The Singur Struggle – A timeline

On August 31, 2016, the Supreme Court of India, in a historic judgment declared that the land acquisition made by the erstwhile Left Front Government in Singur was illegal and asked the present Government led by Mamata Banerjee to return the lands to its owners. This was the end of the 10 year struggle started by Didi against illegal land acquisition.

Year 2006

May 2006: The then West Bengal Government decided to acquire 997 acres (initially 1013 acres were asked for) for the Tata Motors small car factory in Singur of Hooghly district. Almost 6,000 families, including many agricultural workers and marginal peasants were to lose their land and livelihoods.

There was no compensation for the landless agricultural workers, unrecorded bargadars and other rural households who were indirectly dependent for their livelihood on land and agricultural activities. Almost all the land owners had also expressed their unwillingness to give their land from the inception of the project, but these appeals have fallen on deaf ears.

17 July: Work on acquisition of land for the Nano factory for producing small cars at Singur began. Farmers led by the Trinamool Congress’ MLA from Singur, Rabindranath Bhattacharjee, lodged protests saying that the state government was trying to remove them from land they owned.

25 September: Singur Land was forcefully acquired. The events  showed that the Left Front Government would go to any extent to evict the people and hand over the land to the company officials, more than four hundred people including several women and children were brutally assaulted and about 78 activists were arrested which includes 27 women and MP Mamata Bannerjee.

At around 1:40 am in the night the RAF and the police attacked a few thousand men-women-children who had been protesting peacefully all day. Few hundred persons were injured. About 5000 people including about 2000 women workers had peacefully demonstrated at the Block Development Office at Singur against the distribution of cheques to the peasants under the banner of “Singur Krishi Jami Raksha Committee”. Rajkumar Bhul, who was attacked by police, died on September 28.

The struggle of the people nevertheless continued in a democratic and peaceful fashion the next few months. Marches, rallies, public hearings got organised in Singur and Kolkata.

1 October: On the day of Bijoya Dashami, night vigil is observed in the affected mouzas of Singur. All the villagers in all the villages of Singur area switched off the lights in their houses in the evening as a symbol of protest.

30 November: Assault on Ms. Mamata Banerjee who was barred by police from proceeding to Singur. The government prohibited all assemblies in the Singur area, displaying its Fascist face.

2 December: Farmers of Khaserbheri, Bera Beri and Gopalnagar gathered to resist the fencing of the proposed project land. Severe police force was used against them, several people injured and more than 60 people were arrested.

4 December: The Singur agitation intensified with Mamata Banerjee starting a hunger-strike at Esplanade in central Kolkata after the state government had rejected her demand for stopping fencing work at Singur and withdrawal of police forces from the area. It lasted 26 days.

18 December: At about 6 AM, the body of a young activist of the Singur Krishi Jami Raksha Samity, Tapasi Malik was found burning in the fenced area. The girl was reportedly raped and murdered by miscreants who were present within the guarded area.

2008

October 3: The Nano Project is moved out of Bengal.

2011

March 28: Mamata Banerjee announced that she will do everything to return 400 acres of land in Singur to the unwilling farmers before Assembly Election.

20 May: Trinamool-led Government takes oath with Ms. Mamata Banerjee as Chief Minister

14 June: AITMC-led government passes the historic Singur Land Rehabilitation and Development Bill passed in Assembly

2016

August 31: Supreme Court of India terms the land acquisition in Singur illegal and unconstitutional.

 

আজ ঐতিহাসিক সিঙ্গুর রায়ের বর্ষপূর্তি

আজ ৩১শে আগস্ট। ঠিক এই দিনে গত বছর সুপ্রিম কোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ ১০ বছরের আন্দোলনকে মান্যতা দিয়ে রায় দেন সিঙ্গুরে জমি অধিগ্রহণ ছিল অবৈধ।

২০০৬

মে মাসে তৎকালীন বামফ্রন্ট সরকার টাটা গোষ্ঠীর ১ লাখি গাড়ির কারখানা ও আনুসাঙ্গিক শিল্প গড়ার জন্য সিঙ্গুরের মোট ১০০০ একর জমি অধিগ্রহনের সিদ্ধান্ত নেয়। গায়ের জোরে সরকারের জমি অধিগ্রহণকে কেন্দ্র করে শুরু হয় কৃষক বিক্ষোভ। শিল্প ও বাণিজ্যমন্ত্রীকে কালো পতাকা দেখান তারা। প্রায় ৩০০০ কৃষক সিঙ্গুরের বিডিও অফিসের সামনে ধর্না দেয় সরকারের এই জমি অধিগ্রহণের বিরোধিতায়।

১৭ই জুলাই তৃণমূল কংগ্রেসের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য’র নেতৃত্বে কৃষকরা প্রতিবাদ জানান।

সব প্রতিবাদ উপেক্ষা করে ২৫শে সেপ্টেম্বর বলপূর্বক তৎকালীন সরকার জমি অধিগ্রহণ করে। ৪০০রও বেশী মহিলা, পুরুষ, শিশু নির্মম ভাবে অত্যাচারিত হন। ৭৮ জন প্রতিবাদী – যার মধ্যে ২৭ জন মহিলা ছিলেন – গ্রেফতার হন। তাদের মধ্যে ছিলেন সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়।

রাত :৪০ নাগাদ শান্তিপূর্ণ প্রতিবাদরত মানুষের ওপর নেমে আসে RAF ও পুলিশের নির্মম অত্যাচার। পুলিশের অত্যাচারে আহত রাজকুমার ভুল  ২৮ তারিখ মারা যান। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে চলে বিক্ষোভ।

সেই বছরই বিজয়া দশমীর (১লা অক্টোবর) রাতে নিজেদের বাড়িতে সব আলো বন্ধ রেখে প্রতীকী প্রতিবাদ করেন।

এর পর ৩০শে নভেম্বর সিঙ্গুর যাওয়ার পথে আটকে দেওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। ৪ঠা  ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলায় অনশন শুরু করেন। ২৬ দিন চলে এই অনশন।

১৮ই ডিসেম্বর ‘সিঙ্গুর কৃষিজমি রক্ষা সমিতির’ অন্যতম প্রতিবাদী তাপসী মালিককে ধর্ষণ করে পুড়িয়ে মারা হয়। প্রতিবাদে উত্তাল হয় সারা বাংলা।

২০০৮

অক্টোবর কারখানা বন্ধ করার সিদ্ধান্ত নেয় গোষ্ঠী।

২০১১

২৮শে মার্চ মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন বিধানসভা নির্বাচনে জয়লাভ করলে অনিচ্ছুক চাষিদের ৪০০ একর জমি ফেরত দেবে তার সরকার।

২০শে মে রাজ্যে ঘটল পালাবদল। ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় এল তৃণমূল কংগ্রেস।

১৪ই জুন রাজ্য সরকার ঐতিহাসিক ‘সিঙ্গুর জমি পুনর্বাসন ও উন্নয়ন বিল’ পাস করে বিধানসভায়।

২০১৬

৩১শে আগস্ট: বাম আমলের জমি অধিগ্রহণকে অসাংবিধানিক আখ্যা দেয় সুপ্রিম কোর্ট।

এর মাঝে সিঙ্গুরের উন্নয়নের জন্যও নেওয়া হয়েছে একাধিক উদ্যোগ:

  • ২০১৪ সালে সিঙ্গুরে তাপসী মালিক কৃষক বাজারের উদ্বোধন করা হয়,
  • সুফল বাংলার ১টি আউটলেট খোলা হয়,
  • একটি নতুন সরকারি ডিগ্রি কলেজ সিঙ্গুরে স্থাপন করা হয়েছে,
  • জুলপিয়া নদীর উপর একটি সেতু নির্মাণ করা হয়েছে,
  • স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং আই সি ডি এস সেন্টার পুনর্গঠন করা হয়েছে,
  • জল সরবরাহ প্রকল্প গ্রহণ এবং উন্নীতকরণ করা হয়েছে।

 

 

Singur Now – A hub of agricultural productivity

A year ago today – on August 31, 2016 – the Supreme Court of India passed the historic judgment t declaring that the land acquisition made by the erstwhile Left Front Government in Singur was illegal and unconstitutional. It asked the present Trinamool Government led by Mamata Banerjee to return the lands to its owners. Thus the 10-year struggle of Mamata Banerjee against illegal land acquisition ended in a victory for the farmers.

Bengal Chief Minister Mamata Banerjee had hailed the Supreme Court’s decision and said she had “tears of joy”. On September 2, 2016, Singur Utsav was observed in every block of the State today to commemorate the Supreme Court decision quashing land acquisition in Singur. Rallies were taken out by Trinamool activists and supporters in various parts of the State. Cultural programmes were held too. ‘Singur Vijay Diwas’ was observed at Vidhan Sabha, too.

On September 14, Mamata Banerjee handed over land parchas (land deeds) and compensation cheques to farmers in Singur. Around 9,117 land deeds were handed over. Around 800 compensation cheques – to unwilling farmers – were handed over by the Chief Minister and her Cabinet colleagues. “In the first lot 9,117 parchas were given. All land will be returned in cultivable form within eight weeks,” she said during her visit to Singur.

The CM said that the government will be setting up check dams and small tube wells for irrigation in Singur. She added that soil testing is going on and all fertilisers for making the land fertile and cultivable will be provided to farmers.

On October 17, the Bengal CM said that the process of giving physical possession of land in Singur will begin on October 20 and will be completed in 15-20 days.

On October 20, Chief Minister Mamata Banerjee formally re-commenced farming on the plots of land in Singur which were given away to Tata Motors’ Nano project by the Left Front government, by sowing seeds of mustard on those plots.

By November 2016, the land was returned and by January 2017, the 300 or so farmers whose land had not been affected by the steel and concrete structures had already begun producing crops of the golden skin potatoes that farmers in Bengal’s Singur are renowned for. Rabi and Boro crops have also been grown in Singur. The Government also encouraged the use of organic fertilisers in Singur.

About 230 acres of paddy fields sown in early February using new, low-water techniques have produced knee-high crops. Sesame, maize, cucumbers and banana have also been planted. A new power network now runs 63 freshly drilled wells for dry season irrigation and sprinklers and drips are in use. The state government had also provided farmers with high-yielding seeds, fertilizer and Rs 10,000 toward new farm equipment and extra workers to help with labour.

With all these steps taken, Singur will be a model in agriculture and horticulture sectors.

 

সিঙ্গুর ফিরেছে শস্যের ভাণ্ডারে

ঠিক এক বছর আগে অর্থাৎ ৩১শে আগস্ট ২০১৬ তারিখে মহামান্য সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায়ে পূর্বতন বামফ্রন্ট সরকারের সিঙ্গুরের জমি অধিগ্রহণকে ‘অবৈধ ও অসাংবিধানিক’আখ্যা দেন। মহামান্য আদালত বর্তমান তৃণমূল সরকারকে নির্দেশ দেন কৃষকদের জমি ফিরিয়ে দিতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ ১০ বছরের অক্লান্ত সংগ্রামের এক মধুর সমাপতন ঘটে।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহামান্য সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানান। তিনি আবেগপ্রবণ হয়ে ঘোষণা করেন রাজ্যের সব ব্লকে সিঙ্গুর উৎসব পালিত হবে। ২রা সেপ্টেম্বর রাজ্যের প্রান্তে প্রান্তে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা মিছিল বার করেন, বিভিন্নি সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। বিধান সভায়ও ‘সিঙ্গুর বিজয় দিবস’ পালন করা হয়।

সেপ্টেম্বরের ১৪ তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় চাষিদের হাতে জমির পরচা ও ক্ষতিপূরণের চেক তুলে দেন। প্রায় ৯১১৭টি পরচা তুলে দেওয়া হয়। প্রায় ৮০০ জন অনিচ্ছুক কৃষকদের ক্ষতিপূরণের চেক প্রদান করেন মুখ্যমন্ত্রী ও মন্ত্রীসভার অন্যান্য মন্ত্রীরা। সিঙ্গুরের জনসভায় মুখ্যমন্ত্রী বলেন, “প্রথম দফায় ৯১১৭টি পরচা তুলে দেওয়া হয়, আগামী আট সপ্তাহের মধ্যে জমি চাষযোগ্য করে ফেরত দেওয়া হবে। সরকার চেক বাঁধ ও ছোট টিউবওয়েলের ব্যবস্থা করছে সিঙ্গুরে সেচের জন্য।” তিনি আরও বলেন, জমি পরীক্ষার কাজ চলছে এবং এই জমিকে উর্বর ও চাষযোগ্য করে তুলতে যা সার লাগে, সব চাষিদের প্রদান করা হবে।

১৭ই অক্টোবর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, জমি হস্তান্তরের প্রক্রিয়া ২০ই অক্টোবর থেকে শুরু করা হবে ও ১৫-২০ দিনের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ হয়ে যাবে। ২০শে অক্টোবর যে জমি বামফ্রন্ট সরকার কেড়ে নিয়েছিল, সেই জমিতে সরিষার বীজ ছড়িয়ে পুনরায় চাষ করা শুরু করেন স্বয়ং মুখ্যমন্ত্রী।

নভেম্বর মাসের মধ্যে জমি হস্তান্তরের কাজ শেষ হয়। জমিতে আলু উৎপাদন হয় ২০১৭ সালের জানুয়ারি মাসেই। এই আলুর জন্যই সিঙ্গুর বিখ্যাত সারা বিশ্বে।

২০১৭ সালের ফেব্রুয়ারী মাসে প্রায় ২৩০ একর ধান জমিতে ফলন হয়েছিল। তিল, ভুট্টা, শসা ও কলার চাষও শুরু হয়েছে। রবি ও বোরো শস্যও ফলন হচ্ছে সিঙ্গুরে। জৈব সার ব্যবহার করতেও উৎসাহ দিচ্ছে রাজ্য সরকার। রাজ্য সরকার বীজ ও সার দিয়েছিল কৃষকদের। এছাড়া, নতুন যন্ত্রপাতি কেনা ও চাষের সহযোগিতা করতে অতিরিক্ত লোকের জন্য ১০,০০০ টাকা করে প্রদান করা হয়েছিল।

রাজ্য সরকারের এই সকল পদক্ষেপের মধ্যে দিয়ে সিঙ্গুর আবারও শস্যের ভাণ্ডারে নিজের জায়গা ফিরে পেয়েছে।

 

 

ODF Plus for women engaged in 100 Days’ Work in North 24 Pgs

The North 24 Parganas district administration is making special arrangements to make more women join the 100 Days’ Work Scheme and thus become self-reliant. From August 19, every woman joining 100 Days’ Work would be handed ‘hygiene kits’. This is part of a programme named ODF Plus.

North 24 Parganas was declared an ODF (open-defecation free) district on September 29, 2016.

The district administration reasons that since the views of women are crucial for health and financial issues of their families, giving them lessons on these issues would help in percolating the views down to every member of the family.

The hygiene kit, among other things, would contain information on health issues and on insect-borne diseases. From August 19, women engaged in 100 Days’ Work in the district would have access to temporary toilets too. Usage of proper toilets would help prevent the spread of pollution and diseases.

 

১০০ দিনের প্রকল্পে গ্রামীণ মহিলাদের কর্মসংস্থানে উদ্যোগ উত্তর ২৪ পরগনায়

 

১০০ দিনের কাজের প্রকল্পে গ্রামীণ এলাকার মহিলাদের কর্মসংস্থান এবং সু-স্বাস্থ্যের লক্ষ্যে বিশেষ সচেতনতামূলক কর্মসূচি নিচ্ছে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন। আগামী ১৯ আগস্ট জেলাজুড়ে যতজন মহিলা ১০০ দিনের প্রকল্পে কাজ করবেন, তাঁদের প্রত্যেককে একটি করে ‘হাইজিন-কিট’ দেওয়া হবে। প্রশাসনের কর্তাদের দাবি, যেহেতু পরিবারের স্বাস্থ্য ও আর্থিক বিষয়ে মহিলাদের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ, তাই তাঁদের উপরেই এবার বিশেষ নজর দেওয়া হচ্ছে। যাতে তাঁরা বাড়ির শিশু ও অন্যান্য সদস্যদের সচেতন করতে পারেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর উত্তর ২৪ পরগনা জেলাকে ওডিএফ জেলা তথা নির্মল জেলা ঘোষণা করা হয়েছে। বর্তমানে জেলাজুড়ে ওডিএফ প্লাস কর্মসূচি চলছে। সেই কর্মসূচিতেই ১০০ দিনের কাজের প্রকল্পের মাধ্যমে গ্রামীণ মহিলাদের অংশগ্রহণ করানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এই জেলার ২২টি ব্লকে ১০০ দিনের কাজের প্রকল্পে পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় সাত লক্ষ জবকার্ড দেওয়া হয়েছে। তবে এই কর্মসূচিতে কেবলমাত্র মহিলাদেরই নেওয়া হবে।

উত্তর ২৪ পরগনার জেলাশাসক অন্তরা আচার্য বলেন, মহিলাদের কর্মসংস্থান ও স্বাস্থ্য বিধান—এই দু’টি কর্মসূচি একসঙ্গে হাতে নেওয়া হয়েছে। আজ, শুক্রবার জেলার প্রতিটি গ্রাম পঞ্চায়েতে মহিলারা ১০০ দিনের এই প্রকল্পে কাজের জন্য নিজেদের নাম নথিভুক্ত করবেন। অর্থাৎ নিজের কাজ নিজেই চাইবেন। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে, ‘রোজগার দিবস’। আগামী ১৯ আগস্ট প্রতিটি গ্রাম পঞ্চায়েতে তাঁরা ১০০ দিনের কাজের প্রকল্পে কাজ করবেন। এতে তাঁরা টাকার পাশাপাশি প্রত্যেকেই একটি করে হাইজিন-কিট পাবেন। সেখানে স্বাস্থ্য বিধান সম্পর্কিত বিভিন্ন প্রয়োজনীয় জিনিস থাকবে। সেই সঙ্গে তাঁদের স্বাস্থ্য এবং ওডিএফ সম্পর্কে সচেতন করা হবে। পতঙ্গ বাহিত রোগ সম্পর্কেও তাঁদের অবগত করা হবে। কারণ, পরিবারে মা হল শিশুদের প্রাথমিক শিক্ষক। তাই মায়েদের সচেতন করা জরুরি। তিনি বলেন, আমরা আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করছি। যেখানে মহিলারা ১০০ দিনের কাজের প্রকল্পে কাজ করবেন, সেখানে অস্থায়ী টয়লেটও তৈরি করা হবে। যাতে দূষণ ও রোগ না ছড়ায়। এটাও ওডিএফ প্লাসের একটি অভিনব সিদ্ধান্ত।

Source: Bartaman

 

Bengal Govt’s Sukanya programme to be introduced in three commissionerates

After its immense success in Kolkata, Chief Minister Mamata Banerjee’s dream project, Sukanya, which provides self-defence training to girls, is going to be introduced in the Bidhannagar, Howrah and Barrackpore police commissionerates.

Kolkata Police had introduced the project following the direction of the Chief Minister. Besides giving lessons in taekwondo, judo, kickboxing and aikido to make school girls self-reliant for their protection, the initiative has provided an international platform to the girls – they have won five golds, two silvers and two bronze medals in the 2016 Kickboxing World Cup held in Russia.

The same project will now be replicated in the three commissionerates. Initially, girl students from 25 schools from the three commissionerates will be given training. For example, 10 schools have been selected in Howrah, and 40 students from each school in two batches will be trained in the first six months. On completion of training, the girls will get a certificate.

রাজ্য সরকারের সুকন্যা প্রকল্প এবার তিন কমিশনারেটেও

কলকাতায় অভূতপূর্ব সাফল্যের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের সুকন্যা প্রকল্প এবার তিন কমিশনারেটেও – বিধাননগর, বারাকপুর ও হাওড়া – শুরু হবে। এই প্রকল্পে মেয়েদের আত্মসুরক্ষার প্রশিক্ষণ দেওয়া হয়।

কলকাতা পুলিশ এই প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রীর নির্দেশে। তাইকোন্ডো, কিকবক্সিং, জুডো, আইকিডো শেখানো হয় এই প্রকল্পে।

বাংলার সুকন্যারা পৌঁছেছে আন্তর্জাতিক স্তরে। সুকন্যা প্রকল্পে প্রশিক্ষণ প্রাপ্ত বাংলার মেয়েরা পাঁচটি সোনা, দুটি রুপো, দুটি ব্রোঞ্জ পদক জিতেছে ২০১৬ কিকবক্সিং বিশ্ব কাপে। এই বিশ্ব কাপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় রাশিয়াতে।

প্রাথমিক পর্যায়ে ২৫টি স্কুলের মেয়েদের এই প্রশিক্ষণ দেওয়া হবে। যেমন, হাওড়ায় ১০টি স্কুলে ৪০জন করে ছাত্রীকে দুটি ব্যাচে ছয় মাস ধরে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষ হলে তারা পাবে শংসাপত্র।

Source: Millennium Post

Process of dialogue for restoring normalcy in the Hills has begun: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today held a meeting with political parties from the Hills to end the ongoing impasse in the Darjeeling Hills and restore normalcy in the region.

Four major political parties (GJM, JAP, GNLF and TMC) were present at the meeting.

 

Here is what the Chief Minister said after the meeting:

Today’s meeting was positive and cordial. A dialogue process has been initiated to restore normalcy in the Hills and bring back peace in the region.

Dialogue is a continuous process. Regular interaction will continue. We will meet again on September 12 in Uttarkanya at 3 PM.

We are all in favour of restoring peace and normalcy in the Hills. We requested them (the Hill parties) to withdraw the bandh, as common people are suffering. Tea, tourism, transport sectors have been hampered.

Let them take their time. They have their own political considerations. Government is bound by its constitutional mandate. But the process of dialogue should continue.

We thank the representatives of all the Hill parties who were present today. We want peace and progress in the Hills.

 

 

পাহাড়ের স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে আলোচনা প্রক্রিয়া চলবে: মমতা বন্দ্যোপাধ্যায়

 

পাহাড়ে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য বিভিন্ন রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে আজ নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পাহাড়ের ৪ টি বড় রাজনৈতিক দল (GJM, JAP, GNLF and TMC) আজকের এই বৈঠকে উপস্থিত ছিল।

 

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশ:

আজকের এই বৈঠক ইতিবাচক হয়েছে। আজকের এই বৈঠকের মাধ্যমে একটি আলোচনা প্রক্রিয়া শুরু হয়েছে। পাহাড়ের সমস্যার সমাধান করতে এবং স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে আজকের এই বৈঠক।

এখন থেকে নিয়মিত আলোচনা হবে। আগামী ১২ সেপ্টেম্বর বেলা ৩ টেয় উত্তরকন্যায় বৈঠক হবে।

আমারা চাই পাহাড়ে শান্তি ফিরে আসুক, সমস্যার সমাধান হোক। বনধ তুলে নেওয়ার জন্য আমরা ওদের (পাহাড়ের দলগুলিকে) অনুরোধ করেছি। চা বাগান বন্ধ হয়ে গেছে; পর্যটন, পরিবহণ সব কিছুর ক্ষতি হচ্ছে।

পাহাড় নিয়ে আলোচনা শুরু হল, বৈঠক হয়েছে মানেই আলোচনার পথ এগিয়েছে। এবার ওদের (পাহাড়ের দলগুলি) নিজেদের আলোচনা করতে দিন, ওদের কিছু সেট আপ রয়েছে। তবে নিয়মিত আলোচনা হবে।

পাহাড়ের সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের আমার ধন্যবাদ। পাহাড়ের ভাই-বোন ভালো থাকুক, শান্তিতে থাকুক। পাহাড়ের উন্নয়ন হোক।

Pulse and oilseed production takes a major leap in Bengal

Since 2011, when the Trinamool Congress Government led by Chief Minister Mamata Banerjee came to power, the production of pulses and oil seeds has increased significantly. This was announced by the Agriculture Minister recently. He gave the following data.

In 2010-11, the production of oil seeds was 1.76 lakh metric tonnes, which touched 3.36 lakh metric tonnes in 2016-17; the production numbers for oil seeds were 7.03 lakh metric tonnes and 9.12 lakh metric tonnes, metric tonnes respectively. As a result of this huge increase, in three to four years, the State Government would not have to import any pulses.

The area under pulse production has increased from 1.97 lakh hectares in 2010-11 to 3.5 lakh hectares in 2016-17. The area under oil seed production has also witnessed a significant increase, from 6.7 lakh hectares to 9.12 lakh hectares.

Currently, the State Government holds 86 crore 84 lakh 113 thousand hectares of land, of which 15,923 hectares in under cultivation.

Bengal is number one in rice production in the country at present. In 2016-17, 1 crore 60 lakh 70 thousand metric tonnes were produced.

 

ডাল ও তৈলবীজ উৎপাদন উল্লেখযোগ্য ভাবে বেড়েছে বাংলায়

২০১১ সালে তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসনভার গ্রহণ করার পর থেকে এ রাজ্যে উল্লেখযোগ্য ভাবে বেড়েছে ডাল ও তৈলবীজ উৎপাদন।

২০১০-১১ তে ডালের উৎপাদন হয়েছিল ১.৭৬ লক্ষ মেট্রিক টন, যা ২০১৬-১৭ তে বেড়ে হয়েছে ৩.৩৬ লক্ষ মেট্রিক টন।পাশাপাশি তৈল বীজের উৎপাদন ২০১৬-১৭ তে হয়েছে ৯.১২ লক্ষ মেট্রিক টন যা ২০১০-১১ তে ছিল ৭.০৩ লক্ষ মেট্রিক টন।

আগামী ৩ থেকে ৪ বছরের মধ্যেই রাজ্যকে আর কোনও ডাল আমদানি করতে হবে না। ২০১০-১১ সালে যেখানে ১.৯৭ লক্ষ হেক্টর জমিতে ডাল উৎপাদন করা হত, সেই চাষের জমি ২০১৬-১৭ সালে বাড়িয়ে ৩.৫ লক্ষ হেক্টর করা হয়েছে। ২০১০-১১ সাল পর্যন্ত তৈল বীজ উৎপাদন করা হত ৬.৭ লক্ষ হেক্টর জমিতে যা ২০১৬-১৭ সালে করা হয় ৯.১২ লক্ষ হেক্টর জমিতে।

এই মুহূর্তে রাজ্যে ৮৬,৮৪,১১৩ হেক্টর জমি আছে যার মধ্যে ১৫,৯২৩ হেক্টর জমিকে চাষের জমিতে রুপান্তরিত করা যায়। ধান উৎপাদনে এই মুহূর্তে দেশের মধ্যে প্রথম বাংলা। ২০১৬-১৭ সালে ধানের উৎপাদন হয়েছে রাজ্যে ১ কোটি ৬০ লক্ষ ৭০ হাজার মেট্রিক টন।

 

Source: Millennium Post

52 OC-based police stations in Bengal to be upgraded to IC-based ones

The Bengal Government will soon upgrade 52 sub-inspector-based police stations, technically known as officer-in-charge-based (OC-based) police stations, to inspector-in-charge-based (IC-based) police stations.

Over the last six years, the  Government has vastly improved the policing system of the state, from creating more police stations and, for the first time, women police stations to creating police commissionerates for ease of administration. The police force also conducts the Sukanya self-defence course for school girls.

This upgrading of police stations from OC-based to IC-based will improve the quality of response to the different policing requirements of a police station area.

Of the 52 police stations, the South Bengal Zone will have 21, the North Bengal Zone 15, and the Western Zone will have another 15, depending on population density.

Nine of these police stations will be based in South 24 Parganas district that has recently been split into three police districts for the sake of better administration.

Some of the police stations listed for upgradation cover areas of more than 500 square kilometres (sq km). For example, Basanti in South 24 Parganas covers 651 sq km, Rajganj and Malbazar in Jalpaiguri cover 614.82 sq km and 548.86 sq km respectively, while Gazole in Malda covers 513.37 sq km.

৫২টি অফিসার ইন চার্জ থানা রূপান্তরিত হচ্ছে ইন্সপেক্টর ইন চার্জ থানা’য়

মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত রাজ্য সরকার খুব শীঘ্রই ৫২টি অফিসার ইন চার্জ থানাকে রূপান্তরিত করতে চলেছে ইন্সপেক্টর ইন চার্জ থানা’য়। ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ স্বরাষ্ট্র ও পাহাড় বিষয়ক দপ্তরকে এই প্রস্তাব দেন।

নবান্নে এক পুলিশ আধিকারিক বলেন, এর মাধ্যমে পরিষেবার মানের অনেক উন্নতি হবে। এই থানা গুলোর ন’টি দক্ষিণ ২৪পরগণায় হবে, যে জেলাকে ভালো প্রশাসনের জন্য তিনটি পুলিশ জেলায় ভাগ করা হয়েছে।

দক্ষিণ বঙ্গে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, হাওড়া (গ্রামীণ) ও নদীয়া জেলায় ২১টি পুলিশ স্টেশন আছে। উত্তর বঙ্গে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় হচ্ছে ১৫টি পুলিশ স্টেশন। পশ্চিম ভাগে আছে পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া ও পূর্ব বর্ধমান জেলা, এখানে ১৫টি থানা রূপান্তরিত হবে।

উপরোক্ত কয়েকটি থানাকে ৫০০ বর্গ কিঃমিঃ অঞ্চল দেখাশোনা করতে হয়। দক্ষিণ ২৪পরগণার বাসন্তি থানাকে ৬৫১ বর্গ কিঃমিঃ নজর রাখতে হয়। জলপাইগুড়ির রাজগঞ্জ ও মালবাজার থানা ও মালদা’র গাজল থানাকে যথাক্রমে ৬১৪.৮২ বর্গ কিঃমিঃ, ৫৪৮.৮৬ বর্গ ও ৫১৩.৩৭ বর্গ কিঃমিঃ অঞ্চল নজর রাখতে হয়।

Source: Millennium Post

Bengal Govt’s online system of fire license issuance promoting ease of doing business in a big way

The online issuance of fire license by the Bengal Government has helped industrialists in a big way, according to the Fire and Environment Department.

This is a part of the State Government’s policy to bring about ease in doing business, as a part of Chief Minister Mamata Banerjee’s grand plans to bring more and more industries to the state.

The online issuance of fire license will not only bring down the time period required for getting such a license but will also, for those setting up industrial units, remove the associated hassles and hardships.

The Bengal Government is not only investing adequate funds in fire prevention but is also in the process of devising a mechanism to make sure a foolproof fire safety system is in place and also that it is being regularly checked.

The government has bought four hydraulic ladders, the tallest among them being 66 metres high.

It is being seen that people are whole-heartedly adopting a culture of fire safety in the state – becoming more safety-compliant and adhering to safety rules more than ever before.

অনলাইনে ফায়ার লাইসেন্সে উপকৃত হচ্ছে ব্যাবসায়ীরা

অনলাইনে ফায়ার লাইসেন্স পাওয়ার পরিষেবা চালু করেছে রাজ্য সরকার। এর ফলে, রাজ্যে ব্যবসা করতে সুবিধা (ease of doing business) হয়েছে বলে খবর দমকল বিভাগ সূত্রে।

অনলাইনে ফায়ার লাইসেন্স পাওয়ার ফলে লাইসেন্স পেতে কম সময় লাগছে; এতে ব্যবসা স্থাপনে যেমন সুবিধা হচ্ছে, অন্যান্য প্রক্রিয়াগত বিলম্বও অনেকটা লাঘব হচ্ছে।

গত ছয় বছরে রাজ্যের অগ্নিনির্বাপণ ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছে রাজ্য সরকার। তৈরী করা হয়েছে পরিকাঠামো। যেহেতু শহরে বহুতলের সংখ্যা বেড়ে চলছে, সরকার ৪টি হাইড্রোলিক সিঁড়ি কিনেছে; সব থেকে উঁচু সিঁড়ি’টির উচ্চতা ৬৬ মিটার। অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিক আছে কিনা সেটা নিয়মিত পরীক্ষণও করা হয়।

পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি মানুষের মধ্যে অগ্নিনির্বাপণ ব্যবস্থা সম্বন্ধে সচেতনতা সৃষ্টিতেও নজর দিচ্ছে সরকার।

Source: Millenium Post

No limit to number of family members covered under Swasthya Sathi scheme

The Bengal Government has removed the limit to the number of family members who can be covered under the Swasthya Sathi Scheme. Rs 1,363 crore 72 lakh has been allotted to the scheme by the State Government.

The scheme was notified by Chief Minister Mamata Banerjee in December 2016, and started functioning from January 3, 2017. Till now, 35,13,140 people have been enrolled in the scheme; another 9,61,741 would be enrolled soon.

Besides the person, his/her wife/husband and children, the husband and wife’s parents would also be enrolled in the scheme.

Under the scheme, a premium of upto Rs 1.5 lakh would be paid by the State Government. For critical illnesses, upto Rs 5 lakh would be paid by the State Government. For returning home after being released from hospital, each person would be given Rs 200.

Additionally, the cost of medicines for the first five days would also be paid by the government. The details of patients are kept secure in e-health cards for easy online access.

The number of government hospitals brought under the scheme is 308 and the number of private hospitals is 314.

Source: Bartaman

 

স্বাস্থ্যসাথি প্রকল্পে পরিজনের সংখ্যার ঊর্ধ্বসীমা থাকছে না

স্বাস্থ্যসাথি প্রকল্পে পরিবারের সদস্য সংখ্যার কোনও ঊর্ধ্বসীমা রাখা হয়নি বলে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন।

২০১৬ সালের ডিসেম্বর মাসে এই প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বছরের ৩ জানুয়ারি প্রকল্পটি শুরু হয়। এখনও পর্যন্ত ৩৫ লক্ষ ১৩ হাজার ১৪০টি পরিবার এই প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছে। কিছুদিনের মধ্যেই আরও ৯ লক্ষ ৬১ হাজার ৭৪১টি পরিবার অন্তর্ভুক্ত হবে।

বর্তমানে আইসিডিএস কর্মী, আশা কর্মী, সিভিক ভলান্টিয়ার, গ্রিন ভলান্টিয়ার, সিভিল ডিফেন্স, ভিলেজ ভলান্টিয়ার, বিভিন্ন দপ্তরে চুক্তিতে নিযুক্ত দৈনিক মজুরিপ্রাপ্ত কর্মী এবং স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা এই প্রকল্পেরঅন্তর্ভুক্ত হয়েছে। ভবিষ্যতে পঞ্চায়েত ও শিক্ষার সঙ্গে যুক্ত কর্মীদেরও স্বাস্থ্যসাথি প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে।

এই প্রকল্পে পরিবারের সদস্য সংখ্যার কোনও ঊর্ধ্বসীমা নেই। স্বামী ও স্ত্রী’র উভয়পক্ষের বাবা ও মা’কে পরিবারের সদস্য হিসাবেএই প্রকল্পে অন্তর্ভুক্ত করা যাবে। চিকিৎসার জন্য বছরে দেড় লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা বিমা দেওয়া হবে। আর দুরারোগ্য ব্যাধির জন্য দেওয়া হবে পাঁচ লক্ষ টাকা।

৩১৪টি বেসরকারি হাসপাতাল এবং ৩০৮টি সরকারিহাসপাতালকে এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। চিকিৎসার পর বাড়ি যাওয়ার জন্য ২০০ টাকা করে পরিবহণ খরচ দেওয়া হচ্ছে। এমনকী হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর পাঁচদিনের ওষুধের খরচও দেওয়া হচ্ছে। চিকিৎসা সংক্রান্তসমস্ত তথ্য ই-হেলথ রেকর্ডে রাখা হয়। এই প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে ১,৩৬৩ কোটি ৭২ লক্ষ টাকা।

 

‘Banglar Tant-er Haat – 2017’ has become the go-to venue for Puja shopping

It is a fight for customers’ hearts and minds – silks from Basoa in Birbhum and baluchari from Bishnupur, muslin from Murshidabad and kantha stitch of Abadanga from Birbhum. This is the welcome scene at ‘Banglar Tant-er Haat – 2017’.

It started on August 12 at Milan Mela, and will continue for 24 days, till September 4. The fair is already drawing appreciative crowds from across the city and its suburbs.

The fair is being held at four pavilions. Three of the pavilions are selling articles of silk, cotton, tangail, kantha stitch, etc. while the fourth is dedicates to handicrafts. Not just sarees but shirts and kurtas are also being held.

Also being sold are other traditional handicrafts like dokra work from Ausgram in Bardhaman district, traditional jewellery from Shantiniketan and pata work from Pingla.

Besides individual artisans from different districts, this year the fair has also given space to NGOs involved with handloom and different handloom organisations.

For the visitors, this has become a popular shopping venue for Durga Puja. From clothes to jewellery to home décor to articles for gifting – everything is available. Some of the handicraft sellers are even making jewellery like necklaces and earrings then and there according to customers’ demands.

Source: Millennium Post

 

পুজোর বাজারে মিলনমেলার তাঁতের হাটও বাঙালির গন্তব্য

বীরভূমের বসোয়ার সিল্কের সঙ্গে বিষ্ণুপুরের বালুচরির লড়াই, আবার মুর্শিদাবাদের মসলিনের সঙ্গে বীরভূমের আবাডাঙার কাঁথাস্টিচ। এই নিয়ে ধীরে ধীরে জমে উঠছে তাঁত মেলা। মিলনমেলা প্রাঙ্গণে শুরু হয়েছে বাংলার তাঁতের হাট। নামে তাঁতের হাট হলেও, তাতে সিল্ক থেকে খাদি— সবই রয়েছে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা হস্তশিল্পীদের নানান কাজের সম্ভার চাক্ষুষ করার সুযোগ হাতছাড়া করতে রাজি হচ্ছেন না কেউই। আর তাই আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত এই মেলা চলবে।

মিলনমেলা প্রাঙ্গণে চারটি প্যাভেলিয়ানে এই তাঁতের হাট চলছে। তার মধ্যে চার নম্বর প্যাভেলিয়ানটি শুধুমাত্র হস্তশিল্পের উপরই তৈরি হয়েছে। অন্যান্য প্যাভেলিয়ানেও সিল্ক, তাঁত, কাঁথাস্টিচ, বালুচরি, টাঙাইল প্রভৃতি শাড়ির সম্ভার রয়েছে।

শুধু শাড়ি নয়, খাদি, সিল্ক না কাঁথাস্টিচের শার্ট, পাঞ্জাবি সবই রয়েছে এখানে। রয়েছে বর্ধমানের আউশগ্রামের ডোকরা, শান্তিনিকেতনের হাতের কাজের নানা গয়না, পিংলার পটের কাজও। অর্থাৎ পুজোর বাজার করতে এসে ঘর সাজানোর সামগ্রী থেকে সাজের জিনিস— সবই মিলবে এখানে বসেই । ক্রেতাদের চাহিদামতোই হার, কানের দুল আমরা তৈরি করে দিচ্ছে শিল্পীরাই।