটার স্পোর্টস।

প্রতি সপ্তাহের শনিবার ও রবিবার চলছে এই ওয়াটার স্পোর্টস। মূলত তিন ধরনের রাইড থাকছে এই মুহূর্তে। জেটস কি, বাম্পি রাইডস ও বোট। যারা প্রশিক্ষণপ্রাপ্ত তাঁরা অংশ গ্রহণ করতে পারবেন। কিন্তু যারা প্রশিক্ষণ প্রাপ্ত নয় তারাও এই রাইডে অংশ গ্রহণ করতে পারবেন। অপ্রশিক্ষিতদের জন্য এই রাইডে চালক থাকবে।

রাইড এনজয় করার আগে আপনাকে কলকাতা পুলিশের কাছে তাদের ওয়েবসাইটে নাম নথিভুক্ত করতে হবে। ডিসি পোর্ট ওয়াকার রাজা জানান, বেশ সাড়া পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে প্রায় ৩০০ জন এই রাইড এনজয় করেছে। বাচ্চা থেকে বয়স্করা ওয়াটার স্পোর্টসে অংশ গ্রহণ করেছে। বিশেষ করে ইওং স্টারদের মধ্যে এই রাইড করার ঝোঁকটা বেশী। আগামী দিনে এটা আরও সফল হবে বলে মনে করেন পুলিশ কর্তারা।

Source: Khobar 365 Din

Bengal Govt creating food processing and agri-horti-logistics policies

The Bengal Government will soon come up with a food processing policy intended to create a host of incentives for investors.

The Government is also preparing a study on agri-horti-logistics infrastructure, the idea being to identify and narrow certain gaps which hinder the growth of this sector.

The State Government has already taken some measures to boost the food processing sector. It is providing subsidy for setting up packhouses (warehouses where produce are cleaned, graded and stored temporarily) and cold storage modification, and focusing on providing better safety of products by setting up of irradiation facilities. One such has already been set up in Chinsurah.

Fruits and vegetables grown in Bengal have the potential to hit markets in the US and Europe. A consignment of mangoes has recently been sent to the European Union.

Another idea with a big potential, being considered actively by the Government, is the processing of grapes. Already, good-quality grapes are being grown in Bankura and Purulia.

হিমঘর ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উপযোগী পরিকাঠামো তৈরি করতে উদ্যোগী রাজ্য সরকার

খুব শীঘ্র খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের জন্য লগ্নি-সহায়ক নীতি তৈরি করছে রাজ্য সরকার।
কৃষি ও উদ্যানপালন ক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়ন করতে যা যা প্রয়োজন, তার ওপর গবেষণা করা হচ্ছে। যাতে এই ক্ষেত্রে যা অল্প বিস্তর ত্রুটি আছে, তা সংশোধন করে এই ক্ষেত্র আরও উন্নতি করতে পারে।

খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের জন্য ইতিমধ্যেই সরকার অনেক পদক্ষেপ নিয়েছে।
হিমঘর ও প্যাকহাউসের তৈরির জন্য সরকার ভর্তুকি দিচ্ছে। খাদ্য দ্রব্য ভালো ও তাজা রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। এইরকম একটি কেন্দ্র চুঁচুড়া’য় ইতিমধ্যে এরম একটি কেন্দ্র তৈরি করা হয়েছে।

ফল ও আনাজের বেশ ভালো সম্ভবনা আছে আমেরিকা ও ইউরোপের বাজারে। ইতিমধ্যেই ইউরোপিয়ান দেশগুলিতে বাংলার আম পাঠানো হয়েছে।
বিদেশে বাংলার আঙ্গুরেরও ভালো চাহিদা আছে। ইতিমধ্যেই বাঁকুড়া ও পুরুলিয়া’তে ভালো আঙ্গুর চাষ করা হচ্ছে।

Source: Millennium Post